সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বাংলাদেশের জনসংখ্যা

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) থেকে – বাংলাদেশের জনসংখ্যা ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বাংলাদেশের জনসংখ্যা



 বাংলাদেশের বর্তমান লোকসংখ্যা – ১৫ কোটি ৩৬ লক্ষ ( সূত্র : অর্থনৈতিক সমীক্ষা - ২০১৩ )
 জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমান জনসংখ্যা – ১৪ কোটি ৬৭ লক্ষ
 UNFPA – এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমান জনসংখ্যা – ১৫ কোটি ৫ লক্ষ
 বাংলাদেশের পুরুষ ও মহিলার অনুপাত – ১০০.৩ : ১০০ ( সূত্র : অর্থনৈতিক সমীক্ষা – ২০১৩ )
 বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৭%
 বাংলাদেশের দারিদ্র্যসীমার নিচে বাস করে – ৩১.৫০% (প্রায়) ( সূত্র : অর্থনৈতিক সমীক্ষা – ২০১৩ )

 বাংলাদেশের সবচেয়ে কম দারিদ্র্যসীমার নিচে বাস করে – কুষ্টিয়া
 বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করে – ময়মনসিংহ
 বাংলাদেশের জনসংখ্যা বেশি বাস করে – ঢাকা
 বাংলাদেশের পঞ্চম বা সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় – ২০১১ সালে ( ১৫ – ১৯ মার্চ )
 জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান – অষ্টম
 আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান – ৯৪ তম
 জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে  বাংলাদেশের অবস্থান – চতুর্থ
 জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান – তৃতীয়
 জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে  প্রথম দেশ – ইন্দোনেশিয়া
 জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এশিয়ার – পঞ্চম

 বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার  - ৩৫ জন ।
 বাংলাদেশের মানুষের গড় আয়ু – ৬৯.০ বছর  ( পুরুষ – ৬৭.৯, মহিলা – ৭০.৩ )
 বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা – ঢাকা জেলা
 বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা – বান্দরবন
 ঢাকা মেট্রোপলিটন শহরে প্রতি বর্গকিলোমিটারে বাস করে – ৮,১১১ জন
 বান্দরবন জেলায় প্রতি বর্গকিলোমিটারে বান করে – ৮৬ জন
 ঢাকা বিশ্বের কততম মেগাসিটি – ১৬তম ( বর্তমান বিশ্বে মেগাসিটি ২৬ টি )

বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা – ৭-১৬ বছর
বাংলাদেশের কিশোর অপরাধ কেন্দ্র অবস্থিত – টঙ্গীতে
বাংলাদেশে কিশোরী অপরাধ কেন্দ্র অবস্থিত – কোনাবাড়িতে (গাজীপুর)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post