এস.এস.সি রসায়ন অধ্যায় - ৯: এসিড-ক্ষার সমতা (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৯: এসিড-ক্ষার সমতা (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৪৫১. ট্রিফয়েল কত সালে ব্যবহৃত হয়?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৬
Ο গ) ১৯৪৭
Ο ঘ) ১৯৪৮
 সঠিক উত্তর: (খ)

 ৪৫২. pH এর কোন মানের জন্য দ্রবণ নিরপেক্ষ হয়?
Ο ক) 1
Ο খ) 7
Ο গ) 14
Ο ঘ) 10
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৩. নিচের কোনটি জারক পদার্থ?
Ο ক) অ্যারোসল
Ο খ) পেট্রোলিয়াম
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) ক্লোরিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৪. মানুষের মৌলিক চাহিদার উপকরণ জোগাতে সার্বক্ষণিকভাবে নিয়োজিত কে?
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) গণিত
Ο গ) পদার্থবিজ্ঞান
Ο ঘ) রসায়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৫. সাম্যাবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক হচ্ছে-
i. তাপ
ii. তাপমাত্রা
iii. পাত্রের আকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৬. অ্যামোনিয়া গ্যাস ও পানির বিক্রিয়ায় কোন আয়ন উৎপন্ন হয়?
Ο ক) NH4+
Ο খ) OH-
Ο গ) NH4+ ও OH-
Ο ঘ) NH42-
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৭. তেজস্ক্রিয় রশ্মি চিহ্নিত পদার্থ কীরূপ পাত্রে সংরক্ষণ করা উচিত?
Ο ক) বিশেষ ধরনের পাতলা পাত্র
Ο খ) অনেক পাতলা পাত্র যাতে আলো সহজে প্রবেশ করতে পারে
Ο গ) বিশেষ ধরনের পুরু পাত্র যাতে রশ্মি বের হতে না পারে
Ο ঘ) রঙিন পাত্র যাতে রশ্মি প্রবেশ করতে না পারে?
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৮. খনিজ এসিড-
i. ফসফরিক এসিড (H3SO4)
ii. সালফিউরিক এসিড (H2SO4)
iii. ভিটামিন সি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৯. ল্যাবরেটরিতে ব্যবহৃত ক্ষার হলো-
i. আয়রন অক্সাইড
ii. ক্যালসিয়াম অক্সাইড
iii. সোডিয়াম অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৬০. লেবুতে কি এসিড থাকে?
Ο ক) কার্বনিক এসিড
Ο খ) নাইট্রিক এসিড
Ο গ) অক্সালিক এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬১. কোন আয়ন ঋনাত্ম চার্জ বহন করে?
Ο ক) সোডিয়াম আয়ন
Ο খ) ক্যালসিয়াম আয়ন
Ο গ) পটাসিয়াম আয়ন
Ο ঘ) হাইড্রোক্সাইড আয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬২. নিচের কোনটি অভিজাত্যে মূল্যবান ধাতু?
Ο ক) সীসা
Ο খ) লোহা
Ο গ) স্বর্ণ
Ο ঘ) দস্তা
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৩. কোনটি দুর্বল এসিড?
Ο ক) HNO3
Ο খ) HCI
Ο গ) H2CO3
Ο ঘ) H2CO4
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৪. জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে?
Ο ক) পদার্থ
Ο খ) রসায়ন
Ο গ) জীববিজ্ঞান
Ο ঘ) প্রাণিবিজ্ঞান
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৫. অনুসন্ধান ও গবেষণার তৃতীয় ধাপ কোনটি?
Ο ক) বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন
Ο খ) বিষয়বস্তু নির্ধারণ
Ο গ) সমস্যা চিহ্নিতকরণ
Ο ঘ) পরিকল্পনা প্রণয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৬. প্রকৃত অর্থে কসমেটিকস্ ব্যবহার করলে-
Ο ক) সৌন্দর্য বর্ধন করে
Ο খ) সৌন্দর্য্য হ্রাস করে
Ο গ) ত্বকের ক্ষতি হয়
Ο ঘ) ত্বক অপরিবর্তিত রাখে
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৭. সকল প্রাণিকূল খাদ্যের জন্য কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) উদ্ভিদ
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন ডাই অক্সাইড
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৮. ক্ষারীয় মাধ্যমে লিটমাসের বর্ণ-
Ο ক) সবুজ
Ο খ) কমলা
Ο গ) লাল
Ο ঘ) নীল
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৯. Zn লবণের দ্রবণে NaOH যোগ করলে-
Ο ক) কালো রঙের অধঃক্ষেপ পড়ে
Ο খ) সাদা রঙের অধঃক্ষেপ পড়ে
Ο গ) হলুদ রঙের অধঃক্ষেপ পড়ে
Ο ঘ) হালকা নীল রঙের অধঃক্ষেপ পড়ে
 সঠিক উত্তর: (খ)

 ৪৭০. কপার (II) সালফেট দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যোগ করা হলে-
Ο ক) গাঢ় নীল বর্ণের অধঃক্ষেপ পড়ে
Ο খ) গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়
Ο গ) হালকা নীল বর্ণের দ্রবণ তৈরি হয়
Ο ঘ) হালকা নীল বর্ণের অধঃক্ষেপ পড়ে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭১. কোন দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করার পর দ্রবণটির বর্ণ বেগুনি হলে-
i. দ্রবণটির তীব্র ক্ষার
ii. দ্রবণটির তীব্র এসিড
iii. দ্রবণটির pH মান 11-14 এর মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭২. মানুষের মুখের ব্যাকটেরিয়অ কোনটি উৎপন্ন করে?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) এনামেল
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৩. ক্ষারে কোন আয়নটি ভ্রাম্যমাণ থাকে?
Ο ক) H+
Ο খ) OH-
Ο গ) OH2-
Ο ঘ) H2-
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৪. নিচের কোনটি বৃত্তের ওপর আগুনের শিখা প্রদান করে?
Ο ক) হাইড্রোজেন পার অক্সাইড
Ο খ) CI2গ্যাস
Ο গ) H2
Ο ঘ) Na
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৫. তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান, ফলাফল গ্রহণ-এগুলো কিসের সাথে সংশ্লিষ্ট?
Ο ক) বিষয়বস্তু নির্ধারণ
Ο খ) অনুসন্ধান
Ο গ) সম্যক জ্ঞানার্জন
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৬. ভোল্টার কোষে H2SO4 এর বদলে CH3COOH ব্যবহার করলে কী ঘটবে?
Ο ক) বিদ্যুৎ সৃষ্টি হবে না
Ο খ) জিঙ্ক দন্ড অক্ষত থাকবে
Ο গ) বিদ্যুৎ প্রবাহ উল্টো দিকে হবে
Ο ঘ) প্রবাহ হাস পাবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৭. চুলের উজ্জ্বলতার জন্য pH কত হওয়া প্রয়োজন?
Ο ক) 4.0-6.0
Ο খ) 5.5-6.5
Ο গ) 7.35-7.45
Ο ঘ) 6.0-8.0
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৮. জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সম্পূর্ণরূপে আয়নিত হয়ে কোন আয়ন উৎপন্ন করে?
Ο ক) OH-
Ο খ) H+
Ο গ) H2+
Ο ঘ) OH2-
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৯. টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহৃত হয়-
Ο ক) NH3
Ο খ) NaOH
Ο গ) H2SO4
Ο ঘ) HNO3
 সঠিক উত্তর: (খ)

 ৪৮০. প্রচীন আল কেমিদের রসায়ন চর্চা কিসের জন্ম দিয়েছে?
Ο ক) আধুনিক সভ্যতার
Ο খ) রসায়ন শিল্পের
Ο গ) নগরায়নের
Ο ঘ) পরিবেশ আন্দোলনের
 সঠিক উত্তর: (খ)

 ৪৮১. রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে-
(i) পরিমিত ব্যবহার করতে হবে
(ii) রসায়ন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে
(iii) রাসায়নিক পদার্থ ব্যবহারের পূর্বে এর গুণাগুণ বিচার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮২. কোনটি রাসায়নিক প্রক্রিয়া?
Ο ক) ধাতু নিষ্কাশন
Ο খ) বরফ পানিতে পরিণত হওয়া
Ο গ) সামুদ্রিক ঢেউ
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৩. তামার মজুদের পরিমাণ বাড়াতে হলে-
Ο ক) ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবহার কামাতে হবে
Ο খ) নষ্ট হওয়া যন্ত্রাংশ থেকে তামা পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবে
Ο গ) পুরাতন যন্ত্রপাতি বেশি ব্যবহার করতে হবে
Ο ঘ) বিদ্যুৎশক্তির পরিমাণ বাড়াতে হবে
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৪. কাপড় কাচা সোডা কী জাতীয় পদার্থ?
Ο ক) এসিড জাতীয়
Ο খ) ক্ষার জাতীয়
Ο গ) লবণ জাতীয়
Ο ঘ) নিরপেক্ষ
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৫. কেক তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) বেকিং পাউডার
Ο খ) সোডিয়াম হাইড্রোক্সাইড
Ο গ) ক্যালসিয়াম অক্সাইড
Ο ঘ) টারটারিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৬. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী?
Ο ক) সোডিয়াম কার্বনেট
Ο খ) ক্যালসিয়াম কার্বনেট
Ο গ) পটাসিয়াম কার্বনেট
Ο ঘ) সোডিয়াম সালফেট
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৭. ধাতুর সক্রিয়তাসিরিজে হাইড্রোজেনের উপরের ধাতু কোনটি?
Ο ক) পটাসিয়াম
Ο খ) কপার
Ο গ) সিলভার
Ο ঘ) লেড
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৮. একটি অংশ এসিড থেকে ও অপর অংশ ক্ষার থেকে আসে কোন জাতীয় যৌগের?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৯. COD মানে হল-
Ο ক) রাসায়নিক হাইড্রোজেন চাহিদা
Ο খ) রাসায়নিক কার্বন চাহিদা
Ο গ) রাসায়নিক অক্সিজেন চাহিদা
Ο ঘ) রাসায়নিক নাইট্রোজেন চাহিদা
 সঠিক উত্তর: (গ)

 ৪৯০. অতি অল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে কাঠ বা গ্যাস পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
Ο ক) কার্বন কণা
Ο খ) কার্বন ডাই অক্সাইড
Ο গ) কার্বনেট
Ο ঘ) কার্বন মনো অক্সাইড
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯১. আভিধাানিক অর্থে pH এর মানের সীমা কত?
Ο ক) 1-14
Ο খ) 0-14
Ο গ) 3-14
Ο ঘ) 4-14
 সঠিক উত্তর: (ক)

 ৪৯২. ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অধঃক্ষেপের বর্ণ কেমন?
Ο ক) সবুজ
Ο খ) সাদা
Ο গ) লালচে
Ο ঘ) নীল
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৩. সাধারণত মাটির pH কত?
Ο ক) 4-9
Ο খ) 4-8
Ο গ) 4-10
Ο ঘ) 4-11
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৪. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ হলো-
(i) ১ম ধাপ- বিষয়বস্তু নির্ধারণ
(ii) ২য় ধাপ- সমস্যা চিহ্নিতকরণ
(iii) ৩য় ধাপ- পরিকল্পনা প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৯৫. অতিরিক্ত এসিডের জন্য-
i. পাকস্থলীতে প্রদাহ অনুভব করে
ii. গলায় প্রদাহ অনুভব করে
iii. বদহজম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৬. NO2 এর বর্ণ কেমন?
Ο ক) গোলাপী
Ο খ) বাদামি
Ο গ) হলুদ
Ο ঘ) লাল
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৭. কাপড় কাচা সোডা কি জাতীয় পদার্থ?
Ο ক) এসিড জাতীয়
Ο খ) নিরপেক্ষ
Ο গ) ক্ষার জাতীয়
Ο ঘ) লবণ জাতীয়
 সঠিক উত্তর: (গ)

 ৪৯৮. পরীক্ষণের পরিবর্তে কী করা যেতে পারে?
Ο ক) তথ্য-উপাত্ত সংগ্রহ
Ο খ) অনুসন্ধান
Ο গ) বিশ্লেষণ
Ο ঘ) ফলাফল প্রদান
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: শিল্প এলাকার একটি জলাশযের পানিতে pH মিটারের সাহায্যে দেখা গেল pH এর মান 4। এই পানিতে জীব বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়।

 ৪৯৯. উদ্দীপকের উল্লেখিত জলাশয়টি কী ধরনের দূষনের শিকার?
Ο ক) এসিড দূষণ
Ο খ) ক্ষারীয় দূষণ
Ο গ) তাপ দূষণ
Ο ঘ) আর্সেনিক দূষণ
 সঠিক উত্তর: (ক)

 ৫০০. পানিতে BOD এর মান বেশি হলে কী হয়?
Ο ক) জারিত
Ο খ) বিজারিত
Ο গ) দূষিত
Ο ঘ) বিশুদ্ধ
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post