এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৬: জীবে পরিবহণ (৯)

Posted by: | Published: Sunday, February 19, 2017 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৬: জীবে পরিবহণ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৪০১. বাতজ্বর কোন অণুজীবের সংক্রমণে সৃষ্ট রোগ?
Ο ক) স্টেফাইলোকক্কাস
Ο খ) বেসিডিওকক্কাস
Ο গ) স্টেপটোকক্কাস
Ο ঘ) সেফালোকক্কাস
 সঠিক উত্তর: (গ)

 ৪০২. হৃৎপিন্ডের বহিঃস্তর মূলত কোন ধরনের কলা দিয়ে গঠিত?
Ο ক) আবরণী কলা
Ο খ) পেশি কলা
Ο গ) যোজক কলা
Ο ঘ) স্নায়ু কলা
 সঠিক উত্তর: (গ)

 ৪০৩. নিচের কোনটি ধমনির বৈশিষ্ট্য?
Ο ক) কপাটিকা অনুপস্থিত
Ο খ) CO2 যুক্ত রক্ত বহন
Ο গ) লুমেন বড়
Ο ঘ) রক্তচাপ কম
 সঠিক উত্তর: (ক)

 ৪০৪. উদ্ভিদ শক্তি শোষণ করে কোনটি থেকে?
Ο ক) সূর্য
Ο খ) মাটি
Ο গ) পানি
Ο ঘ) বায়ু
 সঠিক উত্তর: (ক)

 ৪০৫. রক্তরসে কয় ধরনের এন্টিবডি থাকে?
Ο ক) চার ধরনের
Ο খ) পাঁচ ধরনের
Ο গ) দুই ধরনের
Ο ঘ) তিন ধরনের
 সঠিক উত্তর: (গ)

 ৪০৬. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?
Ο ক) জাইলেম
Ο খ) ভাজক টিস্যু
Ο গ) পত্ররন্ধ্র
Ο ঘ) ফ্লোয়েম
 সঠিক উত্তর: (ক)

 ৪০৭. ধমনিতে রক্ত চলাচলের জায়গা কমে গেলে-
i. করোনারী হৃদরোগের সম্ভাবনা দেখা দেয়
ii. স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায়
iii. হৃৎপিন্ডের ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪০৮. মানুষের লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন রক্তকণিকায় পাওয়া যায়-
i. এন্টিজেন A
ii. এন্টিজেন B
iii. এন্টিজেন a
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪০৯. কোন ব্লাড গ্রুপধারীকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
Ο ক) A
Ο খ) B
Ο গ) AB
Ο ঘ) O
 সঠিক উত্তর: (গ)

 ৪১০. রক্তের শতকরা কতভাগ রক্তরস?
Ο ক) প্রায় ২৫
Ο খ) প্রায় ৪৫
Ο গ) প্রায় ৫৫
Ο ঘ) প্রায় ৭৫
 সঠিক উত্তর: (গ)

 ৪১১. রক্তকোষের ক্যানসারকে কী বলে?
Ο ক) অ্যানজিনা
Ο খ) থ্যালসমিয়া
Ο গ) লিউকেমিয়া
Ο ঘ) এরিথ্রোব্লাস্টোসিস
 সঠিক উত্তর: (গ)

 ৪১২. উদ্ভিদ কোষরস পাতায় পৌঁছে-
i. প্রস্বেদন টানের ফলে
ii. কৈশিক শক্তির ফলে
iii. মূলজ চাপের ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৩. অভিস্রবণ প্রক্রিয়ার শর্ত হলো-
i. দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে
ii. দ্রবণ দুটিকে পৃথককারী অভেদ্য ঝিল্লি থাকবে
iii. দ্রবণ দুটি একই দ্রাবক বিশিষ্ট হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪১৪. বায়ুর CO2 এর সাথে পানি মিশিয়ে উপস্থিতিতে খাদ্য তৈরি করে নিচের কোনটি?
Ο ক) মাইটোকন্ড্রিয়া
Ο খ) ক্লোরোপ্লাস্ট
Ο গ) গলগি বডি
Ο ঘ) নিউক্লিয়াস
 সঠিক উত্তর: (খ)

 ৪১৫. প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
Ο ক) আর্দ্রতা বৃদ্ধি
Ο খ) তাপমাত্রা বৃদ্ধি
Ο গ) তাপমাত্রা হ্রাস
Ο ঘ) বায়ুবেগ হ্রাস
 সঠিক উত্তর: (খ)

 ৪১৬. পানির অণু একটার সঙ্গে আরেকটা লেগে থাকলে তাকে কী বলে?
Ο ক) আসক্তি
Ο খ) সংশক্তি
Ο গ) সংলগ্নতা
Ο ঘ) কৈশিকতা
 সঠিক উত্তর: (খ)

 ৪১৭. কোন যন্ত্রের সাহায্য রক্তের চাপ মাপা হয়?
Ο ক) স্টেথোস্কোপ
Ο খ) থার্মোমিটার
Ο গ) স্ফিগমোম্যানোমিটার
Ο ঘ) ব্যারোমিটার
 সঠিক উত্তর: (গ)

 ৪১৮. রওশন সাহেবের-
i. অ্যানজিনা হতে পারে
ii. স্ট্রোক হতে পারে
iii. করোনারি থ্রমবোসিস হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৯. উদ্ভিদ খনিজ লবণ কী হিসেবে শোষণ করে?
Ο ক) আয়ন
Ο খ) যৌগ
Ο গ) মৌল
Ο ঘ) লবণ
 সঠিক উত্তর: (ক)

 ৪২০. ভিটামিন এ,ডি,ই ও কে বিপাকে কোনটি প্রয়োজন হয়?
Ο ক) ফসফোলিপিড
Ο খ) গ্লাইকোলিপিড
Ο গ) ট্রাইগ্লিসারাইড
Ο ঘ) কোলেস্টোরোল
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২১. উদ্ভিদের অভিস্রবণ কোন ধরনের প্রক্রিয়া?
Ο ক) ভৌত
Ο খ) জৈবিক
Ο গ) উপচিতি
Ο ঘ) অপচিতি
 সঠিক উত্তর: (খ)

 ৪২২. একবার হৃদস্পন্দনে-
i. একটি সিস্টোল হয়
ii. একটি ডায়াস্টোল হয়
iii. দুই বার সিস্টোল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪২৩. উদ্ভিদের জন্য সহজলভ্য পানি কোনটি?
Ο ক) অভিকর্ষীয় পানি
Ο খ) বাষ্পকণাজাত পানি
Ο গ) কলাশোষিত পানি
Ο ঘ) কৈশিক পানি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৪. কোন রোগ হলে হৃৎপিন্ডের কপাটিকা নষ্ট হয়ে যায়?
Ο ক) উচ্চ রক্তচাপ
Ο খ) করোনারি থ্রম্বসিস
Ο গ) বাতজ্বর
Ο ঘ) মস্তিষ্কে রক্তক্ষরণ
 সঠিক উত্তর: (গ)

 ৪২৫. ব্যাপনের উদাহরণ- i. চটচটে ii. ঈষৎ লবণাক্ত iii. ক্ষারধর্মী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৬. মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলেন পৌঁছায়?
Ο ক) প্রস্বেদন
Ο খ) ব্যাপন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) ইমবিবিশন
 সঠিক উত্তর: (গ)

 ৪২৭. পত্ররান্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে?
Ο ক) কিউটিকল
Ο খ) সূর্যলোক
Ο গ) প্যালিসেড কোষ
Ο ঘ) রক্ষীকোষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৮. রক্তরস মানবকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কীরূপে সংগ্রহ করে?
Ο ক) ক্যালসিয়াম বাইকার্বনেট রূপে
Ο খ) পটাসিয়াম বাইকার্বনেট রূপে
Ο গ) সোডিয়াম বাইকার্বনেট রূপে
Ο ঘ) ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রূপে
 সঠিক উত্তর: (গ)

 ৪২৯. অভিস্রবণ প্রক্রিয়ার পরীক্ষায় ব্যবহার করা যায়-
i. একখন্ড আলু, ব্লেড
ii. পেট্রিডিস, পানি ও চিনি
iii. এক শিশি আতর ও পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩০. বিশেজ্ঞদের মতে কোনটি হৃদরোগের ঝুঁকি কমায়?
Ο ক) LDL
Ο খ) HDL
Ο গ) LDB
Ο ঘ) GDL
 সঠিক উত্তর: (খ)

 ৪৩১. বাতজ্বর কোন অণুজীবের সংক্রামণে সৃষ্টি হয়?
Ο ক) Bacillus
Ο খ) Streptococcus
Ο গ) Pseudomonas
Ο ঘ) Staphylococcus
 সঠিক উত্তর: (খ)

 ৪৩২. হৃদপিন্ডের বাম দিকের প্রকোষ্ঠ দুটির-
i. মাঝখানে বাইকাসপিড ভালভ থাকে
ii. কাজ O2 যুক্ত রক্ত সঞ্চালন করা
iii. ট্রাইকাসপিড কপাটিকা থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৩. নিচের কোনটি পোড়ালে কাগজ পোড়ানোর মতো গন্ধ পাওয়া যায়?
Ο ক) তুলা
Ο খ) রেশমী সুতা
Ο গ) পলিথিন
Ο ঘ) বলপেন
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৪. রক্তে কোলেস্টেরোলের পরিমাণ বেশি হলে-
i. অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের পেশী নষ্ট হয়
ii. ধমনিতে রক্তপ্রবাহ বাধা পায়
iii. ধমনি প্রসারিত হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৫. প্রাণীদের তরল যোজক কলা-
i. অক্সিহিমোগ্লোবিন অক্সিজেন বহন করে
ii. বিভিন্ন অঙ্গে হরমোন সঞ্চালন করে
iii. এন্টিজেন ও এন্টিবডি তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৬. কোনটি হাইড্রোফিলিক পদার্থ?
Ο ক) অক্সিজেন
Ο খ) লৌহ
Ο গ) জিলোটিন
Ο ঘ) বোরন
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৭. পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ?
Ο ক) খাদ্য কণা
Ο খ) খাদ্যের অজৈব অংশ
Ο গ) কেলেস্টেরোল
Ο ঘ) অপাচ্য খাদ্য
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৮. স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে হয়-
i. শ্বসনালির প্রদাহ
ii. পাকস্থলির প্রদাহ
iii. ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৯. উদ্ভিদের পানি শোষণে কয়টি প্রক্রিয়া সম্মিলিতভাবে কাজ করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৪৪০. যকৃতে লিপিডের পরিমাণ বেড়ে যায়-
i. অ্যালকোহল, ফসফরাস প্রভৃতির বিষক্রিয়ায়
ii. ম্যালেরিয়া রোগের মাধ্যমে
iii. বহুমূত্র রোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪১. লবণ শোষণের বাহক তত্ত্ব কতসালে প্রবর্তিত হয়?
Ο ক) ১৮৮২
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৩৭
Ο ঘ) ১৯১৩
 সঠিক উত্তর: (গ)

 ৪৪২. খনিজ পুষ্টি শোষণের পদ্ধতি কোন পদ্ধতি থেকে আলাদা?
Ο ক) লবণ শোষণ
Ο খ) লৌহ শোষণ
Ο গ) পানি শোষণ
Ο ঘ) বোরব শোষণ
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৩. কোলেস্টেরাইল কোন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়?
Ο ক) লিপোপ্রোটিন
Ο খ) থায়ামিন
Ο গ) লিপিড
Ο ঘ) হিস্টিন
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৪. কোলেস্টরোল কী?
Ο ক) এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল
Ο খ) এক ধরনের জৈব এসিড
Ο গ) স্বাদ বর্ণহিন অ্যামাইনো এসিড
Ο ঘ) এক ধরনের পলিমার
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৫. মানুষের রক্তচাপ সাধারণত কিসের উপর নির্ভরশীল?
Ο ক) খাদ্যগ্রহণের
Ο খ) বয়সের
Ο গ) ওজনের
Ο ঘ) বংশগত কারণ
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৬. রক্ত সংবহতন্ত্র গঠিত- i. শিরা ও কৈশিকনালি ii. ধমনি iii. হৃৎপিন্ডে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৭. ব্যাপন মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার কী হবে?
Ο ক) বেশি হবে
Ο খ) কম হবে
Ο গ) সমান হবে
Ο ঘ) বন্ধ হবে
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৮. হার্ট এটাকে বুকে ব্যাথা শুরু হলে তা ছড়িয়ে যায়- i. ঘাড়ে ii. গলায় iii. পেটে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৯. উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ উপাদান শোষণ করে-
i. প্রত্যক্ষ শোষণের মাধ্যমে
ii. সক্রিয় শোষণের মাধ্যমে
iii. নিস্ক্রিয় শোষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৫০. মানুষের শরীরে প্রতি ঘনমিলিমিটারের শ্বেত রক্তকণিকার সংখ্যা কত?
Ο ক) ১-৫ হাজার
Ο খ) ৫-১০ হাজার
Ο গ) ১০-১৫ হাজার
Ο ঘ) ১৫-২০ হাজার
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon