এস.এস.সি বাংলা ২য় পত্র : শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা(১)

Posted by: | Published: Sunday, November 27, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ২য় পরিচ্ছেদ: শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. শব্দের আভিধানিক অর্থই -
Ο ক) বাচ্যার্থ
Ο খ) লক্ষ্যার্থ
Ο গ) যোগ্যতা
Ο ঘ) আসত্তি
 সঠিক উত্তর: (ক)

 ২. ‘পামর’ অর্থের সমার্থক নয় কোনটি?
Ο ক) নরাধম
Ο খ) পাপী
Ο গ) মূর্খ
Ο ঘ) প্রতাপশালী
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. ‘উপচয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) সঞ্চয়
Ο খ) অপচয়
Ο গ) উপাচার
Ο ঘ) অনাচার
 সঠিক উত্তর: (খ)

 ৪. ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অরণী
Ο খ) অবনী/ভূধর
Ο গ) অর্ণব
Ο ঘ) অম্বু
 সঠিক উত্তর: (খ)

 ৫. ‘বাইরের আড়ম্বর’ এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Ο ক) লেফাফাদুরস্ত
Ο খ) রাশভরী
Ο গ) ব্যাঙের আধুলি
Ο ঘ) ভিজেবিড়াল
 সঠিক উত্তর: (ক)

 ৬. কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) মাথাধরা
Ο খ) মাথাব্যথা
Ο গ) মাথা খাওয়া
Ο ঘ) মাথা ঘামান
 সঠিক উত্তর: (ক)

 ৭. ‘স্থাবর’ এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) স্থায়ী
Ο খ) অস্থায়ী
Ο গ) জঙ্গম
Ο ঘ) সীম্য
 সঠিক উত্তর: (গ)

 ৮. ‘কাঁচা’ শব্দটি কোনটিতে ‘গুরুত্বহীন কথা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) কাঁচা কথা
Ο খ) কাঁচা বয়স
Ο গ) কাঁচা সোনা
Ο ঘ) কাঁচা ইট
 সঠিক উত্তর: (ক)

 ৯. রত্নাকর শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) সূর্য
Ο খ) কুঞ্জর
Ο গ) নদী
Ο ঘ) সমুদ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. ‘দ্বিপ’ অর্থ কী?
Ο ক) আলো
Ο খ) হাতি
Ο গ) জলবেষ্টিত স্থান
Ο ঘ) বাতি
 সঠিক উত্তর: (খ)

 ১১. ‘অলীক’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) লৌকিক
Ο খ) বাস্তব
Ο গ) অলৌকিক
Ο ঘ) কল্পনা
 সঠিক উত্তর: (খ)

 ১২. “পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে” - প্রবচনটির অর্থ কী?
Ο ক) ভদ্র ব্যক্তির সঙ্গে খাদ্য খাওয়া
Ο খ) মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
Ο গ) সুদিন হঠাৎ করে ফিরে আসা
Ο ঘ) বিপদে পড়ে কাজ করা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. ‘শম্বর’ অর্থ কী?
Ο ক) হরিণ
Ο খ) সিংহ
Ο গ) হাতি
Ο ঘ) ঘোড়া
 সঠিক উত্তর: (ক)

 ১৪. ‘কুরঙ্গ’ শব্দের সমার্থক শব্দ হলো -
Ο ক) হাতি
Ο খ) হরিণ
Ο গ) খরগোশ
Ο ঘ) সাপ
 সঠিক উত্তর: (খ)

 ১৫. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) ক্ষণস্থায়ী বস্তু
Ο খ) অর্থের কুপ্রভাব
Ο গ) তীব্রজ্বালা
Ο ঘ) অসম্ভব বস্তু
 সঠিক উত্তর: (খ)

 ১৬. ‘মন না মতি’ - বাগধারাটির অর্থ কী?
Ο ক) উপযুক্ত মিলন
Ο খ) অনিষ্টে ইষ্ট
Ο গ) কপটাচারী
Ο ঘ) অস্থির মানবমন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. নিচের কোন বাক্যে শব্দের অপকর্ষ ঘটেছে?
Ο ক) ইনি আমার বৈবাহিক
Ο খ) শ্রী রামকৃষ্ণ পরমহংস
Ο গ) ছাত্রটির মাথা ভালো
Ο ঘ) জ্যাঠামি করো না
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) আগুন
Ο খ) সূর্য
Ο গ) নদী
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কী বলে?
Ο ক) শাপেবর
Ο খ) তামার বিষ
Ο গ) একাদশে বৃহস্পতি
Ο ঘ) উড়ো খৈ গোবিন্দায় নমঃ
 সঠিক উত্তর: (ক)

 ২০. ‘শ্রীঘর’ - শব্দটির বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী?
Ο ক) সুদৃশ্য গৃহ
Ο খ) বৈঠকখানা
Ο গ) জেলখানা
Ο ঘ) সরাইখানা
 সঠিক উত্তর: (গ)

 ২১. ‘অহি-নকুল’ শব্দের অর্থ কী?
Ο ক) ভীষণ শত্রুতা
Ο খ) সামান্য লোক
Ο গ) উঠে পড়ে লাগা
Ο ঘ) ভীষণ চক্রান্ত
 সঠিক উত্তর: (ক)

 ২২. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ/সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অশনি
Ο খ) ব্যোম/অভ্র/অম্বর
Ο গ) বিভাবরী
Ο ঘ) নীলাম্বু
 সঠিক উত্তর: (খ)

 ২৩. ‘চোখের বালি’ এর সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অসুখ
Ο খ) চোখের কাজল
Ο গ) শত্রু
Ο ঘ) বন্ধু
 সঠিক উত্তর: (গ)

 ২৪. কোন বাগধারাটি ‘অহিনকুল’ - এর বিপরীতার্থক বাগধারা?
Ο ক) দা-কুমড়া
Ο খ) সাপে নেউলে
Ο গ) হাড় হাভাতে
Ο ঘ) দহরম মহরম
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫. ‘কপটচারী’ শব্দটির বাগধারা কোনটি?
Ο ক) ভিজে বিড়াল
Ο খ) ভুশন্ডির কাক
Ο গ) হাড় হাভাতে
Ο ঘ) ফপর দালালি
 সঠিক উত্তর: (ক)

 ২৬. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির সঠিক অর্থ কী?
Ο ক) নিতান্ত অলস
Ο খ) শুরুতে ভুল
Ο গ) মূর্খ
Ο ঘ) সামান্য
 সঠিক উত্তর: (ক)

 ২৭. ‘সাপ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অর্ণব
Ο খ) অহি
Ο গ) গজ
Ο ঘ) সুর
 সঠিক উত্তর: (খ)

 ২৮. ‘আশীবিষ’ অর্থ কী?
Ο ক) ভুজঙ্গ
Ο খ) মার্তন্ড
Ο গ) হুতাশন
Ο ঘ) মাতঙ্গা
 সঠিক উত্তর: (ক)

 ২৯. কোন বাগধারাটির অর্থ মরা?
Ο ক) অক্কা পাওয়া
Ο খ) কেউকেটা
Ο গ) কান পাতলা
Ο ঘ) কেতাদুরস্ত
 সঠিক উত্তর: (ক)

 ৩০. কোন বাগধারটির অর্থ ‘কুটিলতা’?
Ο ক) কানকাটা
Ο খ) জিলাপির প্যাঁচ
Ο গ) চিনির বলদ
Ο ঘ) ঠোঁটকাটা
 সঠিক উত্তর: (খ)

 ৩১. ‘আটকপালে’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) অলক্ষীর দশা
Ο খ) অগ্নিপরীক্ষা
Ο গ) অদৃষ্টের পরিহাস
Ο ঘ) হতভাগ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. ‘তাসের ঘর’ অর্থ কী?
Ο ক) তাস খেলার ঘর
Ο খ) ক্ষণস্থায়ী বস্তু
Ο গ) দীর্ঘস্থায়ী
Ο ঘ) পূর্ণস্থায়ী
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. ‘আগ্রহ’ বুঝাতে ‘মাথা’ শব্দের ব্যবহার কোনটি?
Ο ক) মাথাধরা
Ο খ) মাথাব্যথা
Ο গ) মাথা দেওয়া
Ο ঘ) মাথা ঘামান
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. ‘হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া’ - প্রবাদটির অর্থ কী?
Ο ক) অন্তঃসারশূন্য অবস্থা
Ο খ) একের জন্য অন্যের চিন্তা
Ο গ) সামান্য ব্যাপারে বৃহৎ কিছু
Ο ঘ) দেখতে যেমন মোটা খেতেও তেমনি ভালো
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) বিধু
Ο খ) ভুজ
Ο গ) ভানু
Ο ঘ) তপন
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. ‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়কোনটি?
Ο ক) অম্বর
Ο খ) অবনী
Ο গ) আকাশ
Ο ঘ) জল
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. ‘কুঞ্জর’ কার সমার্থক শব্দ?
Ο ক) হাতি
Ο খ) হরিণ
Ο গ) ভুজঙ্গ
Ο ঘ) অশ্ব
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. ছ’কড়া ন’কড়া বাগধারাটির অর্থ কী?
Ο ক) চুটি করা
Ο খ) এলোমেলো করা
Ο গ) নষ্ট করা
Ο ঘ) সস্তা করা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
Ο ক) অহিনকুল সম্বন্ধ
Ο খ) আদায় কাঁচকলায়
Ο গ) তাসের ঘর
Ο ঘ) শরতের শিশির
 সঠিক উত্তর: (গ)

 ৪০. ‘বিধির বিড়ম্বনা’ - এর বাগধারা কী?
Ο ক) অলক্ষ্মীর দশা
Ο খ) অগ্নিপরীক্ষা
Ο গ) অদৃষ্টের পরিহাস
Ο ঘ) আটকপালিয়া
 সঠিক উত্তর: (গ)

 ৪১. ‘সর্বনাশ’ বুঝাতে কোন বাগধারাটি প্রয়োজন?
Ο ক) পুকুরচুরি
Ο খ) বালির বাঁধ
Ο গ) ভরাডুবি
Ο ঘ) মগের মুল্লুক
 সঠিক উত্তর: (গ)

 ৪২. ‘প্রসারণ’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) অপসারণ
Ο খ) অপ্রসারিত
Ο গ) আকুঞ্চন
Ο ঘ) কুঞ্চিত
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. ‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারা -
Ο ক) আকাশ কুসুম
Ο খ) অমাবস্যার চাঁদ
Ο গ) একাদশে বৃহস্পতি
Ο ঘ) অরণ্যে রোদন
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. ‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’ অর্থটি কোন প্রবাদের সাহায্যে বুঝানো হয়েছে?
Ο ক) অসারের তর্জন গর্জন সার
Ο খ) আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
Ο গ) কানা ছেলের নাম পদ্মলোচন
Ο ঘ) ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. নিচের কোনটির অর্থ ‘দায়িত্ব গ্রহণ’?
Ο ক) মাথা ঘামান
Ο খ) মাথা ব্যথা
Ο গ) মনে ধরা
Ο ঘ) মাথা দেওয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬. কার্যবিরতি অর্থে নিচের কোনটি প্রযোজ্য?
Ο ক) হাত করা
Ο খ) হাত গুটান
Ο গ) হাত থাকা
Ο ঘ) হাত আসা
 সঠিক উত্তর: (খ)

 ৪৭. ‘গলা ধরা’ - এখানে কী অর্থে ‘ধরা’ ক্রিয়া পদের রীতিসিদ্ধ প্রয়োগ হয়েছে?
Ο ক) অনুরোধ করা
Ο খ) কন্ঠরুদ্ধ হওয়া
Ο গ) আদর করা
Ο ঘ) পছন্দ হওয়া
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. “ধান ভানতে শিবের গীত” - এ প্রবাদটি দিয়ে কী বোঝায়?
Ο ক) একের জন্য অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
Ο খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা
Ο গ) ক্ষুদে ব্যক্তির বড়াই
Ο ঘ) কাজ আরম্ভ করার সাথে সাথে ফলের প্রত্যাশা
 সঠিক উত্তর: (খ)

 ৪৯. ‘এসপার ওসপার’ - বাগধারটি কী অর্থ প্রকাশ করে?
Ο ক) সংষর্ঘ
Ο খ) তাগাদা
Ο গ) মীমাংসা
Ο ঘ) কিছু একটা
 সঠিক উত্তর: (গ)

 ৫০. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অম্বর
Ο খ) মেদিনী
Ο গ) চিকুর
Ο ঘ) অম্বু
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon