এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১২: জীবের বংশগতি ও বিবর্তন (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১২: জীবের বংশগতি ও বিবর্তন (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. বিবর্তনে প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করেন কে?
Ο ক) গ্রেগর জোহান মেন্ডেল
Ο খ) থিওডোর সোয়ান
Ο গ) চার্লস রবার্ট ডারউইন
Ο ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (গ)

২০২. বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি?
Ο ক) ক্রোমোজোম
Ο খ) নিউক্লিয়াস
Ο গ) এডিনিন
Ο ঘ) গুয়ানিন
সঠিক উত্তর: (ক)

২০৩. প্রকৃত কোষের DNA কেমন হয়?
Ο ক) সূক্ষ্ম সূতার ন্যায়
Ο খ) গোলাকার
Ο গ) চক্রাকার
Ο ঘ) ত্রিভুজাকার
সঠিক উত্তর: (ক)

২০৪. জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) Organic evolution
Ο খ) Inorganic evolution
Ο গ) Natural evolution
Ο ঘ) Artificial evolution
সঠিক উত্তর: (ক)

২০৫. সাধারণত বর্ণান্ধতা দেখা যায় –
i. লাল রংযের ক্ষেত্রে
ii. বেগুনী রংয়ের ক্ষেত্রে
iii. সবুজ রংয়ের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০৬. একটি ইলিশ মাছ নদীর অববাহিকায় আকারভেদে কতগুলো ডিম দেয়?
Ο ক) ২-৮ লক্ষ
Ο খ) ৩-১০ লক্ষ
Ο গ) ৯-১০ লক্ষ
Ο ঘ) ৫-৬ লক্ষ
সঠিক উত্তর: (খ)

২০৭. পৃথিবীর জীবদের আবির্ভাবস্থল কোথায়?
Ο ক) মঙ্গল গ্রহে
Ο খ) চন্দ্রে
Ο গ) ইউরেনাসে
Ο ঘ) ভূমন্ডলে
সঠিক উত্তর: (ঘ)

২০৮. কোন ধরনের পরিবর্তনের ফলে জীবে জীবে ভেদ বা পার্থক্য সৃষ্টি হয়?
Ο ক) রাসায়নিক পরিবর্তন
Ο খ) শারীরিক পরিবর্তন
Ο গ) ভৌত পরিবর্তন
Ο ঘ) মানসিক পরিবর্তন
সঠিক উত্তর: (খ)

২০৯. জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

২১০. Polymerase Chain Reaction কী?
Ο ক) এক ধরনের এনজাইম
Ο খ) এক ধরনের যন্ত্র
Ο গ) এক ধরনের সুপার কম্পিউটার
Ο ঘ) এক ধরনের প্রোটিন
সঠিক উত্তর: (খ)

২১১. চার্লস রবার্ট ডারউইন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
Ο ক) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের
Ο খ) কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের
Ο গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের
Ο ঘ) বোস্টন বিশ্ববিদ্যালয়ের
সঠিক উত্তর: (খ)

২১২. শিশুরা জটিল রক্তশূন্যতা রোগে ভোগে কখন?
Ο ক) জন্মের পর প্রথম বছরে
Ο খ) জন্মের পর দ্বিতীয় বছরে
Ο গ) জন্মের পর চতুর্থ বছরে
Ο ঘ) জন্মের পর
সঠিক উত্তর: (ক)

২১৩. পুরুষ লোকের ডিপ্লয়েড কোষ কয়টি সেক্স ক্রোমোজোম থাকে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) দুইটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)

২১৪. ডারউইনের Natural Selection সম্পর্কিত বইয়ের ১২০০ কপি বিক্রি হতে কত সময় লেগেছিল?
Ο ক) ১ দিন
Ο খ) ২ দিন
Ο গ) ৩ দিন
Ο ঘ) ৪ দিন
সঠিক উত্তর: (ক)

২১৫. আমেরিকায় কোন ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়?
Ο ক) β-থ্যালাসেমিয়া
Ο খ) α-থ্যালাসেমিয়া
Ο গ) ɸ-থ্যালাসেমিয়া
Ο ঘ) δ-থ্যালাসেমিয়া
সঠিক উত্তর: (ক)

২১৬. জিনের অবস্থান কোথায়?
Ο ক) নিউক্লিয়াসে
Ο খ) মাইটোকন্ড্রিয়ায়
Ο গ) ক্রোমোজোমে
Ο ঘ) সাইটোপ্লাজমে
সঠিক উত্তর: (গ)

২১৭. বংশগতি বস্তুর অন্তর্ভুক্ত –
i. ক্রোমোজোম
ii. জিন
iii. ডি এন এ ও আর এন এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১৮. বিবর্তন জীববিজ্ঞানের কী ধরনের শাখা?
Ο ক) বিশেষ শাখা
Ο খ) ফলিত শাখা
Ο গ) বিশুদ্ধ শাখা
Ο ঘ) প্রাচীন শাখা
সঠিক উত্তর: (গ)

২১৯. RNA কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (খ)

২২০. মানুষের ২৩ জোড়া ক্রোমোজোমকে একত্রে বলা হয় –
i. নিউক্লিয়াস
i. হিমোফিলিয়া
iii. অপটিক এট্রফি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২১. বিবর্তনের মাধ্যমে কিসের উদ্ভব ঘটে?
Ο ক) ডাইনোসর
Ο খ) জিন প্রযুক্তি
Ο গ) নতুন জীব
Ο ঘ) নতুন প্রজাতি
সঠিক উত্তর: (ঘ)

২২২. RNA ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে কোনটি পাওয়া যায়?
Ο ক) DNA
Ο খ) RNA
Ο গ) এডিনিন
Ο ঘ) সাইটোসিন
সঠিক উত্তর: (খ)

২২৩. মিস প্রিয়ার ক্রোমোজোম কোনটি?
Ο ক) XY
Ο খ) XXY
Ο গ) XX
Ο ঘ) YY
সঠিক উত্তর: (গ)

২২৪. DNA-তে কত কার্বনবিশিষ্ট শর্করা থাকে?
Ο ক) ৪
Ο খ) ৫
Ο গ) ৬
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)

২২৫. পৃথিবীতে মানবজাতির সংখ্যা বৃদ্ধি অসুস্থতা ও সীমিত খাদ্য সরবরাহের কারণে ব্যাহত হয় একথা কে মনে করতেন?
Ο ক) ডারউইন
Ο খ) আল নাফীস
Ο গ) টমাস ম্যালথাস
Ο ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (গ)

২২৬. X ও Y ক্রোমোজোম আকৃতিতে –
i. গোলাকার
ii. লম্বা
iii. রডের মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২২৭. DNA-এর কাজ হলো –
i. RNA সংশ্লেষ করা
ii. জীবজগতে ভ্যারিয়েশন সৃষ্টি করতে সাহায্য করা
iii. অণুনালিকা গঠন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২৮. ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুন্ন রাখে কোনটি?
i. চুলের প্রকৃতি
i. মুখের দাঁত
iii. চোখের রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২৯. কোন বিজ্ঞানীর মতবাদ ডারউইনকে তাঁর নিজের মতবাদ প্রস্তাব করতে অনুপ্রেরণা দেয়?
Ο ক) ফ্যানসিক ক্রীক
Ο খ) টমাস ম্যালথাস
Ο গ) জর্জ বেনথাম
Ο ঘ) আলফ্রেড রাসেল ওয়ালেস
সঠিক উত্তর: (ঘ)

২৩০. DNA হলো –
i. ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
ii. নিউক্লিওটাইড এসিড
iii. রাইবোনিউক্লিক এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩১. গ্রীক Chroma শব্দের অর্থ কী?
Ο ক) তুলি
Ο খ) রং
Ο গ) কাঠি
Ο ঘ) সরু
সঠিক উত্তর: (খ)

২৩২. জিনগুলো DNA অনুসূত্রে কীভাবে সাজানো থাকে?
Ο ক) লম্ব
Ο খ) আড়াআড়ি
Ο গ) রৈখিক
Ο ঘ) সমতল
সঠিক উত্তর: (গ)

২৩৩. কত সালে মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করেন?
Ο ক) ১৭৮৬
Ο খ) ১৮৬৬
Ο গ) ১৯১৩
Ο ঘ) ১৮৭৬
সঠিক উত্তর: (খ)

২৩৪. একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোনিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)

২৩৫. কোনটি সেক্স-লিংকড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য?
Ο ক) মূক বধিরতা
Ο খ) থ্যালাসেমিয়া
Ο গ) হিমোফিলিয়া
Ο ঘ) বহুমূত্র
সঠিক উত্তর: (গ)

২৩৬. মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা জন্মের কততম বছরে জটিল রক্তশূন্যতায় ভোগে?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (ক)

২৩৭. জীবের জাতিসত্তা অটুট রাখে কোনটি?
Ο ক) TMA
Ο খ) DNA
Ο গ) RNA
Ο ঘ) CNA
সঠিক উত্তর: (খ)

২৩৮. TMV ভাইরাসে কী অনুপস্থিত থাকে?
Ο ক) RNA
Ο খ) CNA
Ο গ) DNA
Ο ঘ) TMA
সঠিক উত্তর: (গ)

২৩৯. প্রজাতির বৈশিষ্ট্য কীভাবে বজায় থাকে?
Ο ক) প্রাকৃতিকভাবে
Ο খ) কৃত্রিমভাবে
Ο গ) বংশানুক্রেম
Ο ঘ) বিভাজনের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

২৪০. ক্রোমোজোম, জিন ইত্যাদি নিচের কোনটির অন্তর্ভুক্ত?
Ο ক) Morpho logical Material
Ο খ) Arotomo logical material
Ο গ) Physio logical material
Ο ঘ) Hereditary material
সঠিক উত্তর: (ঘ)

২৪১. নিচের কোনগুলো বংশগতি বস্তু?
Ο ক) ক্রোমোজোম, জিন, DNA ও RNA
Ο খ) শর্করা, লিপিড, ভিটামিন ও পানি
Ο গ) সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন ও গ্লুকোজ
Ο ঘ) NH3, NO3, SO42- ও K+
সঠিক উত্তর: (ক)

২৪২. বাংলাদেশে সুবিচার পাবার নতুন পদ্ধতিটি কী?
Ο ক) মোবাইল ফোন
Ο খ) প্রত্যক্ষদর্শীর সাক্ষী
Ο গ) DNA টেস্ট
Ο ঘ) RNA টেস্ট
সঠিক উত্তর: (গ)

২৪৩. পৃথিবীর সব জীবের ক্ষেত্রে কোন নিয়মটি প্রযোজ্য?
Ο ক) চারিত্রিক
Ο খ) প্রাকৃতিক
Ο গ) ঘূর্ণননীতি
Ο ঘ) নিজস্ব
সঠিক উত্তর: (খ)

২৪৪. DNA-অণুর আণবিক গঠন আবিষ্কারের জন্য Watson ও্ Crick কত সালে নোবেল পান?
Ο ক) ১৯৫৩
Ο খ) ১৯৬৩
Ο গ) ১৮৫৩
Ο ঘ) ১৮৬৩
সঠিক উত্তর: (খ)

২৪৫. DNA helix-এর প্রতিটি পূর্ণ ঘূর্ণনকে কোন এককে মাপা হয়?
Ο ক) মিলিমিটার
Ο খ) ফেমটোমিটার
Ο গ) অ্যাংস্ট্রম
Ο ঘ) সেন্টিমিটার
সঠিক উত্তর: (গ)

২৪৬. নিচের কোন বিজ্ঞানী জাহাজে চাকরি করতেন?
Ο ক) আল বিরুনী
Ο খ) উইলিয়াম হার্ভে
Ο গ) চার্লস রবার্ট ডারউইন
Ο ঘ) লিউয়েন হুক
সঠিক উত্তর: (গ)

২৪৭. জীবের স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে কীভাবে পরিস্ফুটিত হয়?
Ο ক) আকৃতিগতভাবে
Ο খ) আংশিক
Ο গ) নিশ্চলভাবে
Ο ঘ) প্রায় অবিকল
সঠিক উত্তর: (ঘ)

২৪৮. জীববিজ্ঞানের কোন শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয়?
Ο ক) জীবপ্রযুক্তি
Ο খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
Ο গ) জেনেটিক্স
Ο ঘ) হিস্টোলজি
সঠিক উত্তর: (গ)

২৪৯. DNA এর দুইটি পলিনিউক্লিওটাইড সূত্র কীভাবে অবস্থান করে?
Ο ক) সমান্তরালভাবে
Ο খ) পার্শ্বীয়ভাবে
Ο গ) আড়াআড়িভাবে
Ο ঘ) বিপরীতভাবে
সঠিক উত্তর: (ঘ)

২৫০. DNA কাটা হয় কী দ্বারা?
Ο ক) রেস্ট্রিকশন এনজাইম
Ο খ) লাইগেজ এনজাইম
Ο গ) সূক্ষ্ম ইলেকট্রিক ছুরি
Ο ঘ) নাইট্রোসেলুলোজ
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post