জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৩: বঙ্গভূমির প্রতি(২)

Posted by: | Published: Wednesday, November 09, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৩: বঙ্গভূমির প্রতি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন-
i. মহাকাব্য, গীতিকাব্য
ii. সনেট, পত্রকাব্য
iii. নাটক, প্রহসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫২. মাইকেল মধুসূদন দ্ত্ত যেসব ভাষায় পারদর্শী ছিলেন তা হচ্ছে-
i. বাংলা, ইংরেজি, হিব্রু
ii. ফরাসি, জার্মানি, ইটালিয়ান
iii. তামিল, তেলেগু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৩. “কহ, গো, শ্যামা জন্ম দে!” এখানে শ্যামা হলো-
Ο ক) দেবী দুর্গা
Ο খ) এক জাতীয় পাখি
Ο গ) দেবী কালী
Ο ঘ) দেবী সরস্বতী
সঠিক উত্তর: (গ)

৫৪. মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়?
Ο ক) সাতক্ষীরা
Ο খ) যশোর
Ο গ) খুলনা
Ο ঘ) বরিশাল
সঠিক উত্তর: (খ)

৫৫. কবি মিনতি নিবেদন করেছেন বাসভূমির-
Ο ক) অন্তরে
Ο খ) পদে
Ο গ) ললাটে
Ο ঘ) চিবুকে
সঠিক উত্তর: (খ)

৫৬. কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
Ο ক) মা
Ο খ) পুত্র
Ο গ) পিতা
Ο ঘ) কন্যা
সঠিক উত্তর: (ক)

৫৭. নরকুলে ধন্য কে?
Ο ক) ক্ষমতাবান ব্যক্তি
Ο খ) দীর্ঘজীবী মানুষ
Ο গ) যিনি কীর্তিমান
Ο ঘ) মন্দিরের সেবক
সঠিক উত্তর: (গ)

৫৮. ‘তব’ শব্দের অর্থ কী?
Ο ক) আমার
Ο খ) তোমার
Ο গ) তুমি
Ο ঘ) তোমরা
সঠিক উত্তর: (খ)

৫৯. ‘মধুহীন করো না গো তব মন:কোকনদে।’-এখানে মধুহীন বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) নিরাশ
Ο খ) স্বাদহীন
Ο গ) বিবাগী
Ο ঘ) দেশত্যাগী
সঠিক উত্তর: (ক)

৬০. মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন?
i. মহাকাব্য, গীতিকাব্য
ii. সনেট, পত্রকাব্য
iii. নাটক, প্রহসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬১. ‘অমর করিয়া বর দেহ’-কাকে বর দেবে?
Ο ক) মানসে
Ο খ) দাসে
Ο গ) বসন্তে
Ο ঘ) পদে
সঠিক উত্তর: (খ)

৬২. ‘বঙ্গভূমির প্রতি’ কী ধরনের কবিতা?
Ο ক) ব্যঙ্গ কবিতা
Ο খ) চতুর্দশপদী কবিতা
Ο গ) গীতিকবিতা
Ο ঘ) কাহিনি কবিতা
সঠিক উত্তর: (গ)

৬৩. ‘দৈববশে’ শব্দগুচ্ছ কী অর্থে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
Ο ক) ভাগ্যক্রমে
Ο খ) অভ্যাসবশে
Ο গ) হঠাৎ করে
Ο ঘ) দেবতার কৃপায়
সঠিক উত্তর: (ক)

৬৪. মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) সাগরদাঁড়িতে
Ο খ) বিলেতে
Ο গ) কলকাতায়
Ο ঘ) যশোরে
সঠিক উত্তর: (গ)

৬৫. ‘মক্ষিকার’ সমার্থক শব্দ কোনটি?
Ο ক) মৌমাছি
Ο খ) মাছি
Ο গ) বোলতা
Ο ঘ) ফড়িং
সঠিক উত্তর: (খ)

৬৬. মক্ষিকা কী?
Ο ক) মাছি
Ο খ) মৌমাছি
Ο গ) প্রজাপতি
Ο ঘ) ফড়িং
সঠিক উত্তর: (ক)

৬৭. কবির ভাবনা অনুসারে নরকুলে ধন্য মানুষের বৈশিষ্ট্য হলো-
Ο ক) মানুষ তাকে ভুলবে না
Ο খ) মানুষ তাকে পূজা দেবে
Ο গ) শানুষ তাকে প্রশংসা করবে
Ο ঘ) শানুষ তাকে ভুল বুঝবে
সঠিক উত্তর: (ক)

৬৮. ‘চিরস্থির কবে ন্মীর, হায় রে, জীবন-নদে?’-এখানে ‘নীর’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) পরমায়ু
Ο খ) কোকনদ
Ο গ) অমৃত-হ্রদ
Ο ঘ) মক্ষিকা
সঠিক উত্তর: (ক)

৬৯. ‘সধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ’-এখানে ‘পরমাদ’ শব্দের অর্ত কী?
Ο ক) পরমানন্দ
Ο খ) বিষাদ
Ο গ) ভূল-ভ্রান্তি
Ο ঘ) বিভোর
সঠিক উত্তর: (গ)

৭০. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে-
i. স্বদেশের প্রতি শ্রদ্ধার জাগরণ
ii. স্বদেশের প্রতি বিনয় ভাবের উদ্রেক
iii. পরধন লোভে মত্ত না হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭১. বঙ্গভূমি কবিকে মনে রাখার জন্য কবি করছেন-
i. নানা রকম ভুল-ভ্রান্তি
ii. বঙ্গভূমির পদে মিনতি
iii. নানা রকম সাধ্য-সাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (খ)

৭২. কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
Ο ক) মা
Ο খ) পুত্র
Ο গ) পিতা
Ο ঘ) কন্যা
সঠিক উত্তর: (ক)

৭৩. ‘অমর করিয়া বর দেহে’-কাকে বর দেবে?
Ο ক) মানসে
Ο খ) দগাসে
Ο গ) বসন্তে
Ο ঘ) পদে
সঠিক উত্তর: (খ)

৭৪. মাইকেল মধুসূদন দত্ত কোন ধর্মে ধর্মান্তরিত হন?
Ο ক) হিন্দুধর্ম
Ο খ) ইসলাম ধর্ম
Ο গ) বৌদ্ধধর্ম
Ο ঘ) খ্রিষ্টধর্ম
সঠিক উত্তর: (ঘ)

৭৫. ‘মধুময় তামরস’ এ ‘তামরস’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) তালের রস
Ο খ) সুন্দর পদ্ম
Ο গ) তামার তরল
Ο ঘ) সংস্কৃত ছন্দ
সঠিক উত্তর: (খ)

৭৬. লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে?
Ο ক) প্রবাসে
Ο খ) চরণে
Ο গ) বসন্তে
Ο ঘ) মন্দিরে
সঠিক উত্তর: (ঘ)

৭৭. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি তাঁদের মনোভাব তুরে ধরেছেন, যাঁরা-
i. মাতৃভূমি ছেড়ে প্রবাসী হন
ii. স্বদেশেকে মা মনে করেন
iii. স্বদেশের স্মৃতিতে বেঁচে থাকতে চান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭৮. চিরস্থির কবে নীর, হায়রে, জীবন-নদে- এখানে নীর শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) পরমায়ু
Ο খ) কোকনদ
Ο গ) অমৃত হ্রদ
Ο ঘ) মক্ষিকা
সঠিক উত্তর: (ক)

৭৯. ‘সদা’ -এর যথার্থ সমার্থক শব্দ হচ্ছে কী?
Ο ক) সদয়
Ο খ) সর্বদা
Ο গ) সময়
Ο ঘ) সর্ব
সঠিক উত্তর: (খ)

৮০. কথির দেহ-আকাশ হতে কী খসে পড়লেও তাঁর খেদ নেই?
Ο ক) প্রাণ বায়ু
Ο খ) জীব-তারা
Ο গ) তামরস
Ο ঘ) স্থির নীর
সঠিক উত্তর: (খ)

৮১. মিনতি অর্থ কী?
Ο ক) বিনীত প্রার্থনা
Ο খ) অনুনয়
Ο গ) বিনয়
Ο ঘ) আনুগত্য
সঠিক উত্তর: (ক)

৮২. কবি কেমন বর চেয়েছেন?
Ο ক) সম্পদের
Ο খ) অমরতার
Ο গ) বিবাহের
Ο ঘ) সৃজনশীলতার
সঠিক উত্তর: (খ)

৮৩. ‘নীর’ শব্দের অর্থ কী?
Ο ক) পানি
Ο খ) বাসা
Ο গ) মধু
Ο ঘ) নদী
সঠিক উত্তর: (ক)

৮৪. ‘চতুর্দশপদী কবিতা’ কী ধরনের রচনা?
Ο ক) পত্রকাব্য
Ο খ) মহাকাব্য
Ο গ) বাংলা সনেট
Ο ঘ) প্রহসন
সঠিক উত্তর: (গ)

৮৫. মাইকেল মধুসূদন দত্ত বাংলা মায়ের কাছে কী মিনতি করেছেন?
Ο ক) দীর্ঘদিন বেঁচে থাকার
Ο খ) চিরদিন মনে রাখার
Ο গ) মাটির বুকে ঠাঁই পাওয়ার
Ο ঘ) মায়ের বুকে ফিরে আসার
সঠিক উত্তর: (খ)

৮৬. দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কীসে ভয় পান না?
Ο ক) প্রবাসে
Ο খ) শমনে
Ο গ) স্মরণে
Ο ঘ) মানসে
সঠিক উত্তর: (খ)

৮৭. কবি কোথা ফুটে থাকতে চেয়েছেন?
Ο ক) অমৃত হ্রদে
Ο খ) মানব মনে
Ο গ) জীবন-নদে
Ο ঘ) জীবন মোহনায়
সঠিক উত্তর: (খ)

৮৮. ‘সেবে’ অর্থ কী?
Ο ক) সোহাগ করে
Ο খ) সাজিয়ে রাখে
Ο গ) সেবা করে
Ο ঘ) সুন্দর
সঠিক উত্তর: (গ)

৮৯. “জন্মিলে - হবে।” শূন্যস্থানে হবে-
Ο ক) কাঁদিতে
Ο খ) হাসিতে
Ο গ) সহিতে
Ο ঘ) মরিতে
সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই!

৯০. উদ্দীপকটি কোন কবিতার মূল ভাব ধারণ করে?
Ο ক) মানবধর্ম
Ο খ) বঙ্গভূমির প্রতি
Ο গ) দুই বিঘা জমি
Ο ঘ) আবার আসিব ফিরে
সঠিক উত্তর: (খ)

৯১. ভাবটি হলো-
i. অরতা প্রত্যাশা
ii. স্মৃতিকাতরতা
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon