জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১২তম(১)

Posted by: | Published: Sunday, November 20, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১২তম(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. আমরা বনজ সম্পদ ব্যবহার করি-
i. ঘরবাড়ি তৈরিতে
ii. আসবাবপত্র তৈরিতে
iii. স্টীল ফ্যাক্টরীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২. বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি?
Ο ক) চা
Ο খ) পাট
Ο গ) কাগজ
Ο ঘ) পোশাক
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. বাংলাদেশে জনসংখ্যার চাপ কেমন?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) অনেক কম
Ο ঘ) জেলের
 সঠিক উত্তর: (গ)

 ৪. খনিজ সম্পদের উদাহরণ কোনটি?
Ο ক) গোল আলু
Ο খ) মিষ্টি আলু
Ο গ) চীনামাটি
Ο ঘ) আর্সেনিকমুক্ত পানি
 সঠিক উত্তর: (গ)

 ৫. গাছপালা ব্যবহার হয়-
i. বিদ্যুৎ উৎপাদনে
ii. আসবাবপত্র তৈরিতে
iii. ঘরবাড়ি তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬. পানি প্রবাহ ব্যাহত হচ্ছে-
i. ঘরবাড়ি নির্মাণে
ii. মৎস্য খামার নির্মাণে
iii. রাস্তাঘাট নির্মাণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭. বাংলাদেশ কোন ধরনের দেশ?
Ο ক) নদীমাতৃক দেশ
Ο খ) মরুভূমির দেশ
Ο গ) বনভূমির দেশ
Ο ঘ) জলঅভূমির দেশ
 সঠিক উত্তর: (ক)

 ৮. বাংলাদেশে এক সময় প্রচুর পরিমাণে ছিল-
i. বনজঙ্গল
ii. জীবজন্তু ও পশুপাখি
iii. কলকারখানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হলো- i. মাটি ii. চিনি শিল্প iii. বঙ্গোপসাগর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১০. মংলা একটি-
Ο ক) স্থল বন্দর
Ο খ) নদী বন্দর
Ο গ) বিমান বন্দর
Ο ঘ) সমুদ্র বন্দর
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. বনে জঙ্গলে বিভিন্ন প্রাণী কী করে বেঁচে থাকে?
Ο ক) মৌচাকের মধু খেয়ে
Ο খ) একে অন্যকে শিকার করে
Ο গ) গাছের বাকল খেয়ে
Ο ঘ) খেতের ফসল খেয়ে
 সঠিক উত্তর: (খ)

 ১২. দেশের আর্থ-সামাজিক পরিবর্তন ঘটাতে হলে কোনটির বিকাশের কোনো বিকল্প নেই?
Ο ক) শিল্প
Ο খ) মানসিক দৃষ্টিভঙ্গির
Ο গ) কৃষি
Ο ঘ) যোগাযোগ ব্যবস্থা
 সঠিক উত্তর: (ক)

 ১৩. বর্তমানে বাংলাদেশে কোন শিল্পটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে?
Ο ক) ওষুধ শিল্প
Ο খ) পোশাক শিল্প
Ο গ) সিমেন্ট শিল্প
Ο ঘ) চামড়া শিল্প
 সঠিক উত্তর: (ক)

 ১৪. কোন যুগে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে?
Ο ক) মধ্যযুগে
Ο খ) ব্রোঞ্জ যুগে
Ο গ) প্রাচীন যুগে
Ο ঘ) প্রস্তর যুগে
 সঠিক উত্তর: (গ)

 ১৫. বাংলাদেশের তৈরি পোশাক শিল্প-
i. গত শতকে যাত্রা শুরু করেছে
ii. দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প
iii. নারীদের স্বাবলম্বী করে তুলেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. কোন কারণে বিম্ব অর্থনীতিতে ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা ঘটেছে?
Ο ক) ডলারের দাম বৃদ্ধি
Ο খ) দ্রুত শিল্পায়ন
Ο গ) কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি
Ο ঘ) জনসংখ্যা নিয়ন্ত্রণ
 সঠিক উত্তর: (খ)

 ১৭. বাংলাদেশে বর্তমানে কতটি চিনি কল রয়েছে?
Ο ক) ১৩টি
Ο খ) ১৫টি
Ο গ) ১৭টি
Ο ঘ) ২৭টি
 সঠিক উত্তর: (গ)

 ১৮. ১৯৭৪ সালে বাংলাদেশে কতটি বস্ত্রকল ছিল?
Ο ক) ৪টি
Ο খ) ৬টি
Ο গ) ৮টি
Ο ঘ) ১২টি
 সঠিক উত্তর: (গ)

 ১৯. কোনটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত?
Ο ক) খনিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) শিল্প
Ο ঘ) মৎস্য
 সঠিক উত্তর: (গ)

 ২০. জীবজগতের বিভিন্ন প্রাণী ও তরুলতার জন্ম বা মৃত্যু ঘটে-
i. জলবায়ুর পরিবর্তনে
ii. সমাজ পরিবর্তনে
iii. তাপমাত্রার পরিবর্তনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২১. কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে-
i. আমদানি বাড়বে
ii. কর্মসংস্থানের সৃষ্টি হবে
iii. উৎপাদন বাড়বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ২২. বর্তমানে দেশে কয় ধরনের প্রাণিজ সম্পদের ব্যবহার বেড়েছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ২৩. বাংলাদেশ কোন ধরনের দেশ?
Ο ক) নদীমাতৃক দেশ
Ο খ) মরুভূমির দেশ
Ο গ) বনভূমির দেশ
Ο ঘ) জলাভূমির দেশ
 সঠিক উত্তর: (ক)

 ২৪. বাংলাদেশের কত ভাগের এক ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা?
Ο ক) ৭ ভাগ
Ο খ) ৮ ভাগ
Ο গ) ১০ ভাগ
Ο ঘ) ১৫ ভাগ
 সঠিক উত্তর: (গ)

 ২৫. কার আর্থ-সামাজিক অবস্থা এখন শিল্পায়নের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে?
Ο ক) তাঁতীর
Ο খ) কামারের
Ο গ) কৃষকের
Ο ঘ) জেলের
 সঠিক উত্তর: (গ)

 ২৬. সাম্প্রতিককালে বাংলাদেশে কোন শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে?
Ο ক) বস্ত্র
Ο খ) পাট
Ο গ) চিনি
Ο ঘ) তৈরী পোশাক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭. বাংলাদেশের বনাঞ্চলে যে সম্পদ রয়েছে-
Ο ক) পাখি ও কয়লা
Ο খ) প্রাণী ও চীনামাটি
Ο গ) পাখি ও প্রাণী
Ο ঘ) পাখি ও সিলিকা বালু
 সঠিক উত্তর: (গ)

 ২৮. বর্তমানে প্রচুর বস্ত্র ও সুতাকল রয়েছে-
i. কুমিল্লায়
ii. নোয়াখালিতে
iii. গাজাীপুরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২৯. মানুষ কোথা থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে?
Ο ক) প্রকৃতি
Ο খ) প্রতিবেশী রাষ্ট্র
Ο গ) বহির্বিশ্ব
Ο ঘ) শিল্প কারখানা
 সঠিক উত্তর: (ক)

 ৩০. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কেমন?
Ο ক) অসীম
Ο খ) স্বল্প
Ο গ) অফুরন্ত
Ο ঘ) সীমিত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. এদেশে একসময় কৃষকদের প্রধান অর্থকরী ফসল ছিল কোনটি?
Ο ক) তামাক
Ο খ) ইক্ষু
Ο গ) চা
Ο ঘ) পাট
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. দেশের মোট ভূ-ভাগের কত ভাগ বন?
Ο ক) ১৩ ভাগ
Ο খ) ১৫ ভাগ
Ο গ) ১৬ ভাগ
Ο ঘ) ১৯ ভাগ
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ পাহাড়ি এলাকায়?
Ο ক) ৫ ভাগ
Ο খ) ৮ ভাগ
Ο গ) ১০ ভাগ
Ο ঘ) ১২ ভাগ
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. দেশে দ্রুত শিল্প বিকাশের প্রয়োজন কেন?
Ο ক) আর্থসামাজিক উন্নতির জন্য
Ο খ) শিল্পের উন্নতির জন্য
Ο গ) সাংস্কৃতিক উন্নতির জন্য
Ο ঘ) রাজনৈতিক উন্নতির জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. রাসায়নিক পদার্থের অতি মিশ্রণের ফলে মানবদেহে যা জন্ম নিতে পারে-
Ο ক) ক্যান্সার
Ο খ) টিউমার
Ο গ) নানা ধরনের রোগ
Ο ঘ) সর্দি-কাশি
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. বাংলাদেশে সমুদ্রবন্দর রয়েছে- i. চট্টগ্রামে ii. মাংলায় iii. কুয়াকাটায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. সাগরের পানি থেকে আমরা কী উৎপন্ন করি?
Ο ক) মুক্তা
Ο খ) বিদ্যুৎ
Ο গ) গ্যাস
Ο ঘ) লবণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮. সাধারণ মানুষের ক্ষেত্রে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কোনটি?
Ο ক) কলকারখানা
Ο খ) অফিস
Ο গ) রান্নাবান্না
Ο ঘ) আদালত
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. বাংলাদেশের বনজ সম্পদ হলো- i. সেগুন গাছ ii. রয়েল বেঙ্গল টাইগার iii. গরু নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪০. শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কোন শিল্পের প্রাধন্য ছিল?
Ο ক) বস্ত্র
Ο খ) চিনি
Ο গ) কাগজ
Ο ঘ) সিমেন্ট
 সঠিক উত্তর: (ক)

 ৪১. কোথায় গ্যাসের সংকুলান হচ্ছে না?
Ο ক) গ্রামে
Ο খ) হোটেলে
Ο গ) বিমানে
Ο ঘ) শহরে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় চাপ পড়ছে-
i. প্রাণী সম্পদের ওপর
ii. মৎস্য সম্পদের ওপর
iii. গাছপালার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. বাংলাদেশ নিজেদের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে কোনটি?
Ο ক) কাগজ
Ο খ) ঔষধ
Ο গ) চা
Ο ঘ) পাটজাত দ্রব্য
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. আমাদের দেশটি কোন ধরনের?
Ο ক) শিল্পপ্রধান দেশ
Ο খ) শিল্পোন্নত দেশ
Ο গ) কৃষিপ্রধান দেশ
Ο ঘ) প্রযুক্তিনির্ভর দেশ
 সঠিক উত্তর: (গ)

 ৪৫. মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে-
i. খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদনকে কেন্দ্র করে
ii. বণ্টন ও ভোগকে কেন্দ্র করে
iii. জনসংখ্যা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদ ভূমিকা রাখে-
i. কর্মসংস্থান বৃদ্ধিতে
ii. যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে
iii. খাদ্যের অভাব পূরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল বাংলাদেশেই পাওয়া যায় সেগুলো হলো-
i. চিনি শিল্প
ii. কাগজ শিল্প
iii. পোশাক শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. প্রাকৃতিক সম্পদকে কীভাবে মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে?
Ο ক) সরাসরি
Ο খ) রূপান্তর করে
Ο গ) স্থানান্তর করে
Ο ঘ) প্রাকৃতিক উপায়ে
 সঠিক উত্তর: (খ)

 ৪৯. বাংলাদেশে জনসংখ্যার চাপ কেমন?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) অনেক কম
Ο ঘ) অত্যন্ত বেশি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. কোনটি বাংলাদেশের অতি পুরোনো শিল্পের মধ্যে একটি?
Ο ক) বস্ত্র
Ο খ) ঔষধ
Ο গ) সার
Ο ঘ) চা
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon