ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১৪: জীব প্রযুক্তি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. টিস্যুকালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত –
Ο ক) পুরাতন শাখা
Ο খ) নতুন শাখা
Ο গ) বিশুদ্ধ শাখা
Ο ঘ) বিশেষিত শাখা
সঠিক উত্তর: (খ)
১০২. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য তুমি বেছে নিবে –
i. ডালিয়া
ii. অর্কিড
iii. আলু
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৩. কোন গাছটির বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষ?
Ο ক) জারুল
Ο খ) ইপিল ইপিল
Ο গ) জোজোবা
Ο ঘ) চন্দ্রমল্লিকা
সঠিক উত্তর: (গ)
১০৪. টিস্যুকালচারের মাধ্যমে অর্জিত সাফল্য হলো –
i. রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলার চারা উৎপাদন
ii. আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার উৎপাদন
iii. চন্দ্রমল্লিকা, লিলি প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৫. লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?
Ο ক) গম
Ο খ) ভুট্টা
Ο গ) ধান
Ο ঘ) ছোলা
সঠিক উত্তর: (খ)
১০৬. জীবপ্রযুক্তি শব্দের উৎপত্তি –
i. Biology শব্দ হতে
ii. Bios শব্দ হতে
iii. Technology শব্দ হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৭. ১৯৮০ সালে ইন্টারফেরন উৎপাদনের জন্য কি করা হয় –
i. জিন ক্লোনিং
ii. জীবকোষ আলাদা
iii. টিস্যুকালচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৮. অর্কিড রপ্তানি করে –
i. বাংলাদেশ
ii. থাইল্যান্ড
iii. সিঙ্গাপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৯. রিংস্পট ভাইরাস কোথায় পাওয়া যায়?
Ο ক) পেঁপে গাছে
Ο খ) আলু গাছে
Ο গ) টমেটো গাছে
Ο ঘ) আম গাছে
সঠিক উত্তর: (ক)
১১০. Sperm whale এর তেল দিয়ে চালানো হয় –
i. উড়োজাহাজ
ii. রকেট
iii. মোটরগাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১১. টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে?
Ο ক) আম, কাঁঠাল, জাম, লিচু, বাবলা
Ο খ) কদম, জারুল, ইপিলইপিল, বকুল, সেগুন, নিম
Ο গ) শিশু, নিম, কড়ই, মেহগনি, কাঠবাদাম
Ο ঘ) নিম, তাল, মেহগনি, রেন্টি, কড়ই, গামারী
সঠিক উত্তর: (খ)
১১২. টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন ফুলের উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে?
Ο ক) জবা, যুঁই, পদ্ম, হাসনা হেনা
Ο খ) টিউলিপ, রজনীগন্ধা, শাপলা
Ο গ) চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশান
Ο ঘ) বেলী, চাপা, কদম, শিমুল
সঠিক উত্তর: (গ)
১১৩. উৎপাদিত মানব ইনসুলিন বাজারজাত সম্পর্কে সঠিক সাল হচ্ছে –
i. ১৯৭২
ii. ১৯৮০
iii. ১৯৮২
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. কত সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া আলুগাছ উদ্ভব করেন?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৫২
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৫৬
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের কোনটির জিন ধানে স্থানান্তর করা সম্ভব হয়েছে?
Ο ক) ভিটামিন ‘কে’
Ο খ) ভিটামিন ‘এ’
Ο গ) আয়রন
Ο ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (খ)
১১৬. পল বার্গ ১৯৭২ সালে প্রথম কী তৈরি করেন?
i. mRNN অণু সৃষ্টি
ii. রিকম্বিনেন্ট DNA অণু সৃষ্টি
iii. দেহকোষ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৭. আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি কী তৈরি করে?
Ο ক) উদ্ভিদ
Ο খ) অণুচারা
Ο গ) এক্সপ্লান্ট
Ο ঘ) উন্নত গুণসম্পন্ন গাছ
সঠিক উত্তর: (খ)
১১৮. কোনটির আক্রমণে আলুর লেট ব্লাইন্ড রোগ হয়?
Ο ক) ভাইরাস
Ο খ) ছত্রাক
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (খ)
১১৯. টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা হতে বছরে কী পরিমাণ চারা পাওয়া সম্ভব?
Ο ক) ৬০ কোটি
Ο খ) ৭০ কোটি
Ο গ) ৮৮ কোটি
Ο ঘ) ৮০ কোটি
সঠিক উত্তর: (গ)
১২০. টিস্যুকালচারের মাধ্যমে কোন গাছটিকে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে?
Ο ক) গ্লাডিওলাস
Ο খ) জোজোবো
Ο গ) নিম
Ο ঘ) কদম
সঠিক উত্তর: (খ)
১২১. একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে কী বলে?
Ο ক) সেল ক্লোনিং
Ο খ) জিন ক্লোনিং
Ο গ) ক্লোনিং
Ο ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (খ)
১২২. বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি উদ্ভিদ জাতের বৈশিষ্ট্য –
i. এসব উদ্ভিদ লবণ সঞিষ্ণু
ii. খাদ্য তৈরি করতে পারে না
iii. খরা প্রতিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিনত করে?
Ο ক) কার্বন ডাই-অক্সাইড
Ο খ) হাইড্রোকার্বনে
Ο গ) অ্যালকোহলে
Ο ঘ) ক্লোরোফরমে
সঠিক উত্তর: (গ)
১২৪. গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
Ο ক) জার্মানি
Ο খ) রাশিয়া
Ο গ) অস্ট্রিয়া
Ο ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (গ)
১২৫. জীব প্রযুক্তি ব্যবহারে দ্রুত প্রসার লাভ করছে –
i. DNA থেরাপি
ii. টেস্টটিউব নিষেকে শিশু জন্ম
iii. ফরেনসিক মেডিসিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৬. উড়োজাহাজ, রকেট চালাতে ব্যবহৃত তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছ হতে প্রাপ্ত তেল ব্যবহার করা হয়?
Ο ক) সূর্যমুখি
Ο খ) জোজোবা
Ο গ) পাম
Ο ঘ) অলিভ
সঠিক উত্তর: (খ)
১২৭. Alexander Fleming সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে –
i. তিনি একজন অণুজীববিদ
ii. তিনি পেনিসিলিন নামক এ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন
iii. তিনি Birdman of India নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৮. অটোক্লেভ যন্ত্রে আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় ও কত চাপে ২০ মিনিট ভিজিয়ে রাখলে জীবাণুমুক্ত হয়?
Ο ক) ১২০০ সে. ও ৫ ℓb/sq. inch
Ο খ) ১২১০ সে. ও ১৫ ℓb/sq. inch
Ο গ) ১১১০ সে. ও ১০ ℓb/sq. inch
Ο ঘ) ১১১০ সে. ও ১৫ ℓb/sq. inch
সঠিক উত্তর: (খ)
১২৯. কৃষিতে জীব প্রযুক্তি ব্যবহার করা হয় –
i. পতঙ্গ আক্রমণকারী ট্রান্সজোনিক উদ্ভিদ উদ্ভাবনে
ii. নাইট্রোজেন সংবন্ধনে
iii. টিস্যু কালচারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. টিস্যুমন্ড হতে অনুচারা উৎপাদনের জন্য সরবরাহ করতে হয় –
i. আলো
ii. বায়ু
iii. UV রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩১. মালয়েশিয়ার কোন উদ্ভিদটির বংশবৃদ্ধি টিস্যুকালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়?
Ο ক) অর্জুন
Ο খ) রাবার
Ο গ) গামার
Ο ঘ) অয়েল পাম
সঠিক উত্তর: (ঘ)
১৩২. জিন প্রকৌশলের সুবিধা হলো –
i. জীবনিরাপত্তা বিধান
ii. কম সময়ে কাঙ্ক্ষিত ফল লাভ
iii. খুবই সরল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৩. আবাদ মাধ্যমকে কোন যন্ত্রে রেখে জীবাণুমুক্ত করা হয়?
Ο ক) অটোক্লেভ
Ο খ) সেন্টিফিউগাল
Ο গ) স্পেকটোফটোমিটার
Ο ঘ) থার্মোফ্লাক্স
সঠিক উত্তর: (ক)
১৩৪. TMV কী?
Ο ক) টমেটো মোজাইক ভাইরাস
Ο খ) রিং-স্পট ভাইরাস
Ο গ) টোবাকো মোজাইক ভাইরাস
Ο ঘ) টোবাকো মাইল্ড ভাইরাস
সঠিক উত্তর: (গ)
১৩৫. সুপার ধানের ভাত খেলে অল্পবয়স্ক ছেলেমেয়েরা অন্ধ হবে না কারণ –
i. সুপার ধানে ভিটামিন ‘এ’ উৎপাদনকারী জিন রয়েছে
ii. এতে ভিটামিন ‘সি’ রয়েছে
iii. সুপার ধান ভিটামিন ‘এ’ ও লোহাসমৃদ্ধ খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৬. টিস্যুকালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অণুচারাই –
Ο ক) অর্কিড
Ο খ) নিম
Ο গ) গজার
Ο ঘ) গর্জন
সঠিক উত্তর: (ক)
১৩৭. কোন কলায় মাতৃকা অনুপস্থিত?
Ο ক) যোজক কলা
Ο খ) আবরণী কলা
Ο গ) পেশি কলা
Ο ঘ) স্নায়ু কলা
সঠিক উত্তর: (খ)
১৩৮. উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য তেল উৎপাদন করা হয় –
i. যুঁই সাস্পেনসন হতে
ii. তিমি মাছ হতে
iii. জোজোবা গাছ হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৯. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কতটি জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
১৪০. বিটি ভুট্টা, বিটি তুলা ইত্যাদি শস্যে কোনটির জিন প্রবেশ করানো হয়েছে?
Ο ক) ব্যাকটেরিয়া
Ο খ) ভাইরাস
Ο গ) ছত্রাক
Ο ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (ক)
১৪১. এক্সপ্লান্ট স্থাপন করার পর আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়?
Ο ক) ১৫০ ± ২০ সে.
Ο খ) ২০০ ± ২০ সে.
Ο গ) ২৫০ ± ২০ সে.
Ο ঘ) ৩০০ ± ২০ সে.
সঠিক উত্তর: (গ)
১৪২. টিস্যুকালচার করার জন্য প্রয়োজনীয় আবাদ মাধ্যম কোন প্রকৃতির?
Ο ক) তরল মাধ্যম
Ο খ) বায়বীয় মাধ্যম
Ο গ) প্রায় কঠিন মাধ্যম
Ο ঘ) কঠিন মাধ্যম
সঠিক উত্তর: (গ)
১৪৩. DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কারা?
Ο ক) কেলভিন ও ব্যাশাম
Ο খ) হ্যাচ ও স্ল্যাক
Ο গ) ওয়াটসন ও ক্রীক
Ο ঘ) মেন্ডেল ও কার্ল এরেকি
সঠিক উত্তর: (গ)
১৪৪. জুঁই সাস্পেনসন হতে কী উৎপাদিত হয়?
Ο ক) সুগন্ধি আতর
Ο খ) তেল
Ο গ) চন্দন
Ο ঘ) ধূপ
সঠিক উত্তর: (ক)
১৪৫. জীবপ্রযুক্তির প্রাচীন উদাহরণ হলো –
i. টিস্যুকালচার
ii. চোলাইকরণ
iii. গাঁজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৬. কত সালে Biotechnology শব্দটি প্রবর্তিত হয়?
Ο ক) ১৯১৮
Ο খ) ১৯১৯
Ο গ) ১৯২০
Ο ঘ) ১৯২১
সঠিক উত্তর: (খ)
১৪৭. Bacillus thuringiensis (Bt) নামক জিন শস্যে প্রবেশ করানোর কারণে কৌলিগতভাবে পরিবর্তিত শস্যসমূহকে কী নামে অভিহিত করা হয়?
Ο ক) Bt Rice, Bt pulse
Ο খ) Bt Corn, Bt Cotton
Ο গ) Bt Potato, Bt, Chillix
Ο ঘ) Bt Brassica, Bt Zinger
সঠিক উত্তর: (খ)
১৪৮. একটি মাত্র জিন থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে কী বলে?
Ο ক) সেল ক্লোনিং
Ο খ) জীব ক্লোনিং
Ο গ) ক্লোনিং
Ο ঘ) জীব ক্লোনিং
সঠিক উত্তর: (খ)
১৪৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং – এর উদ্দেশ্য –
i. নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা
ii. মানুষকে সর্বোত্তমভাবে লাভবান করা
iii. জনসংখ্যা বৃদ্ধির গতি তরান্বিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫০. মিডিয়ামসমূহকে জীবাণুমুক্ত করা হয় –
i. মিডিয়ামে জীবাণুরা সহজে বংশবৃদ্ধি করায়
ii. এরা এক্সপ্ল্যান্টকে নষ্ট করায়
iii. জীবাণু মানুষের রোগ ছড়াতে সক্ষম হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫১. ধানে নিচের কোনটি যোগ করার প্রচেষ্টা চলছে?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) আয়রন
Ο গ) ক্লোরিন
Ο ঘ) আয়োডিন
সঠিক উত্তর: (খ)
১৫২. টিস্যুকালচার করার জন্য মাতৃ উদ্ভিদ হতে হবে –
i. অবয়বহীন
ii. রোগমুক্ত
iii. উন্নত জাতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত সুপার ধানে বিটা-ক্যারোটিন ও আয়রন তৈরির জিন প্রতিস্থাপনের অনুপাত হলো –
Ο ক) ৩ : ৪
Ο খ) ৪ : ৩
Ο গ) ৩ : ৫
Ο ঘ) ৫ : ৩
সঠিক উত্তর: (খ)
১৫৪. GE এর পূর্ণরূপ কী?
Ο ক) General Energy
Ο খ) Genetically Engineered
Ο গ) Gene Empaek
Ο ঘ) Genetically Emltion
সঠিক উত্তর: (খ)
১৫৫. GMO এর পূর্ণরূপ কী?
Ο ক) Genetically Modified Organism
Ο খ) Genarel Modified Organism
Ο গ) Genetically Method Orgun
Ο ঘ) Gene Modified Organism
সঠিক উত্তর: (ক)
১৫৬. মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে?
Ο ক) বাঘ
Ο খ) গাধা
Ο গ) ভেড়া
Ο ঘ) তিমি
সঠিক উত্তর: (গ)
১৫৭. পৃথক DNA খন্ডসমূহকে জোড়া লাগায় কোন এনজাইম?
Ο ক) DNA লাইপেজ
Ο খ) DNA লাইগেজ
Ο গ) রেস্ট্রিকশন
Ο ঘ) সুক্রোজ
সঠিক উত্তর: (খ)
১৫৮. জিন থ্যারাপি পদ্ধতিতে দুরারোগ্য বংশগত যেসব ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব তা হলো –
i. মাথাব্যাথা
ii. হৃদরোগ
iii. হাঁপানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. জিন প্রকৌশলের মাধ্যমে মাছের আকার ৬০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে –
i. তেলাপিয়ার
ii. মাগুরের
iii. শিং মাছের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬০. টিস্যু কালচারের একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে –
Ο ক) ভাইরাস রোগাক্রান্ত ফুল করা
Ο খ) আলুর টিউবারকে রোগমুক্ত করা
Ο গ) ডালিয়াকে রোগাক্রান্ত করা
Ο ঘ) চন্দ্রমল্লিকাকে রোগাক্রান্ত করা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. টিস্যুকালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত –
Ο ক) পুরাতন শাখা
Ο খ) নতুন শাখা
Ο গ) বিশুদ্ধ শাখা
Ο ঘ) বিশেষিত শাখা
সঠিক উত্তর: (খ)
১০২. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য তুমি বেছে নিবে –
i. ডালিয়া
ii. অর্কিড
iii. আলু
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৩. কোন গাছটির বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষ?
Ο ক) জারুল
Ο খ) ইপিল ইপিল
Ο গ) জোজোবা
Ο ঘ) চন্দ্রমল্লিকা
সঠিক উত্তর: (গ)
১০৪. টিস্যুকালচারের মাধ্যমে অর্জিত সাফল্য হলো –
i. রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলার চারা উৎপাদন
ii. আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার উৎপাদন
iii. চন্দ্রমল্লিকা, লিলি প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৫. লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?
Ο ক) গম
Ο খ) ভুট্টা
Ο গ) ধান
Ο ঘ) ছোলা
সঠিক উত্তর: (খ)
১০৬. জীবপ্রযুক্তি শব্দের উৎপত্তি –
i. Biology শব্দ হতে
ii. Bios শব্দ হতে
iii. Technology শব্দ হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৭. ১৯৮০ সালে ইন্টারফেরন উৎপাদনের জন্য কি করা হয় –
i. জিন ক্লোনিং
ii. জীবকোষ আলাদা
iii. টিস্যুকালচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৮. অর্কিড রপ্তানি করে –
i. বাংলাদেশ
ii. থাইল্যান্ড
iii. সিঙ্গাপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৯. রিংস্পট ভাইরাস কোথায় পাওয়া যায়?
Ο ক) পেঁপে গাছে
Ο খ) আলু গাছে
Ο গ) টমেটো গাছে
Ο ঘ) আম গাছে
সঠিক উত্তর: (ক)
১১০. Sperm whale এর তেল দিয়ে চালানো হয় –
i. উড়োজাহাজ
ii. রকেট
iii. মোটরগাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১১. টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে?
Ο ক) আম, কাঁঠাল, জাম, লিচু, বাবলা
Ο খ) কদম, জারুল, ইপিলইপিল, বকুল, সেগুন, নিম
Ο গ) শিশু, নিম, কড়ই, মেহগনি, কাঠবাদাম
Ο ঘ) নিম, তাল, মেহগনি, রেন্টি, কড়ই, গামারী
সঠিক উত্তর: (খ)
১১২. টিস্যুকালচারের মাধ্যমে কোন কোন ফুলের উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে?
Ο ক) জবা, যুঁই, পদ্ম, হাসনা হেনা
Ο খ) টিউলিপ, রজনীগন্ধা, শাপলা
Ο গ) চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশান
Ο ঘ) বেলী, চাপা, কদম, শিমুল
সঠিক উত্তর: (গ)
১১৩. উৎপাদিত মানব ইনসুলিন বাজারজাত সম্পর্কে সঠিক সাল হচ্ছে –
i. ১৯৭২
ii. ১৯৮০
iii. ১৯৮২
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. কত সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া আলুগাছ উদ্ভব করেন?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৫২
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৫৬
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের কোনটির জিন ধানে স্থানান্তর করা সম্ভব হয়েছে?
Ο ক) ভিটামিন ‘কে’
Ο খ) ভিটামিন ‘এ’
Ο গ) আয়রন
Ο ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (খ)
১১৬. পল বার্গ ১৯৭২ সালে প্রথম কী তৈরি করেন?
i. mRNN অণু সৃষ্টি
ii. রিকম্বিনেন্ট DNA অণু সৃষ্টি
iii. দেহকোষ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৭. আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি কী তৈরি করে?
Ο ক) উদ্ভিদ
Ο খ) অণুচারা
Ο গ) এক্সপ্লান্ট
Ο ঘ) উন্নত গুণসম্পন্ন গাছ
সঠিক উত্তর: (খ)
১১৮. কোনটির আক্রমণে আলুর লেট ব্লাইন্ড রোগ হয়?
Ο ক) ভাইরাস
Ο খ) ছত্রাক
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (খ)
১১৯. টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা হতে বছরে কী পরিমাণ চারা পাওয়া সম্ভব?
Ο ক) ৬০ কোটি
Ο খ) ৭০ কোটি
Ο গ) ৮৮ কোটি
Ο ঘ) ৮০ কোটি
সঠিক উত্তর: (গ)
১২০. টিস্যুকালচারের মাধ্যমে কোন গাছটিকে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে?
Ο ক) গ্লাডিওলাস
Ο খ) জোজোবো
Ο গ) নিম
Ο ঘ) কদম
সঠিক উত্তর: (খ)
১২১. একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে কী বলে?
Ο ক) সেল ক্লোনিং
Ο খ) জিন ক্লোনিং
Ο গ) ক্লোনিং
Ο ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (খ)
১২২. বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি উদ্ভিদ জাতের বৈশিষ্ট্য –
i. এসব উদ্ভিদ লবণ সঞিষ্ণু
ii. খাদ্য তৈরি করতে পারে না
iii. খরা প্রতিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিনত করে?
Ο ক) কার্বন ডাই-অক্সাইড
Ο খ) হাইড্রোকার্বনে
Ο গ) অ্যালকোহলে
Ο ঘ) ক্লোরোফরমে
সঠিক উত্তর: (গ)
১২৪. গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
Ο ক) জার্মানি
Ο খ) রাশিয়া
Ο গ) অস্ট্রিয়া
Ο ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (গ)
১২৫. জীব প্রযুক্তি ব্যবহারে দ্রুত প্রসার লাভ করছে –
i. DNA থেরাপি
ii. টেস্টটিউব নিষেকে শিশু জন্ম
iii. ফরেনসিক মেডিসিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৬. উড়োজাহাজ, রকেট চালাতে ব্যবহৃত তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছ হতে প্রাপ্ত তেল ব্যবহার করা হয়?
Ο ক) সূর্যমুখি
Ο খ) জোজোবা
Ο গ) পাম
Ο ঘ) অলিভ
সঠিক উত্তর: (খ)
১২৭. Alexander Fleming সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে –
i. তিনি একজন অণুজীববিদ
ii. তিনি পেনিসিলিন নামক এ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন
iii. তিনি Birdman of India নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৮. অটোক্লেভ যন্ত্রে আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় ও কত চাপে ২০ মিনিট ভিজিয়ে রাখলে জীবাণুমুক্ত হয়?
Ο ক) ১২০০ সে. ও ৫ ℓb/sq. inch
Ο খ) ১২১০ সে. ও ১৫ ℓb/sq. inch
Ο গ) ১১১০ সে. ও ১০ ℓb/sq. inch
Ο ঘ) ১১১০ সে. ও ১৫ ℓb/sq. inch
সঠিক উত্তর: (খ)
১২৯. কৃষিতে জীব প্রযুক্তি ব্যবহার করা হয় –
i. পতঙ্গ আক্রমণকারী ট্রান্সজোনিক উদ্ভিদ উদ্ভাবনে
ii. নাইট্রোজেন সংবন্ধনে
iii. টিস্যু কালচারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. টিস্যুমন্ড হতে অনুচারা উৎপাদনের জন্য সরবরাহ করতে হয় –
i. আলো
ii. বায়ু
iii. UV রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩১. মালয়েশিয়ার কোন উদ্ভিদটির বংশবৃদ্ধি টিস্যুকালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়?
Ο ক) অর্জুন
Ο খ) রাবার
Ο গ) গামার
Ο ঘ) অয়েল পাম
সঠিক উত্তর: (ঘ)
১৩২. জিন প্রকৌশলের সুবিধা হলো –
i. জীবনিরাপত্তা বিধান
ii. কম সময়ে কাঙ্ক্ষিত ফল লাভ
iii. খুবই সরল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৩. আবাদ মাধ্যমকে কোন যন্ত্রে রেখে জীবাণুমুক্ত করা হয়?
Ο ক) অটোক্লেভ
Ο খ) সেন্টিফিউগাল
Ο গ) স্পেকটোফটোমিটার
Ο ঘ) থার্মোফ্লাক্স
সঠিক উত্তর: (ক)
১৩৪. TMV কী?
Ο ক) টমেটো মোজাইক ভাইরাস
Ο খ) রিং-স্পট ভাইরাস
Ο গ) টোবাকো মোজাইক ভাইরাস
Ο ঘ) টোবাকো মাইল্ড ভাইরাস
সঠিক উত্তর: (গ)
১৩৫. সুপার ধানের ভাত খেলে অল্পবয়স্ক ছেলেমেয়েরা অন্ধ হবে না কারণ –
i. সুপার ধানে ভিটামিন ‘এ’ উৎপাদনকারী জিন রয়েছে
ii. এতে ভিটামিন ‘সি’ রয়েছে
iii. সুপার ধান ভিটামিন ‘এ’ ও লোহাসমৃদ্ধ খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৬. টিস্যুকালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অণুচারাই –
Ο ক) অর্কিড
Ο খ) নিম
Ο গ) গজার
Ο ঘ) গর্জন
সঠিক উত্তর: (ক)
১৩৭. কোন কলায় মাতৃকা অনুপস্থিত?
Ο ক) যোজক কলা
Ο খ) আবরণী কলা
Ο গ) পেশি কলা
Ο ঘ) স্নায়ু কলা
সঠিক উত্তর: (খ)
১৩৮. উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য তেল উৎপাদন করা হয় –
i. যুঁই সাস্পেনসন হতে
ii. তিমি মাছ হতে
iii. জোজোবা গাছ হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৯. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কতটি জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
১৪০. বিটি ভুট্টা, বিটি তুলা ইত্যাদি শস্যে কোনটির জিন প্রবেশ করানো হয়েছে?
Ο ক) ব্যাকটেরিয়া
Ο খ) ভাইরাস
Ο গ) ছত্রাক
Ο ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (ক)
১৪১. এক্সপ্লান্ট স্থাপন করার পর আবাদ মাধ্যমকে কত তাপমাত্রায় নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়?
Ο ক) ১৫০ ± ২০ সে.
Ο খ) ২০০ ± ২০ সে.
Ο গ) ২৫০ ± ২০ সে.
Ο ঘ) ৩০০ ± ২০ সে.
সঠিক উত্তর: (গ)
১৪২. টিস্যুকালচার করার জন্য প্রয়োজনীয় আবাদ মাধ্যম কোন প্রকৃতির?
Ο ক) তরল মাধ্যম
Ο খ) বায়বীয় মাধ্যম
Ο গ) প্রায় কঠিন মাধ্যম
Ο ঘ) কঠিন মাধ্যম
সঠিক উত্তর: (গ)
১৪৩. DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কারা?
Ο ক) কেলভিন ও ব্যাশাম
Ο খ) হ্যাচ ও স্ল্যাক
Ο গ) ওয়াটসন ও ক্রীক
Ο ঘ) মেন্ডেল ও কার্ল এরেকি
সঠিক উত্তর: (গ)
১৪৪. জুঁই সাস্পেনসন হতে কী উৎপাদিত হয়?
Ο ক) সুগন্ধি আতর
Ο খ) তেল
Ο গ) চন্দন
Ο ঘ) ধূপ
সঠিক উত্তর: (ক)
১৪৫. জীবপ্রযুক্তির প্রাচীন উদাহরণ হলো –
i. টিস্যুকালচার
ii. চোলাইকরণ
iii. গাঁজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৬. কত সালে Biotechnology শব্দটি প্রবর্তিত হয়?
Ο ক) ১৯১৮
Ο খ) ১৯১৯
Ο গ) ১৯২০
Ο ঘ) ১৯২১
সঠিক উত্তর: (খ)
১৪৭. Bacillus thuringiensis (Bt) নামক জিন শস্যে প্রবেশ করানোর কারণে কৌলিগতভাবে পরিবর্তিত শস্যসমূহকে কী নামে অভিহিত করা হয়?
Ο ক) Bt Rice, Bt pulse
Ο খ) Bt Corn, Bt Cotton
Ο গ) Bt Potato, Bt, Chillix
Ο ঘ) Bt Brassica, Bt Zinger
সঠিক উত্তর: (খ)
১৪৮. একটি মাত্র জিন থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে কী বলে?
Ο ক) সেল ক্লোনিং
Ο খ) জীব ক্লোনিং
Ο গ) ক্লোনিং
Ο ঘ) জীব ক্লোনিং
সঠিক উত্তর: (খ)
১৪৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং – এর উদ্দেশ্য –
i. নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা
ii. মানুষকে সর্বোত্তমভাবে লাভবান করা
iii. জনসংখ্যা বৃদ্ধির গতি তরান্বিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫০. মিডিয়ামসমূহকে জীবাণুমুক্ত করা হয় –
i. মিডিয়ামে জীবাণুরা সহজে বংশবৃদ্ধি করায়
ii. এরা এক্সপ্ল্যান্টকে নষ্ট করায়
iii. জীবাণু মানুষের রোগ ছড়াতে সক্ষম হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫১. ধানে নিচের কোনটি যোগ করার প্রচেষ্টা চলছে?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) আয়রন
Ο গ) ক্লোরিন
Ο ঘ) আয়োডিন
সঠিক উত্তর: (খ)
১৫২. টিস্যুকালচার করার জন্য মাতৃ উদ্ভিদ হতে হবে –
i. অবয়বহীন
ii. রোগমুক্ত
iii. উন্নত জাতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত সুপার ধানে বিটা-ক্যারোটিন ও আয়রন তৈরির জিন প্রতিস্থাপনের অনুপাত হলো –
Ο ক) ৩ : ৪
Ο খ) ৪ : ৩
Ο গ) ৩ : ৫
Ο ঘ) ৫ : ৩
সঠিক উত্তর: (খ)
১৫৪. GE এর পূর্ণরূপ কী?
Ο ক) General Energy
Ο খ) Genetically Engineered
Ο গ) Gene Empaek
Ο ঘ) Genetically Emltion
সঠিক উত্তর: (খ)
১৫৫. GMO এর পূর্ণরূপ কী?
Ο ক) Genetically Modified Organism
Ο খ) Genarel Modified Organism
Ο গ) Genetically Method Orgun
Ο ঘ) Gene Modified Organism
সঠিক উত্তর: (ক)
১৫৬. মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে?
Ο ক) বাঘ
Ο খ) গাধা
Ο গ) ভেড়া
Ο ঘ) তিমি
সঠিক উত্তর: (গ)
১৫৭. পৃথক DNA খন্ডসমূহকে জোড়া লাগায় কোন এনজাইম?
Ο ক) DNA লাইপেজ
Ο খ) DNA লাইগেজ
Ο গ) রেস্ট্রিকশন
Ο ঘ) সুক্রোজ
সঠিক উত্তর: (খ)
১৫৮. জিন থ্যারাপি পদ্ধতিতে দুরারোগ্য বংশগত যেসব ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব তা হলো –
i. মাথাব্যাথা
ii. হৃদরোগ
iii. হাঁপানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. জিন প্রকৌশলের মাধ্যমে মাছের আকার ৬০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে –
i. তেলাপিয়ার
ii. মাগুরের
iii. শিং মাছের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬০. টিস্যু কালচারের একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে –
Ο ক) ভাইরাস রোগাক্রান্ত ফুল করা
Ο খ) আলুর টিউবারকে রোগমুক্ত করা
Ο গ) ডালিয়াকে রোগাক্রান্ত করা
Ο ঘ) চন্দ্রমল্লিকাকে রোগাক্রান্ত করা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology