এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৭ (১)

Posted by: | Published: Tuesday, May 24, 2016 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৭ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ‘সার্বভৌম’ শব্দ দ্বারা কেমন ক্ষমতাকে বোঝায়?
Ο ক) সামরিক
Ο খ) স্থায়ী
Ο গ) চরম ও চূড়ান্ত
Ο ঘ) অলিক
সঠিক উত্তর: (গ)

২. সার্বভৌম ক্ষমতার কয়টি দিক রয়েছে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) দুইটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)

৩. জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে কোন আইন প্রণীত হয়?
Ο ক) তথ্য মন্ত্রণালয়
Ο খ) তথ্য অধিকার আইন
Ο গ) তথ্য কমিশন আইন
Ο ঘ) প্রতিলিপি অধিকার আইন
সঠিক উত্তর: (খ)

৪. অনেক সামাজিক প্রথা অমান্য করলে কী ঘটে থাকে?
Ο ক) মানুষের উন্নতি
Ο খ) সামাজিক সমস্যা
Ο গ) সংঘাত ও বিদ্রোহ
Ο ঘ) সমাজের পরিবর্তন
সঠিক উত্তর: (গ)

৫. নগরায়ণ, গ্রামীণ উন্নয়ন, নাগরিক সুবিধা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি কাজগুলো রাষ্ট্রের -
i. অপ্রয়োজনীয় কাজ
ii. উন্নয়নমূলক কাজ
iii. জনহিতকর কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬. কিসের মাধ্যমে আইন প্রণয়ন হয়?
Ο ক) পার্লামেন্ট
Ο খ) আইনমন্ত্রী
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) বিলের
সঠিক উত্তর: (ঘ)

৭. কোনটি তথ্য শব্দটির অন্তর্ভুক্ত?
Ο ক) যেকোনো ধরনের রেকর্ড
Ο খ) দাপ্তরিক নোট সিট
Ο গ) নোট সিটের প্রতিলিপি
Ο ঘ) প্রামাণ্য প্রতিলিপি
সঠিক উত্তর: (ক)

৮. বিশ্লেষকদের মতে, রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পারন করে?
Ο ক) দুই
Ο খ) ছয়
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৯. দেশের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব কার?
Ο ক) নাগরিকের
Ο খ) চাকরিজীবীদের
Ο গ) রাষ্ট্রের
Ο ঘ) শিক্ষিতদের
সঠিক উত্তর: (গ)

১০. ‘রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়’ সংজ্ঞাটি কার?
Ο ক) এরিস্টটল
Ο খ) ম্যাকাইভার
Ο গ) গার্নার
Ο ঘ) গেটেল
সঠিক উত্তর: (খ)

১১. আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কার নিকট অভিযোগ পাঠানো যাবে?
Ο ক) তথ্য মন্ত্রণালয়কে
Ο খ) তথ্য অধিদপ্তরের
Ο গ) তথ্য কমিশনের
Ο ঘ) তথ্য বিভাগীয় কার্যালয়ের
সঠিক উত্তর: (গ)

১২. তথ্য অধিকার আইনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা যাবে -
i. প্রান্তিক মানুষের
ii. সুবিধাবঞ্চিত মানুষের
iii. অসুস্থ মানুষের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৩. 'The Modern State' গ্রন্থটির লেখক কে?
Ο ক) জন মিল
Ο খ) এরিস্টটল
Ο গ) অধ্যাপক গার্নার
Ο ঘ) আর এম ম্যাকাইভার
সঠিক উত্তর: (ঘ)

১৪. জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না। এক্ষেত্রে নির্দিষ্ট ভূখন্ড হলো -
i. একটি রাষ্ট্রের স্থলভাগ
ii. একটি রাষ্ট্রের জলভাগ
iii. একটি রাষ্ট্রের আকাশসীমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে -
i. আইন প্রণয়ন
ii. আঞ্চলিক জোট
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬. আইনের বৈশিষ্ট্য হচ্ছে -
i. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা
ii. সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা
iii. বিধিবিধান মানতে বাধ্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. রাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক অপরিহার্য কাজ হলো -
i. শরণার্থীদের আশ্রয় দান
ii. আঞ্চলিক জোট গঠন
iii. বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮. আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?
Ο ক) বিচারকের রায়
Ο খ) ধর্মীয় অনুশাসন
Ο গ) আইনসভা
Ο ঘ) ঐশ্বরিক আইন
সঠিক উত্তর: (গ)

১৯. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কী?
Ο ক) ন্যায়বোধ
Ο খ) আইন
Ο গ) ধর্ম
Ο ঘ) প্রথা
সঠিক উত্তর: (ঘ)

২০. জনসমষ্টি নির্দিষ্ট ভূখন্ডের ওপর যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে -
i. জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে
ii. সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে
iii. সাংবিধানিকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. “আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতকগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয়।” - কে বলেছেন?
Ο ক) হল্যান্ড
Ο খ) উড্রো উইলসন
Ο গ) অস্টিন
Ο ঘ) এরিস্টটল
সঠিক উত্তর: (ক)

২২. কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ?
Ο ক) প্রতিরক্ষা বাহিনী গঠন
Ο খ) আইনের অনুশাসন প্রতিষ্ঠা
Ο গ) জনস্বাস্থ্য রক্ষা করা
Ο ঘ) অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা
সঠিক উত্তর: (গ)

২৩. রাষ্ট্র পরিচালনার জন্য কতটি বিভাগ থাকে?
Ο ক) চারটি
Ο খ) তিনটি
Ο গ) সাতটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)

২৪. প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমকা কার্যকরী করার জন্য কী থাকতে হয়?
Ο ক) আঞ্চলিক কর্তৃপক্ষ
Ο খ) স্থায়ী কর্তৃপক্ষ
Ο গ) অস্থায়ী কর্তৃপক্ষ
Ο ঘ) কেন্দ্রীয় কর্তৃপক্ষ
সঠিক উত্তর: (ঘ)

২৫. সার্বভৌমের আদর্শকে কী বলা হয়?
Ο ক) আইন
Ο খ) নিয়ম
Ο গ) নির্দেশ
Ο ঘ) হুকুম
সঠিক উত্তর: (ক)

২৬. রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান -
i. প্রাচীন যুগে
ii. মধ্যযুগে
iii. লৌহযুগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭. ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেনি কোন কারণে?
Ο ক) জনসংখ্যার অভাব ছিল
Ο খ) নির্দিষ্ট ভূখন্ড ছিল না
Ο গ) সার্বভৌমত্ব ছিল না
Ο ঘ) প্রশাসনিক ক্ষমতা ছিল না বলে
সঠিক উত্তর: (গ)

২৮. বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিতগুলো অন্যতম। এর কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ বলে তুমি মনে কর?
Ο ক) শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ
Ο খ) আঞ্চলিক জোট গঠন
Ο গ) আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন
Ο ঘ) কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন
সঠিক উত্তর: (ক)

২৯. রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কাজ কী?
Ο ক) অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা
Ο খ) অন্য রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন
Ο গ) নাগরিকদের স্বাস্থ্যরক্ষা করা
Ο ঘ) সরকারি কর্মচারীদের কাজ তদারক
সঠিক উত্তর: (খ)

৩০. রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কোনটিকে?
Ο ক) সুনির্দিষ্ট জনসংখ্যা নেই যার
Ο খ) কখনো সার্বভৌমত্ব থাকে, কখনো থাকে না যার
Ο গ) নির্দিষ্ট সরকার ব্যবস্থাপনা নেই যার
Ο ঘ) নির্দিষ্ট আয়তনের ভূখন্ড থাকলেও কিছু অংশ অমীমাংসিত যার
সঠিক উত্তর: (ক)

৩১. সুশাসন থাকলে রাষ্ট্রে নাগরিকেরা কী পায়?
Ο ক) আইনের বাধ্যবাধকতা
Ο খ) পরাধীনতা আর গ্লানি
Ο গ) স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা
Ο ঘ) অবাধ স্বাধীনতা
সঠিক উত্তর: (গ)

৩২. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) ছয়টি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)

৩৩. মানুষের ওপর কীসের প্রভাব অপরিসীম?
Ο ক) আেইনের
Ο খ) প্রথার
Ο গ) ধর্মের
Ο ঘ) রীতিনীতির
সঠিক উত্তর: (গ)

৩৪. ২১ বর্গ কি.মি. এলাকা এবং ৯৩০০ জনসংখ্যা নিয়ে নাউরো রাষ্ট্রটি গঠিত। এ রাষ্ট্রটির ক্ষেত্রে কোন দার্শনিকের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
Ο ক) অধ্যাপক বার্জেস
Ο খ) এরিস্টটল
Ο গ) অধ্যাপক গার্নার
Ο ঘ) গেটেল
সঠিক উত্তর: (খ)

৩৫. ‘রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখন্ডে স্থায়িভাবে বসবাস করে; যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ঐ জনসমাজ স্বভাবতই অনুগত।’ - কথাটি কে বলেছেন?
Ο ক) এরিস্টটল
Ο খ) সক্রেটিস
Ο গ) অধ্যাপক গার্নার
Ο ঘ) আর এম ম্যাকাইভার
সঠিক উত্তর: (গ)

৩৬. সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের কোন ধরনের উপাদান?
Ο ক) গৌণ
Ο খ) ঐচ্ছিক
Ο গ) মুখ্য
Ο ঘ) অনৈচ্ছিক
সঠিক উত্তর: (গ)

৩৭. নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ ক?
Ο ক) বিচার বিভাগ
Ο খ) আইনের সাম্য
Ο গ) আইনের প্রাধান্য
Ο ঘ) আইন মন্ত্রণালয়
সঠিক উত্তর: (গ)

৩৮. আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা কে দিয়েছেন?
Ο ক) অস্টিন
Ο খ) হল্যান্ড
Ο গ) উড্রো উইলসন
Ο ঘ) এরিস্টটল
সঠিক উত্তর: (গ)

৩৯. গ্রিক নগররাষ্ট্রে দাস এবং নারীদের কী করা হতো না?
Ο ক) নাগরিক হিসেবে গণ্য করা হতো না
Ο খ) বিক্রি করা হতো না
Ο গ) অন্য দেশে পাচার করা হতো না
Ο ঘ) খাদ্য প্রদান করা হতো না
সঠিক উত্তর: (ক)

৪০. নাগরিকের দায়িত্ব হলো -
Ο ক) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
Ο খ) অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
Ο গ) দক্ষ জনশক্তি তৈরি করা
Ο ঘ) রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
সঠিক উত্তর: (ক)

৪১. ‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়’ - উক্তিটি কার?
Ο ক) এরিস্টটলের
Ο খ) লাস্কির
Ο গ) গার্নারের
Ο ঘ) ম্যাকাইভারের
সঠিক উত্তর: (খ)

৪২. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।’ - কথাটি কে বলেছেন?
Ο ক) এরিস্টটল
Ο খ) প্লেটো
Ο গ) সক্রেটিস
Ο ঘ) ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর: (ক)

৪৩. রাষ্ট্র মূলত কোন ধরনের সমাজ?
Ο ক) জনসংখ্যাকেন্দ্রিক সমাজ
Ο খ) প্রকৃতিকেন্দ্রিক সমাজ
Ο গ) জীবনযাপনকেন্দ্রিক সমাজ
Ο ঘ) ভূখন্ডভিত্তিক সমাজ
সঠিক উত্তর: (ঘ)

৪৪. রাষ্ট্র যদি জীবদেহ হয় তাহলে সরকার কী?
Ο ক) চোখস্বরূপ
Ο খ) মস্তিষ্কস্বরূপ
Ο গ) হাতস্বরূপ
Ο ঘ) কলিজাস্বরূপ
সঠিক উত্তর: (খ)

৪৫. আইনের অনুশাসন বলতে প্রধান কয়টি ধারনাকে বুঝায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

৪৬. ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়’ - উক্তিটি কার?
Ο ক) টি. এইচ. গ্রীন
Ο খ) হল্যান্ড
Ο গ) উড্রো উইলসন
Ο ঘ) এরিস্টটল
সঠিক উত্তর: (খ)

৪৭. একজন নাগরিকের কর্তব্য হলো -
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
ii. নিয়মিত কর প্রদান
iii. রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. আইন কী?
Ο ক) মানুষের জীবনের কর্ম
Ο খ) মানবজীবনের শৃঙ্খলিত কর্মকান্ড
Ο গ) মানব রচিত বিধি
Ο ঘ) মানুষের জীবনযাপনের জন্য অনুসরণকৃত লিখিত বিধান
সঠিক উত্তর: (ঘ)

৪৯. এরিস্টটল তার ধারণায় কাদেরকে নাগরিক শ্রেণিভুক্ত করেননি?
Ο ক) নারীদের
Ο খ) অধিকাংশ জনগণকে
Ο গ) দাসীদের
Ο ঘ) শিশুদের
সঠিক উত্তর: (খ)

৫০. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’ - উক্তিটি কার?
Ο ক) অধ্যাপক গার্নারের
Ο খ) অধ্যাপক গেটেলের
Ο গ) টি. এইচ. গ্রিনের
Ο ঘ) এরিস্টটলের
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon