ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১: জীবন পাঠ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. পরিবেশ বিপর্যয় রোধ করার উপায় কোনটি?
Ο ক) ইকোলজির প্রয়োগ
Ο খ) হিস্টোলজির প্রয়োগ
Ο গ) ফিজিওলজির প্রয়োগ
Ο ঘ) জেনেটিক্সের প্রয়োগ
সঠিক উত্তর: (ক)
৫২. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত?
Ο ক) বাস্তুবিদ্যা
Ο খ) ফার্মেসি
Ο গ) জীবভূগোল
Ο ঘ) জেনেটিক্স
সঠিক উত্তর: (খ)
৫৩. উদ্ভিদ জগতের শ্রেণিবিস্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে?
Ο ক) কিংডম
Ο খ) ডিভিশন
Ο গ) ক্লাস
Ο ঘ) ট্যাক্সা
সঠিক উত্তর: (ঘ)
৫৪. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন
ii. জীবজগৎ সংরক্ষণ
iii. প্রজাতির সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. দ্বিপদ নামকরণের ভাষা কোনটি?
Ο ক) ইংরেজি
Ο খ) স্পেনিস
Ο গ) গ্রিক
Ο ঘ) ল্যাটিন
সঠিক উত্তর: (ঘ)
৫৬. জীববিজ্ঞান শিক্ষায় জয়লাভ করা যায়-
i. উদ্ভিদ সম্পর্কে
ii. প্রাণী সম্পর্কে
iii. মানবজীবন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৭. টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের Protista কে কয়টি ভাগে ভাগ করেন?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৫৮. দ্বিপদ নামকরণের জনক কে?
Ο ক) লিনিয়াস
Ο খ) উইলিয়াম হার্ভে
Ο গ) গ্রেগর জোহান মেন্ডেল
Ο ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ক)
৫৯. জীবটির ক্ষেত্রে বলা যায়-
i. হেটারোট্রফিক ও জটিল টিস্যু
ii. ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টিকারী
iii. ভ্রূণ বিকাশ করে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬০. আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে?
Ο ক) প্রায় ১০ লক্ষ
Ο খ) ৮ লক্ষ
Ο গ) ১৫ লক্ষ
Ο ঘ) প্রায় ১৩ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
৬১. জীববিজ্ঞানে আলোচনা করা হয়-
(i) জীবের গঠন
(ii) জৈবনিক ক্রিয়া
(iii)জীবনধারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬২. উক্ত জীবগুলো কোন জগতভুক্ত?
Ο ক) মনেরা
Ο খ) প্রোটিস্টা
Ο গ) ফানজাই
Ο ঘ) প্লানটি
সঠিক উত্তর: (খ)
৬৩. জাতীয় পাখি দোয়েল-এর বৈজ্ঞানিক নাম কী?
Ο ক) Pantheratigris
Ο খ) Copsychus saularis
Ο গ) Temualosailisha
Ο ঘ) Apisindica
সঠিক উত্তর: (খ)
৬৪. প্রোটিস্টা; কিংডম ভুক্ত, জীবদের বৈশিষ্ট্য হলো-
i. এককোষী বা বহুকোষী
ii. একক বা কলেনিয়াল বা ফিলামেন্টাস
iii. আদি কোষী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৫. সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি?
Ο ক) Sea science
Ο খ) Oceanography
Ο গ) Oceanology
Ο ঘ) Seaology
সঠিক উত্তর: (খ)
৬৬. কোষে ক্রোমোটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলঅস ও নিউক্লিয়ার পর্গা নেই কোনটির?
Ο ক) Nostoc
Ο খ) Spyrogyra
Ο গ) Penicillium
Ο ঘ) Shaccaro myces
সঠিক উত্তর: (ক)
৬৭. প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবদের যৌন প্রজনন ঘটে কোন প্রক্রিয়ায়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) কনজুগেশন
Ο গ) মাইটোসিস
Ο ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)
৬৮. সোনালী আঁশের (পাট) উদ্ভিদতাত্ত্বিক নাম কী?
Ο ক) Labeo rohita
Ο খ) Catla catla
Ο গ) Oryza sativa
Ο ঘ) Corchorus capsularies
সঠিক উত্তর: (ঘ)
৬৯. জীবের জীবন ও গুণাগুণ কোন শাখার আলোচ্য বিষয়?
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) প্রাণিবিজ্ঞান
Ο গ) রসায়ন
Ο ঘ) পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৭০. মালিহা সুন্দরবনে গিয়ে বাঘ, হরিণ, কুমির, বানর ইত্যাদি প্রাণী দেখলো। সে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবে কোন বিজ্ঞানে?
Ο ক) অণূজীব বিজ্ঞানে
Ο খ) বনবিজ্ঞান
Ο গ) পরিসংখ্যাবিদ্যা
Ο ঘ) বনপ্রাণিবিদ্যা
সঠিক উত্তর: (ঘ)
৭১. ইলিশের বৈজ্ঞানিক নাম কোনটি?
Ο ক) Tenualosa ilisha
Ο খ) Labeorohita
Ο গ) Pantheraleo
Ο ঘ) Pantheratigris
সঠিক উত্তর: (ক)
৭২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা
ii. ভিন্নতা থেকে আহরিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করা
iii. জীবের নামকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. Monera কিংডমের উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্যগ্রহণ করে-
i. শোষণ প্রক্রিয়ায়
ii. ফিটোসিনথেটিক প্রক্রিয়ায়
iii. কিমোসিনথেটিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. Lebeo rohita দ্বারা কোনটি বোঝায়?
Ο ক) একটি জীব প্রজাতি
Ο খ) একটি জীব গোত্র
Ο গ) একটি জীব গণ
Ο ঘ) একটি জীব রাজ্য
সঠিক উত্তর: (ক)
৭৫. দ্বিপদ নামের প্রথম অংশকে কী বলে?
Ο ক) Class
Ο খ) Order
Ο গ) Genus
Ο ঘ) Species
সঠিক উত্তর: (গ)
৭৬. মাটি, মাটির গঠন ও পরিবেশ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?
Ο ক) Ecology
Ο খ) Soil science
Ο গ) Environmental
Ο ঘ) Forestry
সঠিক উত্তর: (খ)
৭৭. জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রোমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
Ο ক) মরফোলজি
Ο খ) ইকোলজি
Ο গ) ইভোলিউশন
Ο ঘ) সাইকোলজি
সঠিক উত্তর: (গ)
৭৮. উদ্ভিদ, প্রাণী ও মানবজীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কোন বিজ্ঞানের মাধ্যমে?
Ο ক) প্রকৃতিবিজ্ঞান
Ο খ) উদ্ভিদবিজ্ঞান
Ο গ) প্রাণিবিজ্ঞান
Ο ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
৭৯. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় কোন শাখায় আলোচিত হয়?
Ο ক) মৌলিক জীববিজ্ঞানে
Ο খ) ভৌত জীববিজ্ঞানে
Ο গ) ফলিত জীববিজ্ঞানে
Ο ঘ) কৃষিবিজ্ঞানে
সঠিক উত্তর: (গ)
৮০. Prokaryota পর্বেভুক্ত জীবেরা নিম্নলিখিত ধরনের-
i. আদিকোষ বিশিষ্ট এককোষী
ii. অণুবীক্ষণিক
iii. আদি কোষ বিশিষ্ট বহুকোষী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮১. দ্বিপদ নামের দ্বিতীয় অংশ কোনটির নাম থাকবে?
Ο ক) Class
Ο খ) Order
Ο গ) Genus
Ο ঘ) Species
সঠিক উত্তর: (ঘ)
৮২. নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত?
Ο ক) সায়ানোব্যাকটেরিয়া
Ο খ) শৈবাল
Ο গ) ছত্রাক
Ο ঘ) উদ্ভিদ
সঠিক উত্তর: (ক)
৮৩. জীবের বৈজ্ঞানিক নামে-
i. দুটি পদ থাকে
ii. প্রথম অংশটি প্রজাতির নাম
iii. দ্বিতীয় অংশের সব অক্ষর Small Letter হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৪. মনেরা জগতের জীব বিশেষ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে?
Ο ক) রাসায়নিক সংশ্লেষণ
Ο খ) শোষণ
Ο গ) ব্যাপন
Ο ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (ক)
৮৫. নিচের কোন গ্রুপটি সঠিক?
Ο ক) T2 ফায TMVžভাইরাসžজগৎ:মনেরা
Ο খ) Mucor, Agaricusžশৈবালžজগৎ:প্রোটোকিটস্টা
Ο গ) ধান, নারকেলžনগ্নবীজীžজগৎ:প্লান্ট
Ο ঘ) কাঁঠাল, পেয়ারাžদ্বিবীজপত্রীžজগৎ:মনেরা
সঠিক উত্তর: (ক)
৮৬. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলো কী রকম হবে?
Ο ক) সবগুলো বড়
Ο খ) সবগুলো ছোট
Ο গ) একটি বড়, একটি ছোট করে
Ο ঘ) যেকোনোটি
সঠিক উত্তর: (খ)
৮৭. সাইটোলজিতে নিচের কোন বিষয়টি আলোচনা করা হয়?
Ο ক) জীবের শ্রেণিবিন্যাস
Ο খ) জীব কোষের গঠন
Ο গ) জীবের বিবর্তন
Ο ঘ) টিস্যুর গঠন
সঠিক উত্তর: (খ)
৮৮. জীবদেহের নানা অঙ্গ-প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
Ο ক) Morphology
Ο খ) Histology
Ο গ) Cytology
Ο ঘ) Physiology
সঠিক উত্তর: (ঘ)
৮৯. জীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখায় আলোচনা হয়?
Ο ক) ফিজিওলোজি
Ο খ) মরফোলজি
Ο গ) হিস্টোলজি
Ο ঘ) সাইটোলজি
সঠিক উত্তর: (ক)
৯০. তথ্যে প্রদত্ত নামগুলোর শব্দ কোন দেশি?
Ο ক) গ্রিক
Ο খ) ইংরেজি
Ο গ) ল্যাটিন
Ο ঘ) হিব্রু
সঠিক উত্তর: (গ)
৯১. ক্যারোসাস লিনিয়াস কোন দেশের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন?
Ο ক) জার্মানী
Ο খ) ইতালী
Ο গ) সুইডেন
Ο ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (গ)
৯২. গোলআলুর বৈজ্ঞানিক নাম কী?
Ο ক) Solanun
Ο খ) Oryza
Ο গ) Tuberosum
Ο ঘ) Labeo
সঠিক উত্তর: (ক)
৯৩. বৈশিষ্ট্যগুলো দেখা যায় সঠিক? i. ঈস্ট ii. পেনসিলিয়াম iii. মাশরুম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. সৃষ্টি জগতে জীবকোষের মধ্যে কোন বিষয়টি একটি রহস্যপূর্ণ বিষয়?
Ο ক) শক্তি উৎপাদন
Ο খ) প্রাণের স্পন্দন
Ο গ) জৈবিক ক্রিয়া
Ο ঘ) পুষ্টি গ্রহণ
সঠিক উত্তর: (খ)
৯৫. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
Ο ক) ফলিত জীববিজ্ঞান
Ο খ) ভৌত জীববিজ্ঞান
Ο গ) মৌলিক জীববিজ্ঞান
Ο ঘ) ব্যবহারিক জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৯৬. ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের জীব। এগুলো আমরা ব্যবহার করি-
i. সার হিসেবে
ii. খাদ্য হিসেবে
iii. ঔষধ প্রস্তুতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভূক্ত?
Ο ক) কীটতত্ত্ব
Ο খ) প্রাণরসায়ন
Ο গ) পরিবেশবিজ্ঞান
Ο ঘ) জীব ভূগোল
সঠিক উত্তর: (ঘ)
৯৮. মানুষসহ অন্যান্য প্রাণির জীবন, রোগ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
Ο ক) ভ্রূণবিদ্যা
Ο খ) শারীরবিদ্যা
Ο গ) চিকিৎসাবিদ্যা
Ο ঘ) জিন প্রযু্ক্তি
সঠিক উত্তর: (গ)
৯৯. কীটপতঙ্গ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?
Ο ক) Zoology
Ο খ) Entomology
Ο গ) Microbiology
Ο ঘ) Parasitology
সঠিক উত্তর: (খ)
১০০. বিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা হয়?
Ο ক) Endocrinology
Ο খ) Embryology
Ο গ) Physiology
Ο ঘ) Palaceontology
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. পরিবেশ বিপর্যয় রোধ করার উপায় কোনটি?
Ο ক) ইকোলজির প্রয়োগ
Ο খ) হিস্টোলজির প্রয়োগ
Ο গ) ফিজিওলজির প্রয়োগ
Ο ঘ) জেনেটিক্সের প্রয়োগ
সঠিক উত্তর: (ক)
৫২. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত?
Ο ক) বাস্তুবিদ্যা
Ο খ) ফার্মেসি
Ο গ) জীবভূগোল
Ο ঘ) জেনেটিক্স
সঠিক উত্তর: (খ)
৫৩. উদ্ভিদ জগতের শ্রেণিবিস্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলে?
Ο ক) কিংডম
Ο খ) ডিভিশন
Ο গ) ক্লাস
Ο ঘ) ট্যাক্সা
সঠিক উত্তর: (ঘ)
৫৪. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন
ii. জীবজগৎ সংরক্ষণ
iii. প্রজাতির সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. দ্বিপদ নামকরণের ভাষা কোনটি?
Ο ক) ইংরেজি
Ο খ) স্পেনিস
Ο গ) গ্রিক
Ο ঘ) ল্যাটিন
সঠিক উত্তর: (ঘ)
৫৬. জীববিজ্ঞান শিক্ষায় জয়লাভ করা যায়-
i. উদ্ভিদ সম্পর্কে
ii. প্রাণী সম্পর্কে
iii. মানবজীবন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৭. টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের Protista কে কয়টি ভাগে ভাগ করেন?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৫৮. দ্বিপদ নামকরণের জনক কে?
Ο ক) লিনিয়াস
Ο খ) উইলিয়াম হার্ভে
Ο গ) গ্রেগর জোহান মেন্ডেল
Ο ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ক)
৫৯. জীবটির ক্ষেত্রে বলা যায়-
i. হেটারোট্রফিক ও জটিল টিস্যু
ii. ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টিকারী
iii. ভ্রূণ বিকাশ করে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬০. আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে?
Ο ক) প্রায় ১০ লক্ষ
Ο খ) ৮ লক্ষ
Ο গ) ১৫ লক্ষ
Ο ঘ) প্রায় ১৩ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
৬১. জীববিজ্ঞানে আলোচনা করা হয়-
(i) জীবের গঠন
(ii) জৈবনিক ক্রিয়া
(iii)জীবনধারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬২. উক্ত জীবগুলো কোন জগতভুক্ত?
Ο ক) মনেরা
Ο খ) প্রোটিস্টা
Ο গ) ফানজাই
Ο ঘ) প্লানটি
সঠিক উত্তর: (খ)
৬৩. জাতীয় পাখি দোয়েল-এর বৈজ্ঞানিক নাম কী?
Ο ক) Pantheratigris
Ο খ) Copsychus saularis
Ο গ) Temualosailisha
Ο ঘ) Apisindica
সঠিক উত্তর: (খ)
৬৪. প্রোটিস্টা; কিংডম ভুক্ত, জীবদের বৈশিষ্ট্য হলো-
i. এককোষী বা বহুকোষী
ii. একক বা কলেনিয়াল বা ফিলামেন্টাস
iii. আদি কোষী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৫. সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি?
Ο ক) Sea science
Ο খ) Oceanography
Ο গ) Oceanology
Ο ঘ) Seaology
সঠিক উত্তর: (খ)
৬৬. কোষে ক্রোমোটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলঅস ও নিউক্লিয়ার পর্গা নেই কোনটির?
Ο ক) Nostoc
Ο খ) Spyrogyra
Ο গ) Penicillium
Ο ঘ) Shaccaro myces
সঠিক উত্তর: (ক)
৬৭. প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবদের যৌন প্রজনন ঘটে কোন প্রক্রিয়ায়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) কনজুগেশন
Ο গ) মাইটোসিস
Ο ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)
৬৮. সোনালী আঁশের (পাট) উদ্ভিদতাত্ত্বিক নাম কী?
Ο ক) Labeo rohita
Ο খ) Catla catla
Ο গ) Oryza sativa
Ο ঘ) Corchorus capsularies
সঠিক উত্তর: (ঘ)
৬৯. জীবের জীবন ও গুণাগুণ কোন শাখার আলোচ্য বিষয়?
Ο ক) জীববিজ্ঞান
Ο খ) প্রাণিবিজ্ঞান
Ο গ) রসায়ন
Ο ঘ) পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৭০. মালিহা সুন্দরবনে গিয়ে বাঘ, হরিণ, কুমির, বানর ইত্যাদি প্রাণী দেখলো। সে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবে কোন বিজ্ঞানে?
Ο ক) অণূজীব বিজ্ঞানে
Ο খ) বনবিজ্ঞান
Ο গ) পরিসংখ্যাবিদ্যা
Ο ঘ) বনপ্রাণিবিদ্যা
সঠিক উত্তর: (ঘ)
৭১. ইলিশের বৈজ্ঞানিক নাম কোনটি?
Ο ক) Tenualosa ilisha
Ο খ) Labeorohita
Ο গ) Pantheraleo
Ο ঘ) Pantheratigris
সঠিক উত্তর: (ক)
৭২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা
ii. ভিন্নতা থেকে আহরিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করা
iii. জীবের নামকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. Monera কিংডমের উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্যগ্রহণ করে-
i. শোষণ প্রক্রিয়ায়
ii. ফিটোসিনথেটিক প্রক্রিয়ায়
iii. কিমোসিনথেটিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. Lebeo rohita দ্বারা কোনটি বোঝায়?
Ο ক) একটি জীব প্রজাতি
Ο খ) একটি জীব গোত্র
Ο গ) একটি জীব গণ
Ο ঘ) একটি জীব রাজ্য
সঠিক উত্তর: (ক)
৭৫. দ্বিপদ নামের প্রথম অংশকে কী বলে?
Ο ক) Class
Ο খ) Order
Ο গ) Genus
Ο ঘ) Species
সঠিক উত্তর: (গ)
৭৬. মাটি, মাটির গঠন ও পরিবেশ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?
Ο ক) Ecology
Ο খ) Soil science
Ο গ) Environmental
Ο ঘ) Forestry
সঠিক উত্তর: (খ)
৭৭. জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রোমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
Ο ক) মরফোলজি
Ο খ) ইকোলজি
Ο গ) ইভোলিউশন
Ο ঘ) সাইকোলজি
সঠিক উত্তর: (গ)
৭৮. উদ্ভিদ, প্রাণী ও মানবজীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কোন বিজ্ঞানের মাধ্যমে?
Ο ক) প্রকৃতিবিজ্ঞান
Ο খ) উদ্ভিদবিজ্ঞান
Ο গ) প্রাণিবিজ্ঞান
Ο ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
৭৯. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় কোন শাখায় আলোচিত হয়?
Ο ক) মৌলিক জীববিজ্ঞানে
Ο খ) ভৌত জীববিজ্ঞানে
Ο গ) ফলিত জীববিজ্ঞানে
Ο ঘ) কৃষিবিজ্ঞানে
সঠিক উত্তর: (গ)
৮০. Prokaryota পর্বেভুক্ত জীবেরা নিম্নলিখিত ধরনের-
i. আদিকোষ বিশিষ্ট এককোষী
ii. অণুবীক্ষণিক
iii. আদি কোষ বিশিষ্ট বহুকোষী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮১. দ্বিপদ নামের দ্বিতীয় অংশ কোনটির নাম থাকবে?
Ο ক) Class
Ο খ) Order
Ο গ) Genus
Ο ঘ) Species
সঠিক উত্তর: (ঘ)
৮২. নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত?
Ο ক) সায়ানোব্যাকটেরিয়া
Ο খ) শৈবাল
Ο গ) ছত্রাক
Ο ঘ) উদ্ভিদ
সঠিক উত্তর: (ক)
৮৩. জীবের বৈজ্ঞানিক নামে-
i. দুটি পদ থাকে
ii. প্রথম অংশটি প্রজাতির নাম
iii. দ্বিতীয় অংশের সব অক্ষর Small Letter হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৪. মনেরা জগতের জীব বিশেষ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে?
Ο ক) রাসায়নিক সংশ্লেষণ
Ο খ) শোষণ
Ο গ) ব্যাপন
Ο ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (ক)
৮৫. নিচের কোন গ্রুপটি সঠিক?
Ο ক) T2 ফায TMVžভাইরাসžজগৎ:মনেরা
Ο খ) Mucor, Agaricusžশৈবালžজগৎ:প্রোটোকিটস্টা
Ο গ) ধান, নারকেলžনগ্নবীজীžজগৎ:প্লান্ট
Ο ঘ) কাঁঠাল, পেয়ারাžদ্বিবীজপত্রীžজগৎ:মনেরা
সঠিক উত্তর: (ক)
৮৬. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকিগুলো কী রকম হবে?
Ο ক) সবগুলো বড়
Ο খ) সবগুলো ছোট
Ο গ) একটি বড়, একটি ছোট করে
Ο ঘ) যেকোনোটি
সঠিক উত্তর: (খ)
৮৭. সাইটোলজিতে নিচের কোন বিষয়টি আলোচনা করা হয়?
Ο ক) জীবের শ্রেণিবিন্যাস
Ο খ) জীব কোষের গঠন
Ο গ) জীবের বিবর্তন
Ο ঘ) টিস্যুর গঠন
সঠিক উত্তর: (খ)
৮৮. জীবদেহের নানা অঙ্গ-প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
Ο ক) Morphology
Ο খ) Histology
Ο গ) Cytology
Ο ঘ) Physiology
সঠিক উত্তর: (ঘ)
৮৯. জীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখায় আলোচনা হয়?
Ο ক) ফিজিওলোজি
Ο খ) মরফোলজি
Ο গ) হিস্টোলজি
Ο ঘ) সাইটোলজি
সঠিক উত্তর: (ক)
৯০. তথ্যে প্রদত্ত নামগুলোর শব্দ কোন দেশি?
Ο ক) গ্রিক
Ο খ) ইংরেজি
Ο গ) ল্যাটিন
Ο ঘ) হিব্রু
সঠিক উত্তর: (গ)
৯১. ক্যারোসাস লিনিয়াস কোন দেশের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন?
Ο ক) জার্মানী
Ο খ) ইতালী
Ο গ) সুইডেন
Ο ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (গ)
৯২. গোলআলুর বৈজ্ঞানিক নাম কী?
Ο ক) Solanun
Ο খ) Oryza
Ο গ) Tuberosum
Ο ঘ) Labeo
সঠিক উত্তর: (ক)
৯৩. বৈশিষ্ট্যগুলো দেখা যায় সঠিক? i. ঈস্ট ii. পেনসিলিয়াম iii. মাশরুম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. সৃষ্টি জগতে জীবকোষের মধ্যে কোন বিষয়টি একটি রহস্যপূর্ণ বিষয়?
Ο ক) শক্তি উৎপাদন
Ο খ) প্রাণের স্পন্দন
Ο গ) জৈবিক ক্রিয়া
Ο ঘ) পুষ্টি গ্রহণ
সঠিক উত্তর: (খ)
৯৫. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
Ο ক) ফলিত জীববিজ্ঞান
Ο খ) ভৌত জীববিজ্ঞান
Ο গ) মৌলিক জীববিজ্ঞান
Ο ঘ) ব্যবহারিক জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৯৬. ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের জীব। এগুলো আমরা ব্যবহার করি-
i. সার হিসেবে
ii. খাদ্য হিসেবে
iii. ঔষধ প্রস্তুতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভূক্ত?
Ο ক) কীটতত্ত্ব
Ο খ) প্রাণরসায়ন
Ο গ) পরিবেশবিজ্ঞান
Ο ঘ) জীব ভূগোল
সঠিক উত্তর: (ঘ)
৯৮. মানুষসহ অন্যান্য প্রাণির জীবন, রোগ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
Ο ক) ভ্রূণবিদ্যা
Ο খ) শারীরবিদ্যা
Ο গ) চিকিৎসাবিদ্যা
Ο ঘ) জিন প্রযু্ক্তি
সঠিক উত্তর: (গ)
৯৯. কীটপতঙ্গ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?
Ο ক) Zoology
Ο খ) Entomology
Ο গ) Microbiology
Ο ঘ) Parasitology
সঠিক উত্তর: (খ)
১০০. বিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞান আলোচনা হয়?
Ο ক) Endocrinology
Ο খ) Embryology
Ο গ) Physiology
Ο ঘ) Palaceontology
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology