এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৪)

Posted by: | Published: Tuesday, December 06, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. আলী মর্দান খলজির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল?
Ο ক) সমতা
Ο খ) কঠোরতা
Ο গ) কোমলতা
Ο ঘ) প্রজারঞ্জকতা
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. জাহাঙ্গীর নগর নামটির সাথে সাদৃশ্য রয়েছে?
Ο ক) ঢাকার
Ο খ) চট্রগ্রামের
Ο গ) কুমিল্লার
Ο ঘ) বরিশালের
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. ইলিয়াসশাহী বংশের পতন ঘটে কীভাবে?
Ο ক) ফতেহ শাহের হত্যার মাধ্যমে
Ο খ) বরবক শাহকে ক্ষমতাচ্যূত করার মাধ্যমে
Ο গ) সিকান্দার শাহকে অপসারণের মাধ্যমে
Ο ঘ) বরবক শাহের ষড়যন্ত্রের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. ইলিয়াস শাহ কেমন ছিলেন?
Ο ক) কঠোর
Ο খ) একগুঁয়েমি স্বভাবের
Ο গ) স্বার্থপর
Ο ঘ) নিষ্ঠাবান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৫. ইলিয়াস শাহি এর অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) প্রশাসনিক সংস্কার
Ο খ) রাজস্ব সংস্কার
Ο গ) সৈন্যবাহিনীর পুনর্গঠন
Ο ঘ) সমগ্র বাংলার একত্রীকরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. মুঘল শাসন বেশিদূর বিস্তৃত হতে না পারায় ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) সেনাদের বাধা
Ο খ) বাঙালিদের বাধা
Ο গ) ইংজেরদের বাধা
Ο ঘ) বার ভূইয়াদের বাধা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৭. নুসরাত শাহের উত্তরাধিকারীগণ কেমন ছিলেন?
Ο ক) দক্ষ
Ο খ) যোগ্য
Ο গ) বিচক্ষণ
Ο ঘ) দুর্বল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. বখতিয়ার খলজি কিসে বিশ্বাসী ছিলেন?
Ο ক) কথায়
Ο খ) কাজে
Ο গ) কুসংস্কারে
Ο ঘ) স্বীয় কর্মশক্তিতে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. কেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) আফগানদের দমনের জন্য
Ο খ) রাজ্যবিস্তারের জন্য
Ο গ) অর্থনৈতিক পুনর্গঠনের জন্য
Ο ঘ) সুনাম অর্জনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. সরফরাজ খানের সময় বাংলায় বিশৃঙ্খলা দেখা দেয়। এটি কী প্রমাণ করে?
Ο ক) তিনি অযোগ্য শাসক ছিলেন
Ο খ) অত্যাচারী শাসক ছিলেন
Ο গ) দুর্বল শাসক ছিলেন
Ο ঘ) আরামপ্রিয় শাসক ছিলেন
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. রাজা গণেশ আযম শাহের কী ছিলেন?
Ο ক) নিচু পর্যায়ের কর্মকর্তা
Ο খ) উচ্চ পর্যায়ের নেতা
Ο গ) উচ্চ পদস্থ কর্মকর্তা
Ο ঘ) উচ্চ পদ্স্থ আমাত্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬২. ১৪৮৭-১৪৯৩ পর্যন্ত ‘ক’ বংশীয়রা বাংলা শাসন করছিল। ‘ক’ কোনটিকে সমর্থন করছে?
Ο ক) হুসেনশাহী
Ο খ) ইলিয়াসশাহী
Ο গ) গণেশী
Ο ঘ) হাবসী
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৩. দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ইলিয়াস শাহ কোথায় আশ্রয় গ্রহণ করেন?
Ο ক) বসকোট দুর্গে
Ο খ) একডালা দুর্গে
Ο গ) শিয়ালকোট দুর্গে
Ο ঘ) কাশিমপুর দুর্গে
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. আলাউদ্দিন হুসেন শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৫১৯
Ο খ) ১৫২০
Ο গ) ১৫২১
Ο ঘ) ১৫২২
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. লখনৌতিতে রাজধানী স্থানান্তরিত হওয়ায় কী সুবিধা হয়েছিল?
Ο ক) সাম্রাজ্যের পতন হ্রাস
Ο খ) সুষ্ঠ শাসনব্যবস্থা প্রবর্তন
Ο গ) বিদ্রোহ দমন
Ο ঘ) মহামারীর কবল থেকে রক্ষা
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. ইওয়াজ খলজির শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) বিভিন্ন সংস্কার সাধন
Ο খ) কঠোরতা
Ο গ) অর্থনৈতিক সমৃদ্ধি
Ο ঘ) স্বেচ্ছাচারিতা
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. ইওয়াজ খলজি কত বছর বাংলার সুলতান ছিলেন?
Ο ক) ১৪ বছর
Ο খ) ১৫ বছর
Ο গ) ১৬ বছর
Ο ঘ) ১৭ বছর
 সঠিক উত্তর: (খ)

 ১৬৮. বখতিয়ার খলজির বাংলা আক্রমণের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) হঠাৎ আক্রমণ
Ο খ) ধীরগতিতে আক্রমণ
Ο গ) কামানের মাধ্যমে আক্রমণ
Ο ঘ) সামনা সামনি আক্রমণ
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. নবাবের সাথে কাদের যুদ্ধ বাধে?
Ο ক) ইংরেজদের
Ο খ) পাকিস্তানিদের
Ο গ) বাঙালিদের
Ο ঘ) ভারতীয়দের
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক প্রতিষ্ঠিত শহরের নাম কী?
Ο ক) কাজিপুর
Ο খ) সফিপুর
Ο গ) হাজীপুর
Ο ঘ) জয়পুর
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. আসামের রাজা মুঘলদের বিরুদ্ধে শত্রুতা করতে সাহস পায়নি-
i. শায়েস্তা খানের ভয়ে
ii. আওরঙ্গজেবের ভয়ে
iii. শায়েস্তা খানের সামরিক যোগ্যতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. তুঘরিলের রাজ্য জয়ের ক্ষেত্রে যুক্তিযুক্ত-
i. উত্তর বাংলা
ii. দক্ষিণ বাংলা
iii. ফরিদপুরের কিছু অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. রুকনউদ্দিন বরবকের অন্যতম স্থাপত্য কৃতিত্ব হচ্ছে-
i. দাখিল দরওয়াজা
ii. মীর্জাগঞ্জের মসজিদ
iii. তারুদ-আল-বুলখান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. গিয়াসউদ্দীনের উপাধির ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) আজম শাহ
Ο গ) মুবারক শাহ
Ο ঘ) ফিরোজ শাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. সুজার শাসনকাল কেমন ছিল?
Ο ক) অস্থির
Ο খ) বিশৃঙ্খল
Ο গ) সংঘাতময়
Ο ঘ) শান্তিপূর্ণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. আরসালান খানের পর বাংলার শাসনকর্তা হন কে?
Ο ক) ইউজবক
Ο খ) ওমর খান
Ο গ) তাজউদ্দিন
Ο ঘ) তাতার খান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. ইসলাম খানের নিকট বার ভুঁইয়ারা আনুগত্য স্বীকার করে। কারণ-
i. মুঘলদের প্রতি তাঁরা ভীত ছিল
ii. মূসা খান আত্মসমর্পণ করেছিল
iii. সোনারগাঁ মুঘলদের অধীনে ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. বখতিয়ার খলজি বাংলায় অনেক মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেন কেন?
Ο ক) ইসলাম ধর্ম প্রচারের জন্য
Ο খ) জনগণের উপকারের জন্য
Ο গ) মুসলিম সংস্কৃতি বিকাশের জন্য
Ο ঘ) মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১৭৯. সিরাজউদ্দৌলার যুদ্ধে পরাজিত হওয়ার কারণ হলো-
i. অদূরদর্শিতা
ii. সেনাপতির বিশ্বাসঘাতকতা
iii. ইংরেজদের রণকৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮০. কুতুবদ্দিন আইবেক-এর দরবার কোথায় ছিল?
Ο ক) গজনী
Ο খ) সুবর্ণগ্রাম
Ο গ) কলকাতা
Ο ঘ) দিল্লী
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. মুনিম খান বিহার থেকে কাদের হটিয়ে দেন?
Ο ক) মুসলমানদের
Ο খ) ইংরেজদের
Ο গ) পাকিস্তানিদের
Ο ঘ) আফগানদের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮২. রাজা গণেশের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. হিন্দু শাসন প্রতিষ্ঠা
ii. অর্থনৈতিক পুনর্গঠন
iii. ইলিয়াস শাহিদের উৎখাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. বরবকশাহ একটি নিজস্ব দল গঠনের জন্য ‘D’ নামক ক্রীতদাস সংগ্রহ করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. আবিসীনীয় ক্রীতদাস
ii. আর্মেনীয় ক্রীতদাস
iii. হাবসী ক্রীতদাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. রাজা গণেশের ক্ষেত্রে প্রযোজ্য-
i. আজম শাহের একজন উচ্চপদস্থ অমাত্য ছিলেন
ii. ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন
iii. অনেক সুফি সাধককে হত্যা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. আলাউদ্দিন হুসেন শাহের পাইক বাহিনী ক্ষমতার বিনাশের কারণ হিসেবে কোন যৌক্তিক?
Ο ক) হাবসীদের সাথে জড়িত ছিল
Ο খ) এরা রাজপ্রাসাদের সকল ষড়যন্ত্রের মূলে কাজ করত
Ο গ) রাজ্য সীমা বৃদ্ধির জন্য
Ο ঘ) সুষ্ঠুভাবে শাসনের লক্ষ্যে
 সঠিক উত্তর: (খ)

 ১৮৬. নাসির উদ্দিদন মাহমুদ শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৪৫৯
Ο খ) ১৫৫৯
Ο গ) ১৬৫৯
Ο ঘ) ১৭৫৯
 সঠিক উত্তর: (ক)

 ১৮৭. বখতিয়ার খলজি গজনীতে আসেন কেন?
Ο ক) যুদ্ধ করতে
Ο খ) জ্ঞানার্জন করতে
Ο গ) ধর্মপ্রচার করতে
Ο ঘ) জীবিকার সন্ধানে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. মুঘল প্রদেশগুলোর পরিচিতির ক্ষেত্রে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) সুবা
Ο খ) কুবা
Ο গ) মুবা
Ο ঘ) ডুবা
 সঠিক উত্তর: (ক)

 ১৮৯. বখতিয়ার খলজি কোন পথে বাংলাদেশে অগ্রসর হন?
Ο ক) ঝাড়খণ্ডের জঙ্গল পথে
Ο খ) তেলিয়াগর্হি গিরিপথে
Ο গ) নৌপথে
Ο ঘ) কালিকটে বন্দর দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. ‘শ্রীকৃষ্ণ বিজয়’ গ্রন্থটি একজন শ্রেষ্ঠ শাসকের শাসনামলে রচনা করেন মালাধর বসু। সালাম কোন শাসকের কথা জানতে পারে?
Ο ক) শাসসুদ্দিন ইলিয়াস শাহ
Ο খ) রুকনউদ্দিন বরবক শাহ
Ο গ) নাসির উদ্দিন মাহমুদ শাহ
Ο ঘ) সাইফুদ্দিন ফিরোজ শাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৯১. জালালউদ্দিন মাহমুদ শাহ-এর অন্যতম কৃতিত্ব হচ্ছে কোনটি?
Ο ক) হিন্দু রাজাকে অপসারণ
Ο খ) রাজ্য সম্প্রসারণ
Ο গ) অর্থনৈতিক সংস্কার
Ο ঘ) সামরিক সংস্কার
 সঠিক উত্তর: (খ)

 ১৯২. বখতিয়ার খলজির জীবনের শেষ সমর অভিযান হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) গৌড় অভিযান
Ο খ) লখনৌতি অভিযান
Ο গ) বঙ্গ অভিযান
Ο ঘ) তিব্বত অভিযান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. কীভাবে সুলায়মান খান কররাণী সম্রাট আকবরের সাথে সুসম্পর্ক রক্ষা করেন?
Ο ক) লোদি খানের পরামর্শে
Ο খ) কাজার খানের পরামর্শে
Ο গ) আদিল খানের পরামর্শে
Ο ঘ) মালিক শাহের পরামর্শে
 সঠিক উত্তর: (ক)

 ১৯৪. হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান হিসেবে নিচের কোন নামটি অধিক উপযোগী?
Ο ক) সৈয়দ হোসেন
Ο খ) আলাউদ্দিন হোসেন শাহ
Ο গ) মুবারক শাহ
Ο ঘ) ইলিয়াস শাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৯৫. আলাউদ্দিন হুসেন শাহ পাইক বাহিনী ভেঙে দিয়েছিল কোন উদ্দেশ্যে?
Ο ক) অর্থ বাঁচানোর জন্য
Ο খ) রাজস্ব বৃদ্ধির জন্য
Ο গ) রসদের অপ্রতুলতার জন্য
Ο ঘ) দৌরাত্ম হ্রাস করার জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৬. বার ভূঁইয়াদের দমনের পর বাংলায় ‘ক’ ও ‘খ’ দুই পর্বে মুঘর শাসন প্রতিষ্ঠিত হয়। ‘ক’ ও ‘খ’ কোনটিকে নির্দেশ করছে?
i. সুবাদারি
ii. দেওয়ানি
iii. নবাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. গিয়াসউদ্দিন আজম শাহ কোন বংশের সুলতান ছিলেন?
Ο ক) মামলুক
Ο খ) হুসেন শাহী
Ο গ) ইলিয়াসশাহী
Ο ঘ) খলজি
 সঠিক উত্তর: (গ)

 ১৯৮. কোন আব্বাসীয় খলিফার কাছ থেকে গিয়াসউদ্দীন ইওয়াজ খলজি স্বীকৃতিপত্র লাভ করেছিলেন?
Ο ক) আবু জাফর আল মনসুর
Ο খ) আস সাফফাহ
Ο গ) আল-নাসির
Ο ঘ) আল মামুন
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. বাংলা সুবাদারী শাসন প্রতিষ্ঠা হয় কখন?
Ο ক) ১৬১০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬১১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬১২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬১৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ২০০. গাজী শাহ সোনারগাঁয়ে কত বছর রাজত্ব করেন?
Ο ক) দু বছর
Ο খ) তিন বছর
Ο গ) চার বছর
Ο ঘ) পাঁচ বছর
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon