এস.এস.সি বাংলা ২য় পত্র : ভাষা(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ১ম অধ্যায় - ১ম পরিচ্ছেদ: ভাষা(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ‘বাকি’ কোন ভাষার শব্দ?
Ο ক) ফারসি
Ο খ) ফরাসি
Ο গ) আরবি
Ο ঘ) পর্তুগিজ
 সঠিক উত্তর: (গ)

 ৫২. নিচের কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়?
Ο ক) চলিত ভাষা কৃত্রিমতাবর্জিত
Ο খ) চলিত ভাষা গুরুগম্ভীর
Ο গ) চলিত ভাষা বক্তৃতার উপযোগী
Ο ঘ) চলিত ভাষায় তৎসম শব্দের ব্যবহার কম
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. নিচের কোন উক্তিটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
Ο ক) চলিত ভাষা কৃত্রিমতা বর্জিত
Ο খ) চলিত ভাষা গুরুগম্ভীর
Ο গ) চলিত ভাষা বক্তৃতার উপযোগী
Ο ঘ) চলিত ভাষার তৎসম ব্যবহার কম
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী?
Ο ক) চলিত
Ο খ) সাধু
Ο গ) আঞ্চলিক
Ο ঘ) মিশ্র
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
Ο ক) তৎসম
Ο খ) তদ্ভব
Ο গ) দেশি
Ο ঘ) বিদেশি
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. কোনটি বিদেশি শব্দ নয়?
Ο ক) পত্র
Ο খ) দোয়াত
Ο গ) কলেজ
Ο ঘ) আইন
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
Ο ক) ইংরেজি
Ο খ) জাপানি
Ο গ) ওলন্দাজ
Ο ঘ) ফরাসি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
Ο ক) অপিনিহিতি
Ο খ) পারিভাষিক শব্দ
Ο গ) রূঢ়ি শব্দ
Ο ঘ) তৎসম শব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. কোনটি অর্ধ-তৎসম শব্দ?
Ο ক) সূর্য
Ο খ) সুনাম
Ο গ) জবান
Ο ঘ) জ্যোছনা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) আভিজাত্যপূর্ণ
Ο খ) পদবিন্যাস সুনির্দিষ্ট
Ο গ) কৃত্রিমতাবর্জিত
Ο ঘ) কাঠামো অপরিবর্তনীয়
 সঠিক উত্তর: (গ)

 ৬১. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) পর্তুগিজ
Ο ঘ) ওলন্দাজ
 সঠিক উত্তর: (খ)

 ৬২. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
Ο ক) ভাষা
Ο খ) চিত্র
Ο গ) ইঙ্গিত
Ο ঘ) আচরণ
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে -
Ο ক) দুই হাজার
Ο খ) পাঁচ হাজারের ওপর
Ο গ) সাড়ে তিন হাজারের ওপর
Ο ঘ) সাড়ে সাত হাজারের ওপর
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
Ο ক) সাধু ভাষা
Ο খ) চলিত ভাষা
Ο গ) উপভাষা
Ο ঘ) মৌলিক ভাষা
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. কোনটি ইংরেজি শব্দ নয়?
Ο ক) ব্যাগ
Ο খ) অফিস
Ο গ) ফুটবল
Ο ঘ) বাদশাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. ‘হরতন’, ‘রুইতন’ শব্দগুলো কোন ভাষার শব্দ?
Ο ক) ওলন্দাজ
Ο খ) পর্তুগিজ
Ο গ) ফরাসি
Ο ঘ) জাপানি
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. চলিত রীতির উদাহরণ কোনটি?
Ο ক) বন্য
Ο খ) শুকনো
Ο গ) তুলা
Ο ঘ) শুষ্ক
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. তৎসম শব্দ কোনগুলো?
Ο ক) পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র
Ο খ) টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
Ο গ) আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক
Ο ঘ) সূর্য, চন্দ্র, সাপ, গিন্নী
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. রাজা-বাদশা (তৎসম + ফারসি) -
Ο ক) ফারসি শব্দ
Ο খ) ইংরেজি শব্দ
Ο গ) আরবি শব্দ
Ο ঘ) মিশ্র শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. ‘অশ্ব’ শব্দটি কোন শব্দ?
Ο ক) পারিভাষিক শব্দ
Ο খ) যৌগিক শব্দ
Ο গ) তৎসম শব্দ
Ο ঘ) তদ্ভব শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ৭১. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
Ο ক) ইংরেজি + আরবি
Ο খ) ইংরেজি + ফারসি
Ο গ) ইংরেজি + বাংলা
Ο ঘ) ইংরেজি + হিন্দি
 সঠিক উত্তর: (ক)

 ৭২. নিচের কোনটি মুন্ডারী ভাষার শব্দ?
Ο ক) চাকু
Ο খ) চিনি
Ο গ) চুলা
Ο ঘ) চাকর
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না?
Ο ক) শ
Ο খ) ষ
Ο গ) স
Ο ঘ) হ
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Ο ক) কথ্যভাষা
Ο খ) উপভাষা
Ο গ) সাধুভাষা
Ο ঘ) চলিত ভাষা
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. চলিত রীতির শব্দ কোনটি?
Ο ক) তুলা
Ο খ) শুকনা
Ο গ) তুলো
Ο ঘ) পড়িল
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. সংস্কৃত ‘চর্মকার’ শব্দটির তদ্ভব ‘চামার’ এর প্রাকৃত রূপ কোনটি?
Ο ক) চম্মকার
Ο খ) চম্মকর
Ο গ) চম্মআর
Ο ঘ) চম্মার
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. ‘পকেটমার’ শব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে?
Ο ক) ইংরেজি+ফার্সি
Ο খ) ইংরেজি+তৎসম
Ο গ) ইংরেজি+বাংলা
Ο ঘ) ইংরেজি+আরবি
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. এক অক্ষর বিশিষ্ট সব সময় -
Ο ক) হ্রস্ব হয়
Ο খ) হ্রস্ব হয় না
Ο গ) দীর্ঘ হয়
Ο ঘ) দীর্ঘ হয় না
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. উপভাষার আর এক নাম কী?
Ο ক) দেশীয় ভাষা
Ο খ) মূল ভাষা
Ο গ) আঞ্চলিক ভাষা
Ο ঘ) বাংলা ভাষা
 সঠিক উত্তর: (গ)

 ৮০. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
Ο ক) কুচ্ছিত
Ο খ) ভবন
Ο গ) মনুষ্য
Ο ঘ) বৈষ্ণব
 সঠিক উত্তর: (ক)

 ৮১. ‘চাবি’ কোন ভাষা থেকে আগত শব্দ?
Ο ক) ওলন্দাজ
Ο খ) ফারসি
Ο গ) গুজরাটি
Ο ঘ) পর্তুগিজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. ‘হাট-বাজার’ কোন জাতীয় মিশ্র শব্দ?
Ο ক) বাংলা + ইংরেজি
Ο খ) ইংরেজি + বাংলা
Ο গ) তৎসম + ফারসি
Ο ঘ) বাংলা + ফারসি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল। - কোন রীতির বাক্য?
Ο ক) চলিত রীতি
Ο খ) সাধু রীতি
Ο গ) আঞ্চলিক কথ্য রীতি
Ο ঘ) প্রমিত রীতি
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. কোন গুচ্ছের সব কয়টি শব্দ তৎসম?
Ο ক) পত্র, কেস্ট, ডাব, সমুদ্র
Ο খ) টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
Ο গ) বৃক্ষ, ধর্ম, মস্তক, পাত্র
Ο ঘ) সূর্য, চন্দ্র, সাপ, গিন্নি
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
Ο ক) গুরুগম্ভীর
Ο খ) কৃত্রিম
Ο গ) পরিবর্তনশীল
Ο ঘ) তৎসম শব্দবহুল
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. ‘হারিকিরি’ শব্দের অর্থ -
Ο ক) হারানো
Ο খ) রিক্সা
Ο গ) আত্মহত্যা
Ο ঘ) আত্মরক্ষা
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. কথা-বার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী?
Ο ক) চলিত
Ο খ) সাধু
Ο গ) মিশ্র
Ο ঘ) উপজাতীয়
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. ‘সচিব’ কোন ধরনের শব্দ?
Ο ক) পারিভাষিক
Ο খ) মিশ্র
Ο গ) তদ্ভব
Ο ঘ) তৎসম
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
Ο ক) বিশেষ্য ও বিশেষণ
Ο খ) ক্রিয়া ও সর্বনাম
Ο গ) বিশেষ্য ও ক্রিয়া
Ο ঘ) বিশেষণ ও ক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ৯০. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ?
Ο ক) কিতাব
Ο খ) পেনসিল
Ο গ) হাকিম
Ο ঘ) আনারস
 সঠিক উত্তর: (খ)

 ৯১. নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য?
Ο ক) তৎসম শব্দবহুল
Ο খ) অপরিবর্তনীয়
Ο গ) পদবিন্যাস সুনিয়ন্ত্রিত
Ο ঘ) তদ্ভব শব্দবহুল
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. পারিভাষিক শব্দ নিচের কোনটি?
Ο ক) তোপ
Ο খ) চাকর
Ο গ) নথি
Ο ঘ) ফুটবল
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. ‘হাত’ শব্দটি কোন শ্রেণির?
Ο ক) দেশি
Ο খ) তৎসম
Ο গ) তদ্ভব
Ο ঘ) বিদেশি
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. ‘আফিম’ কোন ভাষার শব্দ?
Ο ক) ইংরেজি
Ο খ) ফারসি
Ο গ) তুর্কি
Ο ঘ) পর্তুগিজ
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
Ο ক) সাধু রীতি
Ο খ) আঞ্চলিক কথ্য রীতি
Ο গ) সাধু এবং চলিত উভয় রীতি
Ο ঘ) চলিত রীতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. ‘চাহিদা’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
Ο ক) পর্তুগিজ
Ο খ) চীনা
Ο গ) পাঞ্জাবি
Ο ঘ) তুর্কি
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. কোনটি তদ্ভব শব্দ?
Ο ক) কুলা
Ο খ) চাবি
Ο গ) চাকর
Ο ঘ) চামার
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. ভাষার কোন রীতিতে বৈচিত্র‌্য লক্ষ করা যায়?
Ο ক) সাধুরীতি
Ο খ) চলিত রীতি
Ο গ) আঞ্চলিক রীতি
Ο ঘ) প্রমিত রীতি
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়?
Ο ক) উপন্যাসে
Ο খ) নাটকে
Ο গ) গল্পে
Ο ঘ) কবিতায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. ‘গুরুচন্ডালী দোষ’ কাকে বলে?
Ο ক) সাধু ও চলিত রীতির মিশ্রণকে
Ο খ) চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
Ο গ) সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে
Ο ঘ) চলিত ও উপভাষার মিশ্রণকে
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post