এস.এস.সি আইসিটি অধ্যায় – ২ (৪)

Web School BD
0
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপদ(৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. মারুফ কম্পিউটারের গতি বাড়ানোর জন্য ব্যবহার করবে-
i. ডিস্ক ক্লিনআপ
ii. ডিস্ক ডিফ্রাগমেন্টর
iii. ডিস্ক রিমুভার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. সিপিউ ঠান্ডা না হতে পারার একটি কারণ হলো-
Ο ক) ধুলোবালি জমে বায়ু চলাচল বাধাগ্রস্থ হওয়া
Ο খ) র‌্যাম এর সমস্যা
Ο গ) প্রসেসর আপডেট না করা
Ο ঘ) সিপিউ এর সমস্যা
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. যে মাধ্যম ব্যবহারে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করতে পারে?
Ο ক) CD
Ο খ) DVD
Ο গ) Pendrive
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৪. কম্পিউটার কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Ο ক) গেম খেলার জন্য
Ο খ) বহুমুখী কাজে
Ο গ) বিনোদন
Ο ঘ) ইন্টারনেট ব্যবহারে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. ইন্টারনেট ব্যবহার করার সময়-
i. কোনো ওয়েবসাইটে বিশেষ প্রোগ্রাম ইনস্টল করা থাকে
ii. কিছু সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল হয়ে তথ্য হ্যাক করে
iii. এ্যাকাউন্টের জন্য সহজ পাসওয়্যাড ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. কম্পিউটার গেম এর মাধ্যমে মানুষ কী ধরনের সুবিধা পায়?
Ο ক) বিনোদন
Ο খ) প্রয়োজন মিটানো
Ο গ) প্রযুক্তির ব্যবহার শিক্ষা
Ο ঘ) সময়ের সদ্ব্যবহার
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. সফটওয়্যার Installation এর সময় কোন দিকটির প্রতি লক্ষ রাখা উচিত?
Ο ক) যন্ত্রের হার্ডওয়্যারের সার্পোট
Ο খ) মেমোরির জায়গা
Ο গ) অ্যাডমিনিস্টটারের অনুমতি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
Ο ক) প্রতিদিন ব্যবহার করলে
Ο খ) বদলালে
Ο গ) ইন্টারনেট সংযোগ থাকলে
Ο ঘ) ইন্টরনেট বন্ধ থাকরে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিকে কি বলে?
Ο ক) ISA
Ο খ) ISC
Ο গ) IAD
Ο ঘ) IAP
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. আসক্তি বলতে বোঝায়-
i. কোন কিছুর ব্যবহারে তীব্রতা
ii. ভুল জেনেও ভুল কাজটি থেকে সরে আসতে না পারা
iii. এক কাজ বার বার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. ট্রাবলশুটিং -
i. নির্দেশিকার শেষে আলোচিত হয়
ii. অংশে সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেওয়া থাকে
iii. আইসিটি যন্ত্রের প্রয়োজ্য নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬২. BSA এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) Business Softwere Aliance
Ο খ) Business Software Assistance
Ο গ) Business Softonic Aliance
Ο ঘ) Business Softwere Agreement
 সঠিক উত্তর: (ক)

 ১৬৩. যারা সপ্তাহে অন্তত ছয়দিন টানা দশ ঘণ্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের কী ধরনের শারীরিক সমস্যা হতে পারে?
Ο ক) হাতের কবজিতে ব্যথা হতে পারে
Ο খ) মস্তিষ্কের গঠনেও এক পরিবর্তন দেখা যায়
Ο গ) কোমরে ব্যথ্যা হতে পারে
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি কমানো যায়-
i. সতর্কতা অবলম্বন করে
ii. ইউটিলিটি ডিলিট করে
iii. বিশেষ ব্যবস্থা গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. কম্পিউটার পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় কিসের সমস্যার কারণে?
Ο ক) মাদারবোর্ড
Ο খ) IC
Ο গ) ক্যাপাসিটর
Ο ঘ) মনিটর
 সঠিক উত্তর: (ক)

 ১৬৬. তথ্য এবং উপাত্তের নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম কী?
Ο ক) এন্টিভাইরাস
Ο খ) তালা
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) পাসওয়ার্ড
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. সফটওয়্যার ইনস্টল করা জন্য কার অনুমতি নিতে হয়?
Ο ক) হার্ডডিস্ক
Ο খ) র‌্যাম
Ο গ) রম
Ο ঘ) অপারেটিং সিস্টেম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৮. সফটওয়্যারগুলো কাজ করে কখন?
Ο ক) ইনস্টল করার পর
Ο খ) ডিলিট করার পর
Ο গ) ডেটা ব্যাকআপ নেওয়ার পর
Ο ঘ) আলইনস্টল কারার পর
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. ফেসবুকে কোনটি প্রকাশ থেকে বিরত থাকতে হবে?
Ο ক) জন্ম তারিখ
Ο খ) কলেজের নাম
Ο গ) ব্যক্তিগত ছবি
Ο ঘ) স্কুলের নাম
 সঠিক উত্তর: (গ)

 ১৭০. Hard Disk এ পাওয়ার না থাকলে কোনটি ঘটবে?
Ο ক) কম্পিউটার সার্ট ডাউন হতে পারে
Ο খ) কম্পিউটার সিস্টেম চালু হবে না
Ο গ) Boot Disk failure or Hard Disk not found মেসেজ করা
Ο ঘ) CMOS ব্যাটারী কাজ করবে না
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. হার্ডডিস্কের জায়গা ফাঁকা করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ডিস্ক ক্লিনআপ
Ο খ) ডিস্ক ডিলিট আপ
Ο গ) ডিস্ক এডিটর
Ο ঘ) ডিস্ক রিমুভার
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. ICT যন্ত্রকে রক্ষা করতে প্রয়োজন-
i. Hard disk
ii. Antivirus
iii. Antimalware
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. কোন জায়গা হতে কোন সফটওয়্যার আনইনস্টল করা যায়?
Ο ক) মাই ডকুমেন্ট
Ο খ) হেল্প এন্ড সার্পোট
Ο গ) সার্চ
Ο ঘ) কন্ট্রোল প্যানেল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. নাগরিক তথ্য চাইতে পারবেনা-
i. বিদেশি সরকারে কাছ থেকে পাওয়া গোপনীয় তথ্য
ii. জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত তথ্য
iii. তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্থ হতে পারে এরূপ তথ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৫. অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি?
Ο ক) ডিস্ক ক্লিনআপ
Ο খ) ডিস্ক রিমুভার
Ο গ) ডিস্ক ইরেজার
Ο ঘ) ডিস্ক রিডআপ
 সঠিক উত্তর: (ক)

 ১৭৬. এন্টিভাইরসের ওয়েবসাইট হলো-
i. www.uva.com
ii. www.avg.com
iii. www.avast.com
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৭. মেধার মূল্যকে স্কীকৃতি প্রদান করে কে?
Ο ক) প্রোগ্রামররা
Ο খ) কপিরাইট হোল্ডার
Ο গ) কপিরাইট আইন
Ο ঘ) উদ্যোক্তারা
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. কোনটির কারণে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে-
Ο ক) ভাইরাস
Ο খ) অ্যান্টিভাইরাস
Ο গ) ইউটিলিটি
Ο ঘ) লিনাক্স
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. নাগরিক কোন তথ্য পেতে পারবে না?
Ο ক) অধিকার
Ο খ) কর্তব্য
Ο গ) শিক্ষা
Ο ঘ) প্রশ্নপত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. হার্ডডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট করে কি না তা কম্পিউটারের কোথায় গিয়ে চেক করতে হবে?
Ο ক) Control panel এ
Ο খ) All Program এ
Ο গ) ডিস্ক ড্রাইভে
Ο ঘ) বায়োসে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যাওয়ার কারণ-
i. ভাইরাস
ii. অপারেটিং সিস্টেমের সমস্যা
iii. কী বোর্ডের সমস্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. VIRUS এর কারণে-
i. মেমোরি কম দেখায়
ii. গতি কমে যায়
iii. ফাইল Open করতে সময় বেশি নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. CMOS ব্যাটারি কার্যক্ষমতা হারালো -
i. কম্পিউটার সার্ট ডাউন হয়ে যায়
ii. কম্পিউটার তারিখ ও সময় ঠিক থাকে না
iii. বায়োসের কোনো অপশন পরিরর্তন করলে তা সেভ হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৪. কম্পিউটারে একাধিক প্রোগ্রাম একসাথে অপেন করতে গেলে কোন মেসেজটি প্রদশির্ত হয়?
Ο ক) Boot disk failure
Ο খ) Our of memory
Ο গ) Auto run
Ο ঘ) Hard disk not found
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. কম্পিউটার ভাইরাস -
i. এক ধরনে সফটওয়্যার
ii. সংখ্যা বৃদ্ধি করতে পারে
iii. তথ্য বা উপাত্তকে আক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৬. সিস্টেম চালু না হওয়ার জন্য নিচের কোন কারণটি হতে পারে?
Ο ক) র‌্যাম এর সমস্যা
Ο খ) মেইন পাওয়ার ক্যাবলের সংযোগটি লুস থাকা
Ο গ) কেসিং এর সমস্যা
Ο ঘ) সিপিউ তে সমস্যা
 সঠিক উত্তর: (ক)

 ১৮৭. মাউস ঠিকমত কাজ না করলে-
i. অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইনস্টল করতে হবে
ii. ক্যাবল সংযোগ পরীক্ষা করতে হবে
iii. পোর্ট পরিবর্তন করে দেখতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও: শিহাবের কম্পিউটারটি গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য শিহাবের বন্ধু তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে গতি বাড়াবার পরামর্শ দিল।

১৮৮. শিহাবের বন্ধু তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল?
Ο ক) এম এস ডস
Ο খ) উইন্ডোজ
Ο গ) ডিস্ক ক্লিনআপ
Ο ঘ) command prompt
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. কম্পিউটারে এ সমস্যার পিছনে কারণ হলো-
i. CMOS ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস
ii. ভাইরাস
iii. টেম্পোরারি ফাইল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Tags:

Post a Comment

0Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Post a Comment (0)