ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ১১ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. পূর্ব পাকিস্তানে কখনও মুলধন গড়ে ওঠেনি কেন?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংকের সদর দপ্তর পূর্ব পাকিস্তানে ছিল বলে
Ο খ) উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানের জমা থাকতো বলে
Ο গ) উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পূর্ব পাকিস্তানের জমা থাকতো বলে
Ο ঘ) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তানে ছিল বলে
সঠিক উত্তর: (ক)
৩০২. আইয়ুব খান কত তারিখে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দেন?
Ο ক) ২৫ অক্টোবর
Ο খ) ২৬ অক্টোবর
Ο গ) ২৭ অক্টোবর
Ο ঘ) ২৮ অক্টোবর
সঠিক উত্তর: (গ)
৩০৩. ২০ জানুয়ারিতে ছাত্রনেতা আসাদুজ্জামান কোথায় পুলিশের গুলিতে নিহত হন?
Ο ক) অপরাজের বাংলার সামনে
Ο খ) ঢাকা মেডিকেল কলেজের সামনে
Ο গ) গণভবনের সামনে
Ο ঘ) গভর্নর হাউস-এর সামনে
সঠিক উত্তর: (খ)
৩০৪. ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের নন-গেজেটেড কর্মকর্তা ছিল কত জন?
Ο ক) ২৬৩১০
Ο খ) ২৬৩১১
Ο গ) ২৬৩১২
Ο ঘ) ২৬৩১৩
সঠিক উত্তর: (ক)
৩০৫. ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফার দাবি নিয়ে গণ-অভ্যুত্থানের ডাক দেয়?
Ο ক) ৬
Ο খ) ৯
Ο গ) ১১
Ο ঘ) ১৩
সঠিক উত্তর: (গ)
৩০৬. পূর্ব পাকিস্তানে এসে বিভিন্ন জনসভায় ছয়দফাকে রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন কে?
Ο ক) আইয়ুব খান
Ο খ) নুরুর আমিন সরকার
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টা
সঠিক উত্তর: (ক)
৩০৭. ১৯৬৯ সালে পাকিস্তানে পুলিশের নির্যাতনের প্রতিবাদে পালিত হয়?
i. ১৮ জানুয়ারি ধর্মঘট
ii. ২০ জানুয়ারি হরতাল
iii. ২২ জানুয়ারি ধর্মঘট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৮. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ তথা ডাক-এর আহ্বানে কত তারিখে সমগ্র পাকিস্তান হরতাল পালিত হয়?
Ο ক) ১০ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ১২ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ১৪ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ১৬ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. জনাব ‘A’ তার দেশের জনগণকে শোষণের হাত থেকে রক্ষার জন্য ‘Z’ নামক দাবি পেশ করেন। ‘Z’ এর সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) লাহোর প্রস্তাব
Ο খ) ছয় দফা
Ο গ) ৮ দফা
Ο ঘ) ১১ দফা
সঠিক উত্তর: (খ)
৩১০. পূর্ব বাংলায় কোন মূলধন গড়ে ওঠেনি কেন?
Ο ক) পূর্ব বাংলার অর্থনীতি পশ্চিম বাংলার ওপর নির্ভর করত
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক পশ্চিম পাকিস্তানে ছিল
Ο গ) পূর্ব বাংলার উদ্বৃত্ত সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত
Ο ঘ) প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক নিয়ন্ত্রন ছিল
সঠিক উত্তর: (গ)
৩১১. ছাত্রনেতা আসাদুজ্জামানের মৃত্যুর প্রতিবাদে কত তারিখে হরতাল পালিত হয়?
Ο ক) ২৩ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ২৪ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২৫ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৬ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (খ)
৩১২. ছয়দফা কর্মসূচির মধ্যে অন্তর্ভূক্ত ছিল-
i. মিলিশিয়া বাহিনী গঠন
ii. মুদ্রা ব্যবস্থা চালু
iii. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. আগরতলা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন-
i. শচীন্দ্রলাল হিংস
ii. দিনেশ চন্দ্র পাল
iii. জওহর লাল নেহেরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৪. সার্জেন্ট জহুরুল হক কীভাবে মৃত্যুবরণ করেন?
Ο ক) গুলিবিদ্ধ হয়ে
Ο খ) আত্মহত্যার মাধ্যমে
Ο গ) স্বাভাবিকভাবে
Ο ঘ) জেলহত্যার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩১৫. নবম শ্রেণির অত্র কিশোর মতিউর রহমানের হত্যার প্রতিবাদে আগুন লাগিয়ে দেয়া হয়-
i. দৈনিক পাকিস্তান পত্রিকা অফিসে
ii. দৈনিক মর্নিং নিউজ অফিসে
iii. দৈনিক পাকিস্তান ইনডিপেনডেন্ট অফিসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৬. ঐতিহাসিক ‘ছয়দফা’ প্রস্তাব কোথায় পেশ করা হয়?
Ο ক) লাহোরে
Ο খ) পাঞ্জাবে
Ο গ) ইসলামাবাদে
Ο ঘ) অমৃতসরে
সঠিক উত্তর: (ক)
৩১৭. COP-এর পূর্ণরুপ কী?
Ο ক) Combine Oposition Party
Ο খ) Combine Opposition Party
Ο গ) Combined Opposition Party
Ο ঘ) Combined Opposit Party
সঠিক উত্তর: (গ)
৩১৮. ১৯৪৭ সালে সকল সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যপক হারে চাকরি লাভ করে কেন?
Ο ক) করাচিতে রাজধানী হওয়ায়
Ο খ) কলকাতায় রাজধানী হওয়ায়
Ο গ) লাহোরে রাজধানী হওয়ায়
Ο ঘ) ইসলামাবাদে রাজধানী হওয়ায়
সঠিক উত্তর: (ক)
৩১৯. ছাত্রনেতা আসাদুজ্জামান কীভাবে নিহত হন?
Ο ক) সেনাবাহিনীর গুলিতে
Ο খ) স্বাভাবিকভাবে
Ο গ) পুলিশের গুলিতে
Ο ঘ) সন্ত্রাসিদের গুলিতে
সঠিক উত্তর: (গ)
৩২০. ১৯৬২ সালের ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয়। এর যথার্থ কারণ-
i দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ ছিল
ii. আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন
iii. শরীফ কমিশনের সাথে জড়িত ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৩২১. আগরতলা মামলার বিচারের জন্য গঠিত ডিফেল টিমের সদস্য ছিলেন-
i. মনজুর কাদের
ii. জেনারের টি.এইচ.খান
iii. স্যার টমাস ইউনিয়াম এমপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২২. শামিম তার বাবার সাথে আগরতলায় বেড়াতে গিয়ে জানতে পেল যে এই স্থানকে কেন্দ্র করে বাংলার এক অবিসংবাদিত নেতার নামে, মামলা করা হয়। শামিম কার নাম জানতে পেল?
Ο ক) সার্জেন্ট জহুরুল হকের
Ο খ) শেখ মুজিবুর রহমানের
Ο গ) সার্জেন্ট ফজলুল হকের
Ο ঘ) এ.কে ফজলুল হকের
সঠিক উত্তর: (খ)
৩২৩. পাকিস্তানের সরকারের কেন্দ্র্রীয় সদর দপ্তর ছিল কোথায়?
Ο ক) পূর্ব বাংলায়
Ο খ) পশ্চিম পাকিস্তানে
Ο গ) বেলুচিস্তানে
Ο ঘ) পূর্ব পাকিস্তানে
সঠিক উত্তর: (খ)
৩২৪. সোহরাওয়ার্দী কত সালে ইন্তেকাল করেন?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৬১
Ο গ) ১৯৬২
Ο ঘ) ১৯৬৩
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. পশ্চিম পাকিস্তানিরা রবীন্দ্র সঙ্গীত ও রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করেন কেন?
Ο ক) বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
Ο খ) হিন্দু সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
Ο গ) মুসলিম সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
Ο ঘ) পাকিস্তানি সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
সঠিক উত্তর: (ক)
৩২৬. পাকিতস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল?
Ο ক) ৫২%
Ο খ) ৫৪%
Ο গ) ৫৬%
Ο ঘ) ৫৮%
সঠিক উত্তর: (গ)
৩২৭. ১৯৬২ সালের ৩০ জানুয়ারি কাকে গ্রেফতার করা হয়?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (খ)
৩২৮. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের জন্য কত তারিখ হরতাল পালন করা হয়?
Ο ক) ১৫ সেপ্টেম্বর
Ο খ) ১৬ সেপ্টেম্বর
Ο গ) ১৭ সেপ্টেম্বর
Ο ঘ) ১৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর: (গ)
৩২৯. কনভেনশন মুসলিম লীগ গঠন করেন কে?
Ο ক) ইয়াহিয়া
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) নাজিম উদদীন
সঠিক উত্তর: (গ)
৩৩০. আইয়ুব খান কত তারিখের বৈঠক সংসদীয় পদ্ধতি প্রবর্তন ও প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতে নির্বাচনের কথা ঘোষণা করেন?
Ο ক) ৯ মার্চ
Ο খ) ১০ মার্চ
Ο গ) ১১ মার্চ
Ο ঘ) ১২ মার্চ
সঠিক উত্তর: (খ)
৩৩১. ১৯৬৭ সালে ইসলামাবাদ নির্মাণের জন্য কত টাকা ব্যয়?
Ο ক) ২৫ কোটি
Ο খ) ১৫০ কোটি
Ο গ) ৩০০ কোটি
Ο ঘ) ৪০০ কোটি
সঠিক উত্তর: (গ)
৩৩২. আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের ফলে-
i. সংবিধান প্রনয়নের ক্ষমতা লাভ করেন
ii. ১৯৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন
iii. সেনা শাসনের প্রধান নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৩. আইয়ু্ব খান মৌলিক গণতন্ত্র চালু করেন কেন?
Ο ক) সামরিক শাসন প্রত্যাহারের জন্য
Ο খ) রাজনৈতিক কাঠামো পরিবর্তনের জন্য
Ο গ) গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার জন্য
সঠিক উত্তর: (খ)
৩৩৪. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের অবসান হয় কীভাবে?
Ο ক) জাতিসংঘের হস্তক্ষেপে
Ο খ) কোসিগিনের মধ্যস্থতায়
Ο গ) ইউ.এন.ডি.পি-এর হস্তক্ষেপে
Ο ঘ) হিটলারের মধ্যস্ততায়
সঠিক উত্তর: (খ)
৩৩৫. তাহমিনা পত্রিকায় দেখতে পেল যে ফিলিস্তিনি রাষ্ট্র তাদের স্বায়ত্তশাসনের জন্য ২৪ বছর ধরে আন্দোলন করছে। তাহমিনা ফিলিস্তিনি রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের মিল দেখতে পেল?
Ο ক) ভারত
Ο খ) পাকিস্তান
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: (গ)
৩৩৬. পশ্চিম পাকিস্তানিরা ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে কেন?
Ο ক) রাজতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য
Ο খ) পূর্ব পাকিস্তানিদের ভোটাধিকার বিলোপ করার জন্য
Ο গ) জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য
Ο ঘ) শাসনতন্ত্রের আমূল পরিবর্তন সাধনের জন্য
সঠিক উত্তর: (গ)
৩৩৭. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ কোথায় গঠন করা হয়?
Ο ক) ডাকসুর কার্যালয়ে
Ο খ) ভিসি চত্বরে
Ο গ) কার্জন হলে
Ο ঘ) শহীদ মিনারের সামনে
সঠিক উত্তর: (ক)
৩৩৮. এন.ডি.ফি-এর উদ্দেশ্য ছিল-
i. গণতন্ত্র পুনরুদ্ধার
ii. মৌলিক গণতন্ত্র চালু
iii. ১৯৫৬ সালের সংবিধান ফিরে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৯. ১৯৪৭ সালে ‘D’ও ‘E’ নামক দেশের মধ্যে ‘A’ কে কেন্দ্র করে বৈরী সম্পর্কের সৃষ্টি হয়। নিচের কোটিকে নির্দেশ করছে?
Ο ক) কাশ্মীর
Ο খ) কলকাতা
Ο গ) বিহার
Ο ঘ) জয়দেবপুর
সঠিক উত্তর: (ক)
৩৪০. বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার নাটক, সংগীত, সাহিত্য, অধিক যুক্তিযুক্ত?
Ο ক) রবীন্দ্রনাথের
Ο খ) শরৎচন্দ্রের
Ο গ) আল মাহমুদের
Ο ঘ) হুমায়ুন আহমেদের
সঠিক উত্তর: (ক)
৩৪১. ১৯৬৯ সালের ২৪ জানুয়ারির ঢাকা শহর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এর যথার্থ কারণ কী?
i ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হয়েছিলেন
ii. পুলিশের গুলিতে কিশোর ছাত্র মতিউর নিহত হন
iii. সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪২. শিক্ষা আন্দোলন কত সালে সংগঠিত হয়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৬১
Ο গ) ১৯৬২
Ο ঘ) ১৯৬৩
সঠিক উত্তর: (গ)
৩৪৩. রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির অন্তর্ভূক্ত ছিল-
i. আওয়ামী লীগ
ii. কনভেনশন মুসলিম লীগ
iii. ন্যাশনাল আওয়ামী পার্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. ১৯৬২ সালে ‘A’ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। এখানে ‘A’ এর সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন দলের?
Ο ক) কাউন্সিল মুসলিম লীগ
Ο খ) ন্যাশনাল আওয়ামী পার্টি
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) কনভেনশন মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. কী কারণে ছয়দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে?
Ο ক) বাঙালির বাঁচার দাবি বলে আখ্যায়িত করা হয় বলে
Ο খ) পাকিস্তানের মুক্তির দাবি বলে আখ্যায়িত করা হয় বলে
Ο গ) ভারতের মুক্তির দাবি বলে আখ্যায়িত করা হয় বলে
Ο ঘ) পূর্ব পাকিস্তানিদের শোষণের ইতিহাস তুলে ধরা হয় বলে
সঠিক উত্তর: (ক)
৩৪৬. ‘ক’ দেশের জনগণ ‘খ’ দেশের জনগণের তুলনায় রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যুৎ প্রভৃতি সুবিধা কম ভোগ করত। ‘ক’ দেশের জনগন কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে?
Ο ক) রাজনৈতিক বৈষম্যে
Ο খ) সাংস্কৃতিক বৈষম্যে
Ο গ) অর্থনৈতিক বৈষম্যে
Ο ঘ) সামাজিক বৈষম্যে
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন। এর যথার্থ কারণ হলো-
i গণতান্ত্রিক পদ্ধতির পুনঃপ্রবর্তন
ii. সীমিত গণতন্ত্রের ব্যবহার
iii. নতুন পদ্ধতির নিজেকে বৈধ প্রেসিডেন্টে পরিণত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৮. ১৯৫৬ সালে পূর্ব বাংলা আইন পরিষদের বিরোধীদল ছিল কোনটি?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) কৃষক-প্রজাপার্টি
Ο গ) মুসলিম লীগ
Ο ঘ) কৃষক-শ্রমিক পার্টি
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে?
Ο ক) ৮ জানুয়ারি
Ο খ) ৯ জানুয়ারি
Ο গ) ৮ ফেব্রুয়ারি
Ο ঘ) ৯ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (ক)
৩৫০. COP কত সালে গঠিত হয়?
Ο ক) ১৯৬৫
Ο খ) ১৯৬৬
Ο গ) ১৯৬৭
Ο ঘ) ১৯৬৮
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. পূর্ব পাকিস্তানে কখনও মুলধন গড়ে ওঠেনি কেন?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংকের সদর দপ্তর পূর্ব পাকিস্তানে ছিল বলে
Ο খ) উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানের জমা থাকতো বলে
Ο গ) উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পূর্ব পাকিস্তানের জমা থাকতো বলে
Ο ঘ) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তানে ছিল বলে
সঠিক উত্তর: (ক)
৩০২. আইয়ুব খান কত তারিখে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দেন?
Ο ক) ২৫ অক্টোবর
Ο খ) ২৬ অক্টোবর
Ο গ) ২৭ অক্টোবর
Ο ঘ) ২৮ অক্টোবর
সঠিক উত্তর: (গ)
৩০৩. ২০ জানুয়ারিতে ছাত্রনেতা আসাদুজ্জামান কোথায় পুলিশের গুলিতে নিহত হন?
Ο ক) অপরাজের বাংলার সামনে
Ο খ) ঢাকা মেডিকেল কলেজের সামনে
Ο গ) গণভবনের সামনে
Ο ঘ) গভর্নর হাউস-এর সামনে
সঠিক উত্তর: (খ)
৩০৪. ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের নন-গেজেটেড কর্মকর্তা ছিল কত জন?
Ο ক) ২৬৩১০
Ο খ) ২৬৩১১
Ο গ) ২৬৩১২
Ο ঘ) ২৬৩১৩
সঠিক উত্তর: (ক)
৩০৫. ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফার দাবি নিয়ে গণ-অভ্যুত্থানের ডাক দেয়?
Ο ক) ৬
Ο খ) ৯
Ο গ) ১১
Ο ঘ) ১৩
সঠিক উত্তর: (গ)
৩০৬. পূর্ব পাকিস্তানে এসে বিভিন্ন জনসভায় ছয়দফাকে রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন কে?
Ο ক) আইয়ুব খান
Ο খ) নুরুর আমিন সরকার
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টা
সঠিক উত্তর: (ক)
৩০৭. ১৯৬৯ সালে পাকিস্তানে পুলিশের নির্যাতনের প্রতিবাদে পালিত হয়?
i. ১৮ জানুয়ারি ধর্মঘট
ii. ২০ জানুয়ারি হরতাল
iii. ২২ জানুয়ারি ধর্মঘট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৮. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ তথা ডাক-এর আহ্বানে কত তারিখে সমগ্র পাকিস্তান হরতাল পালিত হয়?
Ο ক) ১০ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ১২ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ১৪ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ১৬ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. জনাব ‘A’ তার দেশের জনগণকে শোষণের হাত থেকে রক্ষার জন্য ‘Z’ নামক দাবি পেশ করেন। ‘Z’ এর সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) লাহোর প্রস্তাব
Ο খ) ছয় দফা
Ο গ) ৮ দফা
Ο ঘ) ১১ দফা
সঠিক উত্তর: (খ)
৩১০. পূর্ব বাংলায় কোন মূলধন গড়ে ওঠেনি কেন?
Ο ক) পূর্ব বাংলার অর্থনীতি পশ্চিম বাংলার ওপর নির্ভর করত
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক পশ্চিম পাকিস্তানে ছিল
Ο গ) পূর্ব বাংলার উদ্বৃত্ত সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত
Ο ঘ) প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক নিয়ন্ত্রন ছিল
সঠিক উত্তর: (গ)
৩১১. ছাত্রনেতা আসাদুজ্জামানের মৃত্যুর প্রতিবাদে কত তারিখে হরতাল পালিত হয়?
Ο ক) ২৩ জানুয়ারি ১৯৬৯
Ο খ) ২৪ জানুয়ারি ১৯৬৯
Ο গ) ২৫ জানুয়ারি ১৯৬৯
Ο ঘ) ২৬ জানুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (খ)
৩১২. ছয়দফা কর্মসূচির মধ্যে অন্তর্ভূক্ত ছিল-
i. মিলিশিয়া বাহিনী গঠন
ii. মুদ্রা ব্যবস্থা চালু
iii. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. আগরতলা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন-
i. শচীন্দ্রলাল হিংস
ii. দিনেশ চন্দ্র পাল
iii. জওহর লাল নেহেরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৪. সার্জেন্ট জহুরুল হক কীভাবে মৃত্যুবরণ করেন?
Ο ক) গুলিবিদ্ধ হয়ে
Ο খ) আত্মহত্যার মাধ্যমে
Ο গ) স্বাভাবিকভাবে
Ο ঘ) জেলহত্যার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩১৫. নবম শ্রেণির অত্র কিশোর মতিউর রহমানের হত্যার প্রতিবাদে আগুন লাগিয়ে দেয়া হয়-
i. দৈনিক পাকিস্তান পত্রিকা অফিসে
ii. দৈনিক মর্নিং নিউজ অফিসে
iii. দৈনিক পাকিস্তান ইনডিপেনডেন্ট অফিসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৬. ঐতিহাসিক ‘ছয়দফা’ প্রস্তাব কোথায় পেশ করা হয়?
Ο ক) লাহোরে
Ο খ) পাঞ্জাবে
Ο গ) ইসলামাবাদে
Ο ঘ) অমৃতসরে
সঠিক উত্তর: (ক)
৩১৭. COP-এর পূর্ণরুপ কী?
Ο ক) Combine Oposition Party
Ο খ) Combine Opposition Party
Ο গ) Combined Opposition Party
Ο ঘ) Combined Opposit Party
সঠিক উত্তর: (গ)
৩১৮. ১৯৪৭ সালে সকল সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যপক হারে চাকরি লাভ করে কেন?
Ο ক) করাচিতে রাজধানী হওয়ায়
Ο খ) কলকাতায় রাজধানী হওয়ায়
Ο গ) লাহোরে রাজধানী হওয়ায়
Ο ঘ) ইসলামাবাদে রাজধানী হওয়ায়
সঠিক উত্তর: (ক)
৩১৯. ছাত্রনেতা আসাদুজ্জামান কীভাবে নিহত হন?
Ο ক) সেনাবাহিনীর গুলিতে
Ο খ) স্বাভাবিকভাবে
Ο গ) পুলিশের গুলিতে
Ο ঘ) সন্ত্রাসিদের গুলিতে
সঠিক উত্তর: (গ)
৩২০. ১৯৬২ সালের ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয়। এর যথার্থ কারণ-
i দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ ছিল
ii. আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন
iii. শরীফ কমিশনের সাথে জড়িত ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৩২১. আগরতলা মামলার বিচারের জন্য গঠিত ডিফেল টিমের সদস্য ছিলেন-
i. মনজুর কাদের
ii. জেনারের টি.এইচ.খান
iii. স্যার টমাস ইউনিয়াম এমপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২২. শামিম তার বাবার সাথে আগরতলায় বেড়াতে গিয়ে জানতে পেল যে এই স্থানকে কেন্দ্র করে বাংলার এক অবিসংবাদিত নেতার নামে, মামলা করা হয়। শামিম কার নাম জানতে পেল?
Ο ক) সার্জেন্ট জহুরুল হকের
Ο খ) শেখ মুজিবুর রহমানের
Ο গ) সার্জেন্ট ফজলুল হকের
Ο ঘ) এ.কে ফজলুল হকের
সঠিক উত্তর: (খ)
৩২৩. পাকিস্তানের সরকারের কেন্দ্র্রীয় সদর দপ্তর ছিল কোথায়?
Ο ক) পূর্ব বাংলায়
Ο খ) পশ্চিম পাকিস্তানে
Ο গ) বেলুচিস্তানে
Ο ঘ) পূর্ব পাকিস্তানে
সঠিক উত্তর: (খ)
৩২৪. সোহরাওয়ার্দী কত সালে ইন্তেকাল করেন?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৬১
Ο গ) ১৯৬২
Ο ঘ) ১৯৬৩
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. পশ্চিম পাকিস্তানিরা রবীন্দ্র সঙ্গীত ও রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করেন কেন?
Ο ক) বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
Ο খ) হিন্দু সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
Ο গ) মুসলিম সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
Ο ঘ) পাকিস্তানি সংস্কৃতিতে আঘাত হানার জন্যে
সঠিক উত্তর: (ক)
৩২৬. পাকিতস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল?
Ο ক) ৫২%
Ο খ) ৫৪%
Ο গ) ৫৬%
Ο ঘ) ৫৮%
সঠিক উত্তর: (গ)
৩২৭. ১৯৬২ সালের ৩০ জানুয়ারি কাকে গ্রেফতার করা হয়?
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) মোনায়েম খান
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (খ)
৩২৮. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের জন্য কত তারিখ হরতাল পালন করা হয়?
Ο ক) ১৫ সেপ্টেম্বর
Ο খ) ১৬ সেপ্টেম্বর
Ο গ) ১৭ সেপ্টেম্বর
Ο ঘ) ১৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর: (গ)
৩২৯. কনভেনশন মুসলিম লীগ গঠন করেন কে?
Ο ক) ইয়াহিয়া
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) আইয়ুব খান
Ο ঘ) নাজিম উদদীন
সঠিক উত্তর: (গ)
৩৩০. আইয়ুব খান কত তারিখের বৈঠক সংসদীয় পদ্ধতি প্রবর্তন ও প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতে নির্বাচনের কথা ঘোষণা করেন?
Ο ক) ৯ মার্চ
Ο খ) ১০ মার্চ
Ο গ) ১১ মার্চ
Ο ঘ) ১২ মার্চ
সঠিক উত্তর: (খ)
৩৩১. ১৯৬৭ সালে ইসলামাবাদ নির্মাণের জন্য কত টাকা ব্যয়?
Ο ক) ২৫ কোটি
Ο খ) ১৫০ কোটি
Ο গ) ৩০০ কোটি
Ο ঘ) ৪০০ কোটি
সঠিক উত্তর: (গ)
৩৩২. আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের ফলে-
i. সংবিধান প্রনয়নের ক্ষমতা লাভ করেন
ii. ১৯৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন
iii. সেনা শাসনের প্রধান নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৩. আইয়ু্ব খান মৌলিক গণতন্ত্র চালু করেন কেন?
Ο ক) সামরিক শাসন প্রত্যাহারের জন্য
Ο খ) রাজনৈতিক কাঠামো পরিবর্তনের জন্য
Ο গ) গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার জন্য
সঠিক উত্তর: (খ)
৩৩৪. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের অবসান হয় কীভাবে?
Ο ক) জাতিসংঘের হস্তক্ষেপে
Ο খ) কোসিগিনের মধ্যস্থতায়
Ο গ) ইউ.এন.ডি.পি-এর হস্তক্ষেপে
Ο ঘ) হিটলারের মধ্যস্ততায়
সঠিক উত্তর: (খ)
৩৩৫. তাহমিনা পত্রিকায় দেখতে পেল যে ফিলিস্তিনি রাষ্ট্র তাদের স্বায়ত্তশাসনের জন্য ২৪ বছর ধরে আন্দোলন করছে। তাহমিনা ফিলিস্তিনি রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের মিল দেখতে পেল?
Ο ক) ভারত
Ο খ) পাকিস্তান
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: (গ)
৩৩৬. পশ্চিম পাকিস্তানিরা ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে কেন?
Ο ক) রাজতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য
Ο খ) পূর্ব পাকিস্তানিদের ভোটাধিকার বিলোপ করার জন্য
Ο গ) জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য
Ο ঘ) শাসনতন্ত্রের আমূল পরিবর্তন সাধনের জন্য
সঠিক উত্তর: (গ)
৩৩৭. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ কোথায় গঠন করা হয়?
Ο ক) ডাকসুর কার্যালয়ে
Ο খ) ভিসি চত্বরে
Ο গ) কার্জন হলে
Ο ঘ) শহীদ মিনারের সামনে
সঠিক উত্তর: (ক)
৩৩৮. এন.ডি.ফি-এর উদ্দেশ্য ছিল-
i. গণতন্ত্র পুনরুদ্ধার
ii. মৌলিক গণতন্ত্র চালু
iii. ১৯৫৬ সালের সংবিধান ফিরে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৯. ১৯৪৭ সালে ‘D’ও ‘E’ নামক দেশের মধ্যে ‘A’ কে কেন্দ্র করে বৈরী সম্পর্কের সৃষ্টি হয়। নিচের কোটিকে নির্দেশ করছে?
Ο ক) কাশ্মীর
Ο খ) কলকাতা
Ο গ) বিহার
Ο ঘ) জয়দেবপুর
সঠিক উত্তর: (ক)
৩৪০. বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার নাটক, সংগীত, সাহিত্য, অধিক যুক্তিযুক্ত?
Ο ক) রবীন্দ্রনাথের
Ο খ) শরৎচন্দ্রের
Ο গ) আল মাহমুদের
Ο ঘ) হুমায়ুন আহমেদের
সঠিক উত্তর: (ক)
৩৪১. ১৯৬৯ সালের ২৪ জানুয়ারির ঢাকা শহর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এর যথার্থ কারণ কী?
i ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হয়েছিলেন
ii. পুলিশের গুলিতে কিশোর ছাত্র মতিউর নিহত হন
iii. সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪২. শিক্ষা আন্দোলন কত সালে সংগঠিত হয়?
Ο ক) ১৯৬০
Ο খ) ১৯৬১
Ο গ) ১৯৬২
Ο ঘ) ১৯৬৩
সঠিক উত্তর: (গ)
৩৪৩. রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির অন্তর্ভূক্ত ছিল-
i. আওয়ামী লীগ
ii. কনভেনশন মুসলিম লীগ
iii. ন্যাশনাল আওয়ামী পার্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. ১৯৬২ সালে ‘A’ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। এখানে ‘A’ এর সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন দলের?
Ο ক) কাউন্সিল মুসলিম লীগ
Ο খ) ন্যাশনাল আওয়ামী পার্টি
Ο গ) আওয়ামী লীগ
Ο ঘ) কনভেনশন মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. কী কারণে ছয়দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে?
Ο ক) বাঙালির বাঁচার দাবি বলে আখ্যায়িত করা হয় বলে
Ο খ) পাকিস্তানের মুক্তির দাবি বলে আখ্যায়িত করা হয় বলে
Ο গ) ভারতের মুক্তির দাবি বলে আখ্যায়িত করা হয় বলে
Ο ঘ) পূর্ব পাকিস্তানিদের শোষণের ইতিহাস তুলে ধরা হয় বলে
সঠিক উত্তর: (ক)
৩৪৬. ‘ক’ দেশের জনগণ ‘খ’ দেশের জনগণের তুলনায় রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যুৎ প্রভৃতি সুবিধা কম ভোগ করত। ‘ক’ দেশের জনগন কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে?
Ο ক) রাজনৈতিক বৈষম্যে
Ο খ) সাংস্কৃতিক বৈষম্যে
Ο গ) অর্থনৈতিক বৈষম্যে
Ο ঘ) সামাজিক বৈষম্যে
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন। এর যথার্থ কারণ হলো-
i গণতান্ত্রিক পদ্ধতির পুনঃপ্রবর্তন
ii. সীমিত গণতন্ত্রের ব্যবহার
iii. নতুন পদ্ধতির নিজেকে বৈধ প্রেসিডেন্টে পরিণত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৪৮. ১৯৫৬ সালে পূর্ব বাংলা আইন পরিষদের বিরোধীদল ছিল কোনটি?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) কৃষক-প্রজাপার্টি
Ο গ) মুসলিম লীগ
Ο ঘ) কৃষক-শ্রমিক পার্টি
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে?
Ο ক) ৮ জানুয়ারি
Ο খ) ৯ জানুয়ারি
Ο গ) ৮ ফেব্রুয়ারি
Ο ঘ) ৯ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: (ক)
৩৫০. COP কত সালে গঠিত হয়?
Ο ক) ১৯৬৫
Ο খ) ১৯৬৬
Ο গ) ১৯৬৭
Ο ঘ) ১৯৬৮
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History