জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৬: আমাদের লোকশিল্প(২)

Posted by: | Published: Monday, November 07, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৬: আমাদের লোকশিল্প(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. কোন জিনিসের কাজ বাংলাদেশের বহুযুগের ঐতিহ্য
Ο ক) হস্তশিল্পের
Ο খ) মাটির ও বেতের
Ο গ) বেত ও বাঁশের
Ο ঘ) পোড়ামাটির
সঠিক উত্তর: (ঘ)

৫২. প্রতীকধর্মী টেপা পুতুলগুলো কিসের তৈরি?
Ο ক) কাঠের
Ο খ) কাঁসার
Ο গ) মাটির
Ο ঘ) সিমেন্টের
সঠিক উত্তর: (গ)

৫৩. পোড়ামাটির তৈজসপত্র প্রস্তুতকারকদের পল্লিক কী বলা হয়?
Ο ক) জোলা পাড়া
Ο খ) কামার পাড়া
Ο গ) পালপাড়া ও কুমোরপাড়া
Ο ঘ) কৈবর্ত পাড়া
সঠিক উত্তর: (গ)

৫৪. বিশেষভাব রক্ষা করাকে বলা হয়-
Ο ক) সযত্ন
Ο খ) সুরক্ষা
Ο গ) সংরক্ষণ
Ο ঘ) রক্ষণাবেক্ষণ
সঠিক উত্তর: (গ)

৫৫. মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে?
Ο ক) কুমিল্লা
Ο খ) সিলেট
Ο গ) পাবর্ত্য চট্টগ্রাম
Ο ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)

৫৬. কোন গ্রামীণ লোকশিল্পটি আজ লুপ্তপ্রায়?
Ο ক) মসলিন
Ο খ) জামদানি
Ο গ) নকশিকাঁথা
Ο ঘ) খাদি কাপড়
সঠিক উত্তর: (গ)

৫৭. ‘জীবনকথা’ অর্থ হলো-
Ο ক) জীবনের কাহিনী
Ο খ) অতীতকে গাঁথা
Ο গ) জীবনকে গাঁথা
Ο ঘ) অতীতের কথা
সঠিক উত্তর: (ক)

৫৮. মূল্য দিয়ে যা বিচার করা যায় না-
Ο ক) মূল্যবান
Ο খ) অমূল্য
Ο গ) মূল্যহীন
Ο ঘ) দুর্মূল্য
সঠিক উত্তর: (খ)

৫৯. কোনটি আমাদের দেশে অপ্রতুল নয়?
Ο ক) লোহা
Ο খ) ঢেউটিন
Ο গ) কাঠ
Ο ঘ) বাঁশ
সঠিক উত্তর: (ঘ)

৬০. খাদি কাপড়ের সাথে জড়িত-
i. স্বদেশী আন্দোলন
ii. সিপাহি বিদ্রোহ
iii. ফরায়েজি আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

৬১. নকশিকাঁথার বৈশিষ্ট্য-
i. সূক্ষ্ম সেলাই
ii. রং-বেরঙের নকশা
iii. তুলা দিয়ে সুতা কাটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৬২. কোন লোকশিল্পে শিল্পীেমনের অভাবনীয় পরিচয় পাওয়া যায়?
Ο ক) নকশিকাঁথা
Ο খ) মাটির টেপা পুতুল
Ο গ) জামদানি শাড়ি
Ο ঘ) শীতলপাটি
সঠিক উত্তর: (খ)

৬৩. মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি?
Ο ক) নকশিকাঁথা
Ο খ) জামদানি শাড়ি
Ο গ) টেপাপুতুল
Ο ঘ) শীতল পাটি
সঠিক উত্তর: (খ)

৬৪. কোন নদীর জলীয় বাষ্প জামদানি শিল্পের জন্যে উপযোগী?
Ο ক) বুড়িগঙ্গা
Ο খ) শীতলক্ষ্যা
Ο গ) গোমতী
Ο ঘ) মেঘনা
সঠিক উত্তর: (খ)

৬৫. প্রতীকধর্মী পুতুল তৈরি করতে প্রয়োজন-
i. তীক্ষ্ণ চিন্তাশক্তি
ii. প্রখর বাস্তবতাবোধ
iii. তীক্ষ্ণ শক্তি, কারিগরি দক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৬. খাদি কাপড়ের বৈশিষ্ট্য-
i. এর সবটাই হাতে প্রস্তুত
ii. এর কিছুটা হাতে প্রস্তুত
iii. হাত ও মেশিনের অপূর্ব সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৬৭. শীতলপাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত?
Ο ক) গাজীপুর
Ο খ) খুলনা
Ο গ) সিলেট
Ο ঘ) বরিশাল
সঠিক উত্তর: (গ)

৬৮. মণিপুরি মেয়েরা সিলেটের কোন অঞ্চলের অধিবাসী?
Ο ক) মাছিমপুর
Ο খ) জয়ন্তপুর
Ο গ) দিরাই
Ο ঘ) শাল্লা
সঠিক উত্তর: (ক)

৬৯. কোন লোকশিল্প এককালে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল?
Ο ক) জামদানি
Ο খ) ঢাকাই মসলিন
Ο গ) নকশিকাঁথা
Ο ঘ) টেপা পুতুল
সঠিক উত্তর: (খ)

৭০. মসলিন কী?
Ο ক) এক প্রকার খাবার
Ο খ) এক প্রকার কাপড়
Ο গ) এক প্রকার আসবাব
Ο ঘ) এক প্রকার পানীয়
সঠিক উত্তর: (খ)

৭১. কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস?
Ο ক) নোওয়অপাড়া
Ο খ) নওয়াপাড়া
Ο গ) নবাবপাড়া
Ο ঘ) নওদাপাড়া
সঠিক উত্তর: (খ)

৭২. মসলিন কী দিয়ে বোনা হতো?
Ο ক) সূক্ষ্ম পশমি আঁশ
Ο খ) সূক্ষ্ম রেশম সুতা
Ο গ) সূক্ষ্ম পাটের আঁশ
Ο ঘ) সূক্ষ্ম সুতা
সঠিক উত্তর: (ঘ)

৭৩. এককালে গ্রামদেশে কোন ধাতুর বাসনপত্রের ব্যবহার অধিক প্রচলিত ছিল?
Ο ক) সোনা, রূপার
Ο খ) তামা, পিতলের
Ο গ) কাঁসা, পিতলের
Ο ঘ) লোহা, তামার
সঠিক উত্তর: (গ)

৭৪. এদেশে তৈরি পুতুল কিসের প্রতিনিধিত্ব করে?
Ο ক) জাতির ইতিহাস
Ο খ) জাতীয় সংস্কৃতির
Ο গ) দেশের ঐতিহ্য ও জীবনের
Ο ঘ) দেশের ঐতিহ্য
সঠিক উত্তর: (গ)

৭৫. কামরুল হাসানের মতে, জামদানি শাড়ি’ আমাদের কী বহন করে আসছে?
Ο ক) অতীত ইতিহাস
Ο খ) মসলিনের শিল্পধারা
Ο গ) অতীত শিল্প-ঐতিহ্য
Ο ঘ) অতীত সংস্কৃতি
সঠিক উত্তর: (খ)

৭৬. খাদি কাপড়ের বিশেষত্ব কী?
Ο ক) বাহারি রং
Ο খ) চিকন সুতা
Ο গ) দামে সাশ্রয়ী
Ο ঘ) হাতে প্রস্তুত
সঠিক উত্তর: (ঘ)

৭৭. ‘রেওয়াজ’ শব্দের অর্থ-
Ο ক) রীতি
Ο খ) নীতি
Ο গ) ভীতি
Ο ঘ) প্রীতি
সঠিক উত্তর: (ক)

৭৮. শতাব্দীকাল ধরে কান লোকশিল্প শীতলক্ষ্যা নদীর তীরে আছে?
Ο ক) মৃৎশিল্প
Ο খ) জামদানি তাঁতশিল্প
Ο গ) চিনিশিল্প
Ο ঘ) বাঁশ বেতশিল্প
সঠিক উত্তর: (খ)

৭৯. ‘মাদুর’ কোন অঞ্চলের শিল্পীরা তৈরি করত?
Ο ক) বরিশাল
Ο খ) খুলনা
Ο গ) সিলেট
Ο ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর: (খ)

৮০. হাতে তৈরি সুতা থেকে কোন জাতীয় কাড়র তৈরি হয়?
Ο ক) মসলিন
Ο খ) জামদানি
Ο গ) খদ্দর
Ο ঘ) তসর
সঠিক উত্তর: (গ)

৮১. জামদানি শাড়ির জন্য কোনটি প্রয়োজনীয়?
Ο ক) উচ্চ তাপমাত্রা
Ο খ) আর্দ্রতা
Ο গ) নদীর পানি
Ο ঘ) বৃষ্টির পানি
সঠিক উত্তর: (খ)

৮২. বাংলাদেশের কোন শিল্প শিল্পগুণ বিচারে লোকশিল্পের মধ্যে গণ্য?
Ο ক) কুটিরশিল্প
Ο খ) পাটশিল্প
Ο গ) চিনিশিল্প
Ο ঘ) বস্ত্রশিল্প
সঠিক উত্তর: (ক)

৮৩. খদ্দরের কাপড় কোন জেলায় পাওয়া যায়?
Ο ক) কুমিল্লায়
Ο খ) বরিশালে
Ο গ) সাজাদপুরে
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (ক)

৮৪. ‘অপ্রতুল’ অর্থ কী?
Ο ক) পর্যাপ্ত
Ο খ) যথেষ্ট নয়
Ο গ) অসীম
Ο ঘ) অনেক
সঠিক উত্তর: (খ)

৮৫. জামদানি শাড়ির জন্য প্রয়োজন-
Ο ক) নদীর পানি
Ο খ) বৃষ্টির পানি
Ο গ) উচ্চ তাপমাত্রা
Ο ঘ) আদ্রঁতা
সঠিক উত্তর: (ঘ)

৮৬. কোন জেলার কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে?
Ο ক) সিলেট
Ο খ) খুলনা
Ο গ) বরিশাল
Ο ঘ) নোয়াখালি
সঠিক উত্তর: (গ)

৮৭. এক একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে কত দিন সময় লাগে?
Ο ক) পাঁচ মাস
Ο খ) ছয় মাস
Ο গ) আট মাস
Ο ঘ) নয় মাস
সঠিক উত্তর: (খ)

৮৮. কী সংরক্ষণে কামরুল হাসানের প্রচেষ্টা প্রশংসনীয় ছিল?
Ο ক) লোকশিল্প
Ο খ) পরিবেশ
Ο গ) গাছপালা
Ο ঘ) বনজসম্পদ
সঠিক উত্তর: (ক)

৮৯. কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কী?
Ο ক) বাস্তবধর্মিতা
Ο খ) জনপ্রিয়তা
Ο গ) প্রতীকধর্মিতা
Ο ঘ) সৃজনধর্মিতা
সঠিক উত্তর: (গ)

৯০. কামরুল হাসান কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) বরিশালে
Ο খ) পাবনায়
Ο গ) ঢাকায়
Ο ঘ) রংপুরে
সঠিক উত্তর: (গ)

৯১. শহরর আধুনিক সমাজে কদর আছে কোনটির?
Ο ক) নকশি কাঁথার
Ο খ) খদ্দরের
Ο গ) কাঁসার তৈজসপত্রের
Ο ঘ) মাটির বাসন কোসনের
সঠিক উত্তর: (খ)

৯২. শত শত গ্রাম্য কারিগর আজও বিচিত্র ধরনের কী তৈরি করে?
Ο ক) েউপকরণ
Ο খ) তৈজসপত্র
Ο গ) প্রসাধনী
Ο ঘ) প্রয়োজনীয় দ্রব্য
সঠিক উত্তর: (খ)

৯৩. মসলিন শাড়ি দুনিয়া জুড়ে কী তুলেছিল?
Ο ক) প্রবল আলোড়ন
Ο খ) হাহাকার
Ο গ) সাড়া
Ο ঘ) কাঁপন
সঠিক উত্তর: (ক)

৯৪. শীতলপাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত?
Ο ক) গাজীপুর
Ο খ) খুলনা
Ο গ) সিলেট
Ο ঘ) বরিশাল
সঠিক উত্তর: (গ)

৯৫. সিলেটের মণিপুরি মেয়েরা কোন অঞ্চলের অধিবাসী?
Ο ক) মাছিমপুর
Ο খ) জয়ন্তপুর
Ο গ) দিরাই
Ο ঘ) শাল্লা
সঠিক উত্তর: (ক)

৯৬. সাধারণ আকারের একটি নকশিকাঁথা তৈরি করতে কত সময় লাগত?
Ο ক) তিন মাস
Ο খ) চার মাস
Ο গ) ছয় মাস
Ο ঘ) কমপক্ষে ছয় মাস
সঠিক উত্তর: (ঘ)

৯৭. স্বদেশী আন্দোলনের যুগে খাদি কাপড় ব্যবহারে আমাদের মাঝে জাগ্রত হয়েছিল কোনটি?
Ο ক) স্বাধিকার চেতনা
Ο খ) স্বজাত্যবোধ
Ο গ) দেশপ্রেম
Ο ঘ) ঐতিহ্যপ্রীতি
সঠিক উত্তর: (গ)

৯৮. খদ্দর কাপড় কোন জেলায় পাওযা যায়?
Ο ক) কুমিল্লায়
Ο খ) বরিশালে
Ο গ) সাজাদপুরে
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: আমাদের দেশে ঘর সাজাবার কাজে কাপড় দিয়ে যেসব পুতুল তৈরি হয় সেগুলেকে মূলত প্রতীকর্মী পুতুল বলা হয়। এ ধরনের পুতুল তৈরি করতে বিশেষ সৌন্দর্যবোধ এবং বিচার-বিবেচনা প্রয়োজন।

৯৯. উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) তৈলচিত্রের ভূত
Ο খ) গাছের সঙ্গে জীবন
Ο গ) তারার দেশের হাতছানি
Ο ঘ) আমাদের লোকশিল্প
সঠিক উত্তর: (ঘ)

১০০. উদ্দীপকে বর্ণিত পুতুলগুলোকে প্রতীকধর্মী বলার কারণ-
Ο ক) এগুলো সম্পূর্ণ হাতে তৈরি
Ο খ) এগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি
Ο গ) এগুলোতে পশুপাখির প্রতিকৃতি থাকে
Ο ঘ) এগুলো বিশেষ ধরনের তাৎপর্যবাহী
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon