ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১৪ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. ‘ইনডেমনিটি অধ্যাদেশে ১৯৭৫’ বা বাংলাদেশে গেজেট জারি করা হয় কত তারিখে?
Ο ক) ১৮ আগস্ট
Ο খ) ২০ আগস্ট
Ο গ) ২২ আগস্ট
Ο ঘ) ২৪ আগস্ট
সঠিক উত্তর: (খ)
৩০২. জিয়ার আমলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোনটি?
Ο ক) শিক্ষা কর্মসূচি
Ο খ) খাদ্য কর্মসূচি
Ο গ) স্বাস্থ্য কর্মসূচি
Ο ঘ) খাল খনন কর্মসূচি
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. তাহেররে বিচার শুরু হয় কোথায়?
Ο ক) কেন্দ্রীয় কারাগারে
Ο খ) কেন্দ্রীয় আদালতে
Ο গ) নিম্ন আদালতে
Ο ঘ) আন্তর্জাতিক আদালতে
সঠিক উত্তর: (ক)
৩০৪. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) ঢাকায়
Ο খ) পাকিস্তানে
Ο গ) ভারতে
Ο ঘ) নেপালে
সঠিক উত্তর: (ক)
৩০৫. ১৯৮৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে কে বিজয়ী হয়েছিল?
Ο ক) এইচএম এরশাদ
Ο খ) বিচারপতি শাহাবুদ্দিন
Ο গ) বদরুদ্দৌজা চৌধুরী
Ο ঘ) ব্যারিস্টার আমিরুল ইসলাম
সঠিক উত্তর: (ক)
৩০৬. ১৯৮৬ সালে মোট কতটি আসনে জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ২২০টি
Ο খ) ২৫০টি
Ο গ) ৩০০টি
Ο ঘ) ৩৩০টি
সঠিক উত্তর: (গ)
৩০৭. কে ‘ইনডেমনিটি অধ্যাদেশ, ১৯৭৫’ জারি করেন?
Ο ক) খন্দকার মোশতাক আহমদ
Ο খ) জেনারেল জিয়াউর রহমান
Ο গ) ব্রিগেডিয়ার খালেদ মোশারফ
Ο ঘ) বিচারপতি সায়েম
সঠিক উত্তর: (ক)
৩০৮. তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
Ο ক) ১৯৮৬ সালের ৭ মে
Ο খ) ১৯৮৬ সালের ৭ আগস্ট
Ο গ) ১৯৮৭ সালের ৭ মে
Ο ঘ) ১৯৮৭ সালের ৭ আগস্ট
সঠিক উত্তর: (ক)
৩০৯. জিয়াউর রহমানের অতিমাত্রায় পাকিস্তান প্রীতির কারণে স্বল্প সময়ে দু দেশের মধ্যে সম্পন্ন হয়-
i. টেলিযোগাযোগ
ii. বিমান ও নৌকাযোগাযোগ
iii. বাণিজ্য চুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১০. ১৯৭৫ সালের ২৪ নভেম্বর কর্নেল আবু তাহেরকে গ্রেফতার করা হয়-
i. সেনাবিদ্রোহের অভিযোগে
ii. রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে
iii. ধর্মদ্রোহিতার অভিযোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১১. মোশতাক বাংলার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় যুক্ত করেন-
i. বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে
ii. বঙ্গবন্ধুকে হত্যা করে
iii. জাতীয় চার নেতাকে হত্যা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১২. খালেদ মোশাররফ সেনাবাহিনীর মধ্যে কী নিরসনে উদ্যেগী হন?
Ο ক) অর্থের সংকট
Ο খ) বর্বরতা
Ο গ) নেতৃত্বের সংকট
Ο ঘ) সামরিক অভ্যুত্থান
সঠিক উত্তর: (গ)
৩১৩. এরশাদ কত বছর দেশ পরিচালনা করেন?
Ο ক) প্রায় নয় বছর
Ο খ) প্রায় দশ বছর
Ο গ) প্রায় সাত বছর
Ο ঘ) প্রায় বার বছর
সঠিক উত্তর: (ক)
৩১৪. জিয়া বিদ্রোহী অফিসারদেরকে শাস্তি দিয়েছেন-
i. সেনাসদস্যকে মৃত্যুদন্ড দিয়ে
ii. চাকুরিচ্যুত করে
iii. দমন-পীড়ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এরশাদের বড় সাফল্য কোনটি?
Ο ক) চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন
Ο খ) গ্রামীণ উন্নয়ন
Ο গ) সার্ক গঠন
Ο ঘ) সামরিক উন্নয়ন
সঠিক উত্তর: (গ)
৩১৬. জিয়াউর রহমানের সময়ে কোন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ শীতল বৈরী ও তিক্ত হয়ে পড়ে?
Ο ক) পাকিস্তান
Ο খ) ভারত
Ο গ) নেপাল
Ο ঘ) ভুটান
সঠিক উত্তর: (খ)
৩১৭. তাহেরকে ফাঁসি দেওয়ার যথার্থ কারণ কোনটি?
Ο ক) দুনীর্তি
Ο খ) যুদ্ধাপরাধ
Ο গ) জিয়াউর রহমানকে সহযোগিতা
Ο ঘ) ৭ নভেম্বর অভ্যুত্থানের অপরাধে
সঠিক উত্তর: (ঘ)
৩১৮. খালেদ মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করেন-
i. মোশতাককে ক্ষমতা থেকে সরিয়ে
ii. জিয়াকে ক্ষমতা থেকে সরিয়ে
iii. বঙ্গভবনকে খুনিচক্রের কবল থেকে মুক্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয় কোন সময়ে?
Ο ক) আশির দশকে
Ο খ) ষাটের দশকে
Ο গ) নব্বইয়ের দশকে
Ο ঘ) একবিংশ শতকের শুরুতে
সঠিক উত্তর: (ক)
৩২০. জিয়াউর রহমান কাদের হাতে নিহত হন?
Ο ক) সেনাসদস্য
Ο খ) পুলিশ বাহিনী
Ο গ) রাজনৈতিক কর্মী
Ο ঘ) সাধারণ আমলা
সঠিক উত্তর: (ক)
৩২১. ১৫ আগস্ট জাতির উদ্দেশ্য ভাষণ কী দিয়ে শুরু করেন?
Ο ক) বিসমিল্লাহির রাহমানির রাহীম
Ο খ) জয় বাংলা
Ο গ) বাংলাদেশ জিন্দাবাদ
Ο ঘ) জয় বঙ্গবন্ধু
সঠিক উত্তর: (ক)
৩২২. বিভাগীয় শহরে নিম্নআদালত স্থানান্তর করেন কে?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) এইচএম এরশাদ
Ο গ) বেগম খালেদা জিয়া
Ο ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (খ)
৩২৩. জিয়াকে ক্ষমতাচ্যুত করতে সামরিক বাহিনীতে কতটি অভ্যুত্থান হয়?
Ο ক) প্রায় ৫টি
Ο খ) প্রায় ১০টি
Ο গ) প্রায় ১৫টি
Ο ঘ) প্রায় ১৭টি
সঠিক উত্তর: (ঘ)
৩২৪. জিয়া সামরিক আইন প্রত্যাহার করেন কখন?
Ο ক) ৬ এপ্রিল ১৯৭৯
Ο খ) ৭ এপ্রিল ১৯৭৯
Ο গ) ৮ এপ্রিল ১৯৭৯
Ο ঘ) ৯ এপ্রিল ১৯৭৯
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. জিয়ার মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত বাহাত্তরে সংবিধানের আমূল পরিবর্তনের যথার্থ কারণ হলো-
i. আওয়ামী লীগের সমর্থন লাভ
ii. ক্ষমতাকে স্থায়ী করা
iii. দেশের উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৬. ঢাকার জিপিও-এর নিকটে পুলিশের গুলিতে কে নিহত হন?
Ο ক) নূর হোসেন
Ο খ) আ.স.ম রব
Ο গ) শামসূল হক
Ο ঘ) সেলিম হোসেন
সঠিক উত্তর: (ক)
৩২৭. জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় কখন?
Ο ক) ১ নভেম্বর
Ο খ) ২ নভেম্বর
Ο গ) ৩ নভেম্বর
Ο ঘ) ৪ নভেম্বর
সঠিক উত্তর: (গ)
৩২৮. জিয়ার সামরিক শাসনের সুবিধাভোগী ছিল কারা?
Ο ক) নব্য ধনিক গোষ্ঠী
Ο খ) মধ্যবিত্ত শ্রেণি
Ο গ) বিত্তবান শ্রেণি
Ο ঘ) নিম্ন শ্রেণি
সঠিক উত্তর: (ক)
৩২৯. মোশতাক কীভাবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে মন্ত্রীসভা গঠন করেন?
Ο ক) অস্ত্রমুখে
Ο খ) নানারকম ভয়ভীতি দেখিয়ে
Ο গ) নিজের মতো করে
Ο ঘ) গণতান্ত্রিক ভাবে
সঠিক উত্তর: (খ)
৩৩০. এরশাদ অতিমাত্রায় কী ছিলেন?
Ο ক) মার্কিনপন্থী
Ο খ) পাকিস্তানপন্থী
Ο গ) বামপন্থী
Ο ঘ) ভারতপন্থী
সঠিক উত্তর: (ক)
৩৩১. জিয়াউর রহমান কাকে অনুরোধ করে তাকে মুক্ত করার জন্য?
Ο ক) কর্নেল তাহেরকে
Ο খ) খালেদ মোশাররফকে
Ο গ) বিচারপতি সায়েমকে
Ο ঘ) এরশাদকে
সঠিক উত্তর: (ক)
৩৩২. রাশেদ খান মেননের নেতৃত্বে কয় দলীয় জোট গড়ে উঠে?
Ο ক) ৪ দলীয়
Ο খ) ৫ দলীয়
Ο গ) ৬ দলীয়
Ο ঘ) ৭ দলীয়
সঠিক উত্তর: (খ)
৩৩৩. বাংলাদেশে সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয় কত তারিখে?
Ο ক) ৫ এপ্রিল ১৯৭৯
Ο খ) ৫ এপ্রিল ১৯৮০
Ο গ) ৬ এপ্রিল ১৯৭৯
Ο ঘ) ১০ এপ্রিল ১৯৭৯
সঠিক উত্তর: (গ)
৩৩৪. জিয়ার আমলে কর ফাঁকি, কালো টাকা ইত্যাদির ঘটনা বাড়তে থাকে। কারণ-
i. নিজের স্বার্থে
ii. ক্ষমতা স্থায়ী করার জন্য
iii. সেনাবাহিনীর স্বার্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৫. জিয়াউর রহমান বি.এন.পির প্রতিষ্ঠাকালীন কী ছিলেন?
Ο ক) চেয়ারম্যান
Ο খ) সাধারণ সম্পাদক
Ο গ) যুগ্ম সম্পাদক
Ο ঘ) অর্থ সম্পাদক
সঠিক উত্তর: (ক)
৩৩৬. জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল কয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
Ο ক) শিক্ষা কর্মসূচি
Ο খ) খাদ্য কর্মসূচি
Ο গ) স্বাস্থ্য কর্মসূচি
Ο ঘ) খাল খনন কর্মসূচি
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী কত তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৮ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο খ) ২০ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο গ) ২২ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο ঘ) ২৪ ফেব্রুয়ারি ১৯৭৮
সঠিক উত্তর: (ক)
৩৩৮. বঙ্গবন্ধুর আস্থা এবং বিশ্বাসভাজনের অন্যতম ছিলেন কে?
Ο ক) খোন্দকার মোশতাক
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) আ.স.ম আব্দুর রব
Ο ঘ) আহসান উদ্দেন
সঠিক উত্তর: (ক)
৩৩৯. নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেনি কার অধীনে?
Ο ক) জিয়ার
Ο খ) সমাজতান্ত্রিক দলের
Ο গ) সামরিক সরকারের
Ο ঘ) আওয়ামী লীগের
সঠিক উত্তর: (গ)
৩৪০. ডা. মিলন কত সালে মারা যায়?
Ο ক) ৫ অক্টোবর, ১৯৮৭
Ο খ) ১০ নভেম্বর, ১৯৮৮
Ο গ) ১৭ নভেম্বর, ১৯৮৯
Ο ঘ) ২৭ নভেম্বর, ১৯৯০
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. ১৯৭৯ সালে ৯ এপ্রিল জিয়া কী প্রত্যাহার করেন?
Ο ক) রাষ্ট্রীয় ক্ষমতা
Ο খ) সামরিক শাসন
Ο গ) সামরিক আইন
Ο ঘ) পঞ্চম সংশোধনী
সঠিক উত্তর: (গ)
৩৪২. নানা রকম ভয়ভীতি দেখিয়ে জাতীয় চার নেতাকে মন্ত্রী পদ গ্রহণে ব্যর্থ হন কে?
Ο ক) খালেদ মোশারফ
Ο খ) আবু সাদাত
Ο গ) খন্দকার মোশতাক
Ο ঘ) আবু জাফর
সঠিক উত্তর: (গ)
৩৪৩. মোশতাক বাংলার রাজনীতিতে ভয়াবহ বিপর্যয় আনেন-
i. বাংলার সব অর্জন মুছে ফেলার চেষ্টার মাধ্যমে
ii. পাকিস্তানি ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে
iii. বাংলাদেশের গণতন্ত্রে ইতিবাচক মনোভাব প্রদর্শনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৪. ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান কারচুপির মাধ্যমে প্রদত্ত ভোটের শতকরা কত ভোট পান?
Ο ক) ৭৫.৬০
Ο খ) ৭৬.৬৩
Ο গ) ৭৭.৬৯
Ο ঘ) ৭৮.৮১
সঠিক উত্তর: (খ)
৩৪৫. এরশাদের সময়কালকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
৩৪৬. মায়ানমারের জান্তা সরকার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে তার প্রতি জনগণের আস্থা আছে কী না তা যাচাই করার জন্য গণভোট করেন। মায়ানমারের জান্তা সরকারের সাথে মিল রয়েছে কার?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) কর্নেল তাহের
Ο গ) খন্দকার মোশতাক
Ο ঘ) খালেদ মোশাররফ
সঠিক উত্তর: (ক)
৩৪৭. কত বছর বয়সে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হন?
Ο ক) ৩০ বছর
Ο খ) ৩৫ বছর
Ο গ) ৪০ বছর
Ο ঘ) ৪৫ বছর
সঠিক উত্তর: (গ)
৩৪৮. জিয়াউর রহমান কত তারিখে মারা যান?
Ο ক) ২৭ মে ১৯৮১
Ο খ) ২৮ মে ১৯৮১
Ο গ) ২৯ মে ১৯৮১
Ο ঘ) ৩০ মে ১৯৮১
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. ১৯৭৯ সালে দেশে ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত ভাগে?
Ο ক) ৫০
Ο খ) ৫১
Ο গ) ৫২
Ο ঘ) ৫৩
সঠিক উত্তর: (খ)
৩৫০. চীনের সাথে বাংলাদেশের সর্ব প্রথম কবে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়?
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৭৩
Ο গ) ১৯৭৪
Ο ঘ) ১৯৭৫
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. ‘ইনডেমনিটি অধ্যাদেশে ১৯৭৫’ বা বাংলাদেশে গেজেট জারি করা হয় কত তারিখে?
Ο ক) ১৮ আগস্ট
Ο খ) ২০ আগস্ট
Ο গ) ২২ আগস্ট
Ο ঘ) ২৪ আগস্ট
সঠিক উত্তর: (খ)
৩০২. জিয়ার আমলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোনটি?
Ο ক) শিক্ষা কর্মসূচি
Ο খ) খাদ্য কর্মসূচি
Ο গ) স্বাস্থ্য কর্মসূচি
Ο ঘ) খাল খনন কর্মসূচি
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. তাহেররে বিচার শুরু হয় কোথায়?
Ο ক) কেন্দ্রীয় কারাগারে
Ο খ) কেন্দ্রীয় আদালতে
Ο গ) নিম্ন আদালতে
Ο ঘ) আন্তর্জাতিক আদালতে
সঠিক উত্তর: (ক)
৩০৪. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) ঢাকায়
Ο খ) পাকিস্তানে
Ο গ) ভারতে
Ο ঘ) নেপালে
সঠিক উত্তর: (ক)
৩০৫. ১৯৮৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে কে বিজয়ী হয়েছিল?
Ο ক) এইচএম এরশাদ
Ο খ) বিচারপতি শাহাবুদ্দিন
Ο গ) বদরুদ্দৌজা চৌধুরী
Ο ঘ) ব্যারিস্টার আমিরুল ইসলাম
সঠিক উত্তর: (ক)
৩০৬. ১৯৮৬ সালে মোট কতটি আসনে জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) ২২০টি
Ο খ) ২৫০টি
Ο গ) ৩০০টি
Ο ঘ) ৩৩০টি
সঠিক উত্তর: (গ)
৩০৭. কে ‘ইনডেমনিটি অধ্যাদেশ, ১৯৭৫’ জারি করেন?
Ο ক) খন্দকার মোশতাক আহমদ
Ο খ) জেনারেল জিয়াউর রহমান
Ο গ) ব্রিগেডিয়ার খালেদ মোশারফ
Ο ঘ) বিচারপতি সায়েম
সঠিক উত্তর: (ক)
৩০৮. তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
Ο ক) ১৯৮৬ সালের ৭ মে
Ο খ) ১৯৮৬ সালের ৭ আগস্ট
Ο গ) ১৯৮৭ সালের ৭ মে
Ο ঘ) ১৯৮৭ সালের ৭ আগস্ট
সঠিক উত্তর: (ক)
৩০৯. জিয়াউর রহমানের অতিমাত্রায় পাকিস্তান প্রীতির কারণে স্বল্প সময়ে দু দেশের মধ্যে সম্পন্ন হয়-
i. টেলিযোগাযোগ
ii. বিমান ও নৌকাযোগাযোগ
iii. বাণিজ্য চুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১০. ১৯৭৫ সালের ২৪ নভেম্বর কর্নেল আবু তাহেরকে গ্রেফতার করা হয়-
i. সেনাবিদ্রোহের অভিযোগে
ii. রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে
iii. ধর্মদ্রোহিতার অভিযোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১১. মোশতাক বাংলার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় যুক্ত করেন-
i. বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে
ii. বঙ্গবন্ধুকে হত্যা করে
iii. জাতীয় চার নেতাকে হত্যা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১২. খালেদ মোশাররফ সেনাবাহিনীর মধ্যে কী নিরসনে উদ্যেগী হন?
Ο ক) অর্থের সংকট
Ο খ) বর্বরতা
Ο গ) নেতৃত্বের সংকট
Ο ঘ) সামরিক অভ্যুত্থান
সঠিক উত্তর: (গ)
৩১৩. এরশাদ কত বছর দেশ পরিচালনা করেন?
Ο ক) প্রায় নয় বছর
Ο খ) প্রায় দশ বছর
Ο গ) প্রায় সাত বছর
Ο ঘ) প্রায় বার বছর
সঠিক উত্তর: (ক)
৩১৪. জিয়া বিদ্রোহী অফিসারদেরকে শাস্তি দিয়েছেন-
i. সেনাসদস্যকে মৃত্যুদন্ড দিয়ে
ii. চাকুরিচ্যুত করে
iii. দমন-পীড়ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এরশাদের বড় সাফল্য কোনটি?
Ο ক) চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন
Ο খ) গ্রামীণ উন্নয়ন
Ο গ) সার্ক গঠন
Ο ঘ) সামরিক উন্নয়ন
সঠিক উত্তর: (গ)
৩১৬. জিয়াউর রহমানের সময়ে কোন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ শীতল বৈরী ও তিক্ত হয়ে পড়ে?
Ο ক) পাকিস্তান
Ο খ) ভারত
Ο গ) নেপাল
Ο ঘ) ভুটান
সঠিক উত্তর: (খ)
৩১৭. তাহেরকে ফাঁসি দেওয়ার যথার্থ কারণ কোনটি?
Ο ক) দুনীর্তি
Ο খ) যুদ্ধাপরাধ
Ο গ) জিয়াউর রহমানকে সহযোগিতা
Ο ঘ) ৭ নভেম্বর অভ্যুত্থানের অপরাধে
সঠিক উত্তর: (ঘ)
৩১৮. খালেদ মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করেন-
i. মোশতাককে ক্ষমতা থেকে সরিয়ে
ii. জিয়াকে ক্ষমতা থেকে সরিয়ে
iii. বঙ্গভবনকে খুনিচক্রের কবল থেকে মুক্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয় কোন সময়ে?
Ο ক) আশির দশকে
Ο খ) ষাটের দশকে
Ο গ) নব্বইয়ের দশকে
Ο ঘ) একবিংশ শতকের শুরুতে
সঠিক উত্তর: (ক)
৩২০. জিয়াউর রহমান কাদের হাতে নিহত হন?
Ο ক) সেনাসদস্য
Ο খ) পুলিশ বাহিনী
Ο গ) রাজনৈতিক কর্মী
Ο ঘ) সাধারণ আমলা
সঠিক উত্তর: (ক)
৩২১. ১৫ আগস্ট জাতির উদ্দেশ্য ভাষণ কী দিয়ে শুরু করেন?
Ο ক) বিসমিল্লাহির রাহমানির রাহীম
Ο খ) জয় বাংলা
Ο গ) বাংলাদেশ জিন্দাবাদ
Ο ঘ) জয় বঙ্গবন্ধু
সঠিক উত্তর: (ক)
৩২২. বিভাগীয় শহরে নিম্নআদালত স্থানান্তর করেন কে?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) এইচএম এরশাদ
Ο গ) বেগম খালেদা জিয়া
Ο ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (খ)
৩২৩. জিয়াকে ক্ষমতাচ্যুত করতে সামরিক বাহিনীতে কতটি অভ্যুত্থান হয়?
Ο ক) প্রায় ৫টি
Ο খ) প্রায় ১০টি
Ο গ) প্রায় ১৫টি
Ο ঘ) প্রায় ১৭টি
সঠিক উত্তর: (ঘ)
৩২৪. জিয়া সামরিক আইন প্রত্যাহার করেন কখন?
Ο ক) ৬ এপ্রিল ১৯৭৯
Ο খ) ৭ এপ্রিল ১৯৭৯
Ο গ) ৮ এপ্রিল ১৯৭৯
Ο ঘ) ৯ এপ্রিল ১৯৭৯
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. জিয়ার মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত বাহাত্তরে সংবিধানের আমূল পরিবর্তনের যথার্থ কারণ হলো-
i. আওয়ামী লীগের সমর্থন লাভ
ii. ক্ষমতাকে স্থায়ী করা
iii. দেশের উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৬. ঢাকার জিপিও-এর নিকটে পুলিশের গুলিতে কে নিহত হন?
Ο ক) নূর হোসেন
Ο খ) আ.স.ম রব
Ο গ) শামসূল হক
Ο ঘ) সেলিম হোসেন
সঠিক উত্তর: (ক)
৩২৭. জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় কখন?
Ο ক) ১ নভেম্বর
Ο খ) ২ নভেম্বর
Ο গ) ৩ নভেম্বর
Ο ঘ) ৪ নভেম্বর
সঠিক উত্তর: (গ)
৩২৮. জিয়ার সামরিক শাসনের সুবিধাভোগী ছিল কারা?
Ο ক) নব্য ধনিক গোষ্ঠী
Ο খ) মধ্যবিত্ত শ্রেণি
Ο গ) বিত্তবান শ্রেণি
Ο ঘ) নিম্ন শ্রেণি
সঠিক উত্তর: (ক)
৩২৯. মোশতাক কীভাবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে মন্ত্রীসভা গঠন করেন?
Ο ক) অস্ত্রমুখে
Ο খ) নানারকম ভয়ভীতি দেখিয়ে
Ο গ) নিজের মতো করে
Ο ঘ) গণতান্ত্রিক ভাবে
সঠিক উত্তর: (খ)
৩৩০. এরশাদ অতিমাত্রায় কী ছিলেন?
Ο ক) মার্কিনপন্থী
Ο খ) পাকিস্তানপন্থী
Ο গ) বামপন্থী
Ο ঘ) ভারতপন্থী
সঠিক উত্তর: (ক)
৩৩১. জিয়াউর রহমান কাকে অনুরোধ করে তাকে মুক্ত করার জন্য?
Ο ক) কর্নেল তাহেরকে
Ο খ) খালেদ মোশাররফকে
Ο গ) বিচারপতি সায়েমকে
Ο ঘ) এরশাদকে
সঠিক উত্তর: (ক)
৩৩২. রাশেদ খান মেননের নেতৃত্বে কয় দলীয় জোট গড়ে উঠে?
Ο ক) ৪ দলীয়
Ο খ) ৫ দলীয়
Ο গ) ৬ দলীয়
Ο ঘ) ৭ দলীয়
সঠিক উত্তর: (খ)
৩৩৩. বাংলাদেশে সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয় কত তারিখে?
Ο ক) ৫ এপ্রিল ১৯৭৯
Ο খ) ৫ এপ্রিল ১৯৮০
Ο গ) ৬ এপ্রিল ১৯৭৯
Ο ঘ) ১০ এপ্রিল ১৯৭৯
সঠিক উত্তর: (গ)
৩৩৪. জিয়ার আমলে কর ফাঁকি, কালো টাকা ইত্যাদির ঘটনা বাড়তে থাকে। কারণ-
i. নিজের স্বার্থে
ii. ক্ষমতা স্থায়ী করার জন্য
iii. সেনাবাহিনীর স্বার্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৫. জিয়াউর রহমান বি.এন.পির প্রতিষ্ঠাকালীন কী ছিলেন?
Ο ক) চেয়ারম্যান
Ο খ) সাধারণ সম্পাদক
Ο গ) যুগ্ম সম্পাদক
Ο ঘ) অর্থ সম্পাদক
সঠিক উত্তর: (ক)
৩৩৬. জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল কয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
Ο ক) শিক্ষা কর্মসূচি
Ο খ) খাদ্য কর্মসূচি
Ο গ) স্বাস্থ্য কর্মসূচি
Ο ঘ) খাল খনন কর্মসূচি
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী কত তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৮ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο খ) ২০ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο গ) ২২ ফেব্রুয়ারি ১৯৭৮
Ο ঘ) ২৪ ফেব্রুয়ারি ১৯৭৮
সঠিক উত্তর: (ক)
৩৩৮. বঙ্গবন্ধুর আস্থা এবং বিশ্বাসভাজনের অন্যতম ছিলেন কে?
Ο ক) খোন্দকার মোশতাক
Ο খ) জিয়াউর রহমান
Ο গ) আ.স.ম আব্দুর রব
Ο ঘ) আহসান উদ্দেন
সঠিক উত্তর: (ক)
৩৩৯. নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেনি কার অধীনে?
Ο ক) জিয়ার
Ο খ) সমাজতান্ত্রিক দলের
Ο গ) সামরিক সরকারের
Ο ঘ) আওয়ামী লীগের
সঠিক উত্তর: (গ)
৩৪০. ডা. মিলন কত সালে মারা যায়?
Ο ক) ৫ অক্টোবর, ১৯৮৭
Ο খ) ১০ নভেম্বর, ১৯৮৮
Ο গ) ১৭ নভেম্বর, ১৯৮৯
Ο ঘ) ২৭ নভেম্বর, ১৯৯০
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. ১৯৭৯ সালে ৯ এপ্রিল জিয়া কী প্রত্যাহার করেন?
Ο ক) রাষ্ট্রীয় ক্ষমতা
Ο খ) সামরিক শাসন
Ο গ) সামরিক আইন
Ο ঘ) পঞ্চম সংশোধনী
সঠিক উত্তর: (গ)
৩৪২. নানা রকম ভয়ভীতি দেখিয়ে জাতীয় চার নেতাকে মন্ত্রী পদ গ্রহণে ব্যর্থ হন কে?
Ο ক) খালেদ মোশারফ
Ο খ) আবু সাদাত
Ο গ) খন্দকার মোশতাক
Ο ঘ) আবু জাফর
সঠিক উত্তর: (গ)
৩৪৩. মোশতাক বাংলার রাজনীতিতে ভয়াবহ বিপর্যয় আনেন-
i. বাংলার সব অর্জন মুছে ফেলার চেষ্টার মাধ্যমে
ii. পাকিস্তানি ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে
iii. বাংলাদেশের গণতন্ত্রে ইতিবাচক মনোভাব প্রদর্শনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৪. ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান কারচুপির মাধ্যমে প্রদত্ত ভোটের শতকরা কত ভোট পান?
Ο ক) ৭৫.৬০
Ο খ) ৭৬.৬৩
Ο গ) ৭৭.৬৯
Ο ঘ) ৭৮.৮১
সঠিক উত্তর: (খ)
৩৪৫. এরশাদের সময়কালকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
৩৪৬. মায়ানমারের জান্তা সরকার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে তার প্রতি জনগণের আস্থা আছে কী না তা যাচাই করার জন্য গণভোট করেন। মায়ানমারের জান্তা সরকারের সাথে মিল রয়েছে কার?
Ο ক) জিয়াউর রহমান
Ο খ) কর্নেল তাহের
Ο গ) খন্দকার মোশতাক
Ο ঘ) খালেদ মোশাররফ
সঠিক উত্তর: (ক)
৩৪৭. কত বছর বয়সে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হন?
Ο ক) ৩০ বছর
Ο খ) ৩৫ বছর
Ο গ) ৪০ বছর
Ο ঘ) ৪৫ বছর
সঠিক উত্তর: (গ)
৩৪৮. জিয়াউর রহমান কত তারিখে মারা যান?
Ο ক) ২৭ মে ১৯৮১
Ο খ) ২৮ মে ১৯৮১
Ο গ) ২৯ মে ১৯৮১
Ο ঘ) ৩০ মে ১৯৮১
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. ১৯৭৯ সালে দেশে ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত ভাগে?
Ο ক) ৫০
Ο খ) ৫১
Ο গ) ৫২
Ο ঘ) ৫৩
সঠিক উত্তর: (খ)
৩৫০. চীনের সাথে বাংলাদেশের সর্ব প্রথম কবে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়?
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৭৩
Ο গ) ১৯৭৪
Ο ঘ) ১৯৭৫
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History