এস.এস.সি রসায়ন অধ্যায় - ২: পদার্থের অবস্থা (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ২: পদার্থের অবস্থা (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার-
Ο ক) হ্রাস পাবে
Ο খ) বৃদ্ধি পাবে
Ο গ) অপরিবর্তিত থাকবে
Ο ঘ) শূন্য হবে
 সঠিক উত্তর: (ক)

 ১০২. বিউটেনের ভর ও ঘনত্ব প্রোপেনের চেয়ে কম হলে,কোনটির নিঃসরণ হার বেশি?
Ο ক) প্রোপেন
Ο খ) বিউটেন
Ο গ) উভয়ই সমান
Ο ঘ) এক্ষেত্রে নিঃসরণ হয় না
 সঠিক উত্তর: (খ)

 ১০৩. স্বাভাবিক পানির তুলনায় গরম পানিতে চিনি বা লবণের ব্যাপনের হার-
Ο ক) বেশি
Ο খ) সমান
Ο গ) কম
Ο ঘ) অনেক কম
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. কোনটি পদার্থ?
Ο ক) বাতাস
Ο খ) আলো
Ο গ) তাপ
Ο ঘ) তাপমাত্রা
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. বস্তু বা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য নয় কোনটি?
Ο ক) ভর
Ο খ) ওজন
Ο গ) জড়তা
Ο ঘ) বিস্তৃতি
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. কোন ক্ষেত্রে ব্যাপন অসম্ভব?
Ο ক) কঠিন-তরল
Ο খ) তরল-তরল
Ο গ) গ্যাসীয়-গ্যাসীয়
Ο ঘ) কঠিন-কঠিন
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. কোন মিশ্রণের উপাদানগলোর অস্তিত্ব বাইরে থেকে দেখা যায়?
Ο ক) সমসত্ত্ব মিশ্রণ
Ο খ) অসমসত্ত্ব মিশ্রণ
Ο গ) সম্পূর্ণ মিশ্রণীয় তরল যুগল
Ο ঘ) তরল-তরল দ্রবণ
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. একটি পরীক্ষানলে একটি পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক নিয়ে তাতে পানি যোগ করার ১০ মিনিট পর-
i. পরীক্ষানলের পুরো পানি গাঢ় বেগুনি বর্ণ ধারণ করবে
ii. পরীক্ষানলের পুরো পানি হালকা বেগুনি বর্ণ ধারণ করবে
iii. পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিকের কোনো অস্তিত্ব থাকবে না।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১০. কোন অবস্থায় পদার্থের কণাগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) প্লাজমা
 সঠিক উত্তর: (ক)

 ১১১. মোম একটি-
Ο ক) কার্বোহাইড্রেট
Ο খ) অজৈব যৌগ
Ο গ) জ্বালানি
Ο ঘ) জৈব যৌগ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. কোনো গ্যাসের পাত্র থেকে চাপের প্রবাবে পাত্রের ছিদ্র পথে গ্যাসের সজোরে একমুখী বের হওয়াকে কী বলে?
Ο ক) Ingrared
Ο খ) Vibration
Ο গ) Diffusion
Ο ঘ) Effusion
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থাকে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) প্লাজমা
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. অণুসমূহের কোনটির মান বেশি হলে পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?
Ο ক) আন্তঃআণবিক শক্তি
Ο খ) স্থিতিশক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) আন্তঃপারমাণবিক শক্তি
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন অধিক মাত্রায় সংকোচনশীল?
Ο ক) গ্যাসীয়
Ο খ) তরল
Ο গ) কঠিন
Ο ঘ) কেলাস
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. কখন তরল পদার্থের বাষ্পচাপ উপরস্থ বায়ুমন্ডলীয় চাপের সমান হয়?
Ο ক) গলনাঙ্কে
Ο খ) হিমাঙ্কে
Ο গ) বাষ্পীভবনে
Ο ঘ) স্ফুটনাঙ্কে
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. তিন অবস্থাতেই পদার্থের কণাগুলো?
Ο ক) স্থির
Ο খ) গতিশলী
Ο গ) সমানভাবে গতিশীল
Ο ঘ) কখনো স্থির কখনো গতিশীল
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. গলনাঙ্ক ও সফুটনাঙ্কের ক্ষেত্রে-
Ο ক) চাপ ও তাপমাত্রা নির্দিষ্ট থাকে
Ο খ) চাপ ও ঘনমাত্রা নির্দিষ্ট থাকে
Ο গ) তাপমাত্রা ও আয়তন নির্দিষ্ট থাকে
Ο ঘ) চাপ ও আয়তন নির্দিষ্ট থাকে
 সঠিক উত্তর: (ক)

 ১১৯. I atm চাপে যে তাপমাত্রায় কোনো তরল গ্যসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে কী বলে?
Ο ক) গলনাঙ্ক
Ο খ) হিমাঙ্ক
Ο গ) স্ফুটনাঙ্ক
Ο ঘ) আপেক্ষিক তাপ
 সঠিক উত্তর: (গ)

 ১২০. বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে কী বলে?
Ο ক) গ্যাসের গতিশক্তি
Ο খ) গ্যাসের আন্তঃআণবিক শক্তি
Ο গ) গ্যাসের চাপ
Ο ঘ) গ্যাসের স্থিতিশক্তি
 সঠিক উত্তর: (গ)

 ১২১. পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগে, কারণ পাহাড়ের চূড়ায়-
Ο ক) বায়ুর চাপ বেশি
Ο খ) বায়ুর চাপ কম
Ο গ) বায়ুর আর্দ্রতা কম
Ο ঘ) বায়ুর আর্দ্রতা বেশি
 সঠিক উত্তর: (ক)

 ১২২. পদার্থের অণুসমূহের মধ্যে বিদ্যমান ফাঁকা স্থানকে কী বলা হয়?
Ο ক) আন্তঃআণবিক ফাঁকা স্থান
Ο খ) আন্তঃপারমাণবিক ফাঁকা স্থান
Ο গ) অন্তঃআণবিক ফাঁকা স্থান
Ο ঘ) অন্তঃপারমাণবিক ফাঁকা স্থান
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?
Ο ক) CaCI2
Ο খ) কঠিন CO2
Ο গ) NaCI
Ο ঘ) MgCI2
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?
Ο ক) তুঁতে
Ο খ) বালি
Ο গ) ইথার
Ο ঘ) লবণ
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. পদার্থসমূহের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে-
Ο ক) পদার্থের গঠনের উপর
Ο খ) পদার্থের ভৌত অবস্থার উপর
Ο গ) পদার্থের রাসায়নিক অবস্থার উপর
Ο ঘ) পদার্থের গঠন ও ভৌত অবস্থার উপর
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৬. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. পদার্থের গলন ও স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
ii. ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার বৃদ্ধি পায়
iii.NH4CI ও কঠিন CO2 উর্ধ্বপাতিত পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. কোনো পদার্থের অণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে কী বলা হয়?
Ο ক) আন্তঃপারমাণবিক আকর্ষণ বল
Ο খ) আন্তঃআয়নিক আকর্ষণ বল
Ο গ) আন্তঃআণবিক আকার্ষণ বল
Ο ঘ) আন্তঃনিউক্লিয়ার আকর্ষণ বল
 সঠিক উত্তর: (গ)

 ১২৮. উর্ধ্বপাতন পদার্থকে গ্যাসীয় অবস্থান থেকে কঠিনে পরিণত করা যায়?
Ο ক) বাষ্পীভবন প্রক্রিয়ার দ্বারা
Ο খ) স্ফুটন প্রক্রিয়ার দ্বারা
Ο গ) শীতলীকরণ প্রক্রিয়ার দ্বারা
Ο ঘ) তরলীকরণ প্রক্রিয়ার দ্বারা
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. মিশ্রণের জন্য প্রযোজ্য-
i. দুই বা ততোধিক পদার্থকে যেকোনো অনুপাতে একত্রে মেশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে
ii. মিশ্রণ সাধারণত দু’প্রকার
iii. অক্সিজেন বায়ুর একটি উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩০. CNG এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) Compressed Natural Gas
Ο খ) Compressed Neutral Gas
Ο গ) Compressed Nitrozen Gas
Ο ঘ) Compressed Neon Gas
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. নিচের বিবৃতিগুলো লক্ষ কর-
i. কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই
ii. তরল পদার্থের আয়তন আছে
iii. গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. মোমের দহনে উৎপন্ন হয়-
i. কার্বন ডাই অক্সাইড
ii. জলীয় বাষ্প
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরনের পরিবর্তন হয়?
Ο ক) ভৌত পরিবর্তন
Ο খ) রাসায়নিক পরিবর্তন
Ο গ) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন
Ο ঘ) কোনো পরিবর্তন হয় না
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) উর্ধ্বপাতন
Ο গ) ব্যাপন
Ο ঘ) নি:সরণ
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করে উষ্ণতা বাড়ালে কী ঘটে?
Ο ক) আয়তন সংকুচিত হয়
Ο খ) কণাগুলোর কম্পন ক্রমশঃ তীব্রতর হয়
Ο গ) কণাসমূহের মধ্যকার আকর্ষণ বল বেড়ে যায়
Ο ঘ) কণাগুলোর গতিশক্তি হ্রাস পায়
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসের অণুসমূহ-
Ο ক) উচ্চ চাপ থেকে নিম্নচাপের অঞ্চলে যায়
Ο খ) নিম্ন চাপ থেকে উচ্চ চাপ অঞ্চলে যায়
Ο গ) অনেক বড় ছিদ্র পথে বের হয়
Ο ঘ) স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যায়
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. গন্ধ বের হয়ে কোন প্রক্রিয়ায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে-
Ο ক) ব্যাপন
Ο খ) নিঃসরণ
Ο গ) পরিস্রাবণ
Ο ঘ) মিশ্রণ
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?
Ο ক) কম যায়
Ο খ) বেড়ে যায়
Ο গ) অপরিবর্তিত
Ο ঘ) সামান্য কমে যায়
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. বেলুনের ভেতরে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে?
Ο ক) চাপ বাড়ে
Ο খ) পানি
Ο গ) অ্যামোনিয়া
Ο ঘ) হাইড্রোজেন
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. 1000C তাপমাত্রায় পানিতে তাপ দিলে কী ঘটবে?
Ο ক) পানির তাপমাত্রা স্থির থাকবে এবং পনি বাষ্পে পরিণত হবে
Ο খ) পানির তাপমাত্রা বাড়বে
Ο গ) পানির তাপমাত্রা ও ভৌত অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না
Ο ঘ) পানির তাপমাত্রা বাড়বে এবং পানি বাষ্পে পরিণত হবে
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. চাপ প্রয়োগে কোন পদার্থের কণাসমূহের গতিশক্তি-
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) সামান্য হ্রাস পায়
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. নিচের কোনটি ভৌত পরিবর্তন?
Ο ক) মোম জ্বালানো
Ο খ) চিনি ও পানির দ্রবণ
Ο গ) পানির তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ) লোহার মরিচা পড়া
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ করো-
i. তামা একটি ধাতু
ii. পানি একটি মৌলিক পদার্থ
iii. নাইট্রোজেন অধাতু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. তরল পদার্থের-
i. নির্দিষ্ট আয়তন নেই আকার আছে
ii. নির্দিষ্ট আয়তন আছে আকার নেই
iii. অণুসমূহের মধ্যবর্তী দূরত্ব গ্যাসীয় পদার্থের চাইতে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. নিচের কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?
Ο ক) CaCI2
Ο খ) কঠিন CO2
Ο গ) CO2
Ο ঘ) CO
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. মোম যখন জ্বলতে থাকে তখন কোন অবস্থা প্রাপ্ত হয়-
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) তিনটি অবস্থাই একসাথে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. আয়োডিন উদ্বায়ী কারণ-
i. I2 অপোলার অণু
ii. তরল ভৌত অবস্থা থাকে না
iii. অধিক তাপমাত্রায় কঠিন পদার্থ হতে বায়বীয় পদার্থে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. গলনাঙ্কের ক্ষেত্রে-
i. যে তাপমাত্রায় কঠিন হতে তরলে সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
ii. বরফের গলনাঙ্ক 00C
iii. গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে নিচের তথ্যসমূহ দেখ-
i. পানির গলনাঙ্ক 00C
ii. সাধারণ লবণের গলনাঙ্ক 8010C
iii. পানির স্ফুটনাঙ্ক 1000C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii, ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫০. কখন প্রতিটি বিশুদ্ধ কঠিন ও তরল পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্থির?
Ο ক) স্থির তাপমাত্রায়
Ο খ) স্থির চাপে
Ο গ) স্থির চাপ ও তাপমাত্রায়
Ο ঘ) স্থির চাপ ও তাপমাত্রায় নয়
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post