ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নিচের কোনটি অপধাতু?
Ο ক) সোডিয়াম
Ο খ) সিলিকন
Ο গ) ম্যাগনেসিয়াম
Ο ঘ) আয়রন
সঠিক উত্তর: (খ)
৫২. অবস্থান্তর মৌলসমূহ কী ধরনের যৌগ গঠন করে?
Ο ক) নিষ্ক্রিয়
Ο খ) আয়নিক
Ο গ) সমযোজী
Ο ঘ) সন্নিবেশ সমযোজী
সঠিক উত্তর: (খ)
৫৩. পারদ বা মার্কারি-
i. একটি তরল পদার্থ
ii. পর্যায় সারণিতে এর অবস্থান ৬ষ্ঠ পর্যায়ে
iii. এর সর্ব বহিঃস্থ শক্তিস্তরে ২টি ইলেকট্রন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. পর্যায় সারণিতে ১৭ গ্রুপে কতটি মৌল বিদ্যমান?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (খ)
৫৫. পর্যায় সারণির ২ নং পর্যায়ে কয়টি মৌল রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ১০টি
Ο ঘ) ১৮টি
সঠিক উত্তর: (খ)
৫৬. অভিজাত ধাতু হচ্ছে- i. সোনা ii. দস্তা iii. রূপা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৭. 16-গ্রুপের মৌলের অক্সাইড কোনটি?
Ο ক) SO2
Ο খ) NO2
Ο গ) AI2O3
Ο ঘ) CI2O7
সঠিক উত্তর: (ক)
৫৮. কয়টি মৌল ক্ষার ধাতু হিসেবে পরিচিত?
Ο ক) ৯ টি
Ο খ) ৮ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (গ)
৫৯. একই পর্যায় বাম থেকে ডানে যতই যাওয়া যায় পর্যায়বৃত্ত ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে?
Ο ক) ধাতু ধর্ম বৃদ্ধি পায়
Ο খ) পরমাণুর আকার বাড়ে
Ο গ) সক্রিয়তা কমে এবং পরে বাড়তে থাকে
Ο ঘ) যোজনী কমে এবং আবার বাড়তে থাকে
সঠিক উত্তর: (গ)
৬০. Ca2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,8,2
Ο খ) 2,8,8,
Ο গ) 2,8,1
Ο ঘ) 2,8,18,2
সঠিক উত্তর: (খ)
৬১. পারমাণবিক ভর অনুযায়ী সাজালে K এর স্থান কোথায় হবে?
Ο ক) Ne এর পূর্বে
Ο খ) Ar এর পূর্বে
Ο গ) Ar এর পরে
Ο ঘ) Kr এর পরে
সঠিক উত্তর: (খ)
৬২. পর্যায় সারণির-
i. প্রথম পর্যায়ে ২ টি মৌল আছে
ii. দ্বিতীয় পর্যায়ে ৪টি মৌল আছে
iii. তৃতীয় পর্যায়ে ১৮টি মৌল আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৩. কম সক্রিয় ধাতু কোনগুলো?
Ο ক) জিংক, তামা
Ο খ) তামা, পারদ
Ο গ) সোনা, রূপা
Ο ঘ) সোনা, তামা
সঠিক উত্তর: (গ)
৬৪. ২০১২ সাল পর্যন্ত কতটি মৌল শনাক্ত করা হয়েছে?
Ο ক) ১১৪
Ο খ) ১১৮
Ο গ) ১১৬
Ο ঘ) ১১৭
সঠিক উত্তর: (খ)
৬৫. একই পর্যায় বাম থেকে ডানদিকে গেলে-
i. মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়
ii. মৌলের আকার বৃদ্ধি পায়
iii. মৌলের ধাতব ধর্ম হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৬. নিচের কোন মৌলে অধাতব বৈশিষ্ট্য সর্বাধিক?
Ο ক) C
Ο খ) P
Ο গ) N
Ο ঘ) Si
সঠিক উত্তর: (গ)
৬৭. কোন গ্রুপের মৌলসমূহ মাটিতে থাকে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) সাত
Ο ঘ) সতেরো
সঠিক উত্তর: (খ)
৬৮. চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কতটি করে মৌল আছে?
Ο ক) ৮টি
Ο খ) ১৮টি
Ο গ) ২২টি
Ο ঘ) ৩২টি
সঠিক উত্তর: (খ)
৬৯. কত সালে ল্যাভয়াসিয়ে মৌলসমূহকে তিনটি ভাগে ভাগ করেন?
Ο ক) ১৭৮৭
Ο খ) ১৭৭৯
Ο গ) ১৮৭৯
Ο ঘ) ১৭৮৯
সঠিক উত্তর: (ঘ)
৭০. সাধারণ অবস্থায় তরল কোন ক্ষার ধাতু?
Ο ক) সিজিয়াম
Ο খ) রুবিনিয়াম
Ο গ) লিথিয়াম
Ο ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর: (ক)
৭১. হ্যালোজেন সমূহের ‘ঘনত্ব’ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কীরূপ হয়?
Ο ক) কমে
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর: (গ)
৭২. মুদ্রা ধাতুসমূহের অবস্থান পর্যায় সারণির কত নং গ্রুপে?
Ο ক) 11
Ο খ) 12
Ο গ) 13
Ο ঘ) 14
সঠিক উত্তর: (ক)
৭৩. পর্যায় সারণিতে কতটি পর্যায় আছে?
Ο ক) ৭টি
Ο খ) ৮টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১৮টি
সঠিক উত্তর: (ক)
৭৪. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান তৃতীয় গ্রুপে হয় যদি তার-
Ο ক) ইলেকট্রন তিনটি স্তরে থাকে
Ο খ) সর্বশেষ স্তরে তিনটি ইলকট্রন থাকে
Ο গ) তিনটি প্রোট্র থাকে
Ο ঘ) তিন বহুরূপ থাকে
সঠিক উত্তর: (খ)
৭৫. পর্যায় সারণির কোন গ্রুপের মৌল পানির সাথে বিক্রিয়া করে সহজেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে?
Ο ক) গ্রুপ-১
Ο খ) গ্রুপ-৩
Ο গ) গ্রুপ-৪
Ο ঘ) গ্রুপ-৬
সঠিক উত্তর: (ক)
৭৬. অপধাতুর বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) ধাতু বা অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে
Ο খ) ধাতু ও অধাতু কোনটির বৈশিষ্ট্য বহন করে না
Ο গ) নির্দিষ্ট সময় পর পর ধাতু বৈশিষ্ট্য বহন করে
Ο ঘ) কখনও ধাতু ও কখনও অধাতু কখনও স্বতন্ত্র আচরণ করে
সঠিক উত্তর: (ক)
৭৭. কোনো মৌলের পর্যায় সংখ্যা কীসের সমান হয়?
Ο ক) গ্রুপের সংখ্যা
Ο খ) কক্ষপথের সংখ্যা
Ο গ) পারমাণবিক সংখ্যা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৭৮. কোন বিজ্ঞানী পর্যায় সারণি প্রবর্তনের সম্মান দেওয়া হয়?
Ο ক) লুথার মেয়ার
Ο খ) নিউল্যান্ড
Ο গ) মোসলে
Ο ঘ) ম্যান্ডেলিফ
সঠিক উত্তর: (ঘ)
৭৯. মেন্ডেলিফের পর্যায় সারণির ভিত্তি কী ছিল?
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) ইলেকট্রন সংখ্যা
Ο গ) নিউট্রন সংখ্যা
Ο ঘ) পারমাণবিক ভর
সঠিক উত্তর: (ঘ)
৮০. পর্যায় সারণির শূণ্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি?
Ο ক) ৬টি
Ο খ) ৫টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক)
৮১. যেসব মৌল ও অধাতুর উভয়ের বৈশিষ্ট্য থাকে তারা-
Ο ক) অর্ধধাতু
Ο খ) অপধাতু
Ο গ) ধাতু সংকর
Ο ঘ) অধাতু সংকর
সঠিক উত্তর: (খ)
৮২. ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করে-
i. অক্সিজেন
ii. ক্লোরিন
iii. ব্রোমিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. মুদ্রাধাতুগুলো অন্যান্য ধাতুর তুলনায়-
Ο ক) সক্রিয়
Ο খ) নিস্ক্রিয়
Ο গ) একই ধরনের
Ο ঘ) আংশিক নিস্ক্রিয়
সঠিক উত্তর: (খ)
৮৪. পর্যায় সারণিতে হ্যালেজেনসমূহের অবস্থানে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Ο ক) গ্রুপ ১
Ο খ) গ্রুপ ২
Ο গ) গ্রুপ ১৬
Ο ঘ) গ্রুপ ১৭
সঠিক উত্তর: (ঘ)
৮৫. রুবিডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন আছে?
Ο ক) ৪টি
Ο খ) ২টি
Ο গ) ১৮টি
Ο ঘ) ১টি
সঠিক উত্তর: (ঘ)
৮৬. পর্যায় সারণিতে আর্গন-পটাসিয়াম, আয়োডিন-টেলুরিয়ামের অবস্থানগত জটিলতা দূর হয় কোনটির আবিষ্কারের ফলে?
Ο ক) ভর সংখ্যা
Ο খ) পারমাণবিক সংখ্যা
Ο গ) ইলেকট্রন বিন্যাস
Ο ঘ) আইসোটোপ
সঠিক উত্তর: (খ)
৮৭. হ্যালোজেনের ক্ষেত্রে-
i. হ্যালোজেনসমূহের যোজনী
ii. এর উত্তম বিজারকধর্মী
iii. এদের সক্রিয়তার ক্রম F2 >CI2 >Br2 > I2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৮. পর্যায় সারণিকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে কোন মৌলের ক্ষেত্রে অসামঞ্জস্য দেখা যায়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) হিলিয়াম
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
৮৯. সিজিয়াম কোন পর্যায়ে অবস্থিত?
Ο ক) তৃতীয় পর্যায়ে
Ο খ) চতুর্থ পর্যায়ে
Ο গ) পঞ্চম পর্যায়ে
Ο ঘ) ষষ্ঠ পর্যায়ে
সঠিক উত্তর: (ঘ)
৯০. নামকরণকৃত মৌলের কতটি পরীক্ষাগারে উৎপন্ন করা হয়?
Ο ক) ৯৮টি
Ο খ) ৮৪টি
Ο গ) ১৪টি
Ο ঘ) ১২টি
সঠিক উত্তর: (গ)
৯১. পর্যায় সারণি হলো-
i. বিভিন্ন রাসায়নিক ধারণার প্রতিফলন
ii. পদার্থ ও তাদের ধর্মের সম্মিলিত রূপ
iii. রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২. পর্যায় সারণিতে সিলিকনের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) গ্রুপ-২
Ο খ) গ্রুপ-১৩
Ο গ) গ্রুপ-১৪
Ο ঘ) গ্রুপ-১৭
সঠিক উত্তর: (গ)
৯৩. হ্যালোজেনের মূল উৎস কী?
Ο ক) খনিজ
Ο খ) সামুদ্রিক লবণ
Ο গ) মাটি
Ο ঘ) সামুদ্রিক মাছ
সঠিক উত্তর: (খ)
৯৪. হ্যালোজেনসমূহ ইলেকট্রন-
Ο ক) গ্রহণ করে
Ο খ) দান করে
Ο গ) দান ও গ্রহণ করে
Ο ঘ) শেয়ার করে
সঠিক উত্তর: (ক)
৯৫. অষ্টক তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?
Ο ক) নিউল্যান্ড
Ο খ) ডোবেরাইনার
Ο গ) মোসলে
Ο ঘ) ম্যান্ডেলিফ
সঠিক উত্তর: (ক)
৯৬. সর্ববহিঃস্থ স্তরে ২টি ইলেকট্রন থাকবে কোনটির?
Ο ক) ম্যাগনেসিয়ামের
Ο খ) কার্বনের
Ο গ) ক্লোরিনের
Ο ঘ) আর্গনের
সঠিক উত্তর: (ক)
৯৭. পর্যায় সারণিতে গ্রুপ ১ ও ২ এ যতই নিচের দিকে যাওয়া যায় ততই কীরুপ পরিবর্তন ঘটে?
Ο ক) মৌলের পরমাণবিক ভর কমে যায়
Ο খ) মৌলগুলো সক্রিয়তা বৃদ্ধি পায়
Ο গ) মৌলের সক্রিয়তা কমে
Ο ঘ) পারমাণবিক ব্যসার্ধ কমে যায়
সঠিক উত্তর: (খ)
৯৮. কোনো মৌলের পরমাণুর-
i. নিউট্রন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে
ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান
iii. প্রোটন সংখ্যার পরিবর্তনে পরমাণুর পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৯. পর্যায় সারণির খাড়া স্তম্ভগুলোকে কী বলা হয়?
Ο ক) পর্যায়
Ο খ) গ্রুপ
Ο গ) সারি
Ο ঘ) লাইন
সঠিক উত্তর: (খ)
১০০. Rn পরমাণুর শেষ কক্ষে ইলেকট্রন কয়টি?
Ο ক) 0
Ο খ) 7
Ο গ) 8
Ο ঘ) 10
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নিচের কোনটি অপধাতু?
Ο ক) সোডিয়াম
Ο খ) সিলিকন
Ο গ) ম্যাগনেসিয়াম
Ο ঘ) আয়রন
সঠিক উত্তর: (খ)
৫২. অবস্থান্তর মৌলসমূহ কী ধরনের যৌগ গঠন করে?
Ο ক) নিষ্ক্রিয়
Ο খ) আয়নিক
Ο গ) সমযোজী
Ο ঘ) সন্নিবেশ সমযোজী
সঠিক উত্তর: (খ)
৫৩. পারদ বা মার্কারি-
i. একটি তরল পদার্থ
ii. পর্যায় সারণিতে এর অবস্থান ৬ষ্ঠ পর্যায়ে
iii. এর সর্ব বহিঃস্থ শক্তিস্তরে ২টি ইলেকট্রন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. পর্যায় সারণিতে ১৭ গ্রুপে কতটি মৌল বিদ্যমান?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (খ)
৫৫. পর্যায় সারণির ২ নং পর্যায়ে কয়টি মৌল রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ১০টি
Ο ঘ) ১৮টি
সঠিক উত্তর: (খ)
৫৬. অভিজাত ধাতু হচ্ছে- i. সোনা ii. দস্তা iii. রূপা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৭. 16-গ্রুপের মৌলের অক্সাইড কোনটি?
Ο ক) SO2
Ο খ) NO2
Ο গ) AI2O3
Ο ঘ) CI2O7
সঠিক উত্তর: (ক)
৫৮. কয়টি মৌল ক্ষার ধাতু হিসেবে পরিচিত?
Ο ক) ৯ টি
Ο খ) ৮ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (গ)
৫৯. একই পর্যায় বাম থেকে ডানে যতই যাওয়া যায় পর্যায়বৃত্ত ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে?
Ο ক) ধাতু ধর্ম বৃদ্ধি পায়
Ο খ) পরমাণুর আকার বাড়ে
Ο গ) সক্রিয়তা কমে এবং পরে বাড়তে থাকে
Ο ঘ) যোজনী কমে এবং আবার বাড়তে থাকে
সঠিক উত্তর: (গ)
৬০. Ca2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,8,2
Ο খ) 2,8,8,
Ο গ) 2,8,1
Ο ঘ) 2,8,18,2
সঠিক উত্তর: (খ)
৬১. পারমাণবিক ভর অনুযায়ী সাজালে K এর স্থান কোথায় হবে?
Ο ক) Ne এর পূর্বে
Ο খ) Ar এর পূর্বে
Ο গ) Ar এর পরে
Ο ঘ) Kr এর পরে
সঠিক উত্তর: (খ)
৬২. পর্যায় সারণির-
i. প্রথম পর্যায়ে ২ টি মৌল আছে
ii. দ্বিতীয় পর্যায়ে ৪টি মৌল আছে
iii. তৃতীয় পর্যায়ে ১৮টি মৌল আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৩. কম সক্রিয় ধাতু কোনগুলো?
Ο ক) জিংক, তামা
Ο খ) তামা, পারদ
Ο গ) সোনা, রূপা
Ο ঘ) সোনা, তামা
সঠিক উত্তর: (গ)
৬৪. ২০১২ সাল পর্যন্ত কতটি মৌল শনাক্ত করা হয়েছে?
Ο ক) ১১৪
Ο খ) ১১৮
Ο গ) ১১৬
Ο ঘ) ১১৭
সঠিক উত্তর: (খ)
৬৫. একই পর্যায় বাম থেকে ডানদিকে গেলে-
i. মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়
ii. মৌলের আকার বৃদ্ধি পায়
iii. মৌলের ধাতব ধর্ম হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৬. নিচের কোন মৌলে অধাতব বৈশিষ্ট্য সর্বাধিক?
Ο ক) C
Ο খ) P
Ο গ) N
Ο ঘ) Si
সঠিক উত্তর: (গ)
৬৭. কোন গ্রুপের মৌলসমূহ মাটিতে থাকে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) সাত
Ο ঘ) সতেরো
সঠিক উত্তর: (খ)
৬৮. চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কতটি করে মৌল আছে?
Ο ক) ৮টি
Ο খ) ১৮টি
Ο গ) ২২টি
Ο ঘ) ৩২টি
সঠিক উত্তর: (খ)
৬৯. কত সালে ল্যাভয়াসিয়ে মৌলসমূহকে তিনটি ভাগে ভাগ করেন?
Ο ক) ১৭৮৭
Ο খ) ১৭৭৯
Ο গ) ১৮৭৯
Ο ঘ) ১৭৮৯
সঠিক উত্তর: (ঘ)
৭০. সাধারণ অবস্থায় তরল কোন ক্ষার ধাতু?
Ο ক) সিজিয়াম
Ο খ) রুবিনিয়াম
Ο গ) লিথিয়াম
Ο ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর: (ক)
৭১. হ্যালোজেন সমূহের ‘ঘনত্ব’ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কীরূপ হয়?
Ο ক) কমে
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর: (গ)
৭২. মুদ্রা ধাতুসমূহের অবস্থান পর্যায় সারণির কত নং গ্রুপে?
Ο ক) 11
Ο খ) 12
Ο গ) 13
Ο ঘ) 14
সঠিক উত্তর: (ক)
৭৩. পর্যায় সারণিতে কতটি পর্যায় আছে?
Ο ক) ৭টি
Ο খ) ৮টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১৮টি
সঠিক উত্তর: (ক)
৭৪. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান তৃতীয় গ্রুপে হয় যদি তার-
Ο ক) ইলেকট্রন তিনটি স্তরে থাকে
Ο খ) সর্বশেষ স্তরে তিনটি ইলকট্রন থাকে
Ο গ) তিনটি প্রোট্র থাকে
Ο ঘ) তিন বহুরূপ থাকে
সঠিক উত্তর: (খ)
৭৫. পর্যায় সারণির কোন গ্রুপের মৌল পানির সাথে বিক্রিয়া করে সহজেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে?
Ο ক) গ্রুপ-১
Ο খ) গ্রুপ-৩
Ο গ) গ্রুপ-৪
Ο ঘ) গ্রুপ-৬
সঠিক উত্তর: (ক)
৭৬. অপধাতুর বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) ধাতু বা অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে
Ο খ) ধাতু ও অধাতু কোনটির বৈশিষ্ট্য বহন করে না
Ο গ) নির্দিষ্ট সময় পর পর ধাতু বৈশিষ্ট্য বহন করে
Ο ঘ) কখনও ধাতু ও কখনও অধাতু কখনও স্বতন্ত্র আচরণ করে
সঠিক উত্তর: (ক)
৭৭. কোনো মৌলের পর্যায় সংখ্যা কীসের সমান হয়?
Ο ক) গ্রুপের সংখ্যা
Ο খ) কক্ষপথের সংখ্যা
Ο গ) পারমাণবিক সংখ্যা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৭৮. কোন বিজ্ঞানী পর্যায় সারণি প্রবর্তনের সম্মান দেওয়া হয়?
Ο ক) লুথার মেয়ার
Ο খ) নিউল্যান্ড
Ο গ) মোসলে
Ο ঘ) ম্যান্ডেলিফ
সঠিক উত্তর: (ঘ)
৭৯. মেন্ডেলিফের পর্যায় সারণির ভিত্তি কী ছিল?
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) ইলেকট্রন সংখ্যা
Ο গ) নিউট্রন সংখ্যা
Ο ঘ) পারমাণবিক ভর
সঠিক উত্তর: (ঘ)
৮০. পর্যায় সারণির শূণ্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি?
Ο ক) ৬টি
Ο খ) ৫টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ক)
৮১. যেসব মৌল ও অধাতুর উভয়ের বৈশিষ্ট্য থাকে তারা-
Ο ক) অর্ধধাতু
Ο খ) অপধাতু
Ο গ) ধাতু সংকর
Ο ঘ) অধাতু সংকর
সঠিক উত্তর: (খ)
৮২. ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করে-
i. অক্সিজেন
ii. ক্লোরিন
iii. ব্রোমিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. মুদ্রাধাতুগুলো অন্যান্য ধাতুর তুলনায়-
Ο ক) সক্রিয়
Ο খ) নিস্ক্রিয়
Ο গ) একই ধরনের
Ο ঘ) আংশিক নিস্ক্রিয়
সঠিক উত্তর: (খ)
৮৪. পর্যায় সারণিতে হ্যালেজেনসমূহের অবস্থানে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Ο ক) গ্রুপ ১
Ο খ) গ্রুপ ২
Ο গ) গ্রুপ ১৬
Ο ঘ) গ্রুপ ১৭
সঠিক উত্তর: (ঘ)
৮৫. রুবিডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন আছে?
Ο ক) ৪টি
Ο খ) ২টি
Ο গ) ১৮টি
Ο ঘ) ১টি
সঠিক উত্তর: (ঘ)
৮৬. পর্যায় সারণিতে আর্গন-পটাসিয়াম, আয়োডিন-টেলুরিয়ামের অবস্থানগত জটিলতা দূর হয় কোনটির আবিষ্কারের ফলে?
Ο ক) ভর সংখ্যা
Ο খ) পারমাণবিক সংখ্যা
Ο গ) ইলেকট্রন বিন্যাস
Ο ঘ) আইসোটোপ
সঠিক উত্তর: (খ)
৮৭. হ্যালোজেনের ক্ষেত্রে-
i. হ্যালোজেনসমূহের যোজনী
ii. এর উত্তম বিজারকধর্মী
iii. এদের সক্রিয়তার ক্রম F2 >CI2 >Br2 > I2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৮. পর্যায় সারণিকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে কোন মৌলের ক্ষেত্রে অসামঞ্জস্য দেখা যায়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) হিলিয়াম
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
৮৯. সিজিয়াম কোন পর্যায়ে অবস্থিত?
Ο ক) তৃতীয় পর্যায়ে
Ο খ) চতুর্থ পর্যায়ে
Ο গ) পঞ্চম পর্যায়ে
Ο ঘ) ষষ্ঠ পর্যায়ে
সঠিক উত্তর: (ঘ)
৯০. নামকরণকৃত মৌলের কতটি পরীক্ষাগারে উৎপন্ন করা হয়?
Ο ক) ৯৮টি
Ο খ) ৮৪টি
Ο গ) ১৪টি
Ο ঘ) ১২টি
সঠিক উত্তর: (গ)
৯১. পর্যায় সারণি হলো-
i. বিভিন্ন রাসায়নিক ধারণার প্রতিফলন
ii. পদার্থ ও তাদের ধর্মের সম্মিলিত রূপ
iii. রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২. পর্যায় সারণিতে সিলিকনের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) গ্রুপ-২
Ο খ) গ্রুপ-১৩
Ο গ) গ্রুপ-১৪
Ο ঘ) গ্রুপ-১৭
সঠিক উত্তর: (গ)
৯৩. হ্যালোজেনের মূল উৎস কী?
Ο ক) খনিজ
Ο খ) সামুদ্রিক লবণ
Ο গ) মাটি
Ο ঘ) সামুদ্রিক মাছ
সঠিক উত্তর: (খ)
৯৪. হ্যালোজেনসমূহ ইলেকট্রন-
Ο ক) গ্রহণ করে
Ο খ) দান করে
Ο গ) দান ও গ্রহণ করে
Ο ঘ) শেয়ার করে
সঠিক উত্তর: (ক)
৯৫. অষ্টক তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?
Ο ক) নিউল্যান্ড
Ο খ) ডোবেরাইনার
Ο গ) মোসলে
Ο ঘ) ম্যান্ডেলিফ
সঠিক উত্তর: (ক)
৯৬. সর্ববহিঃস্থ স্তরে ২টি ইলেকট্রন থাকবে কোনটির?
Ο ক) ম্যাগনেসিয়ামের
Ο খ) কার্বনের
Ο গ) ক্লোরিনের
Ο ঘ) আর্গনের
সঠিক উত্তর: (ক)
৯৭. পর্যায় সারণিতে গ্রুপ ১ ও ২ এ যতই নিচের দিকে যাওয়া যায় ততই কীরুপ পরিবর্তন ঘটে?
Ο ক) মৌলের পরমাণবিক ভর কমে যায়
Ο খ) মৌলগুলো সক্রিয়তা বৃদ্ধি পায়
Ο গ) মৌলের সক্রিয়তা কমে
Ο ঘ) পারমাণবিক ব্যসার্ধ কমে যায়
সঠিক উত্তর: (খ)
৯৮. কোনো মৌলের পরমাণুর-
i. নিউট্রন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে
ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান
iii. প্রোটন সংখ্যার পরিবর্তনে পরমাণুর পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৯. পর্যায় সারণির খাড়া স্তম্ভগুলোকে কী বলা হয়?
Ο ক) পর্যায়
Ο খ) গ্রুপ
Ο গ) সারি
Ο ঘ) লাইন
সঠিক উত্তর: (খ)
১০০. Rn পরমাণুর শেষ কক্ষে ইলেকট্রন কয়টি?
Ο ক) 0
Ο খ) 7
Ο গ) 8
Ο ঘ) 10
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry