এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১২ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৫১. কোনটি অনুযায়ী ব্যাংক ঋণের সুদ ও আসল প্রদান করা ব্যাংকের দায়িত্ব?
Ο ক) চুক্তি
Ο খ) মুনাফা
Ο গ) উদ্দেশ্য
Ο ঘ) লক্ষ্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৫২. কে এককভাবে নির্বাচনের ঘোষণা দেন?
Ο ক) ইয়াহিয়া
Ο খ) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο ঘ) জিয়াউর রহমান
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৩. পাকিস্তান সরকার কোন নাম পরিবর্তন করে নাম রাখে পূর্ব পাকিস্তান?
Ο ক) পূর্ববঙ্গ
Ο খ) পশ্চিম বঙ্গ
Ο গ) বাংলা
Ο ঘ) বাংলাহ
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৪. উল্লিখিত ছবিটির স্থপতি কে?
Ο ক) তানভীর করিম
Ο খ) মঈনুল হোসেন
Ο গ) সৈয়দ আব্দুল্লাহ খালিদ
Ο ঘ) মোস্তফা আলী কুদ্দুস
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৫. স্বাধীনতার বিরোধী শত্রু ছিল-
i. আল বদর বাহিনী
ii. শান্তি কমিটি
iii. আল শামস বাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৬. ১৯৪৭ সালের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা পূর্ব বাংলার জনগণ ভোগ করে সর্বপ্রকার-
i. অত্যাচার
ii. শোষণ
iii. জাতি নিপীড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৭. ‘জিরো আওয়ারে’ পাকিস্তান সেনাবাহিনীর অভিযান শুরু করার কথা ছিল কত তারিখে?
Ο ক) ২৪ মার্চ ১৯৭১
Ο খ) ২৫ মার্চ ১৯৭১
Ο গ) ২৬ মার্চ ১৯৭১
Ο ঘ) ২৭ মার্চ ১৯৭১
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৮. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন?
Ο ক) ১০ এপ্রিল ১৯৭১
Ο খ) ১৭ এপ্রিল ১৯৭১
Ο গ) ২০ এপ্রিল ১৯৭১
Ο ঘ) ২৭ এপ্রিল ১৯৭১
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৯. ছাত্রদের মাত্র তিন সপ্তাহের প্রশিক্ষণ আর হালকা অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ-
i. অসীম সাহস
ii. অসীম মনোবল
iii. অসীম দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬০. দুজন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন কেন?
Ο ক) মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরুপ
Ο খ) যুদ্ধে অংশগ্রহণের জন্য
Ο গ) যুদ্ধে অত্যাচারের শিকার হওয়ার জন্য
Ο ঘ) পাকবাহিনীর মোকাবেলা করার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৬১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
Ο ক) ২৪ মার্চ
Ο খ) ২৫ মার্চ
Ο গ) ২৬ মার্চ
Ο ঘ) ২৭ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ৪৬২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় কোন দেশ?
Ο ক) ভারত
Ο খ) পাকিস্তান
Ο গ) নেপাল
Ο ঘ) ভূটান
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৩. ১৯৭১ সালে বাংলাদেশের কোন ঘটনা বিশ্ববাসীর বিবেককে নাড়া দেয়?
Ο ক) পাকিস্তানি বাহিনীর নারকীয় তাণ্ডব
Ο খ) বাংলাদেশের ভয়াবহ ভূমিকম্প
Ο গ) বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়
Ο ঘ) বাংলাদেশের সিপাহী বিদ্রোহ
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৪. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন-
i. মণি সিংহ
ii. মওলানা ভাসানী
iii. মোজাফফর আহমেদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৫. জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?
Ο ক) ২১৩
Ο খ) ৩০৩
Ο গ) ৩১১
Ο ঘ) ৩১৩
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৬. পাকিস্তান বাহিনীর অত্যাচারে মৃত্যু হয়-
i. ড. গোবিন্দ চন্দ্র দেব
ii. ড. মুনীরুজ্জামান
iii. ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৭. ১৯৭০ সালের নির্বাচনে জামায়াত-ইসলামী পাকিস্তানের কত জন প্রার্থী ছিল?
Ο ক) ৬৯
Ο খ) ৭০
Ο গ) ৭১
Ο ঘ) ৭২
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৮. পাকিস্তান বাহিনীর পাশবিক অত্যাচার দেখে বিশ্ববাসী ব্যক্ত করে-
i. পাকিস্তানের প্রতি নিন্দা
ii. পাকিস্তানের প্রতি প্রতিবাদ
iii. মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৯. পাকিস্তান আমলেও ১৯৫৬ সাল অবধি আজকের বাংলাদেশ কী নামে পরিচিত ছিল?
Ο ক) পূর্ব বঙ্গ
Ο খ) পশ্চিম বঙ্গ
Ο গ) সুবাহ বাংলা
Ο ঘ) বেঙ্গল
 সঠিক উত্তর: (ক)

 ৪৭০. বাংলাদেশের পতাকার সবুজ রং ব্যবহৃত হওয়ার কারণ কী?
Ο ক) সবুজ প্রকৃতিকে বোঝানোর জন্য
Ο খ) বাংলার মানুষ শান্তিকামী তার বোঝানোর জন্য
Ο গ) বাংলার প্রকৃতি শান্ত সেটি বোঝানোর জন্য
Ο ঘ) সবুজ রং শান্তির প্রতীক এটি বোঝানোর জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৭১. পাকিস্তান বাহিনী কত হাজার সৈন্য নিয়ে যৌথ বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন?
Ο ক) ৯০
Ο খ) ৯১
Ο গ) ৯২
Ο ঘ) ৯৩
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭২. পাকিস্তান সেনাবাহিনী শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, দোকানপাট ধ্বংস করে কেন?
Ο ক) দেশে ইসলামি শাসন কায়েমের জন্য
Ο খ) তাদের পোড়া মাটি নীতির জন্য
Ο গ) দেশকে পুনরায় গঠনের জন্য
Ο ঘ) দেশের কুসংস্কার দূর করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৩. ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণে গিয়ে জানতে পারে যে এখানের একটি হলে বসেই বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল। হলটির নাম কী?
Ο ক) জগন্নাথ হল
Ο খ) এসএম হল
Ο গ) জহুরুল হক হল
Ο ঘ) কবি জসীম উদ্দীন হল
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৪. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসির করে কে?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) লিয়াকত আলী খান
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৫. মুজিবনগর সরকার গঠনের যৌক্তিক উদ্দেশ্য হলো-
i. মুক্তিযুদ্ধ পরিচালনা
ii. বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি
iii. সরকারের পক্ষে প্রচারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৬. ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্যদের কী বলা হতো?
Ο ক) এমএনএ
Ο খ) এমপিএ
Ο গ) এমএন
Ο ঘ) এম
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৭. মুক্তিযুদ্ধে কৃষক শ্রেণি প্রতিটি আক্রমণে ছিল নিবেদিত প্রাণ। এর যথার্থ কারণ হলো-
i. তারা নিরস্ত্র ছিল
ii. যেকোনো মূল্যে স্বাধীনতা অর্জন
iii. সুবিধাবঞ্চিত শ্রেণি তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৮. ঢাকা বিশ্ববিদ্যালয় পাকবাহিনীর রোষানলে পড়ার কারণ কী?
Ο ক) সরকারবিরোধী আন্দোলন
Ο খ) পশ্চিম পাকিস্তানের সমর্থন
Ο গ) ভারতের সমর্থন
Ο ঘ) অধিকাংশ শিক্ষক হিন্দু হওয়ায়
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৯. বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করে?
Ο ক) শিব নারায়ণ দাস
Ο খ) আ স ম আব্দুর রব
Ο গ) কামরুল হাসান
Ο ঘ) তানভীর মাহমুদ
 সঠিক উত্তর: (খ)

 ৪৮০. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে উত্তর-পশ্চিম সীমান্তে মোট আসন ছিল কতটি?
Ο ক) ৪০
Ο খ) ৪২
Ο গ) ৪৪
Ο ঘ) ৪৬
 সঠিক উত্তর: (খ)

 ৪৮১. অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত?
Ο ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
Ο খ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
Ο গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο ঘ) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৪৮২. পাকিস্তান সরকার স্বাধীনতাবিরোধী কোন বাহিনী গড়ে তুলেছিল?
Ο ক) রাজাকার
Ο খ) আল শামস
Ο গ) আল বদর
Ο ঘ) শান্তি কমিটি
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৩. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিল কত জন?
Ο ক) ১৬০
Ο খ) ১৬২
Ο গ) ১৬৪
Ο ঘ) ১৬৬
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৪. আইনগত কাঠামো আদেশ জারি করেন কে?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) আইয়ুব খান
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) নুরুল আমিন
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৫. মুজিবনগর সরকারের গড়ে তোলা বিভিন্ন সেক্টর ও সাব-সেক্টর যোগদান করে বাঙালি-
i. সেনা কর্মকর্তা
ii. ইপিআর
iii. পুলিশ, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৬. বিভিন্ন দেশে কারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন?
Ο ক) ছাত্ররা
Ο খ) কৃষকরা
Ο গ) নারীরা
Ο ঘ) প্রবাসী বাঙালিরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৭. সাকিব নিমিকে বললো যে, বাংলাদেশের এক মহান নেতা যিনি গ্রেফতার হবার পর পূর্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যান। নিমি কার নাম জানতে পারলো?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) হোসেন সোহরাওয়ার্দী
Ο ঘ) এ.কে ফজলুল হক
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৮. আল বদর বাহিনীর প্রধান কে ছিল?
Ο ক) মতিউর রহমান নিজামী
Ο খ) তাজউদ্দীন আহমদ
Ο গ) খন্দকার মোশতাক আহমদ
Ο ঘ) এম. মনসুর আলী
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৯. স্বাধীনতাকামী জনগণ যেভাবে উজ্জীবিত হয়-
i বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে
ii. সামরিক, আধাসামরিক ও বেসামরিক বাহিনীর সমর্থনের মাধ্যমে
iii. সকলের অংশগ্রহণের খববের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯০. কত সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সগৌরবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭১
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৩
 সঠিক উত্তর: (খ)

 ৪৯১. কোন সালের ভোটার তালিকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিবাসীদেরকে অন্তর্ভুক্ত করা হয়?
Ο ক) ১৯৭৮
Ο খ) ১৯৬৯
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৪
 সঠিক উত্তর: (খ)

 ৪৯২. মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হলো, এর পরিপেক্ষিতে বলা যায়-
Ο ক) মুক্তিযুদ্ধ চেতনার ফসল
Ο খ) সাধারণ জনতার ত্যাগ
Ο গ) সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ
Ο ঘ) মুক্তিযুদ্ধ স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রাণিত করেছে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৩. পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে-
i. রাজারবাগ পুলিশলাইন
ii. পিলখানার ইপিআর হেড অফিস
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৪. অপারেশন সার্চ লাইট-এর প্রধান লক্ষ্য ছিল কোনটি?
Ο ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο খ) রায়েরবাজার
Ο গ) মিরপুর
Ο ঘ) কলাবাগান
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৫. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে?
Ο ক) সৈয়দ নজরুল ইসলাম
Ο খ) তাজউদ্দীন আহমদ
Ο গ) এম কামরুজ্জামান
Ο ঘ) মওলানা ভাসানী
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৬. তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের কোন পদে বহাল ছিলেন?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) অর্থমন্ত্রী
Ο গ) উপ-রাষ্ট্রপতি
Ο ঘ) প্রধানমন্ত্রী
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৭. চেক অঙ্কনে সতর্কতা মেনে চলবে কে?
Ο ক) মক্কেল
Ο খ) ব্যাংক
Ο গ) কর্তৃপক্ষ
Ο ঘ) বাহক
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৮. ৩ মার্চ ১৯৭০ সালে ছাত্রলীগ যে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন তার প্রতি সমর্থন জানায়-
i. শ্রমিকরা
ii. কর্মকর্তা-কর্মচারী
iii. আপাময় জনসাধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: তামিম তার বন্ধুর সাথে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে গেলে তার বন্ধু বলল যে, একজন নেতা যার আগমন বা জন্ম না হলে বাংলার মানুষ জেগে উঠতো না, বিশ্বের ইতিহাসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম লেখা হতো না, দাঁড়িয়ে থাকতো না আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ এবং লেখা হতো না বাংলাদেশের ইতিহাস।

৪৯৯. তামিমের বন্ধু কোন নেতার কথা বললেন?
Ο ক) তাজউদ্দীন আহমদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) শেখ মুজিবুর রহমান
Ο ঘ) এ কে ফজলুল হক
 সঠিক উত্তর: (গ)

 ৫০০. অনুচ্ছেদে উল্লিখিত নেতার অন্যতম অবদান হলো-
i. ১৯৬৬-এর ছয়দফা আন্দোলনে
ii. ১৯৭০-এর নির্বাচনে
iii. ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post