এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৮)

Posted by: | Published: Tuesday, December 06, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩৫১. বিভিন্ন লিপিমালায় বৈষ্ণব ধর্মের উন্নতির প্রমাণ পাওয়া যায়-
i. পাল যুগে
ii. চন্দ্র যুগে
iii. কম্বোজ যুগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫২. বাংলায় বৌদ্ধ ও জৈন ভিক্ষুরা কীভাবে ধর্ম প্রচার করতেন?
Ο ক) স্থাপত্যের নিদর্শন দিয়ে
Ο খ) বিহার ও সংঘরাম তৈরি করে
Ο গ) প্রাচীন শিলালিপির মাধ্যমে
Ο ঘ) সোমপুর বিহারে মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৩. প্রাচীন যুগে বাংলার ধর্মজীবন খুব উন্নত ছিল। তা জানা যায়-
i. চীনা তথ্য হতে
ii. জাপান তথ্য হতে
iii. তিব্বতীয় তথ্য হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৪. প্রাচীন বাংলা নির্মিত হয়েছিল-
i. জৈনস্তূপ
ii. বৌদ্ধস্তূপ
iii. খ্রিষ্টান স্তূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৫. প্রাচীনকাল হতে বাংলায় বৌদ্ধ ও জৈব ভিক্ষুরা বিহার ও সংঘরাম তৈরি করে স্ব-স্ব ধর্ম প্রচার করতেন। কিন্তু একে স্থাপত্য কর্ম হিসাবে অগ্রাহ্য করা হতো কেন?
Ο ক) এগুলোর মধ্যে ঐতিহাসিক তথ্য নেই বলে
Ο খ) ইট-পাথরের কাঠামোর ওপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হতো বলে
Ο গ) ঐতিহাসিকদের কাছে এটি অমূল্যবান বলে
Ο ঘ) এগুলোর প্রকৃত ইতিহাস জানার উৎসের অভাব বলে।
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৬. প্রাচীন বাংলার সমাজে নারীদের যে অবস্থা পরিলক্ষিত হয়-
i. জীবন দুর্বিষহ হয়ে উঠে
ii. চরম অভিশাপ নেমে আসে
iii. উত্তরাধিকার থেকে বঞ্চিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৭. ব্রাক্ষণগণই সমাজে শ্রেষ্ঠ ছিল। কথাটি বলার কারণ হলো-
i. পূজা পার্বণের অধিকার একমাত্র তাদের ছিল
ii. ব্যবসা বাণিজ্য তাদের ওপর নির্ভর করত
iii. অধ্যয়ন, অধ্যাপনার অধিকার একমাত্র তাদের ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৮. কোনটি রামপালের রাজত্বকালে রচিত চিত্র শিল্পে শ্রেষ্ঠ নিদর্শন?
Ο ক) অস্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা
Ο খ) রামচরিত
Ο গ) জীবনচরিত
Ο ঘ) গীতাঞ্জলী
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৯. খ্রিস্ট্রপূর্ব চতুর্থ শতকে বাংলায় প্রভাব ছিল-
i. বৈদিক ধর্মের
ii. বৌদ্ধধর্মের
iii. জৈনধর্মের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬০. প্রাচীনকালে বাংলায় কয়টি বর্ণ ছিল?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬১. বাংলায় এক স্থান হতে অন্য স্থানে মালামাল আনা-নেওয়া সহজ ছিল কেন?
Ο ক) আকাশ পথে যোগাযোগ সহজ ছিল বলে
Ο খ) স্থলপথে যোগাযোগ সহজ ছিল বলে
Ο গ) রেলপথে যোগাযোগ সহজ ছিল বলে
Ο ঘ) জলপথে যোগাযোগ সহজ ছিল বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬২. বিহারগুলোতে তিব্বত ও অন্যান্য অঞ্চল হতে অনেকে আগমন করতেন কেন?
Ο ক) আত্নরক্ষার জন্য
Ο খ) ধর্ম প্রচারের জন্য
Ο গ) বৈদেশিক বাণিজ্যের জন্য
Ο ঘ) পৃষ্ঠপোষকতা অর্জনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৩. চীন দেশের ভ্রমণকারী হলেন- i. লামাতারানাথ ii. ফা-হিয়েন iii. হিউয়েন-সাং নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৪. অতি সম্প্রতি উয়ারী-বটেশ্বর কত বছরের পুরাতন এক নগর-কেন্দ্রীক ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
Ο ক) ২০০০
Ο খ) ২৫০০
Ο গ) ৩০০০
Ο ঘ) ৩৫০০
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৫. বাংলাদেশের নানা স্থানে বহু নিদর্শন পাওয়া গেছে প্রাচীন বাংলায়-
i. স্থাপত্যের
ii. ভাস্কর্যের
iii. চিত্রশিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৬. মধ্যদেশে হতে এসে ব্রাক্ষণেরা বঙ্গদেশের নানা জায়গায় বসতি স্থাপন করেছিল-এটি কোন যুগের তাম্রশাসন হতে জানা যায়?
Ο ক) পাল
Ο খ) গুপ্ত
Ο গ) সেন
Ο ঘ) মৌর্য
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৭. বাংলার পূর্বতম প্রাপ্ত ত্রিপুরায় মহাযান বৌদ্ধ ধর্ম সুপুতিষ্ঠিত হয়েছিল-
Ο ক) ৫ম শতকের গোড়ার দিকে
Ο খ) ষষ্ঠ শতকের গোড়ার দিকে
Ο গ) ৭ম শতকের গোড়ার দিকে
Ο ঘ) ৮ম শতকের গোড়ার দিকে
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৮. জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর রাঢ় দেশে আগমনের পর স্থানীয় লোকেরা-
i. তাঁ ধর্ম গ্রহণ করেননি
ii. দুব্যবহার করেছেন
iii. মারামারি করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৯. প্রাচীনকালের মানুষ কীভাবে সংসার চালাত?
Ο ক) ব্যবসায় করে
Ο খ) পশু শিকার করে
Ο গ) মাছ শিকার করে
Ο ঘ) ভূমি চাষ করে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭০. পাল যুগের নির্মিত মূর্তিগুলোর মধ্যে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. শিল্পকৌশল
ii. সৌন্দর্যবোধ
iii. রেখাচিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৭১. ‘ক’ এবং ‘খ’ রাজাদের পৃষ্ঠপোষকতায় একাদশ ও দ্বাদশ শতকে বৈদিক ধর্ম আরও প্রসার লাভ করে। ‘ক’ ও ‘খ’ কোনটিকে নির্দেশ করে?
i. বর্ম
ii. সেন
iii. পাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭২. ব্রাক্ষণরা সমাজের সকলের সাথে মেলামেশা করত না, কারণ-
i. জাত নষ্ট হওয়ার ভয়ে
ii. নিজেদের মর্যাদা রক্ষার জন্য
iii. আত্ন অহংকারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের দানের মধ্যে পরিলক্ষিত হয় যে বিষয়টি-
i. প্রচলিত বৃক্ষপূজা
ii. পূজা-পার্বণে আম্র পল্লব
iii. ধান ছড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৪. নিগ্রহন্ত জৈনরা সংখ্যাখরিষ্ঠ ছিল- i. সমতটে ii. বগুড়ায় iii. পুণ্ড্রবর্ধনে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৫. বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র ছিল?
Ο ক) বৌদ্ধ সংঘ
Ο খ) বিহার
Ο গ) মন্দির
Ο ঘ) প্যাগোডা
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৬. বাৎসায়ন বাঙালি নারীদের সুখ্যাতি বর্ণনায় বলেন-
i. মৃদু ভাষিণী
ii. কোমলাঙ্গি
iii. অনুরাগবর্তী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৭. কোন যুগে বিষ্ণু,শিব, পার্বতী প্রভৃতি দেব-দেবীর পূজা করা হয়?
Ο ক) পাল যুগ
Ο খ) সেন যুগ
Ο গ) গুপ্ত যুগ
Ο ঘ) মৌর্য যুগ
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৮. প্রাচীন বাংলার প্রধান ফসল ছিল নিচের কোনটি?
Ο ক) পাট
Ο খ) ইক্ষু
Ο গ) নীল
Ο ঘ) ধান
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৯. ৯৮. বিষয়বস্তু ও শিল্প কৌশলের দিক থেকে বিচার করলে পাহাড়পুড়ের ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) ৩
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (খ)

 ৩৮০. পাহাড়পুরের ভাস্কর্যে খোদিত আছে-
i. রামায়ণ-মহাভারত
ii. হরিচন্দ্র
iii. কৃষ্ণলীলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৮১. কোন বংশের আগমনের ফলে বাংলায় বৌদ্ধধর্মের প্রভাব খুব বৃদ্ধি পেয়েছিল?
Ο ক) মৌর্য
Ο খ) পাল
Ο গ) গুপ্ত
Ο ঘ) সেন
 সঠিক উত্তর: (খ)

 ৩৮২. বহু ক্ষুদ্র ক্ষুদ্র ইটের তৈরি স্তূপ পাওয়া গেছে-
i. শাহাজানপুরের বড়বিলে
ii. রাজশাহীর পাহাড়পুরে
iii. বাকুড়ার বহুলাড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৩. ব্রাক্ষণ্য ধর্মে বিশ্বাসী ছিলেন-
i. বর্ম রাজারা
ii. মৌর্য রাজারা
iii. সেন রাজারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৪. এখন পর্যন্ত সর্বমোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
Ο ক) ৪১ টি
Ο খ) ৪৩ টি
Ο গ) ৪৫ টি
Ο ঘ) ৪৭ টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৫. বাংলায় একটি নতুন ব্রাক্ষণ্য ধর্মের আবির্ভাব ঘটে কোন যুগে?
Ο ক) পাল
Ο খ) মৌর্য
Ο গ) সেন
Ο ঘ) গুপ্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৬. গুপ্ত-পূর্ব যুগের কয়েকটি পোড়ামাটির মূর্তি আবিস্কৃত হয়েছে-
i. পুষ্করণে
ii. তমলুকে
iii. মহাস্থানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৭. ঢাকা জেলার কোন গ্রামে রাজা দেব খড়গের বৌঞ্জ স্তুপ পাওয়া গেছে?
Ο ক) আশরাফপুর
Ο খ) মিরপুর
Ο গ) হাতিরপুল
Ο ঘ) কোনপাড়ায়
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৮. বাংলার নারী-পুরুষরা পরিধান করত- i. ফতুয়া ii. শাড়ি iii. ধুতি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৯. প্রাচীন যুগে বাংলার ধর্মজীবনে কেমন ছিল?
Ο ক) অনুন্নত
Ο খ) উন্নত
Ο গ) ভঙ্গুর
Ο ঘ) দুর্বল
 সঠিক উত্তর: (খ)

 ৩৯০. সুমন্ত বড়য়া বললেন ‘ক’ ধর্ম প্রসারের সাথে সেখানেই ছোট-বড় অসংখ্যা স্তূপ নির্মিত হয়েছে। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কোন ধর্মের?
Ο ক) ইসলাম ধর্ম
Ο খ) হিন্দু ধর্ম
Ο গ) বৌদ্ধ ধর্ম
Ο ঘ) খ্রিষ্টান ধর্ম
 সঠিক উত্তর: (গ)

 ৩৯১. মিন্টু তার দাদার কাছ থেকে জানতে পারল যে প্রাচীনকাল ‘G’ নামকের বাণিজ্যিক মান কম ছিল। ‘G’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) কাগজের টাকা
Ο খ) রুপার মুদ্রা
Ο গ) তামার মুদ্রা
Ο ঘ) কড়ি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯২. স্থানীয় ধর্ম বিশ্বাসের প্রভাবের ফলে আর্য যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. বিবর্তন দেখা দেয়
ii. পরিবর্তন দেখা দেয়
iii. জটিলতা বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৩. সপ্তম শতকে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবেচেয়ে বেশি ছিল-
i. উত্তরবঙ্গে
ii. দক্ষিণবঙ্গে
iii. পূর্ববঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৪. দ্রুত প্রসার লাভ করলেও কালক্রমে পরিবর্তন দেখা দেয়-
i. বৈদিক ধর্মে
ii. জৈন ধর্মে
iii. ব্রাক্ষণ ধর্মে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৫. কখন বাংলার মুদ্রার প্রচলন শুরু হয়?
Ο ক) দ্বিতীয় শতকে
Ο খ) তৃতীয় শতকে
Ο গ) চতুর্থ শতকে
Ο ঘ) পঞ্চম শতকে
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৬. বাংলায় প্রবেশকৃত বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষের মধ্যে অন্যতম হলো-
i. আর্য
ii. অস্ট্রিক
iii. ভোট চীনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৭. বঙ্গদেশ কৃষির জন্য প্রসিদ্ধ ছিল। এর যথার্থতা নিরূপণ বলা যায়-
i. পাট ছিল সোনালি আঁশ
ii. ধান ছিল প্রধান ফসল
iii. মাছ-ভাত ছিল বাঙালির প্রধান বৈশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৮. কুটির শিল্পে প্রাচীন বাংলা সমৃদ্ধ ছিল। কথাটি বলার কারণ কী?
Ο ক) গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো
Ο খ) শহুরে লোকদের প্রয়োজনে ছোট ছোট কারখানার সৃষ্টি হয়েছিল
Ο গ) কৃষির পরে কুটির শিল্পই ছিল অর্থনৈতিক মেরুদণ্ড
Ο ঘ) কুটির শিল্পের উৎপাদিত পণ্যের অনেক কদর ছিল
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৯. প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের বাহন ছিল-
i. ঘোড়ার গাড়ি
ii. গরুর গাড়ি
iii. নৌকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪০০. বাঙালিকে সংকর জাতি বলা হয় কেন?
Ο ক) বিভিন্ন ধরনের ভাষার সংমিশ্রণের কারণে
Ο খ) বিভিন্ন সংস্কৃতির মিশ্রণের কারণে
Ο গ) জনপ্রকৃতিতে বিভ্ন্নি মানবগোষ্ঠীর ধারা মিলিত হয়েছে
Ο ঘ) বাঙালির গায়ের রং ভিন্ন বলে
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon