জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৩য়(২)

Posted by: | Published: Thursday, November 17, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৩য়(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. পত্রোর্ণ নামে এন্ডি বামুগা জাতীয় সিল্ক তৈরি হতো কোথায়?
Ο ক) মগধ ও পুন্ডে
Ο খ) পুন্ড ও সমতটে
Ο গ) সমতট ও হরিকেলে
Ο ঘ) হরিকেল ও মগধে
 সঠিক উত্তর: (ক)

 ৫২. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেছেন কে?
Ο ক) এনামুল হক
Ο খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
Ο গ) কাজী নজরুল ইসলাম
Ο ঘ) আব্দুল হক
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. স্থাপত্যকলায় গগনচুম্বী ভবন নির্মাণ পদ্ধতির প্রবর্তক, বিশ্বের বহু বিখ্যাত ভবন ও স্থাপনার নকশাকার-
i. নভেরা আহমেদ
ii. এফ. আর. খান
iii. লুই পাস্তুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. সাধারণ মানুষ গানের মাধ্যমে কীসের সাধনা করে?
Ο ক) শিল্পের
Ο খ) অর্থের
Ο গ) আধ্যাত্মিক
Ο ঘ) সাহিত্যের
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. সাধারণত কোন গানের আসরটি শহরাঞ্চলে বসত?
Ο ক) খেউড়
Ο খ) গম্ভীরা
Ο গ) মুর্শিদি
Ο ঘ) ভাওয়াইয়া
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. বাঙালি মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উন্মোচন করেছিলেন কে?
Ο ক) তারেক মাসুদ
Ο খ) আবদুস সালাম
Ο গ) বুলবুল চৌদুরী
Ο ঘ) আল মাহমুদ
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. কোন আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি তুরানি প্রভাব পড়তে শুরু করে?
Ο ক) পাল আমল
Ο খ) মুঘল আমল
Ο গ) সুলতানি আমল
Ο ঘ) সেন আমল
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. মাহমুদ জানে মানুষের পাঁচটি ইন্দ্রিয়। লুই পা তার ইন্দ্রিয়গুলোকে কী বলেছেন?
Ο ক) খুঁটি
Ο খ) স্তম্ভ
Ο গ) ডাল
Ο ঘ) শক্তি
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. প্রাচীনকালে বাংলা কোন কাপড়ের বেশ সুনাম ছিল?
Ο ক) কার্পাস
Ο খ) পত্রোর্ণ
Ο গ) ক্ষৌম
Ο ঘ) দুকূল
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. আমাদের জাতীয় সংগীতের সুর কোন ধরনের গানের সুর থেকে নেওয়া হয়েছে?
Ο ক) গম্ভীরা
Ο খ) বাউল
Ο গ) মুর্শিদী
Ο ঘ) ভাটিয়ালি
 সঠিক উত্তর: (খ)

 ৬১. বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে আসছে?
Ο ক) শিল্পকলা একাডেমী
Ο খ) জাতীয় জাদুঘর
Ο গ) বাংলা একাডেমী
Ο ঘ) বুলবুল ললিতকলা একাডেমী
 সঠিক উত্তর: (গ)

 ৬২. বাংলাদেশের প্রত্যেক জেলা শহরে শাখা রয়েছে-
i. বাংলা একাডেমী
ii. শিশু একাডেমী
iii. শিল্পকলা একাডেমী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. কে আঞ্চলিক ভাষাল অভিদান সংখলন করেছেন?
Ο ক) ড. মুহম্মদ এনামুল হক
Ο খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Ο গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
Ο ঘ) আবদুল করিম
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. বাংলায় কীর্তন গান রচিত হতো কিসের কাহিনী অবলম্বণে?
Ο ক) টুনাটুনির
Ο খ) রাধা ও শ্রীকৃষ্ণ
Ο গ) আলাল-দুলাল
Ο ঘ) ইউসুফ-জুলেখা
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. বাংলাদেশ শিল্পকলা একাডেমী কাজ করে যাচ্ছে-
i. সংগীতের উন্নতির জন্যে
ii. সাহিত্যের উন্নতির জন্যে
iii. নৃত্যের উন্নতির জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. হাসন রাজার গান শ্রোতাদের উদ্দীপ্ত করে-
i. ভক্তিরসে
ii. ভালোবাসায়
iii. ভাবরসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. আমাদের জাতীয় সংগীতের সুর মূর্ছনা কীভাবে সৃষ্টি হয়েছে?
Ο ক) রবীন্দ্রনাথের হাতে
Ο খ) জাতীয়ভাবে
Ο গ) আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) বাউল সুরে
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. যুক্তিবাদী মননশীল প্রবন্ধ সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন-
i. আব্দুল হক
ii. আহমদ শরীফ
iii. সুভাষ দত্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?
Ο ক) হিন্দু সমাজে
Ο খ) খ্রিস্টান সমাজে
Ο গ) মুসলমান সমাজে
Ο ঘ) বৌদ্ধ সমাজে
 সঠিক উত্তর: (গ)

 ৭০. চর্যাপদ আবিষ্কার করেন কে?
Ο ক) কানাহরি দত্ত
Ο খ) বামাই পন্ডিত
Ο গ) হরপ্রসাদ শাস্ত্রী
Ο ঘ) কাহ্নপা
 সঠিক উত্তর: (গ)

 ৭১. ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) বেসরকারি প্রতিষ্ঠান
Ο খ) সরকারি প্রতিষ্ঠান
Ο গ) ব্যক্তিগত প্রতিষ্ঠান
Ο ঘ) আধা সামরিক প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (ক)

 ৭২. নিচের কোনটি শিশুদের জন্যে কাজ করে?
Ο ক) বাংলা একাডেমী
Ο খ) বাফা
Ο গ) শিশু একাডেমী
Ο ঘ) শিল্পকলা একাডেমী
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. জাতির মননের প্রতীক বলা হয় কোন প্রতিষ্ঠানকে?
Ο ক) বাংলা একাডেমি
Ο খ) শিল্পকলা একাডেমি
Ο গ) ছায়ানট
Ο ঘ) বুলবুল ললিতকলা একাডেমি
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. বাংলায় দুকূল কাপড়ের বেশ সুনাম ছিল কোন আমলে?
Ο ক) মুগল আমলে
Ο খ) সুলতানী আমলে
Ο গ) ব্রিটিশ আমলে
Ο ঘ) প্রাচীনকালে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. আলমগীর কবীর জনপ্রিয়তা অর্জন করে-
Ο ক) কবি হিসেবে
Ο খ) সাহিত্যিক হিসেবে
Ο গ) চলচ্চিত্র নির্মাতা হিসেবে
Ο ঘ) সঙ্গীত শিল্পী হিসেবে
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন- i. লুই পা ii. সারং পা iii. কাহ্ন পা নিচের কোনটি সঠিক? Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. নাগরিক সংগীতের বিকাশ ঘটে কোন সংগীতের প্রভাবে?
Ο ক) লোকগান
Ο খ) হিন্দুস্থানীয় উচ্চাঙ্গ সংগীত
Ο গ) কীর্তন
Ο ঘ) রবীন্দ্র সংগীত
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. কান্তজির মন্দির কোন বিভাগে অবস্থিত?
Ο ক) খুলনা
Ο খ) রাজশাহী
Ο গ) কুমিল্লা
Ο ঘ) রংপুর
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. আমাদের চিত্রকলায় কাকে পথিকৃৎ বলা হয়?
Ο ক) কামরুল হাসান
Ο খ) জয়নুল আবেদিন
Ο গ) এস. এম. সুলতান
Ο ঘ) সফিউদ্দিন
 সঠিক উত্তর: (খ)

 ৮০. শিল্পকলার অন্তর্ভুক্ত হলো-
i. তৈজসপত্র
ii. চিন্তাশক্তি
iii. সৃজনশীল প্রতিভা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮১. কোন ক্ষেত্রে মুনীর চৌধুরীর অবদান রয়েছে?
Ο ক) নাটক
Ο খ) কবিতা
Ο গ) উপন্যাস
Ο ঘ) গান
 সঠিক উত্তর: (ক)

 ৮২. নিদুবাবু কেন বিখ্যাত?
Ο ক) লোকগানের জন্য
Ο খ) মুর্শিদি গানের জন্য
Ο গ) নাগরিক গানের জন্য
Ο ঘ) পালাগানের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. বেরকারি উদ্যোগে গড়ে ওঠা মনন চর্চা প্রতিষ্ঠান হলো-
i. বোটানিক্যাল গার্ডেন
ii. মুক্তিযুদ্ধ জাদুঘর
iii. বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. মাহফুজ সুলতানি আমলের দৃশ্যশিল্পগুলো ভ্রমণ করেছে। সে দেখেছে-
i. ছোট সোনা মসজিদ
ii. সোমপুর বিহার
iii. নবাব কাটরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. দুকূল কাপড়ের বৈশিষ্ট্য হলো-
i. খুব মিহি
ii. মণির মতো মসৃণ
iii. সিল্কের তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. বাংলা একাডেমীকে জাতির মননের প্রতীক বলা হয় কেন?
Ο ক) ভাষা আন্দোলনের সাথে জড়িত বলে
Ο খ) চারুকলার পৃষ্ঠপোষকতা করে বলে
Ο গ) বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের জন্য কাজ করছে বলে
Ο ঘ) শিশুদের প্রতিভা বিকাশে কাজ করছে বলে
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. আধুনিক চিত্রকলা চর্চার অগ্রদূত হিসেবে স্মরণীয়-
i. এস এম সুলতান
ii. সফিউদ্দীন আহমদ
iii. এফ আর খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. যাদের অবদানে আমাদের চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ হয়েছে-
i. জহুর হোসেন চৌধুরী
ii. জহির রায়হান
iii. তারেক মাসুদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে আশ্চর্য নিপুণতায় ফুটিয়ে তুলেছেন-
i. সমাজব্যবস্থা
ii. গল্পকাহিনি
iii. ছবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯০. চর্যাপদ লিখেছেন-
Ο ক) বৌদ্ধসাধকরা
Ο খ) দেবদেবীরা
Ο গ) হরপ্রসাদ শাস্ত্রী
Ο ঘ) খ্রিস্টান সাধকরা
 সঠিক উত্তর: (ক)

 ৯১. বাংলা একাডেমী প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিল-
i. ৫৬-এর সংবিধান
ii. ৫৪-এর নির্বাচনি অঙ্গীকার
iii. ৫২-এর ভাষা আন্দোলনের পটভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯২. সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি তুরানি প্রভাব বেশি লক্ষ করা যায়?
Ο ক) সাহিত্য কর্মে
Ο খ) স্থাপত্য শিল্পে
Ο গ) উচ্চাঙ্গ সংগীত
Ο ঘ) তাঁত শিল্পে
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. একসময় ছাঁচ অনুযায়ী মন্দির বানানো হতো কী দিয়ে?
Ο ক) বাঁশ দিয়ে
Ο খ) মাটির তৈরি ইট দিয়ে
Ο গ) পাথর দিয়ে
Ο ঘ) কাঠ দিয়ে
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. কোনটি সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
Ο ক) পোশাক
Ο খ) গীতবাদ্য
Ο গ) সৃষ্টিশীল কাজ
Ο ঘ) ভাষা-সাহিত্য
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. বাংলা প্রথম সাহিত্যকর্মের নাম কী?
Ο ক) মহাভারত
Ο খ) রামায়ণ
Ο গ) চর্যাপদ
Ο ঘ) সীতার বনবাস
 সঠিক উত্তর: (গ)

 ৯৬. চর্যাগীতির বিখ্যাত রচয়িতা ছিলেন-
Ο ক) লুইপা ও কাহ্নপা
Ο খ) হরপ্রসাদ শাস্ত্রী ও চন্ডীদাস
Ο গ) বিদ্যাপতি ও জ্ঞানদাস
Ο ঘ) গোবিন্দ দাস ও চন্ডীদাস
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. ধর্মমঙ্গল কে লিখেছেন?
Ο ক) মুকুন্দরাম
Ο খ) বিজয়গুপ্ত
Ο গ) কালি দাস
Ο ঘ) ঘনরাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. বাংলাদেশের কোথায় প্রচুর পোড়ামাটির কতাজ রয়েছে?
Ο ক) সোমপুর বিহারে
Ο খ) কুমিল্লার ময়নামতিতে
Ο গ) রংপুরে
Ο ঘ) বরিশালে
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: শ্রেষ্ঠ তরু এই শরীল। পাঁচটি তার ডাল। চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে।

৯৯. পাঁচটি ডাল বলতে এখানে কী বুঝানো হয়েছে?
Ο ক) পঞ্চ ইন্দ্রিয়
Ο খ) পাঁচটি গাছের ডাল
Ο গ) পাঁচটি খুঁটি
Ο ঘ) পাঁচটি আঙুল
 সঠিক উত্তর: (ক)

 ১০০. চিত্ত চঞ্চল হয়-
i. বস্তু জগৎকে লক্ষ্য বানালে
ii. বস্তুজগতে ব্যস্ত হয়ে পড়লে
iii. বস্তুজগতে বিপদে পড়লে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon