ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে
ii. ধাতুর পরিমাণ নির্ণয়ে
iii. লক্ষ লক্ষ বছরের পুরানো জিনিসের বয়স বা কাল নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০২. ভ্যাকুয়াম টিউব দ্বারা তৈরি ডায়োড ও ট্রায়োড ব্যবহার অসুবিধা-
i. শক্তির ব্যয় বেশি
ii. নির্ভরযোগ্যতা কম
iii. অধিক তাপ উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. কোনটি দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়?
Ο ক) এক্স-এর
Ο খ) আল্ট্রসোনোগ্রাফি
Ο গ) তেজস্ক্রিয়তা
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (গ)
৪০৪. রেডিও আবিষ্কারে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন তারা হলেন-
i. গুগলিয়েলমো মার্কনি
ii. আইনস্টাইন
iii. জগদীস চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০৫. নিচের কোনটি শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করে?
Ο ক) স্পীকার
Ο খ) মাইক্রোফোন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (খ)
৪০৬. বেতার তরঙ্গকে কিসের মাধ্যমে বিবর্ধিত করা হয়?
Ο ক) ডায়োড
Ο খ) রেকটিফায়ার
Ο গ) অ্যামপ্লিফায়ার
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (গ)
৪০৭. রঙিন টেলিভিশন একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের কোন দানাগুলোকে আলোকিত করে?
Ο ক) সালফার
Ο খ) সিলিকন
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (ঘ)
৪০৮. কম্পিউটারের কাজ হলো-
i. উপাত্ত প্রকিয়াকরণ
ii. স্বয়ংক্রিয়ভাবে ভুল সংশোধন
iii. উপাত্ত সংশোধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০৯. নিচের কোনটি চিকিংসা গবেষনায় ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) মোবাইল
Ο গ) টেলিভিশন
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ক)
৪১০. টাইপ অর্ধপরিবাহীতে ইলেট্রন সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
Ο ক) Bi
Ο খ) P
Ο গ) B
Ο ঘ) H
সঠিক উত্তর: (খ)
৪১১. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি প্রেরকযন্ত্র হিসেবে কাজ করে?
Ο ক) মাউথপিস
Ο খ) ইয়ারপিস
Ο গ) কাটন
Ο ঘ) ডায়েলিং বোর্ড
সঠিক উত্তর: (ক)
৪১২. কম্পিউটার আউটপুট ডিভাইস থাকে- i. মনিটর ii. স্ক্যানার iii. স্পীকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪১৩. নিচের কোনটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) সেলফোন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ডায়াগ্রাম
সঠিক উত্তর: (ক)
৪১৪. কথা বলার সময় মাউথপিসের কোন অংশটি কন্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে?
Ο ক) ইয়ার পিস
Ο খ) চল কুন্ডলী
Ο গ) ডায়ালিং ব্যবস্থা
Ο ঘ) মাইক্রোফোন
সঠিক উত্তর: (ঘ)
৪১৫. কম্পিউটার করে-
i. তথ্য সংগ্রহ
ii. সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী তথ্যকে প্রকিয়াজাত
iii. প্রয়োজনানুযায়ী ফলাফল উপস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৬. কোনটির মধ্যে একটি চলকুন্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে?
Ο ক) মোবাইল
Ο খ) মাইক্রোফোন
Ο গ) স্পীকার
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (খ)
৪১৭. ফিলামেন্ট সাপেক্ষে প্লেটে কোনটিকে দেওয়া হলে ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ চলে?
Ο ক) অন্তরক
Ο খ) ঋণাত্মক বিভব
Ο গ) ধনাত্মক বিভব
Ο ঘ) প্রথমে ধনাত্মক পরে ঋণাত্মক বিভব
সঠিক উত্তর: (গ)
৪১৮. নিচের বিবরণগুলো পড়:
i. কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী
ii. হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ
iii. কম্পিউটারের সাহায্য রোগ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৯. আইসি কত সালে আবিষ্কার হয়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৮৬০
Ο গ) ১৭২০
Ο ঘ) ১৯৬১
সঠিক উত্তর: (ক)
৪২০. রেকটিফায়ার কী কাজ করে?
Ο ক) তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে
Ο খ) ভোল্টেজের বিবর্ধন ঘটায়
Ο গ) তড়িৎ প্রবাহকে একমুখী করে
Ο ঘ) তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়
সঠিক উত্তর: (গ)
৪২১. আলফা রশ্নির ভর হাইড্রোজেন পরমাণুর কত গুন?
Ο ক) দ্বিগুণ
Ο খ) চারগুণ
Ο গ) ছয়গুণ
Ο ঘ) আটগুণ
সঠিক উত্তর: (খ)
৪২২. নিচের কোনটি গতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
Ο ক) ইমেইল
Ο খ) ইন্টারনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. অর্ধপরিবাহী বস্তুতে হোল বলতে কী বোঝায়?
Ο ক) আধান নিরপেক্ষ কণিকা
Ο খ) ঋণাত্মক আধানযুক্ত কণিকা
Ο গ) একটি ইলেকট্রনের অনুপস্থিতে বা ফাঁকা জায়গা
Ο ঘ) দাতা পরমাণু
সঠিক উত্তর: (গ)
৪২৪. আইসি কি দিয়ে তৈরি?
Ο ক) জামের্নিয়াম
Ο খ) সিলিকন
Ο গ) আর্সেনিক
Ο ঘ) এন্টিমনি
সঠিক উত্তর: (খ)
৪২৫. কম্পিউটার করতে পারে-
i. অবিশ্বাস্য দ্রুত কাজ
ii. সেকেন্ডে হাজার গাণিতিক হিসাব
iii. সেকেন্ডে লক্ষ লক্ষ গাণিতিক হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২৬. কে ট্রায়োড আবিষ্কার করেন?
Ο ক) ফ্লোমিং
Ο খ) দ্য ফরেস্ট
Ο গ) আইনস্টাইল
Ο ঘ) আলফা এডিসন
সঠিক উত্তর: (খ)
৪২৭. কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ঔষধ নির্বাচনের ক্ষেত্রে
ii. এক্সরে করার ক্ষেত্রে
iii. হার্ট অপারেশনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২৮. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি গ্রাহক হিসেবে কাজ করে?
Ο ক) মাউথপিস
Ο খ) ইয়ারপিস
Ο গ) কাটন
Ο ঘ) ডায়েলিং বোর্ড
সঠিক উত্তর: (খ)
৪২৯. ট্রানজিস্টর কাজ করে-
i. ব্যারোমিটার হিসাবে
ii. অ্যামপ্লিফায়ার হিসাবে
iii. বিবর্ধক হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩০. কত সালে টেলিফোন আবিষ্কৃত হয়?
Ο ক) ১৮৭৫ সালে
Ο খ) ১৮৭৭ সালে
Ο গ) ১৭৭৫ সালে
Ο ঘ) ১৭৮০ সালে
সঠিক উত্তর: (ক)
৪৩১. নিচের কোনটি সফটওয়্যার?
Ο ক) মাউস
Ο খ) মনিটর
Ο গ) উইন্ডোজ-৭
Ο ঘ) প্রিন্টার
সঠিক উত্তর: (গ)
৪৩২. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক রোধ কমতে থাকে-
i. অন্তরকের
ii. পরিবাহকের
iii. অর্ধপরিবাহকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩৩. নিচের কোনটি দ্বারা গামা রশ্নির উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক) ফটো গ্রাফিক ফিল্ম
Ο খ) ক্লাউড কাউন্টার
Ο গ) গাইগার মূলার কাউন্টার
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৪৩৪. টেলিভিশনে দেখার সাথে জড়িত শব্দ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা কীভাবে প্রতিরোধ করা যায়?
Ο ক) উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে
Ο খ) দীর্ঘক্ষণ একনাগাড়ে টেলিভিশনের দিকে তাকিয়ে থেকে
Ο গ) চ্যানেল ঘন ঘন পরিবর্তনের মাধ্যমে টেলিভিশন দেখে
Ο ঘ) টেলিভিশন দেখার সময় শব্দ শোনা নিয়ন্ত্রিত রেখে
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দইটির উত্তর দাও: ভারী মৌলের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্নির বিকিরণ ঘটে। এটিকে তেজস্ক্রিয়তা বলে। এর উপকারিতা এবং অপকারিতা উভয়ই রয়েছে।
৪৩৫. উপরোক্ত ঘটনা ব্যবহার করে নিচের কোনটি সম্ভব?
Ο ক) ক্যান্সার কোষ ধ্বংস করা
Ο খ) ঘূর্ণিঝড় ঠেকানো
Ο গ) বৈশ্বিক তাপমাত্রা কমানো
Ο ঘ) জনসংখ্যা নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)
৪৩৬. উদ্দীপকে উল্লিখিত ঘটনার অপকারিতার ক্ষেত্রে-
i. এটি স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে
ii. এটি প্রাণিদেহের ক্ষতি করলেও উদ্ভিদের ক্ষতি করে না
iii. এ ঘটনার ফলে মানুষ মানসিক বিকারগ্রস্থ হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে
ii. ধাতুর পরিমাণ নির্ণয়ে
iii. লক্ষ লক্ষ বছরের পুরানো জিনিসের বয়স বা কাল নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০২. ভ্যাকুয়াম টিউব দ্বারা তৈরি ডায়োড ও ট্রায়োড ব্যবহার অসুবিধা-
i. শক্তির ব্যয় বেশি
ii. নির্ভরযোগ্যতা কম
iii. অধিক তাপ উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. কোনটি দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়?
Ο ক) এক্স-এর
Ο খ) আল্ট্রসোনোগ্রাফি
Ο গ) তেজস্ক্রিয়তা
Ο ঘ) ইসিজি
সঠিক উত্তর: (গ)
৪০৪. রেডিও আবিষ্কারে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন তারা হলেন-
i. গুগলিয়েলমো মার্কনি
ii. আইনস্টাইন
iii. জগদীস চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০৫. নিচের কোনটি শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করে?
Ο ক) স্পীকার
Ο খ) মাইক্রোফোন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (খ)
৪০৬. বেতার তরঙ্গকে কিসের মাধ্যমে বিবর্ধিত করা হয়?
Ο ক) ডায়োড
Ο খ) রেকটিফায়ার
Ο গ) অ্যামপ্লিফায়ার
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (গ)
৪০৭. রঙিন টেলিভিশন একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের কোন দানাগুলোকে আলোকিত করে?
Ο ক) সালফার
Ο খ) সিলিকন
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (ঘ)
৪০৮. কম্পিউটারের কাজ হলো-
i. উপাত্ত প্রকিয়াকরণ
ii. স্বয়ংক্রিয়ভাবে ভুল সংশোধন
iii. উপাত্ত সংশোধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০৯. নিচের কোনটি চিকিংসা গবেষনায় ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) মোবাইল
Ο গ) টেলিভিশন
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ক)
৪১০. টাইপ অর্ধপরিবাহীতে ইলেট্রন সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
Ο ক) Bi
Ο খ) P
Ο গ) B
Ο ঘ) H
সঠিক উত্তর: (খ)
৪১১. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি প্রেরকযন্ত্র হিসেবে কাজ করে?
Ο ক) মাউথপিস
Ο খ) ইয়ারপিস
Ο গ) কাটন
Ο ঘ) ডায়েলিং বোর্ড
সঠিক উত্তর: (ক)
৪১২. কম্পিউটার আউটপুট ডিভাইস থাকে- i. মনিটর ii. স্ক্যানার iii. স্পীকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪১৩. নিচের কোনটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) সেলফোন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ডায়াগ্রাম
সঠিক উত্তর: (ক)
৪১৪. কথা বলার সময় মাউথপিসের কোন অংশটি কন্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে?
Ο ক) ইয়ার পিস
Ο খ) চল কুন্ডলী
Ο গ) ডায়ালিং ব্যবস্থা
Ο ঘ) মাইক্রোফোন
সঠিক উত্তর: (ঘ)
৪১৫. কম্পিউটার করে-
i. তথ্য সংগ্রহ
ii. সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী তথ্যকে প্রকিয়াজাত
iii. প্রয়োজনানুযায়ী ফলাফল উপস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৬. কোনটির মধ্যে একটি চলকুন্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে?
Ο ক) মোবাইল
Ο খ) মাইক্রোফোন
Ο গ) স্পীকার
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (খ)
৪১৭. ফিলামেন্ট সাপেক্ষে প্লেটে কোনটিকে দেওয়া হলে ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ চলে?
Ο ক) অন্তরক
Ο খ) ঋণাত্মক বিভব
Ο গ) ধনাত্মক বিভব
Ο ঘ) প্রথমে ধনাত্মক পরে ঋণাত্মক বিভব
সঠিক উত্তর: (গ)
৪১৮. নিচের বিবরণগুলো পড়:
i. কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী
ii. হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ
iii. কম্পিউটারের সাহায্য রোগ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৯. আইসি কত সালে আবিষ্কার হয়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৮৬০
Ο গ) ১৭২০
Ο ঘ) ১৯৬১
সঠিক উত্তর: (ক)
৪২০. রেকটিফায়ার কী কাজ করে?
Ο ক) তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে
Ο খ) ভোল্টেজের বিবর্ধন ঘটায়
Ο গ) তড়িৎ প্রবাহকে একমুখী করে
Ο ঘ) তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়
সঠিক উত্তর: (গ)
৪২১. আলফা রশ্নির ভর হাইড্রোজেন পরমাণুর কত গুন?
Ο ক) দ্বিগুণ
Ο খ) চারগুণ
Ο গ) ছয়গুণ
Ο ঘ) আটগুণ
সঠিক উত্তর: (খ)
৪২২. নিচের কোনটি গতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
Ο ক) ইমেইল
Ο খ) ইন্টারনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. অর্ধপরিবাহী বস্তুতে হোল বলতে কী বোঝায়?
Ο ক) আধান নিরপেক্ষ কণিকা
Ο খ) ঋণাত্মক আধানযুক্ত কণিকা
Ο গ) একটি ইলেকট্রনের অনুপস্থিতে বা ফাঁকা জায়গা
Ο ঘ) দাতা পরমাণু
সঠিক উত্তর: (গ)
৪২৪. আইসি কি দিয়ে তৈরি?
Ο ক) জামের্নিয়াম
Ο খ) সিলিকন
Ο গ) আর্সেনিক
Ο ঘ) এন্টিমনি
সঠিক উত্তর: (খ)
৪২৫. কম্পিউটার করতে পারে-
i. অবিশ্বাস্য দ্রুত কাজ
ii. সেকেন্ডে হাজার গাণিতিক হিসাব
iii. সেকেন্ডে লক্ষ লক্ষ গাণিতিক হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২৬. কে ট্রায়োড আবিষ্কার করেন?
Ο ক) ফ্লোমিং
Ο খ) দ্য ফরেস্ট
Ο গ) আইনস্টাইল
Ο ঘ) আলফা এডিসন
সঠিক উত্তর: (খ)
৪২৭. কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ঔষধ নির্বাচনের ক্ষেত্রে
ii. এক্সরে করার ক্ষেত্রে
iii. হার্ট অপারেশনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২৮. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি গ্রাহক হিসেবে কাজ করে?
Ο ক) মাউথপিস
Ο খ) ইয়ারপিস
Ο গ) কাটন
Ο ঘ) ডায়েলিং বোর্ড
সঠিক উত্তর: (খ)
৪২৯. ট্রানজিস্টর কাজ করে-
i. ব্যারোমিটার হিসাবে
ii. অ্যামপ্লিফায়ার হিসাবে
iii. বিবর্ধক হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩০. কত সালে টেলিফোন আবিষ্কৃত হয়?
Ο ক) ১৮৭৫ সালে
Ο খ) ১৮৭৭ সালে
Ο গ) ১৭৭৫ সালে
Ο ঘ) ১৭৮০ সালে
সঠিক উত্তর: (ক)
৪৩১. নিচের কোনটি সফটওয়্যার?
Ο ক) মাউস
Ο খ) মনিটর
Ο গ) উইন্ডোজ-৭
Ο ঘ) প্রিন্টার
সঠিক উত্তর: (গ)
৪৩২. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক রোধ কমতে থাকে-
i. অন্তরকের
ii. পরিবাহকের
iii. অর্ধপরিবাহকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩৩. নিচের কোনটি দ্বারা গামা রশ্নির উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক) ফটো গ্রাফিক ফিল্ম
Ο খ) ক্লাউড কাউন্টার
Ο গ) গাইগার মূলার কাউন্টার
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৪৩৪. টেলিভিশনে দেখার সাথে জড়িত শব্দ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা কীভাবে প্রতিরোধ করা যায়?
Ο ক) উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে
Ο খ) দীর্ঘক্ষণ একনাগাড়ে টেলিভিশনের দিকে তাকিয়ে থেকে
Ο গ) চ্যানেল ঘন ঘন পরিবর্তনের মাধ্যমে টেলিভিশন দেখে
Ο ঘ) টেলিভিশন দেখার সময় শব্দ শোনা নিয়ন্ত্রিত রেখে
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দইটির উত্তর দাও: ভারী মৌলের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্নির বিকিরণ ঘটে। এটিকে তেজস্ক্রিয়তা বলে। এর উপকারিতা এবং অপকারিতা উভয়ই রয়েছে।
৪৩৫. উপরোক্ত ঘটনা ব্যবহার করে নিচের কোনটি সম্ভব?
Ο ক) ক্যান্সার কোষ ধ্বংস করা
Ο খ) ঘূর্ণিঝড় ঠেকানো
Ο গ) বৈশ্বিক তাপমাত্রা কমানো
Ο ঘ) জনসংখ্যা নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)
৪৩৬. উদ্দীপকে উল্লিখিত ঘটনার অপকারিতার ক্ষেত্রে-
i. এটি স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে
ii. এটি প্রাণিদেহের ক্ষতি করলেও উদ্ভিদের ক্ষতি করে না
iii. এ ঘটনার ফলে মানুষ মানসিক বিকারগ্রস্থ হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics