এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (২)

Posted by: | Published: Thursday, December 08, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. নওয়াব আব্দুল লতিফ কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮২৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮২৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮২৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ৫২. সুমন বলেন যে, ফরায়েজি আন্দোলনে প্রজাদেরকে অত্যাচার থেকে রক্ষা করার জন্য একটি বাহিনী করা হয়েছিল। এই বাহিনী ছিল-
i. লাঠিয়াল বাহিনী
ii. জালালউদ্দিন মোল্লার নেতৃত্বাধীন বাহিনী
iii. সাজোয়া বাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. জালাল উদ্দিন মোল্লা কার আমলের লাঠিয়াল ছিলেন?
Ο ক) দুদু মিয়া
Ο খ) তিতুমীর
Ο গ) শরীয়ত উল্লাহ
Ο ঘ) সৈয়দ আহমদ
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে-
i. অগাধ পাণ্ডিত্য
ii. প্রখর স্মৃতিশক্তি
iii. তেজস্বীয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. ফরায়েজি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল-
i. ধর্মীয় অনাচার দূর
ii. ব্রিটিশবিরোধী মনোভাব সৃষ্টি
iii. নীলকরদের নস্যাৎ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ কার প্রকৃত নাম?
Ο ক) শরীয়ত উল্লাহ
Ο খ) দুদু মিয়া
Ο গ) সৈয়দ আহমদ
Ο ঘ) তিতুমীর
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. কর্মজীবনে প্রবেশের সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসে মনোযোগী হন?
Ο ক) ধর্মচর্চায়
Ο খ) ধর্মপ্রচারে
Ο গ) রাজনীতি চর্চায়
Ο ঘ) সাহিত্যচর্চায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল কী?
Ο ক) শেরশাহ
Ο খ) আহমদ শাহ
Ο গ) ফিরোজ শাহ
Ο ঘ) মজনু শাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. ফরায়েজি আন্দোলন দুর্বল হওয়ার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) হাজী শরীয়াতুল্লাহর মৃত্যু
Ο খ) দুদু মিয়ার মৃত্যু
Ο গ) যুদ্ধে পরাজয়
Ο ঘ) যোগ্য নেতৃত্বের অভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না কার?
Ο ক) রাজা রামমোহন রায়ের
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
Ο গ) হাজী শরীয়াতুল্লাহর
Ο ঘ) তিতুমীরের
 সঠিক উত্তর: (খ)

 ৬১. নীলচাষে কৃষকরা রাজি না হলে কী করা হতো?
Ο ক) মামলা
Ο খ) মকদ্দমা
Ο গ) যুদ্ধ
Ο ঘ) অত্যাচার
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. ‘মনজারাতুল আদিয়ান’ গ্রন্থটি কে রচনা করেন?
Ο ক) আল ইয়াকুবী
Ο খ) আল মুকাদ্দাসী
Ο গ) আল খারেজমী
Ο ঘ) রাজা রামমোহন রায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. ইস্ট ইন্ডিয়া কোন ধরনের পত্রিকা?
Ο ক) দৈনিক
Ο খ) সাপ্তাহিক
Ο গ) পাক্ষিক
Ο ঘ) মাসিক
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজের উপাসনালয় প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৩১
Ο গ) ১৮৩২
Ο ঘ) ১৮৩৩
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. তিতুমীরের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম মহত্ব ছিল-
i. দেশপ্রেম জাগ্রতকরণ
ii. অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো
iii. স্বাধীনতা পথ সুগম করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. ব্রিটিশরা নীলচাষে আগ্রহী হয়, কারণ-
i. লাভজনক ব্যবসা
ii. নীলের চাহিদা প্রচুর
iii. কৃষকরে প্রচুর লাভের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. মীর নিসার আলী কোন ব্যক্তির প্রকৃত নাম?
Ο ক) তিতুমীর
Ο খ) আব্দুল লতিফ
Ο গ) শরীয়তউল্লাহ
Ο ঘ) দুদু মিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অসাধারণ যুগপ্রবর্তক মহাপুরুষ। কথাটি বিশ্লেষণ করলে দাড়াঁয়-
i. অসাধারণ মেধা ও অধ্যবসায়ের গুণে গুণাণ্বিত ছিলেন
ii. গদ্য সাহিত্যকে নবজীবনে দান করে নতুন যুগের সৃষ্টি করেন
iii. গদ্য সাহিত্যের জনক হিসেবে বাংলা সাহিত্যে এক নতুন অধ্যায়ের যোগ সাধন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮৯০
Ο খ) ১৮৯১
Ο গ) ১৮৯২
Ο ঘ) ১৮৯৩
 সঠিক উত্তর: (খ)

 ৭০. হাজী শরীয়তুল্লাহ কর্তৃক ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) ফকির বিদ্রোহ
Ο খ) সন্ন্যাসী বিদ্রোহ
Ο গ) ফরায়েজি আন্দোলন
Ο ঘ) কুসংস্কারবোধ আন্দোলন
 সঠিক উত্তর: (গ)

 ৭১. সৈয়দ আমীর আলী মুসলমানদের রাজনৈতিক ভাবেও সচেতন করতে চেয়েছেন। এ ক্ষেত্রে কোনটি অধিক উপযাগী?
Ο ক) The spirit of Islam নামক গ্রন্থ প্রণয়ন
Ο খ) A short History of the Saracens রচনা
Ο গ) কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা চালু
Ο ঘ) কলকতার Central Mohamedan Association নামে সমিতি গঠন
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. তারিন আধুনিক ভারতের রূপকারের কথা বলেন যিনি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। তারিন এখানে কার কথা উল্লেখ করেছে?
Ο ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο খ) রাজা রামমোহন রায়
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. ফকির-সন্ন্যাসীরা কীভাবে জীবিকা নিবার্হ করত?
Ο ক) ভিক্ষাবৃত্তির মাধ্যমে
Ο খ) কৃষিকাজের মাধ্যমে
Ο গ) ব্যবসার মাধ্যমে
Ο ঘ) ঝাড়ফুকেঁর মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. তিতুমীরের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) লাঠিয়াল বাহিনী গঠন
Ο খ) ব্রিটিশবিরোধী আন্দোলন
Ο গ) ওয়াহাবি আন্দোলন
Ο ঘ) যুক্তফ্রন্ট আন্দোলন
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. দুদু মিয়া কর্তৃক বাহিনী গঠন করার উদ্দেশ্য ছিল-
i. জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ
ii. নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ
iii. ফরায়েজি প্রজাদের অত্যাচার থেকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. শাকিল বলেন যে একজন শাসক ব্রিটিশদের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। শাকিলের বক্তব্যের সাথে মিল পাওয়া যায় নিচের কোন সংস্কারকের?
Ο ক) ক্ষুদিরাম
Ο খ) মজনু শাহ
Ο গ) ঈসা খাঁ
Ο ঘ) তিতুমীর
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. হাজী মুহম্মদ মুহসীনের জন্ম কোথায়?
Ο ক) হুগলি
Ο খ) চব্বিশ পরগনা
Ο গ) বর্ধমান
Ο ঘ) নদীয়া
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. সপ্তম ও অষ্টম শতাব্দীতে কারা বাংলার কৃষকের মুখের হাসি কেড়ে নেয়?
Ο ক) ইংরেজ বণিকরা
Ο খ) ফরাসি বণিকরা
Ο গ) ইতালীয় বণিকরা
Ο ঘ) কানাডিয়ান বণিকরা
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. ফোর্ট উইলিয়াম কলেজের বিখ্যাত পণ্ডিত হিসেবে কোন নামের নিবিড়তা রয়েছে?
Ο ক) ঈশ্বরচন্দ্র
Ο খ) রাজা রামমোহন রায়
Ο গ) কবি নবীন চন্দ্র
Ο ঘ) মাইকেল মধূসূদন দত্ত
 সঠিক উত্তর: (ক)

 ৮০. করিম বলেন যে, একজন বিখ্যাত ব্যক্তি ১৮৫৩ খ্রিস্টাব্দে মুসলমান ছাত্রদের ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক রচনা আয়োজন করেন। করিম কোন ব্যক্তির বিষয় আলোকপাত করছে?
Ο ক) নওয়াব আবদুল লতিফ
Ο খ) তিতুমীর
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) দুদু মিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৮১. ইংরেজ সরকার ফকির-সন্ন্যাসীদের আখ্যায়িত করে-
i. ডাকাত-দস্যু বলে
ii. চোর বলে
iii. ছিনতাইকারী বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮২. ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রকৃতি ছিল-
i. ব্রিটিশবিরোধী
ii. গোঁড়া ধর্মীয় বিরোধী
iii. আধুনিক মনোভাব সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. ‘পার্থেনন’ নামক সাপ্তাহিক পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
Ο ক) ১৮২০
Ο খ) ১৮৩০
Ο গ) ১৮৪০
Ο ঘ) ১৮৫০
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. ইংরেজদের তীব্র শোষণের শিকার হয় কে?
Ο ক) হিন্দু
Ο খ) মুসলমান
Ο গ) মধ্যব্ত্তি শ্রেণি
Ο ঘ) অসহায় কৃষক
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. কাসিম একজন নেতার কথা উল্লেখ করে যিনি ভারতবর্ষকে দারুল হারব বলে ঘোষণা করেন। তার উত্তরসূরী এই আন্দোলনকে পরবরর্তী সময় এগিয়ে নেয়। উক্ত নেতা হলেন-
i. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা
ii. হাজী শরীয়তউল্লাহ
iii. দুদু মিয়ার পিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন কারা?
Ο ক) নবীন মাধব ও বেণী মাধব
Ο খ) বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার
Ο গ) সেখন্দ সর্দার ও ভবানী পাঠক
Ο ঘ) বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
Ο ক) বারাসাতে
Ο খ) নারিকেলবাড়িয়ায়
Ο গ) হুগলিতে
Ο ঘ) নদীয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. মিসেস জামান তাঁর সমাজের উন্নয়নের লক্ষ্যে বেশকিছু গ্রন্থ রচনা করেন। তেমনি নারীজীবনের উন্নয়নের জন্য গ্রন্থ রচনা করেন-
Ο ক) রাজা রামমোহন রায়
Ο খ) বেগম রোকেয়া
Ο গ) সৈয়দ আমীর আলী
Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. সৈয়দ আমীর আলীর A History of Saracens ও The spirit of Islam এর মাধ্যমে সম্পর্ক কীরূপ?
Ο ক) দুটি গ্রন্থের উদ্দেশ্য ভিন্ন
Ο খ) দুইটি গ্রন্থের মূল বক্তব্য একই
Ο গ) দুইটি গ্রন্থেই ইসলামের প্রচারের জন্য লিখিত হয়েছে
Ο ঘ) গ্রন্থ দুইটির একটিতে মুসলমানদের পরিচিতি অপরটিতে ব্রিটিশদের সমর্থন লাভের চেষ্টা হয়েছে 
 সঠিক উত্তর: (খ)

 ৯০. মিসেস জেবুন্নেছার আর কোনো ভাই বোন না থাকায় তাঁর মায়ের সকল সম্পত্তির মালিক হন তিনি। জেবুন্নেছার কোন চরিত্রটিকে সমর্থন করছে?
Ο ক) হাজী মুহম্মদ মুহসীনের বোন
Ο খ) হাজী মুহম্মদ মুহসীনের মা
Ο গ) হাজী মুহম্মদ মুহসীন
Ο ঘ) হাজী মুহম্মদ মুহসীনের কন্যা
 সঠিক উত্তর: (গ)

 ৯১. নীলের বিকল্প কী আবিস্কৃত হয়?
Ο ক) সাদা নীল
Ο খ) কালো নীল
Ο গ) প্রাকৃতিক নীল
Ο ঘ) কৃত্রিম নীল
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. বাংলায় নবজাগরণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও হাত রয়েছে একথা বলার কারণ কী?
i. কিছু উদারচেতা ব্রিটিশ প্রশাসক দেশি ভাষা সাহিত্যের উন্নয়নে উৎসাহ দেখিয়েছেন
ii. নিজেদের প্রয়োজনে এ দেশীয়দের মাঝে পশ্চাত্য ভাবধারায় জ্ঞান বিজ্ঞান প্রসারে সহায়তা করেন
iii. খ্রিষ্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানাও ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. বাংলার ওয়াহাবি সংগঠিত হয়েছিল-
i. তিতুমীরের নেতৃত্বে
ii. হাজী শরীয়াতুল্লাহর নেতৃত্বে
iii. মজনু শাহের নেতৃত্বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. মজনু শাহ কখন ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন?
Ο ক) ১৭৭১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৭২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৭৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৮৭ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. রামমোহন কত সালে মারা যান?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৩৩
Ο গ) ১৮৩৫
Ο ঘ) ১৮৩৭
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. হেনরি লুই ডিরোজিও কত বছর বয়সে মারা যায়?
Ο ক) একুশ
Ο খ) বাইশ
Ο গ) তেইশ
Ο ঘ) চব্বিশ
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. হাজী মুহম্মদ মহসীনের বোন মারা যান কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৮০২
Ο খ) ১৮০৩
Ο গ) ১৮০৪
Ο ঘ) ১৮০৫
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. নীল চাষিরা কত সালে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়েন?
Ο ক) ১৮৪৯ সালে
Ο খ) ১৮৫৯ সালে
Ο গ) ১৮৬৯ সালে
Ο ঘ) ১৮৭৯ সালে
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. করিম মিয়া কয়েকজন লোক যেমন: মুসা শাহ, সোবান শাহ, মজনু শাহ-এর কথা বলেন। যারা একটি আন্দোলনের সাথে জড়িত। এরা কোন আন্দোলনের সাথে জড়িত ছিল?
Ο ক) ফরায়েজি আন্দোলন
Ο খ) ফকির-সন্ন্যাসী আন্দোলন
Ο গ) অসহযোগ আন্দোলন
Ο ঘ) অহিংস আন্দোলন
 সঠিক উত্তর: (খ)

 ১০০. ইংরেজদের শাসক হয়ে ওঠার যথার্থ কারণ হলো-
i. উপমহাদেশের শাসকদের দুর্বলতা
ii. উপমহাদেশের শাসকদের অযোগ্যতা
iii. উপমহাদেশের শাসকদের অদক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon