এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৯)

Posted by: | Published: Monday, December 05, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪০১. কোন সাম্রাজ্যের পতনে শুঙ্গ ও কম্ব বংশের আবির্ভাব ঘটে?
Ο ক) মৌর্য সাম্রাজ্যের
Ο খ) সেন সাম্রাজ্যের
Ο গ) মুঘল সাম্রাজ্যের
Ο ঘ) গুপ্ত সাম্রাজ্যের
 সঠিক উত্তর: (ক)

 ৪০২. বর্ম বংশের শেষ রাজা কে ছিলেন?
Ο ক) হরি বর্মা
Ο খ) ব্রজ বর্মা
Ο গ) ভোজ বর্মা
Ο ঘ) শ্যামল বর্মা
 সঠিক উত্তর: (গ)

 ৪০৩. ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কত শতকের মাঝামাঝি?
Ο ক) সপ্তম
Ο খ) অষ্টম
Ο গ) নবম
Ο ঘ) দশম
 সঠিক উত্তর: (খ)

 ৪০৪. ‘পরবর্তী গুপ্ত বংশ’ বলে পরিচিত গুপ্ত উপাধিধারী রাজাগণ ক্ষমতা বিস্তার করেন-
i. উত্তর বাংলায়
ii. পশ্চিম বাংলার উত্তরাংশে
iii. মগধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৫. গুপ্তদের পরিসমাপ্তির পর বাংলাদেশে কয়টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) দুটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (গ)

 ৪০৬. আলেকজান্ডার ভারত আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন?
Ο ক) শশাঙ্ক
Ο খ) গৌতম
Ο গ) গোপাল
Ο ঘ) মগধাদি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৭. সেন রাজাদের হিন্দুধর্ম ও সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ-
i. তারা হিন্দুধর্মের বিশ্বাসী ছিলেন
ii. উদার মনের অধিকারী ছিলেন
iii. হিন্দুধর্মকে সুপ্রতিষ্ঠিত করণের জন্য সুসম্পর্ক স্থাপন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০৮. শ্রীচন্দ্র রাজধানী স্থাপন করেন কোথায়?
Ο ক) বিক্রমপুর
Ο খ) বর্ধমানে
Ο গ) দেবপর্বতে
Ο ঘ) কর্মান্ত বাসকে
 সঠিক উত্তর: (ক)

 ৪০৯. ৩২০ খ্রিষ্টাব্দে যেসব স্বাধীন রাজ্যের উত্থান ঘটে তাহলো-
i. সমতট রাজ্য
ii. পুষ্করণ রাজ্য
iii. তাম্রলিপ্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪১০. ধারণা করা হয় শশাংক ছিলেন-
i. মহাসেনগুপ্তের মহাসামন্ত
ii. মহাসেনগুপ্তের পুত্র
iii. মহাসেগুপ্তের ভ্রাতুষ্পত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১১. বর্ম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ο ক) ব্রজ বর্মা
Ο খ) জাত বর্মা
Ο গ) রাজেন্দ্র বর্মা
Ο ঘ) কান্ত বর্মা
 সঠিক উত্তর: (খ)

 ৪১২. তামার পাতেই খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশকে কী বলা হতো?
Ο ক) রাজাজা
Ο খ) রাজনির্দেশ
Ο গ) তাম্র শাসন
Ο ঘ) তাম্র খোদাই
 সঠিক উত্তর: (গ)

 ৪১৩. দুর্ধর্ষ পাহাড়ি জাতি হুন ও মালবের যশোবর্মণের আক্রমণের ফলে একটি বিশাল সাম্রাজ্যের পতন ঘটে। নিচের কোন সাম্রাজ্যের পতনের সাথে মিল রয়েছে?
Ο ক) গুপ্ত সাম্রাজ্য
Ο খ) সেন সাম্রাজ্য
Ο গ) মৌর্য সাম্রাজ্য
Ο ঘ) পাল সাম্রাজ্য
 সঠিক উত্তর: (ক)

 ৪১৪. দক্ষিণ-পূর্ব বাংলায় চন্দ্র বংশ প্রতিষ্ঠা হয় কত শতকে?
Ο ক) অষ্টম শতকে
Ο খ) নবম শতকে
Ο গ) দশম শতকে
Ο ঘ) একাদশ শতকে
 সঠিক উত্তর: (গ)

 ৪১৫. ইতিহাস বই থেকে জানা যায়, খ্রিষ্টপূর্ব ৩২৭-২৬ অব্দে গ্রিক বীর ‘আকবর’ ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাসের রূপ পরিগ্রহ করে। নিম্নের কোন বীরের সাথে মিল রয়েছে-
Ο ক) আলেকজান্ডার
Ο খ) গোপাল
Ο গ) শশাঙ্ক
Ο ঘ) গৌতম
 সঠিক উত্তর: (ক)

 ৪১৬. ‘অদ্ভুদসাগর’ গ্রন্থটি সমাপ্ত করেছিলেন কে?
Ο ক) বিজয় সেন
Ο খ) লক্ষণ সেন
Ο গ) বল্লাল সেন
Ο ঘ) কেশব সেন
 সঠিক উত্তর: (খ)

 ৪১৭. শশাংকের মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ৬৩৬ এর কিছু আগে
Ο খ) ৬৩৭ এর কিছু আগে
Ο গ) ৬৩৮ এর কিছু আগে
Ο ঘ) ৬৩৯ এর কিছু আগে
 সঠিক উত্তর: (খ)

 ৪১৮. ‘রামচরিত’ রচনা করেন কে?
Ο ক) সন্ধ্যাকর
Ο খ) ইন্দ্রগুপ্ত
Ο গ) দিবাকর
Ο ঘ) নারায়ণপাল
 সঠিক উত্তর: (ক)

 ৪১৯. সেনদের আদি নিবাস কোথায় ছিল?
Ο ক) পাঞ্জাবে
Ο খ) গুজরাটে
Ο গ) উড়িষ্যার
Ο ঘ) দাক্ষিণাত্যের কর্ণাটে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২০. বাংলায় পাল সাম্রাজ্য বহু স্বাধীন খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয় কার সময়ে?
Ο ক) মহীপালের
Ο খ) প্রথম বিগ্রহপালের
Ο গ) দ্বিতীয় বিগ্রহপালের
Ο ঘ) তৃতীয় বিগ্রহপালের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২১. দেবপর্বত কোথায় অবস্থিত?
Ο ক) কুমিল্লায়
Ο খ) নোয়াখালীতে
Ο গ) চট্রাগ্রামে
Ο ঘ) সিলেটে
 সঠিক উত্তর: (ক)

 ৪২২. রফিক কুমিল্লা জেলার ময়নামতির কাছে দেবপর্বতে বেড়াতে গিয়ে জানতে পারলেন যে এখানে একটি রাজবংশ রাজধানী গড়ে তুলেছিল। রফিক কুমিল্লায় গিয়ে কোন বংশ সম্বন্ধে জানতে পারল?
Ο ক) কান্দিদেব বংশ
Ο খ) চন্দ্র বংশ
Ο গ) খড়গ বংশ
Ο ঘ) দেব বংশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৩. কয়েকটি গ্রামের সমন্বয়ে গঠিত ছিল কোনটি?
Ο ক) ভুক্তি
Ο খ) বীথি
Ο গ) বিষয়
Ο ঘ) মণ্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৪২৪. লক্ষণ সেনের সময়ে কবিরা যেসব কাব্য রচনা করে অমরত্ব লাভ করেন-
i. আর্যসপ্তদশী
ii. গীতগোবিন্দ
iii. পবনদূত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৫. দক্ষিণ-পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে অবস্থান ছিল কোন রাজ্যের?
Ο ক) গৌড়
Ο খ) পুণ্ড্র
Ο গ) বঙ্গ
Ο ঘ) হরিকেল
 সঠিক উত্তর: (গ)

 ৪২৬. চন্দ্র বংশের প্রথম নৃপতি কে ছিলেন?
Ο ক) পূর্ণচন্দ্র
Ο খ) সমুদ্রচন্দ্র
Ο গ) সুবর্ণচন্দ্র
Ο ঘ) ত্রৈলোকচন্দ্র
 সঠিক উত্তর: (ক)

 ৪২৭. বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) সামন্ত সেন
Ο খ) বরেন্দ্র সেন
Ο গ) বিজয় সেন
Ο ঘ) হেমন্ত সেন
 সঠিক উত্তর: (ক)

 ৪২৮. পাল শাসকদের শক্তি অনেকাংশে সামন্ত রাজাদের ওপর নির্ভর করত। কথাটি কি প্রমাণ করে?
Ο ক) পাল রাজারা সামন্তদের অধীন ছিল
Ο খ) পালদের তুলনায় সামন্ত রাজগণ শক্তিশালী ছিল
Ο গ) সামন্তগণ পালদের অধীনস্ত ছিল
Ο ঘ) সামন্তগণ শক্তিশালী ছিল বিধায় পালদের সহায়তা গ্রহণ করত
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৯. বাংলার পশ্চিম ও উত্তর বাংলা নিয়ে অবস্থান ছিল কোন রাজ্যের?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) চন্দ্রদ্বীপ
Ο গ) বরেন্দ্র
Ο ঘ) গৌড়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩০. বাংলায় অরাজকতা অবসান ঘটে কীভাবে?
Ο ক) পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
Ο খ) সেন রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
Ο গ) মুঘল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
Ο ঘ) সুলতানির রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ৪৩১. বল্লাল সেন কেমন ছিলেন?
Ο ক) অদক্ষ
Ο খ) অযোগ্য
Ο গ) ভীতু
Ο ঘ) সুপণ্ডিত
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩২. কত শতকে দেববংশ দক্ষিণ-পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে?
Ο ক) ষষ্ঠ
Ο খ) সপ্তম
Ο গ) অষ্টম
Ο ঘ) নবম
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৩. পাল বংশের প্রতিষ্ঠা করেন কে?
Ο ক) শশাঙ্ক
Ο খ) গোপাল
Ο গ) রাজীব
Ο ঘ) সৌমিত্র
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৪. ত্রি-শক্তির যুদ্ধের প্রথম যুদ্ধ হয় কোন কোন রাজার মধ্যে?
Ο ক) ধর্মপাল ও বৎসরাজার
Ο খ) বৎসরাজা ও গোপালের
Ο গ) ধর্মপাল ও মহীপালের
Ο ঘ) মহীপাল ও দেবপালের
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৫. বঙ্গ জনপদে স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কীভাবে?
Ο ক) মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে
Ο খ) গ্রিকদের দুর্বলতার সুযোগে
Ο গ) গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে
Ο ঘ) গৌড়দের দুর্বলতার সুযোগে
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৬. গোপালের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
Ο ক) ধর্মপাল
Ο খ) গোবিন্দ
Ο গ) নাগভট্র
Ο ঘ) যাদব
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৭. কত শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে?
Ο ক) এগারো
Ο খ) বারো
Ο গ) তেরো
Ο ঘ) চৌদ্দ
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৮. রাজা গোপাল কীভাবে রাক্ষুসীকে হত্যা করেন?
Ο ক) চুণ্ডাদেবীর মহিমাযুক্ত লাঠি দিয়ে
Ο খ) চুণ্ডাদেবীর মন্ত্র দিয়ে
Ο গ) রাজার মহিমাযুক্ত লাঠি দিয়ে
Ο ঘ) রাক্ষুসীর মহিমাযুক্ত দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৯. লক্ষণ সেন কোথায় বসবাস করতেন?
Ο ক) বিক্রমপুরে
Ο খ) কর্মান্ত বসাকে
Ο গ) বর্ধমানপুরে
Ο ঘ) নবদ্বীপে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪০. স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার শক্তিমান শাসক হিসেবে কার নামটি অধিক উপযোগী?
Ο ক) গোপাল
Ο খ) দেবপাল
Ο গ) শশাংক
Ο ঘ) ধর্মপাল
 সঠিক উত্তর: (গ)

 ৪৪১. সেন বংশের শাসন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল কীভাবে?
i. বিজয় সেনের সিংহাসনে আরোহণের মাধ্যমে
ii. স্বাধীন রাজরূপে নিজেদের প্রতিষ্ঠিত করে
iii. উত্তরাধিকারীদের পৃষ্ঠপোষকতার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৪২. গোপালের পিতার নাম কী?
Ο ক) মহীপাল
Ο খ) বপ্যট
Ο গ) গৌতম
Ο ঘ) প্রভাকরবর্ধন
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৩. মিজান, একটি পত্রিকায় দেখে প্রাচীন বাংলার ‘গ’ নামক শাসকরাই হিন্দুধর্মের অনুসারী ছির। ‘গ’ কোনটিকে সমর্থন করছে?
Ο ক) পাল শাসক
Ο খ) মৌর্য শাসক
Ο গ) গুপ্ত শাসক
Ο ঘ) সেন শাসক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৪. বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে?
Ο ক) ধারাবাহিকভাবে
Ο খ) পরিলক্ষিতভাবে
Ο গ) সাধারণভাবে
Ο ঘ) বিচ্ছিন্নভাবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৫. গোপাল সিংহাসনে আরোহণ করে কিসে মনোযোগ দেন?
Ο ক) শিক্ষা বিস্তারে
Ο খ) সমাজ সংস্কারে
Ο গ) মানবসম্পদ উন্নয়নে
Ο ঘ) রাজ্য বিস্তারে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৬. কার পূর্বজীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি?
Ο ক) রাজ্যশ্রীর
Ο খ) থানেশ্বরের
Ο গ) দেবগুপ্তের
Ο ঘ) গোপালের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৭. গুপ্ত আমলে ভুক্তিপতিকে কি বলা হতো?
Ο ক) মহারাজাধিরাজ
Ο খ) পরমেশ্বর
Ο গ) উপরিক
Ο ঘ) পরমভট্রারক
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৮. শ্রীচন্দ্রের পুত্রের নাম কী ছিল?
Ο ক) কল্যাণচন্দ্র
Ο খ) ত্রৈলোকচন্দ্র
Ο গ) লডহচন্দ্র
Ο ঘ) সমুদ্রচন্দ্র
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৯. দ্বিতীয় মহীপালকে হত্যা করে বরেন্দ্র অঞ্চলের ক্ষমতা গ্রহণ করেন কে?
Ο ক) দ্বিতীয় শূরপাল
Ο খ) আরাম শাহ
Ο গ) রামপাল
Ο ঘ) কৈবর্ত নায়ক দিব্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫০. তামার পাতে খোদাই করা রাজার ঘোষণা বা নির্দেশকে কী বলে?
Ο ক) তাম্র চর্চা
Ο খ) তাম্রশাসন
Ο গ) তাম্র আদেশ
Ο ঘ) তাম্র নির্দেশ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon