ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৫: রাসায়নিক বন্ধন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. সমযোজী বন্ধন গঠনের জন্য অক্সিজেনকে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) জেনন
সঠিক উত্তর: (খ)
১০২. গলনাঙ্ক সম্পর্কিত নিচের তথ্যসমূহ লক্ষ কর-
i. আয়নিক যৌগ নিম্ন গলনাঙ্কবিশিষ্ট
ii. আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
iii. সমযোজী যৌগ উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১০৩. হাইড্রোজেন অণু গঠনের সময় কার ইলেকট্রন বিন্যাস গঠন করতে চায়?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
১০৪. জৈব দ্রাবকে দ্রবণীয়-
Ο ক) আয়নিক যৌগ
Ο খ) হাইড্রোজেন যৌগ
Ο গ) ধাতব যৌগ
Ο ঘ) সমযোজী যৌগ
সঠিক উত্তর: (ঘ)
১০৫. সমযোজী যৌগের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তা হলো-
Ο ক) আন্তঃআণবিক শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) স্থির বৈদ্যুতিক শক্তি
Ο ঘ) ভ্যানডাওয়ালস শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১০৬. কোন অণুতে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই?
Ο ক) H2O
Ο খ) NH3
Ο গ) SO2
Ο ঘ) CH4
সঠিক উত্তর: (ঘ)
১০৭. ধাতুর পরমাণুগুলো আয়নে পরিণত হলে কোন ধরনের কেলাসে অবস্থান করে?
Ο ক) একমাত্রিক
Ο খ) দ্বিমাত্রিক
Ο গ) ত্রিমাত্রিক
Ο ঘ) পঞ্চমাত্রিক
সঠিক উত্তর: (গ)
১০৮. পানির অণুর আকৃতি কীরূপ?
Ο ক) রৈখিক
Ο খ) কৌণিক
Ο গ) চতুস্তলকীয়
Ο ঘ) পিরামিডীয়
সঠিক উত্তর: (খ)
১০৯. নিচের কোন মৌলটি ইলেকট্রন বর্জন করে দ্বৈত বিন্যাস লাভ করে?
Ο ক) Li
Ο খ) Na
Ο গ) O
Ο ঘ) F
সঠিক উত্তর: (ক)
১১০. Na পরমাণুতে-
i. ইলেকট্রন সংখ্যা ১১
ii. প্রোটন সংখ্যা ও ইলেট্রন সংখ্যা সমান
iii. নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হতে ১ বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১১. সমযোজী যৌগকে বাষ্পে পরিণত করার সময় কোন বন্ধন ছিন্ন হয়?
Ο ক) ডাইপোল বন্ধন
Ο খ) ভ্যানডার ওয়ালস বন্ধন
Ο গ) সমযোজী পাই বন্ধন
Ο ঘ) সমযোজী সিগমা বন্ধন
সঠিক উত্তর: (খ)
১১২. নিচের কোন মৌলটি স্বাভাবিক অবস্থায় কঠিন?
Ο ক) CH4
Ο খ) I2
Ο গ) C2H5OH
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১১৩. শেষ শক্তিস্তর অষ্টক পূর্ণ থাকে- i. হিলিয়াম ii. আর্গন iii. জেনন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. H2 অণুতে হাইড্রোজেন পরমাণু কতটি ইলেকট্রন শেয়ার করে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
১১৫. কোনো পরমাণুতে ইলেকট্রন দিলে তা কিসে রূপান্তরিত হবে?
Ο ক) অ্যানায়ন
Ο খ) ক্যাটায়ন
Ο গ) যৌগ
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (ক)
১১৬. শেষ শক্তিস্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে কোন পদার্থের?
Ο ক) অধাতু
Ο খ) ধাতু
Ο গ) গ্যাস
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (খ)
১১৭. যোজ্যতা ইলেকট্রন হচ্ছে-
Ο ক) নিস্ক্রিয় মৌলের ইলেকট্রন সংখ্যা
Ο খ) সর্বপ্রথম প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা
Ο গ) সর্বশেষ প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) সর্বশেষ উপস্তরে ইলেকট্রন সংখ্যা
সঠিক উত্তর: (গ)
১১৮. কোনটি ধাতব বন্ধনের উদাহরণ?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) কপার তার
Ο গ) আয়োডিন
Ο ঘ) কার্বন ট্রেট্রাক্লোরাইড
সঠিক উত্তর: (খ)
১১৯. মৌলের পরমাণুর প্রথম প্রধান শক্তিস্তরের কয়টি উপস্তর বিদ্যমান?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 5
সঠিক উত্তর: (ক)
১২০. তৃতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে কোন পরমাণুর?
Ο ক) Na
Ο খ) Mg
Ο গ) Ca
Ο ঘ) Ne
সঠিক উত্তর: (গ)
১২১. ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে কোন পরমাণুর স্থায়ী অষ্টক বিন্যাস লাভ করে?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) জেনন
সঠিক উত্তর: (খ)
১২২. নিস্ক্রিয় গ্যাস পর্যায় সারণির-
i. সর্বডানে অবস্থিত
ii. শূণ্য গ্রুপের মৌল
iii. তৃতীয় পর্যায়ে মৌল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৩. অধাতু কার সাথে বন্ধন গঠনকালে ইলেকট্রন গ্রহণ করে?
Ο ক) ধাতু
Ο খ) অধাতু
Ο গ) অপধাতু
Ο ঘ) নিস্ক্রিয় গ্যাস
সঠিক উত্তর: (ক)
১২৪. শুধুমাত্র সমযোজী যৌগ গঠন করে কোনটি?
Ο ক) Na
Ο খ) CI
Ο গ) Mg
Ο ঘ) C
সঠিক উত্তর: (ঘ)
১২৫. ক্রিপ্টনের যোজনী ইলেকট্রন কত?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) আট
সঠিক উত্তর: (ঘ)
১২৬. কোন যৌগের আধান সাধারণত কীরূপ?
Ο ক) শূণ্য
Ο খ) ধনাত্মক
Ο গ) যৌগের উপর নির্ভর করে
Ο ঘ) ঋণাত্মক
সঠিক উত্তর: (ক)
১২৭. A মৌলটি বন্ধন গঠনের ক্ষেত্রে কোনটি করতে হয়?
Ο ক) অষ্টক পূর্ণ
Ο খ) ইলেকট্রন গ্রহণ
Ο গ) দ্বৈত পূর্ণ
Ο ঘ) ঋণাত্মক আয়ন গঠন
সঠিক উত্তর: (গ)
১২৮. নিস্ক্রিয় গ্যাসসমূহের ভৌত অবস্থা কীরূপ?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) কঠিন ও তরল
Ο ঘ) গ্যাসীয়
সঠিক উত্তর: (ঘ)
১২৯. 2,8 ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌল কোনটি?
Ο ক) He
Ο খ) Ne
Ο গ) Ar
Ο ঘ) Kr
সঠিক উত্তর: (ক)
১৩০. কোনো পরমাণুর যোজ্যতা স্তর কোনটি?
Ο ক) প্রথম শক্তিস্তর
Ο খ) দ্বিতীয় শক্তিস্তর
Ο গ) মাঝের শক্তিস্তর
Ο ঘ) সর্বশেষ শক্তিস্তর
সঠিক উত্তর: (ঘ)
১৩১. লিথিয়াম পরমাণুর ক্যাটায়ন কোনটি?
Ο ক) Li
Ο খ) Li+
Ο গ) Li++
Ο ঘ) Li3+
সঠিক উত্তর: (খ)
১৩২. কোন অধাতু?
Ο ক) কার্বন
Ο খ) অক্সিজেন
Ο গ) ফ্লোরিন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. গ্রুপ-১৭ এর মৌল-
i. ইলেকট্রন গ্রহণ করে নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
ii. আয়নিক বন্ধন করতে পারে
iii. ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৪. আয়রন পরমাণুকে ধনাত্মক আয়নে পরিণত হতে-
i. ১টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
ii. ২টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
iii. ৩টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৫. ইলেকট্রন শেয়ার করে কোনটি?
Ο ক) Li
Ο খ) Mg
Ο গ) C
Ο ঘ) Na
সঠিক উত্তর: (গ)
১৩৬. নাইট্রেট এর যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 5
সঠিক উত্তর: (ক)
১৩৭. ধাতব খন্ডকে ব্যাটারির সাথে যুক্ত করলে-
Ο ক) তড়িৎ নিরপেক্ষ হয়
Ο খ) সর্ট সার্কিট হয়
Ο গ) ঋণাত্মক প্রান্ত থেকে মুক্ত ইলেকট্রন ধনাত্মক প্রান্তের দিকে যায়
Ο ঘ) ধনাত্মক প্রান্ত থেকে মুক্ত ইলেকট্রন ঋণাত্মক প্রান্তের দিকে যায়
সঠিক উত্তর: (গ)
১৩৮. সমযোজী যৌগ সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক?
Ο ক) নিম্ন স্ফুটনাঙ্ক
Ο খ) উচ্চ স্ফুটনাঙ্ক
Ο গ) উচ্চ গলনাঙ্ক
Ο ঘ) অধিকাংশ যৌগ পানিতে দ্রবণীয়
সঠিক উত্তর: (ক)
১৩৯. ইলেকট্রন গ্রহণ করে যোজ্যতা স্তরে অষ্টক বিন্যাস লাভ করে-
i. অক্সিজেন
ii. ক্যালসিয়াম
iii. ক্লোরিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪০. মৌলের রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্য-
Ο ক) ধনাত্মক আয়ন সৃষ্টি
Ο খ) স্থিতিশীলতা অর্জন
Ο গ) পরমাণুর মধ্যে আকর্ষণ সৃষ্টি করা
Ο ঘ) ইলেকট্রন আসক্তি সৃষ্টি করা
সঠিক উত্তর: (খ)
১৪১. অপোলার সমযোজী যৌগের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) গলনাঙ্ক বেশি
Ο খ) জৈব দ্রাবকে অদ্রবণীয়
Ο গ) এ যৌগ বিদ্যুৎ অপরিবাহী
Ο ঘ) বিদ্যু পরিবাহী
সঠিক উত্তর: (গ)
১৪২. কার্বন আয়নিক যৌগ গঠন করে না কেন?
Ο ক) যোজ্যতা ইলেকট্রন পূর্ণ
Ο খ) অধিক শক্তি প্রয়োজন
Ο গ) অল্প শক্তি প্রয়োজন
Ο ঘ) স্বাভাবিক অবস্থায় কঠিন
সঠিক উত্তর: (খ)
১৪৩. পরমাণু কোনটির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়?
Ο ক) মৌলের
Ο খ) অধাতুর
Ο গ) ধাতুর
Ο ঘ) নিস্ক্রিয় মৌলের
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কী বলে?
Ο ক) যোজ্যতা
Ο খ) প্রতীক
Ο গ) যৌগমূলক
Ο ঘ) সংকেত
সঠিক উত্তর: (ক)
১৪৫. বন্ধনশক্তি কী?
Ο ক) অণুতে পরমাণুসমূহের আকর্ষণ শক্তি
Ο খ) নিস্ক্রিয় মৌলের আকর্ষণ শক্তি
Ο গ) দুটি অণুর মধ্যে আকর্ষণ শক্তি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৪৬. যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে কী বলা হয়?
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) অ্যানায়ন
Ο ঘ) ক্যাটায়ন
সঠিক উত্তর: (খ)
১৪৭. সমযোজী যৌগ সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
i. সাধারণত সমযোজী যৌগের বিক্রিয়ার গতি ধীর
ii. আয়নিক যৌগে দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক প্রদান করে
iii. আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৮. মৌলের কোন স্তরের ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়?
Ο ক) প্রথম স্তরের
Ο খ) শেষ স্তরের
Ο গ) দ্বিতীয় স্তরে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৪৯. কোনটি প্রকৃতপক্ষে যৌগমূলক?
Ο ক) So22-
Ο খ) CO32-
Ο গ) NO2+
Ο ঘ) H2O2-
সঠিক উত্তর: (খ)
১৫০. আয়নিক যৌগের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট
Ο খ) এরা সকলেই পানিতে দ্রবণীয়
Ο গ) এর বিদ্যুৎ পরিবাহী নয়
Ο ঘ) এর জলীয় দ্রবণে আয়নিত হয় না
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. সমযোজী বন্ধন গঠনের জন্য অক্সিজেনকে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) জেনন
সঠিক উত্তর: (খ)
১০২. গলনাঙ্ক সম্পর্কিত নিচের তথ্যসমূহ লক্ষ কর-
i. আয়নিক যৌগ নিম্ন গলনাঙ্কবিশিষ্ট
ii. আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
iii. সমযোজী যৌগ উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১০৩. হাইড্রোজেন অণু গঠনের সময় কার ইলেকট্রন বিন্যাস গঠন করতে চায়?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
১০৪. জৈব দ্রাবকে দ্রবণীয়-
Ο ক) আয়নিক যৌগ
Ο খ) হাইড্রোজেন যৌগ
Ο গ) ধাতব যৌগ
Ο ঘ) সমযোজী যৌগ
সঠিক উত্তর: (ঘ)
১০৫. সমযোজী যৌগের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তা হলো-
Ο ক) আন্তঃআণবিক শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) স্থির বৈদ্যুতিক শক্তি
Ο ঘ) ভ্যানডাওয়ালস শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১০৬. কোন অণুতে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই?
Ο ক) H2O
Ο খ) NH3
Ο গ) SO2
Ο ঘ) CH4
সঠিক উত্তর: (ঘ)
১০৭. ধাতুর পরমাণুগুলো আয়নে পরিণত হলে কোন ধরনের কেলাসে অবস্থান করে?
Ο ক) একমাত্রিক
Ο খ) দ্বিমাত্রিক
Ο গ) ত্রিমাত্রিক
Ο ঘ) পঞ্চমাত্রিক
সঠিক উত্তর: (গ)
১০৮. পানির অণুর আকৃতি কীরূপ?
Ο ক) রৈখিক
Ο খ) কৌণিক
Ο গ) চতুস্তলকীয়
Ο ঘ) পিরামিডীয়
সঠিক উত্তর: (খ)
১০৯. নিচের কোন মৌলটি ইলেকট্রন বর্জন করে দ্বৈত বিন্যাস লাভ করে?
Ο ক) Li
Ο খ) Na
Ο গ) O
Ο ঘ) F
সঠিক উত্তর: (ক)
১১০. Na পরমাণুতে-
i. ইলেকট্রন সংখ্যা ১১
ii. প্রোটন সংখ্যা ও ইলেট্রন সংখ্যা সমান
iii. নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হতে ১ বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১১. সমযোজী যৌগকে বাষ্পে পরিণত করার সময় কোন বন্ধন ছিন্ন হয়?
Ο ক) ডাইপোল বন্ধন
Ο খ) ভ্যানডার ওয়ালস বন্ধন
Ο গ) সমযোজী পাই বন্ধন
Ο ঘ) সমযোজী সিগমা বন্ধন
সঠিক উত্তর: (খ)
১১২. নিচের কোন মৌলটি স্বাভাবিক অবস্থায় কঠিন?
Ο ক) CH4
Ο খ) I2
Ο গ) C2H5OH
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১১৩. শেষ শক্তিস্তর অষ্টক পূর্ণ থাকে- i. হিলিয়াম ii. আর্গন iii. জেনন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. H2 অণুতে হাইড্রোজেন পরমাণু কতটি ইলেকট্রন শেয়ার করে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
১১৫. কোনো পরমাণুতে ইলেকট্রন দিলে তা কিসে রূপান্তরিত হবে?
Ο ক) অ্যানায়ন
Ο খ) ক্যাটায়ন
Ο গ) যৌগ
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (ক)
১১৬. শেষ শক্তিস্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে কোন পদার্থের?
Ο ক) অধাতু
Ο খ) ধাতু
Ο গ) গ্যাস
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (খ)
১১৭. যোজ্যতা ইলেকট্রন হচ্ছে-
Ο ক) নিস্ক্রিয় মৌলের ইলেকট্রন সংখ্যা
Ο খ) সর্বপ্রথম প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা
Ο গ) সর্বশেষ প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) সর্বশেষ উপস্তরে ইলেকট্রন সংখ্যা
সঠিক উত্তর: (গ)
১১৮. কোনটি ধাতব বন্ধনের উদাহরণ?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) কপার তার
Ο গ) আয়োডিন
Ο ঘ) কার্বন ট্রেট্রাক্লোরাইড
সঠিক উত্তর: (খ)
১১৯. মৌলের পরমাণুর প্রথম প্রধান শক্তিস্তরের কয়টি উপস্তর বিদ্যমান?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 5
সঠিক উত্তর: (ক)
১২০. তৃতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে কোন পরমাণুর?
Ο ক) Na
Ο খ) Mg
Ο গ) Ca
Ο ঘ) Ne
সঠিক উত্তর: (গ)
১২১. ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে কোন পরমাণুর স্থায়ী অষ্টক বিন্যাস লাভ করে?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) জেনন
সঠিক উত্তর: (খ)
১২২. নিস্ক্রিয় গ্যাস পর্যায় সারণির-
i. সর্বডানে অবস্থিত
ii. শূণ্য গ্রুপের মৌল
iii. তৃতীয় পর্যায়ে মৌল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৩. অধাতু কার সাথে বন্ধন গঠনকালে ইলেকট্রন গ্রহণ করে?
Ο ক) ধাতু
Ο খ) অধাতু
Ο গ) অপধাতু
Ο ঘ) নিস্ক্রিয় গ্যাস
সঠিক উত্তর: (ক)
১২৪. শুধুমাত্র সমযোজী যৌগ গঠন করে কোনটি?
Ο ক) Na
Ο খ) CI
Ο গ) Mg
Ο ঘ) C
সঠিক উত্তর: (ঘ)
১২৫. ক্রিপ্টনের যোজনী ইলেকট্রন কত?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) আট
সঠিক উত্তর: (ঘ)
১২৬. কোন যৌগের আধান সাধারণত কীরূপ?
Ο ক) শূণ্য
Ο খ) ধনাত্মক
Ο গ) যৌগের উপর নির্ভর করে
Ο ঘ) ঋণাত্মক
সঠিক উত্তর: (ক)
১২৭. A মৌলটি বন্ধন গঠনের ক্ষেত্রে কোনটি করতে হয়?
Ο ক) অষ্টক পূর্ণ
Ο খ) ইলেকট্রন গ্রহণ
Ο গ) দ্বৈত পূর্ণ
Ο ঘ) ঋণাত্মক আয়ন গঠন
সঠিক উত্তর: (গ)
১২৮. নিস্ক্রিয় গ্যাসসমূহের ভৌত অবস্থা কীরূপ?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) কঠিন ও তরল
Ο ঘ) গ্যাসীয়
সঠিক উত্তর: (ঘ)
১২৯. 2,8 ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌল কোনটি?
Ο ক) He
Ο খ) Ne
Ο গ) Ar
Ο ঘ) Kr
সঠিক উত্তর: (ক)
১৩০. কোনো পরমাণুর যোজ্যতা স্তর কোনটি?
Ο ক) প্রথম শক্তিস্তর
Ο খ) দ্বিতীয় শক্তিস্তর
Ο গ) মাঝের শক্তিস্তর
Ο ঘ) সর্বশেষ শক্তিস্তর
সঠিক উত্তর: (ঘ)
১৩১. লিথিয়াম পরমাণুর ক্যাটায়ন কোনটি?
Ο ক) Li
Ο খ) Li+
Ο গ) Li++
Ο ঘ) Li3+
সঠিক উত্তর: (খ)
১৩২. কোন অধাতু?
Ο ক) কার্বন
Ο খ) অক্সিজেন
Ο গ) ফ্লোরিন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. গ্রুপ-১৭ এর মৌল-
i. ইলেকট্রন গ্রহণ করে নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
ii. আয়নিক বন্ধন করতে পারে
iii. ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৪. আয়রন পরমাণুকে ধনাত্মক আয়নে পরিণত হতে-
i. ১টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
ii. ২টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
iii. ৩টি ইলেকট্রন ত্যাগ করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৫. ইলেকট্রন শেয়ার করে কোনটি?
Ο ক) Li
Ο খ) Mg
Ο গ) C
Ο ঘ) Na
সঠিক উত্তর: (গ)
১৩৬. নাইট্রেট এর যোজনী কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 5
সঠিক উত্তর: (ক)
১৩৭. ধাতব খন্ডকে ব্যাটারির সাথে যুক্ত করলে-
Ο ক) তড়িৎ নিরপেক্ষ হয়
Ο খ) সর্ট সার্কিট হয়
Ο গ) ঋণাত্মক প্রান্ত থেকে মুক্ত ইলেকট্রন ধনাত্মক প্রান্তের দিকে যায়
Ο ঘ) ধনাত্মক প্রান্ত থেকে মুক্ত ইলেকট্রন ঋণাত্মক প্রান্তের দিকে যায়
সঠিক উত্তর: (গ)
১৩৮. সমযোজী যৌগ সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক?
Ο ক) নিম্ন স্ফুটনাঙ্ক
Ο খ) উচ্চ স্ফুটনাঙ্ক
Ο গ) উচ্চ গলনাঙ্ক
Ο ঘ) অধিকাংশ যৌগ পানিতে দ্রবণীয়
সঠিক উত্তর: (ক)
১৩৯. ইলেকট্রন গ্রহণ করে যোজ্যতা স্তরে অষ্টক বিন্যাস লাভ করে-
i. অক্সিজেন
ii. ক্যালসিয়াম
iii. ক্লোরিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪০. মৌলের রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্য-
Ο ক) ধনাত্মক আয়ন সৃষ্টি
Ο খ) স্থিতিশীলতা অর্জন
Ο গ) পরমাণুর মধ্যে আকর্ষণ সৃষ্টি করা
Ο ঘ) ইলেকট্রন আসক্তি সৃষ্টি করা
সঠিক উত্তর: (খ)
১৪১. অপোলার সমযোজী যৌগের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) গলনাঙ্ক বেশি
Ο খ) জৈব দ্রাবকে অদ্রবণীয়
Ο গ) এ যৌগ বিদ্যুৎ অপরিবাহী
Ο ঘ) বিদ্যু পরিবাহী
সঠিক উত্তর: (গ)
১৪২. কার্বন আয়নিক যৌগ গঠন করে না কেন?
Ο ক) যোজ্যতা ইলেকট্রন পূর্ণ
Ο খ) অধিক শক্তি প্রয়োজন
Ο গ) অল্প শক্তি প্রয়োজন
Ο ঘ) স্বাভাবিক অবস্থায় কঠিন
সঠিক উত্তর: (খ)
১৪৩. পরমাণু কোনটির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়?
Ο ক) মৌলের
Ο খ) অধাতুর
Ο গ) ধাতুর
Ο ঘ) নিস্ক্রিয় মৌলের
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কী বলে?
Ο ক) যোজ্যতা
Ο খ) প্রতীক
Ο গ) যৌগমূলক
Ο ঘ) সংকেত
সঠিক উত্তর: (ক)
১৪৫. বন্ধনশক্তি কী?
Ο ক) অণুতে পরমাণুসমূহের আকর্ষণ শক্তি
Ο খ) নিস্ক্রিয় মৌলের আকর্ষণ শক্তি
Ο গ) দুটি অণুর মধ্যে আকর্ষণ শক্তি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৪৬. যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে কী বলা হয়?
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) অ্যানায়ন
Ο ঘ) ক্যাটায়ন
সঠিক উত্তর: (খ)
১৪৭. সমযোজী যৌগ সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
i. সাধারণত সমযোজী যৌগের বিক্রিয়ার গতি ধীর
ii. আয়নিক যৌগে দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক প্রদান করে
iii. আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৮. মৌলের কোন স্তরের ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়?
Ο ক) প্রথম স্তরের
Ο খ) শেষ স্তরের
Ο গ) দ্বিতীয় স্তরে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৪৯. কোনটি প্রকৃতপক্ষে যৌগমূলক?
Ο ক) So22-
Ο খ) CO32-
Ο গ) NO2+
Ο ঘ) H2O2-
সঠিক উত্তর: (খ)
১৫০. আয়নিক যৌগের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট
Ο খ) এরা সকলেই পানিতে দ্রবণীয়
Ο গ) এর বিদ্যুৎ পরিবাহী নয়
Ο ঘ) এর জলীয় দ্রবণে আয়নিত হয় না
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry