এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩৫১. কার্বনের তুলনায় হাইড্রোজেনের দাহ্যতা –
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) একই
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৫২. CH4 এর ক্লোরিনেশনে উৎপন্ন হয় –
i. ক্লোরোফরম
ii. ক্লোরোবেনজিন
iii. কার্বন টেট্রাক্লোরাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৩. আইকোসেন কী জাতীয় হাইড্রোকার্বন?
Ο ক) অ্যালকিন
Ο খ) অ্যালকেন
Ο গ) অ্যালকাইন
Ο ঘ) অ্যারোম্যাটিক
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৪. হাইড্রোজেনের সাথে CO মিশ্রিত করে মিশ্রণটিকে 2500C উষ্ণতায় সূক্ষ্ম নিকেল চূর্ণের উপর দিয়ে প্রভাবিত করলে কী উৎপন্ন হয়?
Ο ক) মিথানল
Ο খ) মিথান্যাল
Ο গ) মিথেন
Ο ঘ) মিথানোয়িক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৫. নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. থার্মোপ্লাস্টিককে বার বার গলানো যায়
ii. থার্মোসেটিংকে বার বার গলানো যায়
iii. থার্মোসেটিং তুলনামূলক শক্ত ও কম নমনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৬. কৃত্রিম কাপড় তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) পলিপ্রোপিন
Ο খ) টেফলন
Ο গ) নাইলন
Ο ঘ) PVC
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৭. অশোধিত পেট্রোলিয়াম তৈলের আংশিক পাতনে কত কার্বন শিকল বিশিষ্ট বিটুমিন পাওয়া যায়?
Ο ক) C5-C8
Ο খ) C18-C30
Ο গ) C12-C15
Ο ঘ) C70 এর উর্ধ্বে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৮. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ ন্যাপথা থাকে?
Ο ক) 20 ভাগ
Ο খ) 30 ভাগ
Ο গ) 10 ভাগ
Ο ঘ) 40 ভাগ
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৯. সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষুদ্রতম সদস্য হলো –
Ο ক) মিথেন
Ο খ) ইথেন
Ο গ) প্রোপেন
Ο ঘ) ইথিন
 সঠিক উত্তর: (ক)

 ৩৬০. হেক্সেন এর গলনাংক কত?
Ο ক) 18030C
Ο খ) 180C
Ο গ) 1300C
Ο ঘ) -950C
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬১. প্রোপেনের স্ফুটনাংক কত?
Ο ক) -1900C
Ο খ) 1830C
Ο গ) 1280C
Ο ঘ) -1300C
 সঠিক উত্তর: (ক)

 ৩৬২. নিচের কোনটি গ্লুকোজের পলিমার নয?
Ο ক) সেলুলোজ
Ο খ) স্টার্চ
Ο গ) শর্করা
Ο ঘ) রাবার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৩. পলিমারকরণ বিক্রিয়া কত প্রকার?
Ο ক) 5
Ο খ) 4
Ο গ) 3
Ο ঘ) 1
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৪. ইথাইনের শিল্পোৎপাদন করা হয় –
i. টেট্রাহ্যালাইড হতে
ii. প্রাকৃতিক গ্যাস হতে
iii. ক্যালসিয়াম কার্বাইড হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৫. C4H10 সংকেতটি থেকে বোঝা যায় যৌগটির –
i. আণবিক ভর 68
ii. দুটি সমাণু সম্ভব
iii. কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৬. সূর্যের আলো ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় যে পলিমার তাকে কী বলে?
Ο ক) বায়োপলিমার
Ο খ) কৃত্রিম পলিমার
Ο গ) প্রাকৃতিক পলিমার
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৭. অ্যালকেনের অপূর্ণ দহনে নিচের কোনটি পাওয়া যায় না?
Ο ক) কার্বন
Ο খ) পানি
Ο গ) কার্বন মনোক্সাইড
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইড
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৮. দুই থেকে চার কার্বনবিশিষ্ট অ্যালকাইনসমূহ সাধারণত --- হয়।
Ο ক) তরল
Ο খ) কঠিন
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) বায়বীয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৯. দীর্ঘ শিকলবিশিষ্ট অ্যালকেন → ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ + ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ। উপরের সাধারণ সমীকরণটি লক্ষ করে সঠিক উত্তরটি চিহ্নিত কর। i. এটি ভাঙন বা বিযোজন নামে পরিচিত
ii. বিক্রিয়াটি প্রভাবকের উপস্থিতিতে ঘটে
iii. বিক্রিয়াটি তাপের মাধ্যমে ঘটানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭০. জ্বালানির মূল উপাদান কী?
Ο ক) কার্বন
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) অক্সিজেন
 সঠিক উত্তর: (ক)

 ৩৭১. CO2C35 কার্বন সংখ্যাবিশিষ্ট পেট্রোলিয়ামের অংশ –
i. জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
ii. 2710-3400C তাপমাত্রায় পৃথক হয়
iii. জেট বিমানে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭২. মিথেনকে 15000C তাপমাত্রায় বায়ুর উপস্থিতিতে দহন করলে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) প্রোপাইন
Ο খ) ইথিন
Ο গ) ইথাইন
Ο ঘ) ইথিলিন
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৩. নিচের কোনটিতে দ্বিবন্ধন বিদ্যমান?
Ο ক) অ্যালকিন
Ο খ) অ্যালকাইন
Ο গ) অ্যালকেন
Ο ঘ) কোনটিতে নেই
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৪. থার্মোপ্লাস্টিক পলিমারের ক্ষেত্রে –
i. এটি লম্বা, সরু ও জট পাকানো
ii. এর কার্বন শিকলে শক্তিশালী বন্ধন গঠিত হয় কিন্তু পার্শ্ব শিকলে দুর্বল আকর্ষণ বল কাজ করে
iii. একে সহজে সম্প্রসারিত, বাঁকানো ও তাপ প্রয়োগে গলানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৫. পেট্রোলিয়ামের কোন অংশকে ইঞ্জিনের পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) লুব্রিকেটিং তেল
Ο খ) জ্বালানি তেল
Ο গ) ডিজেল
Ο ঘ) প্যারাফিন
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৬. অ্যালকোহলকে জারিত করলে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) জৈব এসিড
Ο খ) অ্যালডিহাইড
Ο গ) অ্যালকিন
Ο ঘ) অ্যালকাইন
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৭. পাঁচ থেকে পনের কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনসমূহ সাধারণত –
Ο ক) তরল
Ο খ) গ্যাসীয
Ο গ) কঠিন
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৮. আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে কোন অ্যালকেনের পরিমাণ সবচেয়ে বেশি?
Ο ক) মিথেন
Ο খ) ইথেন
Ο গ) প্রোপেন
Ο ঘ) বিউটেন
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৯. অ্যালকেনের প্রভাবকীয় বিযোজন প্রভাবক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) জিওলাইটস
Ο খ) আয়রন চূর্ণ
Ο গ) নিকেল চূর্ণ
Ο ঘ) ভেনাডিয়াম পেন্টোঅক্সাইড
 সঠিক উত্তর: (ক)

 ৩৮০. নিচের কোনটির দহন ক্ষমতা সবচেয়ে বেশি?
Ο ক) অ্যালকিন
Ο খ) অ্যালকাইন
Ο গ) অ্যালকেন
Ο ঘ) বেনজিন
 সঠিক উত্তর: (গ)

 ৩৮১. হাইড্রোকার্বনে কার্বন ও হাইড্রোজেনের মধ্যে কোন বন্ধন থাকে?
Ο ক) সমযোজী
Ο খ) আয়নিক
Ο গ) সন্নিবেশ
Ο ঘ) ধাতব
 সঠিক উত্তর: (ক)

 ৩৮২. জিওলাইটস এ কোনটি তাকে না?
Ο ক) অ্যালুমিনিয়াম
Ο খ) কার্বন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) সিলিকন
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৩. ভিনেগারে কোন এসিড থাকে?
Ο ক) ইথানয়িক এসিড
Ο খ) সাইটিক এসিড
Ο গ) ফরমিক এসিড
Ο ঘ) পমিটিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৪. কোন এসিড তেঁতুলে থাকে?
Ο ক) টারটারিক
Ο খ) ল্যাকটিক
Ο গ) সাইট্রিক
Ο ঘ) অ্যাসিটিক
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৫. কোনটি তুলনামূলকভাবে বেশি সক্রিয়?
Ο ক) অ্যালকিন
Ο খ) অ্যালকাইন
Ο গ) অ্যালকেন
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৬. অ্যালকেনসমূহ –
i. কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত
ii. প্যারাফিন নামে পরিচিত
iii. এসিড, ক্ষার, ধাতু ও জারকের সাথে বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৭. নিচের কোন অ্যালকেনদ্বয়ের গলনাংক সমান?
Ο ক) মিথেন ও প্রোপেন
Ο খ) মিথেন ও পেন্টেন
Ο গ) ইথেন ও প্রোপেন
Ο ঘ) মিথেন ও ইথেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৮. C15H32 এর ভাঙ্গন প্রক্রিয়ায় –
i. কোনো একক বিক্রিয়া সম্পন্ন হয় না
ii. হাইড্রোকার্বনের মিশ্রণ উৎপন্ন হয়
iii. প্রভাবক বা উচ্চ তাপের প্রয়োজন পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৯. অসম্পৃক্ত হাইড্রোকার্বন –
i. দুই প্রকারের হয়ে থাকে
ii. শিকলে অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন উপস্থিত থাকে
iii. সাধারণত অ্যালকেন নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৯০. জীবাশ্ম জ্বালানিসমূহ –
i. কার্বন দ্বারা গঠিত যৌগ
ii. দীর্ঘদিন কাদা মাটির নিচে চাপা থাকা সৃষ্ট যৌগ
iii. কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯১. কোনটি প্যারাফিন?
Ο ক) C2H4
Ο খ) C3H6
Ο গ) C4H6
Ο ঘ) C4H10
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯২. অ্যালকিন শ্রেণির ক্ষুদ্রতম সদস্য কোনটি?
Ο ক) C2H6
Ο খ) C2H4
Ο গ) C3H6
Ο ঘ) C3H8
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৩. নিচের পদার্থগুলোর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?
Ο ক) কিটোন
Ο খ) মিথেন
Ο গ) ইথাইল অ্যালকোহল
Ο ঘ) ইথার
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৪. প্যারালাওহাইড তেরি করতে কী ব্যবহার করা হয়?
Ο ক) প্রোপান্যালডিহাইড
Ο খ) বিউটিন্যালডিহাইড
Ο গ) পেন্টান্যালডিহাইড
Ο ঘ) অ্যাসিটালডিহাইড
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৫. ঘনীভবন পলিমারকরণে কোনটি অপসারিত হয়?
Ο ক) CO2
Ο খ) H2O
Ο গ) O2
Ο ঘ) CO
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৬. নিচের কোনটি বেশি বিষাক্ত?
Ο ক) CHCl3
Ο খ) CH2Cl2
Ο গ) CH3Cl
Ο ঘ) CCl4
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৭. অ্যালকেনসমূহ অতিরিক্ত অক্সিজেন ও বায়ু দ্বারা দগ্ধ করলে উৎপন্ন হয় –
i. কার্বন ডাইঅক্সাইড
ii. কার্বন মনোক্সাইড
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৮. ডোডেকেনের সংকেত নিচের কোনটি?
Ο ক) C10H20
Ο খ) C10H22
Ο গ) C11H24
Ο ঘ) C12H26
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৯. Plastikos শব্দটির অর্থ কোনটি?
Ο ক) ভাঙা সম্ভব
Ο খ) ভাঙা সম্ভব না
Ο গ) জোড়া লাগানো সম্ভব
Ο ঘ) গলানো সম্ভব
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০০. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অহ্চল থেকে পৃথকীকৃত ২য় অংশকে বলে –
Ο ক) লুব্রিকেটিং তেল
Ο খ) জ্বালানি তেল
Ο গ) কেরোসিন
Ο ঘ) ডিজেল তেল
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post