এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১১ (১)

Posted by: | Published: Friday, June 10, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় - ১১ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. বনজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে-
i. কর্ণফুলি কাগজকল
ii. সুগার মিল
iii. খুলনা নিউজপ্রিন্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. বনভূমির ফলে আবহাওয়া কীরূপ থাকে-
Ο ক) উষ্ণ
Ο খ) শীতল
Ο গ) আর্দ্র
Ο ঘ) নাতিশীতোষ্ণ
সঠিক উত্তর: (গ)

৩. বাংলাদেশের বনভূমিকে প্রধান তিনটি শ্রেণিতে সাধারণত বিভক্ত করা হয়। এক্ষেত্রে ভিত্তি কী?
Ο ক) জলবায়ু
Ο খ) ভূপ্রকৃতি
Ο গ) নদীবিন্যাস
Ο ঘ) জনহীনতা
সঠিক উত্তর: (ক)

৪. কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ?
Ο ক) গামার
Ο খ) হিজল
Ο গ) গরান
Ο ঘ) জারুল
সঠিক উত্তর: (গ)

৫. চা গাছের গোড়ায় যাতে পানি না জমে সেজন্য গৃহীত ব্যবস্থা কী হবে?
Ο ক) উঁচু জমি নির্বাচন করা
Ο খ) বন্ধুর জমি নির্বাচন করা
Ο গ) ঢালু জমি নিবার্চন করা
Ο ঘ) নালার ব্যবস্থা করা
সঠিক উত্তর: (গ)

৬. সুন্দরবন অর্থনৈতিক গুরুত্ব-
i. এখানে জন্মানো বৃক্ষ জ্বালানি ও নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়
ii. মধুও মোম প্রভৃতি পণ্যাসামগ্রী সংগৃহীত হয়
iii. বিভিন্ন প্রাণীর চামড়া, দাঁত, শিং, পশম পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. কঠিন শিলার ব্যবহার হতে পারে- i. রেলপথে ii. গৃহে iii. সেতু নির্মাণে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. বাংলাদেশের কৃষির সম্প্রসারণ সম্ভব। কিন্তু এজন্য সর্বাগ্রে প্রয়োজন-
i. সরকারি সহযোগিতা
ii. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়
iii. বেসরকারি উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯. ইক্ষু চাষের উপযোগী মাটি-
i. বেলে দোআঁশ
ii. কর্দময় দোআঁশ
iii. দোআঁশ পলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০. বর্তমনে বাংলাদেশে বিভিন্ন প্রকার গাড়িতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কারণ-
i. এটি সহজ দাহ্য, কালো ধোঁয়া হয় না বলে পরিবেশবান্ধব
ii. এটি আমদানি করতে হয় না বলে সুলভ
iii. সরকার এটি কম দামে সরবরাহ করে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. এদেশে কৃষির সম্প্রসারণ সম্ভব-
i. সরকারি সহযোগিতায়
ii. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে
iii. বেসরকারি উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২. খাদ্যশস্যের প্রয়োজনীতা হেতু বাংলাদেশে কোন ফসলের চাষ হয়?
Ο ক) ধান
Ο খ) গম
Ο গ) ডাল
Ο ঘ) আলু
সঠিক উত্তর: (খ)

১৩. বাংলাদেমেল খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান?
Ο ক) ধান
Ο খ) গম
Ο গ) ডাল
Ο ঘ) আলু
সঠিক উত্তর: (ক)

১৪. বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়-
i. ফার্নেস তেল
ii. প্রাকৃতিক গ্যাস
iii. কঠিন শিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. কোন খনিজ সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়?
Ο ক) শ্বেতমৃত্তিকা
Ο খ) সিলিকা বালি
Ο গ) কঠিন শিলা
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ঘ)

১৬. বাংলাদেশের শ্রমশক্তি মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?
Ο ক) ৪৭.৩০
Ο খ) ৪৭.২০
Ο গ) ৪৬.৩০
Ο ঘ) ৪৬.১০
সঠিক উত্তর: (ক)

১৭. দেশের অর্থনৈতিক উন্নতি ও বিশুদ্ধ পরিবেশ রক্ষার জন্য মোট আয়তনের প্রায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। সেই তুলনায় বাংলাদেশে কী পরিমাণ বনভূমির ঘাটতি রয়েছে?
Ο ক) ১১ ভাগ
Ο খ) ১২ ভাগ
Ο গ) ১৩ ভাগ
Ο ঘ) ১৪ ভাগ
সঠিক উত্তর: (খ)

১৮. বাংলাদেশের কোন অংশে প্রধানত কয়লা খনি অবস্থিত?
Ο ক) দক্ষিণ ও পূর্ব অংশে
Ο খ) উত্তর ও পশ্চিম অংশে
Ο গ) উত্তর ও পূর্ব অংশে
Ο ঘ) দক্ষিণ ও পশ্চিম অংশে
সঠিক উত্তর: (খ)

১৯. বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. ভূমিকা রোধে
ii. জীববৈচিত্র্য ধ্বংসে
iii. বন্যা নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০. বাংলাদেশের বনভূমির অন্তর্ভূক্ত-
i. পাতাঝরা গাছ
ii. স্রোতজ বৃক্ষ
iii. সূচগ্র বৃক্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ?
Ο ক) হিজল
Ο খ) সেগুন
Ο গ) সুন্দরী
Ο ঘ) গামারি
সঠিক উত্তর: (গ)

২২. ঘোড়াশাল সার কারখানার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কীরূপে হয়ে থাকে?
Ο ক) শক্তি সম্পদরূপে
Ο খ) কাঁচামালরূপে
Ο গ) জ্বালানিরূপে
Ο ঘ) পরিশোধকররূপে
সঠিক উত্তর: (খ)

২৩. দেশের আবহাওয়াকে আর্দ্র রাখতে মুখ্য ভূমিকা কোনটির?
Ο ক) নদ-নদীর
Ο খ) সমুদ্রের
Ο গ) পাহাড়ের
Ο ঘ) বনভূমির
সঠিক উত্তর: (ঘ)

২৪. উদ্ভিদগোষ্ঠীর ওপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমি-
i. ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি
ii. ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
iii. স্রোতজ বনভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. বাংলাদেশের প্লাইস্টোসিন কোন ধরনের বনভূমি?
Ο ক) ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
Ο খ) ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
Ο গ) ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বনভূমি
Ο ঘ) স্রোতজ বনভূমি
সঠিক উত্তর: (খ)

২৬. কোনটি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল?
Ο ক) পাট
Ο খ) চা
Ο গ) তামাক
Ο ঘ) চিংড়ি
সঠিক উত্তর: (ক)

২৭. বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া গেছে?
Ο ক) দিনাজপুরের নীল সাগর ও পার্বতীপুরে
Ο খ) রাজশাহীর বাঘা ও চলনবিলে
Ο গ) রংপুরের রানীপুকুর এবং শ্যামপুরে
Ο ঘ) খুলনায় হরিণঘাটা এবং কোলাবিলে
সঠিক উত্তর: (গ)

২৮. বাংলাদেশের বর্তমানে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে?
Ο ক) ১৬%
Ο খ) ১২.৩%
Ο গ) ৯.৩%
Ο ঘ) ১৩%
সঠিক উত্তর: (ঘ)

২৯. চা চাষের উপযোগী মাটি-
i. উর্বর লৌহ মৃত্তিকায়
ii. পলিমাটিতে
iii. জৈব পদার্থ দোআঁশ মাটিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩০. রংপুরে রানীপুকুর থেকে বছরে প্রায় কত লক্ষ টন কঠিন শিলা উত্তোলন করা যাবে?
Ο ক) ১৩
Ο খ) ১৫
Ο গ) ১৭
Ο ঘ) ১৯
সঠিক উত্তর: (গ)

৩১. প্রচুর পরিমাণে পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে-
i. খুলনার কোলাবিলে
ii. ফরিদপুরের চান্দাবিলে
iii. সিলেটের কিছু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. চা চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
Ο ক) ১২০ -১৫০
Ο খ) ১৫০ -১৬০
Ο গ) ১৬০ -১৭০
Ο ঘ) ১৭০ -১৯০
সঠিক উত্তর: (গ)

৩৩. আমাদের এদেশে বনাঞ্চলের গুরুত্ব-
i. পর্যটন শিল্পে
ii. কৃষিতে
iii. পরিবহনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. বাংলাদেশের সর্বত্র ধান জন্মে কেন?
Ο ক) বেলে মাটির কারণে
Ο খ) দোআঁশ মাটির কারণে
Ο গ) পলিমাটির কারণে
Ο ঘ) কাদা মাটির কারণে
সঠিক উত্তর: (গ)

৩৫. সুন্দরবন ও পাবর্ত্য চট্টগ্রাম পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময়। স্থান দুটি কীসের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে?
Ο ক) ভূমিবৈচিত্র্য
Ο খ) জীববৈচিত্র্য
Ο গ) উদ্ভিদবৈচিত্র্য
Ο ঘ) প্রাণিবৈচিত্র্য
সঠিক উত্তর: (খ)

৩৬. বাংলাদেশের শীত মৌসুমে কীভাবে গম চাষ করা হয়?
Ο ক) সেচের মাধ্যমে
Ο খ) চাষের মাধ্যমে
Ο গ) ট্রাক্টরের মাধ্যমে
Ο ঘ) হাইব্রিডের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৩৭. হরিপুর তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলিত হয়?
Ο ক) ১,২০০
Ο খ) ১,০০০
Ο গ) ৬০০
Ο ঘ) ৮০০
সঠিক উত্তর: (গ)

৩৮. বাংলাদেশের কোন অঞ্চলটি খনিজ তেলে সমৃদ্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন?
Ο ক) পশ্চিম
Ο খ) পাহাড়ি
Ο গ) বনাঞ্চল
Ο ঘ) উপকূলীয়
সঠিক উত্তর: (ঘ)

৩৯. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) পাঁচ
Ο খ) চার
Ο গ) তিন
Ο ঘ) দুই
সঠিক উত্তর: (গ)

৪০. প্রাকৃতিক গ্যাস বিভিন্ন পেট্টোরাসায়নিক শিল্পের মূল্যবান কাঁচামাল হওয়া সত্ত্বেও তা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদনে করছি। কারণ-
i. প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় অফুরন্ত
ii. অন্য বিকল্প জ্বালানি না থাকায় তাৎক্ষনিক প্রয়োজন হওয়ায়
iii. দেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪১. বাংলাদেশে সাধারণত কয় প্রকার পাট চাষ হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)

৪২. বাংলাদেশের গ্যাসক্ষেত্রে থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায়?
Ο ক) ১৯৮৮
Ο খ) ১৯৮৬
Ο গ) ১৯৯০
Ο ঘ) ১৯৮১
সঠিক উত্তর: (খ)

৪৩. স্রোতজ বনভূমির প্রধান গাছ কোনটি?
Ο ক) শাল
Ο খ) সেগুন
Ο গ) সুন্দরী
Ο ঘ) গামারি
সঠিক উত্তর: (গ)

৪৪. ধান চাষে উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলিসিয়াস?
Ο ক) ১০০ সেলসিয়াস থেকে ৩০০
Ο খ) ১৫০ সেলসিয়াস থেকে ৩৫০
Ο গ) ১৬০ সেলসিয়াস থেকে ৩০০
Ο ঘ) ১০০ সেলসিয়াস থেকে ৩৫০
সঠিক উত্তর: (গ)

৪৫. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে থেকে খনিজ তেল পাওয়া যায়?
Ο ক) ছাতক
Ο খ) রশিদপুর
Ο গ) হরিপুর
Ο ঘ) বাখরাবাদ
সঠিক উত্তর: (গ)

৪৬. অপরিশোধিত তেল কোথায় পরিশোধিত করা হয়?
Ο ক) ঢাকায়
Ο খ) চট্টগ্রামে
Ο গ) সিলেটে
Ο ঘ) খুলনায়
সঠিক উত্তর: (খ)

৪৭. কোনো দেশের পরিবেশেল ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জমির কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
Ο ক) ২৫
Ο খ) ২২
Ο গ) ২৮
Ο ঘ) ২৬
সঠিক উত্তর: (ক)

৪৮. কেবল উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ কী?
Ο ক) পাদদেশীয় ভূমি
Ο খ) পর্যাপ্ত উষ্ণতা
Ο গ) ঢালু জমি
Ο ঘ) প্রচুর বৃষ্টি
সঠিক উত্তর: (গ)

৪৯. বাংলাদেশি পাটের প্রকারভেদে হচ্ছে- i. দেশি ii. বিদেশি iii. তোষা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫০. বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় অবস্থিত?
Ο ক) সিলেটের হরিপুরে
Ο খ) সুনামগঞ্জের শাহজীবাজারে
Ο গ) মৌলভীবাজারের বরমচালে
Ο ঘ) ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon