Help US to Expand

আন্তর্জাতিক বিষয়াবলী – গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ

Posted by: | Published: Monday, July 11, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) থেকে – গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) – গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ

বিশ্বযুদ্ধ সমূহ

প্রথম বিশ্বযুদ্ধ
সময়কাল- ১৯১৪-১৮
শুরু হয়- ২৮ জুলাই ১৯১৪
অক্ষশক্তি- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া
মিত্রশক্তি- ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, জাপান, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল ও মন্টিনিগ্রো (জয়ী)

জার্মানি আত্মসমর্পণ করে/ যুদ্ধ শেষ হয়- ১১ নভেম্বর ১৯১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধ
সময়কাল-১৯৩৯-৪৫
শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯
অক্ষশক্তি- জার্মানি, ইতালি ও জাপান (আরো ছিল- হাঙ্গেরি, রুমানিয়া, বুলগেরিয়া ও থাইল্যান্ড)
মিত্রশক্তি- রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, চিন, ফ্রান্স ও পোল্যান্ড (আরো ছিল- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুগোশ্লাভিয়া, গ্রিস, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফিলিপাইন ও ব্রাজিল)

তৎকালিন- যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ট্রুম্যান
               বৃটেনের প্রধানমন্ত্রী- উইনস্টন চার্চিল
               রাশিয়ার প্রেসিডেন্ট- যোসেফ স্ট্যালিন
তৎকালিন- জার্মানির ফ্যুয়েরার- এডলফ  হিটলার
               ইতালির প্রেসিডেন্ট- মুসোলিনি
               জাপানের সম্রাট- হিরোহিতো
যুক্তরাষ্ট্র এটোম/পারমাণবিক বোমা হামলা করে- জাপানের হিরোশিমা (৬ আগস্ট ’৪৫; বোমার নাম- লিটল বয়) ও নাগাসাকিতে (৯ আগস্ট, ’৪৫; বোমার নাম- ফ্যাটম্যান)
পারমাণবিক বোমা হামলার সময় ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- ট্রুম্যান
মরুভূমিতে যুদ্ধ করে ‘ডেজার্ট ব্যাট’ উপাধি পান- জেনারেল মন্টোগোমারি (বৃটেন)


কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ

যুদ্ধ সময় (খ্রি.) প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ তথ্যাবলী
কলিঙ্গের যুদ্ধ ২৬১ রাজা অশোক বনাম কলিঙ্গরাজ
বদরের যুদ্ধ ৬২৪ মুসলিম বনাম মক্কার পৌত্তলিক
উহুদের যুদ্ধ ৬২৫ মুসলিম বনাম মক্কার পৌত্তলিক
খন্দকের যুদ্ধ ৬২৭ মুসলিম বনাম কুরাইশ
তাবুকের যুদ্ধ ৬৩৭ মুসলিম বনাম রোমান
শতবর্ষের ‍যুদ্ধ ১৩৩৮-১৪৫৩ ইংরেজ বনাম ফরাসি বীর কন্যা জোয়ান অব আর্ক ফ্রান্সের সেনাপতিত্ব করেন
পানিপথের ১ম যুদ্ধ ১৫২৬ বাবর বনাম ইব্রাহিম লোদী
পানিপথের ২য় যুদ্ধ ১৫৫৬ বৈরাম খাঁ বনাম হিমু
পানিপথের ৩য় যুদ্ধ ১৭৬১ আহমেদ শাহ আবদালী বনাম মারাঠা
পলাশীর ‍যুদ্ধ ১৭৫৭ সিরাজ-উদ-দৌলা বনাম লর্ড ক্লাইভ মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন
বক্সারের যুদ্ধ ১৭৬৪ ইংরেজ বনাম মীর জাফর, সুজা-উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী
আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ১৭৭৬-৮৩ আমেরিকা বনাম বৃটিশ জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা স্বাধীন হয়
ফরাসি বিপ্লব ১৭৮৯-৯৯
১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে শুরু হয়
ফরাসি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন- নেপোলিয়ান বোনাপার্ট
রুশো, ভল্টেয়ার- লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছিলেন
ফরাসি বিপ্লবের শ্লোগান- স্বাধীনতা, সাম্য ভ্রাতৃত্ব
ট্রাফালগার যুদ্ধ ১৮০৫ ইংরেজ বনাম ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী এ যুদ্ধে বৃটিশরা জয়ী হওয়ায় নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয়
ট্রাফালগার স্কয়ার বর্তমান লন্ডনে অবস্থিত
ওয়াটারলুর যুদ্ধ ১৮১৫ নেপোলিয়ন (ফ্রান্স) বনাম ডিউক অব ওয়েলিংটন (বৃটেন) নেপোলিয়ন পরাজিত হয়, তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়
ওয়াটারলু- বেলজিয়ামে (ব্রাসেলসের দক্ষিণে)
ক্রিমিয়ার যুদ্ধ ১৮৫৪-৫৬ ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্ক বনাম রাশিয়া
সিপাহী বিপ্লব ১৮৫৭
বৃটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয়তাবাদী অভ্যূত্থান
কোরিয়া যুদ্ধ ১৯৫০-৫৩ উত্তর কোরিয়া বনাম
দক্ষিণ কোরিয়া
জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবসান
ভিয়েতনাম যুদ্ধ ১৯৫৬-৭৩ উত্তর ভিয়েতনাম বনাম
দক্ষিণ ভিয়েতনাম
শান্তি ‍চুক্তির মাধ্যমে অবসান
পাক-ভারত যুদ্ধ ১৯৬৫-৬৬ পাকিস্তান বনাম ভারত কাশ্মীর নিয়ে যুদ্ধ
রাশিয়ার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান
ইরাক-ইরান যুদ্ধ ১৯৮০-৮৮ ইরাক বনাম ইরান শাত-ইল-আরব  জলাধারকে কেন্দ্র করে যুদ্ধ


অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.



Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon