এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (২)

Posted by: | Published: Sunday, January 08, 2017 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৫ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. গ্রিসে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কার সময়কালটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) পিসিসট্রেটাস
Ο খ) ক্লিকথেনিস
Ο গ) পেরিক্লিস
Ο ঘ) এগরিক্লিস
 সঠিক উত্তর: (গ)

 ৫২. কামাল সিন্ধু সভ্যতার প্রাপ্ত বিভিন্ন সিল দেখে। সিলগুলো যেমন ছিল-
i. পাথরের
ii. তিনকোণা আকৃতির
iii. মহিষের চিহ্নযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. এথেন্সকে কেন্দ্র করে কী গড়ে উঠেছে?
Ο ক) গ্রিক সভ্যতা
Ο খ) বিশাল সাম্রাজ্য
Ο গ) হেলেনিক সংস্কৃতি ভৌগোলিক পরিবেশ
Ο ঘ) ভৌগলিক পরিবেশ
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. আমেনহোটেপ কখন ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) ১৩৭৪ খ্রিস্টাব্দে
Ο খ) ১৩৭৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৩৭৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৩৭৭ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. মহেঞ্জোদারো ও হরপ্পা নগর নির্মাণ করা হতো?
Ο ক) টিলার উপর
Ο খ) উঁচু ভিতের উপর
Ο গ) পাহাড়ের উপর
Ο ঘ) মাটির ঢিবির উপর
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. প্যানথিয়ন কিসের নাম?
Ο ক) মন্দিরের
Ο খ) মসজিদের
Ο গ) গির্জার
Ο ঘ) মূর্তির
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. মহেঞ্জোদারোতে আবিস্কৃত স্নানাগারের দৈর্ঘ্য কত?
Ο ক) ৩৫ ফুট
Ο খ) ৩৭ ফুট
Ο গ) ৩৯ ফুট
Ο ঘ) ৪১ ফুট
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. ওজন করার জন্য ব্যবহৃত সিন্ধু সভ্যতার বড় বাটখারাগুলো কেমন ছিল?
i. চারকোণা আকৃতির
ii. কোণাকৃতির
iii. গোলাকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. কারা ৩৬৫ দিনে বছরের হিসাব আবিষ্কার করে?
Ο ক) চীনারা
Ο খ) সুমেরীয়রা
Ο গ) মিশরীয়রা
Ο ঘ) পারস্যরা
 সঠিক উত্তর: (গ)

 ৬০. মিশরের প্রথম রাজা কে ছিলেন?
Ο ক) ফারাও
Ο খ) কারাবী
Ο গ) ফাতেহ
Ο ঘ) কারমান
 সঠিক উত্তর: (ক)

 ৬১. রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কিসের ক্ষমতা ছিল অপরীসীম?
Ο ক) গণসভার
Ο খ) আইসভার
Ο গ) রাজসভার
Ο ঘ) সিনেটের
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি?
Ο ক) ফারাও ও খুফুর পিরামিড
Ο খ) কার্ক পিরামিড
Ο গ) লাবাজোর পিরামিড
Ο ঘ) পাথরের পিরামিড
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. কয়টি ভাস্কর্য ফিদিয়াসকে খ্যাতির শীর্ষে রেখেছে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. রোম সাম্রাজ্যের শাসনের দায়িত্ব নেন-
i. অক্টোভিয়াস সিজার
ii. মার্ক এন্টনি
iii. লেপিডাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে?
Ο ক) ২২টি
Ο খ) ২৩টি
Ο গ) ২৪টি
Ο ঘ) ২৫টি
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. বিভাস মহেঞ্জোদারোর একটি বিরাট জানাগারের বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি তথ্য দেয়। তার যে তথ্য সঠিক-
i. স্নানাগারটি ৩৯ ফুট দীর্ঘ
ii. স্নানাগারটি ২৩ ফুট প্রশস্ত
iii. স্নানাগারটি ৮ ফুট গভীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কার সময়ে?
Ο ক) সলোন
Ο খ) পেরিক্লিসের
Ο গ) আলেকডান্ডার
Ο ঘ) ক্রিসথেনিস
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. মহেঞ্জোদারোর অবস্থান কোথায়?
Ο ক) পাকিস্তানের লারকানা জেলায়
Ο খ) ভারতের পাঞ্জাব প্রদেশে
Ο গ) পাকিস্তানের মুলতানে
Ο ঘ) ভারতের কাশ্মীরে
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. খ্রি. পূর্ব ৪৫০ অব্দে প্লিবিয়অন ব্রোঞ্জপাতে কয়টি আইন লিখিতভাবে প্রণয়ন করে?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৩
 সঠিক উত্তর: (গ)

 ৭০. সিন্ধু সভ্যতার মানুষ কোন শিল্পে পারদর্শী ছিল?
Ο ক) কাঠশিল্পে
Ο খ) হস্তশিল্পে
Ο গ) মৃৎশিল্পে
Ο ঘ) কারুশিল্পে
 সঠিক উত্তর: (গ)

 ৭১. স্ফিংস ফারাওদের কিসের প্রতীক ছিল?
Ο ক) আভিজাত্য
Ο খ) শক্তি
Ο গ) মর্যাদা
Ο ঘ) দক্ষতা
 সঠিক উত্তর: (ক)

 ৭২. মহেঞ্জোদারোতে সবচেয়ে আকর্ষণীয় ইমারতকে কী বলা হতো?
Ο ক) বিচারালয়
Ο খ) সভাকক্ষ
Ο গ) কোষাগার
Ο ঘ) অস্ত্রাগার
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে কিসের জন্ম দিয়েছিল?
Ο ক) তাম্র যুগের
Ο খ) রৌপ্য যুগের
Ο গ) স্বর্ণযুগের
Ο ঘ) অন্ধকার যুগের
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. হোমার যুগের মানুষ কোন দবেতায় বিশ্বাসী ছিল?
Ο ক) সরস্বতী
Ο খ) বহু দেবতা
Ο গ) লক্ষ্মী
Ο ঘ) বিষ্ণু
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. স্পার্টাকাস নিহত হওয়ার সময়কালের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ৭০ খ্রিস্টপূ্র্ব অব্দ
Ο খ) ৭১ খ্রিস্টপূ্র্ব অব্দ
Ο গ) ৭২ খ্রিস্টপূ্র্ব অব্দ
Ο ঘ) ৭৩ খ্রিস্টপূ্র্ব অব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. মিশরীয়দের প্রিয় রঙের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) সাদাকালো
Ο খ) কালো নীল
Ο গ) সাদা নীল
Ο ঘ) সাদা হলুদ
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. রোমের দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে?
Ο ক) স্পার্টাকাসের
Ο খ) অক্টোভিয়াস সিজারের
Ο গ) মার্ক এন্টানির
Ο ঘ) লেপিডাসের
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. ইরাবতী নদীর তীরে নির্মিত শস্যাগারটিতে কয়টি ভান্ডার ছিল?
Ο ক) ১০টি
Ο খ) ১২টি
Ο গ) ১৪টি
Ο ঘ) ১৬টি
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. সিন্ধুবাসীদের মধ্যে কোন পূজা খুব জনপ্রিয় ছিল?
Ο ক) নারী পূজা
Ο খ) মূর্তিপূজা
Ο গ) মার্তৃপূজা
Ο ঘ) দেবপূজা
 সঠিক উত্তর: (গ)

 ৮০. মিশরের ওপর লিবিয়দের আক্রমণ শুরু হয় কখন থেকে?
Ο ক) খ্রিষ্টপূর্ব সম্পম শতকের মাঝামাঝি
Ο খ) খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের মাঝামাঝি
Ο গ) খ্রিষ্টপূর্ব নবম শতকের মাঝামাঝি
Ο ঘ) খ্রিষ্টপূর্ব দশম শতকের মাঝামাঝি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. চাঁদের নিজস্ব কোন আলো নেই এটি কারা প্রথম আবিষ্কার করেন?
Ο ক) গ্রিকরা
Ο খ) চৈনিকরা
Ο গ) রোমানরা
Ο ঘ) মুসলমানরা
 সঠিক উত্তর: (ক)

 ৮২. মহেঞ্জোদারো শব্দের অর্থ কী?
Ο ক) মাটির ঢিবি
Ο খ) টিলা
Ο গ) মড়া মানুষের ঢিবি
Ο ঘ) পাহাড়
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. প্রায় ২০০০ খ্রি. পূর্ব অব্দে রোমের আশপাশে কোন জাতি বসবাস করত?
Ο ক) লাতিন
Ο খ) ইংরেজ
Ο গ) আর্য
Ο ঘ) তুর্কি
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. গ্রিসের ভৌগলিক পরিবেশ বিন্ন ছিল-
i. বৈচিত্রময় আবহাওয়ার কারণে
ii. উত্তপ্ত আবহাওয়ার কারণে
iii. সাগরের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. মিশরীয়দের প্রিয় রং ছিল কোনটি?
Ο ক) সাদা কালো
Ο খ) লাল
Ο গ) সাদা লাল
Ο ঘ) বাদামী-ধূসর
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে যেত কেন?
Ο ক) রাজনীতি করার জন্য
Ο খ) আনন্দ লাভের জন্য
Ο গ) অর্থের জন্য
Ο ঘ) শিক্ষালাভের জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. পুরনো পাথরের যুগ শেষ হলে কোন যুগ শুরু হয়?
Ο ক) নতুন পাথরের যুগ
Ο খ) আদিম যুগ
Ο গ) মধ্য যুগ
Ο ঘ) আধুনিক যুগ
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. হোমার যুগের অধিবাসীরা কোন পদ্ধতির সাথে পরিচিত ছিল?
Ο ক) লিখন পদ্ধতি
Ο খ) হেলেনিক সংস্কৃতি পদ্ধতি
Ο গ) মমি পদ্ধতি
Ο ঘ) ভূমিদাস পদ্ধতি
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. কারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে?
Ο ক) মিশরীয়রা
Ο খ) চীনারা
Ο গ) সুমেরীয়রা
Ο ঘ) পারস্যরা
 সঠিক উত্তর: (গ)

 ৯০. মহসিন একটি জাতির ইতিহাসে দেখতে পায় যে তারা ‘রে’ বা ‘আমন রেকে’ সূর্য দেবতা মনে করতো। এ জাতিটি ইতিহাসে কোন সভ্যতার অন্তর্ভূক্ত?
Ο ক) সিন্ধু সভ্যতার
Ο খ) পারস্য সভ্যতার
Ο গ) চৈনিক সভ্যতা
Ο ঘ) মিশরীয় সভ্যতার
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. নিচের কোন আবিষ্কারটি আশরাফ সাহেবের পণ্য বিক্রয়ের কাজকে সহজ করে দিয়েছে?
Ο ক) বাণিজ্য
Ο খ) পরিমাপব্যবস্থা
Ο গ) লেনদেনের সুবিধা
Ο ঘ) যোগাযোগের সুবিধা
 সঠিক উত্তর: (খ)

 ৯২. প্যাপিরাস হলো এক ধরনের-
Ο ক) ছবি
Ο খ) কাগজ
Ο গ) গাছ
Ο ঘ) লিখন পদ্ধতি
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. মিশর আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
Ο ক) উত্তর-পশ্চিম
Ο খ) উত্তর-পূর্ব
Ο গ) দক্ষিণ-পূর্ব
Ο ঘ) দক্ষিণ-পশ্চিম
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. গ্রিসে নগর রাষ্ট্র গড়ে উঠে কীভাবে?
Ο ক) ভূমধ্যসাগর নিয়ে
Ο খ) প্রধান শহর নিয়ে
Ο গ) ক্ষুদ্রবিভক্ত অংশ নিয়ে
Ο ঘ) সমতল ভূমি নিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. প্রাক রাজবংশীয় যুগে মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে কী বলা হতো?
Ο ক) নোম
Ο খ) ফারাও
Ο গ) পিরামিড
Ο ঘ) এটন
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. আমেনহোটেপ কোন দেবতার পূজারীতি চালু করেন?
Ο ক) চন্দ্র
Ο খ) সূর্য
Ο গ) কালী
Ο ঘ) শ্যামা
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. সক্রেটিসকে মৃত্যুদন্ড দেওয়া হয় কেন?
Ο ক) রাষ্ট্রদ্রোহিতার জন্য
Ο খ) মরুণদের বিভ্রান্ত করার জন্য
Ο গ) কঠোর নিয়ম অমান্যের জন্য
Ο ঘ) প্রতিযোগিতায় হারার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কী ছিল?
Ο ক) আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা
Ο খ) সামাজিক উন্নয়ন
Ο গ) রাজনৈতিক উন্নয়ন
Ο ঘ) ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. তাহসান, রিফাত ও জামিল মিলিতভাবে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করে খাদ্য সংস্থান করে। তাদের সাথে কাদের সাদৃশ্য রয়েছে?
Ο ক) শাংদেব
Ο খ) চৌদের
Ο গ) মধ্যযুগের মানুষের
Ο ঘ) আদিম যুগের মানুষের
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. প্রাক রাজবংশীয় যুগে মিশর রাষ্ট্রটি ছিল-
Ο ক) ছোট ছোট নগর রাষ্ট্র
Ο খ) বৃহৎ রাষ্ট্র
Ο গ) সাম্রাজ্য
Ο ঘ) ছোট রাষ্ট্র
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon