এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (২)

Posted by: | Published: Saturday, December 10, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ভারতে বড় লাট লর্ড কার্জন কত সালে বাংলা ত্যাগ করেন?
Ο ক) ১৮৫৩ সালের ১৬ অক্টোবর
Ο খ) ১৯০৩ সালের ১৬ অক্টোবর
Ο গ) ১৯০৪ সালের ১৬ অক্টোবর
Ο ঘ) ১৯০৫ সালের ১৬ অক্টোবর
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. কোন বিপ্লবী নেতা চট্টগ্রাম স্বাধীন সরকার গঠন করেন?
Ο ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
Ο খ) মাস্টারদা সূর্যসেন
Ο গ) ক্ষুদিরাম
Ο ঘ) নরেন গুপ্ত
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. হতাশ হয়ে সুভাষ কংগ্রেস ছেড়ে কোন দল গঠন করেছেন?
Ο ক) ফরওয়ার্ড ব্লক দল
Ο খ) শ্রমিক দল
Ο গ) স্বদেশী দল
Ο ঘ) বিদ্রোহী দল
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. কেন বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয়?
Ο ক) পাকিস্তান রাষ্ট্র গঠন করার জন্য
Ο খ) হিন্দুস্থান গঠন করার জন্য
Ο গ) অখণ্ড স্বাধীন ও সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠনের জন্য
Ο ঘ) অখণ্ড স্বাধীন পাঞ্জাব রাষ্ট্র গঠনের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. আতিক বলে যে, ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ দিবসদ্বয় গুরুত্বপূর্ণ-
i. পাকিস্তানের স্বাধীনতার জন্য
ii. ভারতের স্বাধীনতার জন্য
iii. বাংলাদেশের স্বাধীনতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব ঔদ্ধত্যপূর্ণ আচরণ সিপাহীদের মধ্যে কেমন অবস্থা সৃষ্টি হয়েছিল?
Ο ক) বিদ্রোহের আগুন জ্বলে ওঠেছিল
Ο খ) ভীতির সঞ্চার হয়েছিল
Ο গ) আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল
Ο ঘ) সৈনিক যোগদানে অনিহা তৈরি হয়েছিল
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. বাংলা পেসিডেন্সিতে কত লোকের বসবাস ছিল?
Ο ক) উপমহাদেশের এক-তৃতীয়াংশ
Ο খ) উপমহাদেশের দুই-তৃতীয়াংশ
Ο গ) অগণিত লোকের বসবাস ছিল
Ο ঘ) পঞ্চাশ কোটি
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. বঙ্গভঙ্গের কারণ হিসেবে সমর্থনযোগ্য-
i. প্রশাসনিক
ii. আর্থসামাজিক
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. নিচের কোন উপাধিটি বরীন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন ?
Ο ক) ঠাকুর
Ο খ) কিংবদন্তি
Ο গ) নাইট
Ο ঘ) জুলি ও কুরী
 সঠিক উত্তর: (গ)

 ৬০. কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না?
Ο ক) স্বত্ববিলোপ
Ο খ) সতীত্ব লোপ
Ο গ) অধিক লোপ
Ο ঘ) কর্তব্য লোপ
 সঠিক উত্তর: (ক)

 ৬১. ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। এটি কোন আন্দোলনের শর্ত ছিল?
Ο ক) স্বদেশী আন্দোলন
Ο খ) খিলাফত ও অসহযোগ আন্দোলন
Ο গ) স্বরাজ আন্দোলন
Ο ঘ) সশস্ত্র বিদ্রোহী আন্দোলন
 সঠিক উত্তর: (খ)

 ৬২. কেন অহিংস আন্দোলন সহিংস আন্দোলনের রূপ নেয়?
Ο ক) জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পেয়ে
Ο খ) কংগ্রেস নেতৃবৃন্দের গ্রেফতারের খবরে
Ο গ) ব্রিটিশদের অর্থ লুট করার জন্য
Ο ঘ) ব্রিটিশদের ভাইসরয়কে হত্যা করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন যেসব ঘটনার মধ্য দিয়ে প্রকাশ্যে চলে আসতে থাকে-
i. বিভিন্ন অঞ্চলে অতর্কিত বোমা হামলা
ii. উচ্চপদস্থ সরকারি কর্মচারী হত্যা
iii. গেরিলা পদ্ধতিতে খণ্ডযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করেন-
i. সাম্প্রদায়িক দাঙ্গার কারণে
ii. দেশ বিভাগের কারণে
iii. হিন্দু-মুসলিম সম্পর্কের মারাত্মক অবনতি ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় এসে উপমহাদেশের যে কার্য সম্পাদন করেছে-
i. রাজনৈতিক নিপীড়ন
ii. অর্থনীতিকে শোষণ
iii. সামাজিক বৈষম্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. লর্ড মাউন্টব্যটন যেভাবে ভারত বিভক্তির সিদ্ধান্ত গ্রহণ করেন-
i. কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে
ii. গান্ধীজী ও জিন্নাহর সঙ্গে আলোচনার মাধ্যমে
iii. স্বরাজ ও ফরায়েজি আন্দোলনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. কখন ইংরেজ শাসনের অবসান ঘটে?
Ο ক) ১৯৪৫ সালে
Ο খ) ১৯৪৬ সালে
Ο গ) ১৯৪৭ সালে
Ο ঘ) ১৯৪৮ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. মুসলিম লীগ সন্তোষ প্রকাশ করে কেন?
Ο ক) ভারত দাবি মেনে নেওয়ায়
Ο খ) পাকিস্তান দাবি মেনে নেওয়ায়
Ο গ) বাংলাদেশ দাবি মেনে নেওয়ায়
Ο ঘ) তুরস্ক দাবি মেনে নেওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. বেঙ্গল প্যাক্ট অকার্যকর হলে কাদের ঐক্যের সম্ভবনা ব্যাহত হয়?
Ο ক) হিন্দু-মুসলিম
Ο খ) হিন্দু-খ্রিস্টান
Ο গ) হিন্দু-বৌদ্ধ
Ο ঘ) বৌদ্ধ-খ্রিস্টান
 সঠিক উত্তর: (ক)

 ৭০. ১৮৫৭ সালের ২৯ মার্চ বন্দুকের গুলি ছুড়ে একটি বিদ্রোহের সূচনা হয়। এ বিদ্রোহ সম্পর্কে প্রযোজ্য বক্তব্য হলো-
i. মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সূচনা করে
ii. প্রথম পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সূচনা হয়
iii. ক্ষুদিরাম এ বিদ্রোহে প্রাণ দেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭১. ৩ জুন ভারত বিভক্তির ঘোষণায় বাংলা ও পাঞ্জাব ভাগের পরিকল্পনা করেন কে?
Ο ক) বড় লাট
Ο খ) মহাত্মা গান্ধী
Ο গ) লর্ড মাউন্টব্যাটন
Ο ঘ) মুজিবুর রহমান
 সঠিক উত্তর: (গ)

 ৭২. ভারতের মুসলমানরা খিলাফত আন্দোলনের ডাক দেন কেন?
Ο ক) ভারতের খিলাফত আনয়ন করার জন্য
Ο খ) খিলাফত প্রথাকে বর্জন করার জন্য
Ο গ) তুরস্কের সুলতানকে রক্ষা করার জন্য
Ο ঘ) মক্কায় খিলাফত স্থানান্তিরত করার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. মাস্টারদা সূর্য সেন-এর নেতৃত্ব গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে ছিল-
i. চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন
ii. স্বাধীন চিটাগাঙ সরকার-এর ঘোষণা
iii. চিটাগাঙ রিপাবলিকান আর্মি গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. সিপাহী বিদ্রোহের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি?
Ο ক) অতিরিক্ত কর ধার্য
Ο খ) স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস
Ο ঘ) রাজনৈতিক প্রতিষ্ঠান নির্মাণে বাঁধা
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. বঙ্গভঙ্গের অন্যতম আর্থ-সামাজিক কারণ হচ্ছে-
i. পূর্ব বাংলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
ii. পূর্ব-বাংলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন
iii. পূর্ব-বাংলার লোকদের কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. চট্টগ্রামের বিপ্লবীদের পাশাপাশি কলকাতার কোন দল যথেষ্ট সক্রিয় ছিল?
Ο ক) বিজেপি
Ο খ) যুগান্তর দল
Ο গ) পিপলস পার্টি
Ο ঘ) ওয়াকার্স পার্টি
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. ১৯৪৬ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কোন বিদ্রোহ দেখা দেয়?
Ο ক) সেনা বিদ্রোহ
Ο খ) নৌ বিদ্রোহ
Ο গ) বিমান বিদ্রোহ
Ο ঘ) সৈনিক বিদ্রোহ
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. আজাদ হিন্দু ফৌজের অগ্রযাত্রা ব্যাহত হয়-
i. জাপান মিত্রবাহিনীর নিকট পরাজিত হওয়ায়
ii. জাপান রেঙ্গুন ত্যাগ করায়
iii. ইতালি মিত্রবাহিনীর নিকট পরাজিত হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. ১৪ আগষ্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট হিন্দুস্তান নামে কীভাবে দুটি রাষ্ট্রের জন্ম হয়?
Ο ক) দ্বি-জাতি তত্ত্বের বাস্তব পরিণতি
Ο খ) সোস্যালিস্ট রিপাবলিক এর মাধ্যমে
Ο গ) মুসলিম লীগের মাধ্যমে
Ο ঘ) স্বতন্ত্র রাষ্ট্র গঠনের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৮০. সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয় কেন?
Ο ক) ভারত বিভক্তির জন্য
Ο খ) স্বাধীন ডোমিনিয়ন প্রতিষ্ঠার জন্য
Ο গ) দুই দেশের সীমানা নির্ধারণের জন্য
Ο ঘ) ভারতীয়দের ক্ষমতা অর্পণ করার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৮১. ইংরেজ সরকার গোপীনাথকে ফাঁসি দেয়-
i. একজন ইংরেজকে হত্যা করায়
ii. কলকাতার পুলিশ কমিশনারকে হত্যা করায়
iii. একজন ব্রিটিশকে হত্যা করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮২. উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল কোথায়?
Ο ক) ঢাকায়
Ο খ) কলকাতায়
Ο গ) বাংলা প্রেসিডেন্সিতে
Ο ঘ) বিহারে
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. আসিফ বলেন, মুঘল সম্রাটকে সিপাহী বিদ্রোহের সময় রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এখানে কোন বিদ্রোহের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) তিতুমীরের বিদ্রোহ
Ο খ) মীর জাফরের বিদ্রোহ
Ο গ) সিপাহী বিদ্রোহ
Ο ঘ) নীল বিদ্রোহ
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্প্রদায় খুশি হয়?
Ο ক) মুসলমান
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. ছাত্রসমাজ রাজনীতি সচেতন হয়ে ওঠে কীভাবে?
Ο ক) স্বদেশী বয়কট আন্দোলনের মাধ্যমে
Ο খ) ভূমিব্যবস্থার মাধ্যমে
Ο গ) পুলিশি অত্যাচারের মাধ্যমে
Ο ঘ) আন্দোলনের সাথে ছাত্রসমাজ যুক্ত হওয়ার মাধ্যমে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে শেষ হয় যেভাবে-
i. জনগণের সচেতনতা
ii. ভালোবাসার মধ্যে দিয়ে
iii. সংগ্রাম ও আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. বাংলায় ইতিহাসের কিসের প্রভাব ছিল সুদূরপ্রসারী-
Ο ক) বঙ্গভঙ্গের
Ο খ) বঙ্গভঙ্গরদের
Ο গ) স্বদেশী আন্দোলনের
Ο ঘ) অসহযোগ আন্দোলনের
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. ১৯৪৩ সালের সর্বনাশা দুর্ভিক্ষের কত লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়?
Ο ক) প্রায় ৩০ লাখ
Ο খ) প্রায় ৩৫ লাখ
Ο গ) প্রায় ৪০ লাখ
Ο ঘ) প্রায় ৪৫ লাখ
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. কৃষকগণ যাদের তীব্র শোষণের শিকার হন-
i. জমিদারদের
ii. রাজস্ব আদায়কারীদের
iii. মহাজনদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯০. বঙ্গভঙ্গের ফলে-
i. হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট হয়
ii. পরস্পরেকে শত্রু ভাবতে শুরু করে
iii. অবিশ্বাস বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. খিলাফত আন্দোলনের দাবির সাথে সাদৃশ্য রয়েছে-
i. তুরস্কের খলিফার পদ সমুন্নত রাখতে হবে
ii. খলিফাকে সবাই কর দিতে হবে
iii. খলিফার সাম্রাজ্য অক্ষুণ্ন রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯২. খিলাফত আন্দোলন দুর্বল হয়ে পড়ার যথার্থ কারণ হলো-
i. অসহযোগ আন্দোলন প্রত্যাহার
ii. স্বরাজ আন্দোলন প্রত্যাহার
iii. বেঙ্গল প্যাক্ট প্রত্যাহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. আফজাল অখণ্ড বাংলার প্রস্তাবকারী দুজন নেতার কথা বলেন। এখানে কোন দুজন নেতার কথা বলা হয়েছে?
Ο ক) শরৎচন্দ্র বসু ও হোসেন শোহরাওয়ার্দী
Ο খ) মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী
Ο গ) আবুল হাশিম ফজলুর রহমান ও মোহাম্মদ আলী
Ο ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. কত সালে মহাত্মা গান্ধী অসযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
Ο ক) ১৯২২
Ο খ) ১৯২৪
Ο গ) ১৯২৮
Ο ঘ) ১৯৩০
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. খিলাফত ও অসযোগ আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ বলা যায়-
i. হিন্দু-মুসলিম সম্প্রীতির রাজনৈতিক আবহাওয়া সৃষ্টি
ii. হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ আন্দোলন
iii. ব্রিটিশ বিভেদ ও শাসন নীতি ব্যর্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. মাহফুজ বলেন যে, ১৪ আগষ্ট ১৯৪৭ সালে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্র জন্মলাভ করে। এখানে কোন রাষ্ট্রের কথা বলা হয়েছে?
Ο ক) ভারত
Ο খ) পাকিস্তান
Ο গ) ইংল্যান্ড
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. স্বরাজ পার্টির সম্পাদক হিসেবে নিচের কোন ব্যক্তির নামটি অধিক যুক্তিযু্ক্ত?
Ο ক) চিত্তরঞ্জন দাস
Ο খ) সি আর দাস
Ο গ) মহাত্মা গান্ধী
Ο ঘ) মতিলাল নেহেরু
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের পটভূমি কেন রচিত হয়েছে?
Ο ক) ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যের জন্য
Ο খ) পাকিস্তানি সৈনিকদের প্রতি বৈষম্যের জন্য
Ο গ) ব্রিটিশ সৈনিকদের প্রতি বৈষম্যের জন্য
Ο ঘ) নারী-পুরুষের বৈষম্যের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা ৫৫ ভাগ চাকরি সংরক্ষিত থাকবে। কথাটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) সিমলা চুক্তির
Ο খ) বাংলা চুক্তির
Ο গ) ইংরেজ চুক্তির
Ο ঘ) পাকিস্তানি চুক্তির
 সঠিক উত্তর: (খ)

 ১০০. বসু-সোহরাওয়ার্দী চুক্তির অন্যতম গুরুত্ব কোনটি?
Ο ক) পাকিস্তান রাষ্ট্রের সূচনা
Ο খ) সার্বভৌম বাংলা প্রতিষ্ঠা
Ο গ) হিন্দুস্থান নামক রাষ্ট্রের সূচনা
Ο ঘ) কেরালা রাষ্ট্রের প্রতিষ্ঠা
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon