এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৭: খতিয়ান (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৭: খতিয়ান (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. হিসাবের T ছকে প্রত্যেক দিকে কয়টি করে ঘর থাকে?
Ο ক) তিনটি
Ο খ) দুটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)

২. হিসাবের ডেটর দিকের যোগফল বেশি হলে যে জের পাওয়া যায় তাকে কী বলে?
Ο ক) ক্রেডিট ব্যালেন্স
Ο খ) ডেবিট ব্যালেন্স
Ο গ) সমাপ্তি জের
Ο ঘ) প্রারম্ভিক ব্যালেন্স
সঠিক উত্তর: (খ)

৩. চলমান জের ছক অনুসরণপূর্বক খতিয়ান প্রস্তুতে-
i. সময় ও শ্রম অধিক প্রয়োজন
ii. সময় ও শ্রম লাঘব করে
iii. প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪. আধুনিক ছকে খতিয়ান প্রস্তুত সুবিধাজনক; কারন এতে-
i. প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়
ii. প্রতিপক্ষের বিশ্বাসযোগ্য বাড়ে
iii. সময়, শ্রম ও কাগজের সাশ্রয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৫. সম্পত্তিবাচক হিসাব ডেবিট হওয়া দ্বারা কারবারের কী বুঝায়?
Ο ক) দায় বৃদ্ধি
Ο খ) সম্পত্তি বৃদ্ধি
Ο গ) সম্পত্তি হ্রাস
Ο ঘ) দায় ও সম্পত্তি উভয়ই বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)

৬. সাধারণ খতিয়ানের আওতাভুক্তত হলো-
i. মূলধন হিসাব
ii. বিক্রয় হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. B/D -এর পূর্ণরূপ কী?
Ο ক) Bring Down
Ο খ) Brought Down
Ο গ) Bear Down
Ο ঘ) Bought Down
সঠিক উত্তর: (খ)

৮. আয় বা লাভ জাতীয় হিসাবগুলো সর্বদা নির্দেশ করে-
Ο ক) ডেবিট ব্যালেন্স
Ο খ) ক্রেডিট ব্যালেন্স
Ο গ) প্রারম্ভিক ব্যালন্স
Ο ঘ) সমাপ্তি ব্যালেন্স
সঠিক উত্তর: (খ)

৯. নির্দিষ্ট সময়ান্তে খতিয়ানের মাধ্যমে কী যানা যায়?
Ο ক) লেনদেনের অবস্থা
Ο খ) প্রতিটি হিসাবের অবস্থা
Ο গ) লেনদেনের প্রকৃতি
Ο ঘ) প্রতিটি হিসাবের বিবর‌ণ
সঠিক উত্তর: (খ)

১০. খতিয়ান বইতে ক্রেডিট হিসাবটির ক্রেডিট দিকে বিবরণের ঘরে কী লিখতে হয়?
Ο ক) প্রতিষ্ঠানের নাম
Ο খ) মালিকের নাম
Ο গ) ক্রেডিট হিসাবটির নাম
Ο ঘ) ডেবিট হিসাবটির নাম
সঠিক উত্তর: (ঘ)

১১. বিশেষ জাবেদা হতে সাধারণ খতিয়ানে পোস্টিং দেওয়া হয়-
i. প্রতিদিন
ii. সপ্তাহ শেষে
iii. মাসান্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১২. কোন শব্দসংক্ষেপ দুটি একই অর্থবোধক?
Ο ক) সি/ এফ ও বি/এফ
Ο খ) বি/ডি ও সি/ডি
Ο গ) সি/ এফ ও বি/ডি
Ο ঘ) বি/ডি ও বি/ এফ
সঠিক উত্তর: (ঘ)

১৩. ব্যয় হিসাবের জের হতে পারে-
i. ডেবিট
ii. ক্রেডিট
iii. শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৪. খতিয়ানের উদ্বৃত্ত হতে নিরূপণ করা সহজ হয়-
i. ব্যবসায়ের আর্থিক ফলাফল
ii. হিসাবচক্রের পঞ্চম ধাপের ফলাফল
iii. ব্যবসায়ের আর্থিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. চলমান জের ছকের বহির্ভূত হলো-
i. মোট ডেবিট টাকার পরিমাণ
ii. মোট ক্রেডিট টাকার পরিমাণ
iii. সর্বশেষ উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

১৬. কোন বইকে হিসাব বই-এর রাজা বলা হয়?
Ο ক) জাবেদা বই
Ο খ) নগদান বই
Ο গ) খতিয়ান বই
Ο ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (গ)

১৭. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (গ)

১৮. সি/ডি কথাটির অর্থ কী?
Ο ক) সম্মুখে আনীত
Ο খ) নিচে আনীত
Ο গ) উপরে আনীত
Ο ঘ) পেছনে আনীত
সঠিক উত্তর: (খ)

১৯. T ছক অনুযায়ী যোগফলের ক্ষেত্রে-
Ο ক) যেটি ছোট সেটি উভয় পাশে
Ο খ) যেটি বড় সেটি উভয় পাশে
Ο গ) যেকোনো একটি উভয় পাশে
Ο ঘ) যার যার যোগফল তার তার পাশে
সঠিক উত্তর: (খ)

২০. খতিয়ান প্রস্তুতের জন্য-
i. জাবেদা দাখিলা অত্যাবশ্যক
ii. জাবেদা দাখিলা অত্যাবশ্যক নয়
iii. নির্দিষ্ট ছক অনুসরণ প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে-
i. প্রাপ্ত কমিশন
ii. বিনিয়োগের সুদ
iii. বিক্রয় হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. কারবারের মূল খতিয়ান বই কোনটি?
Ο ক) ব্যক্তিবাচক খতিয়ান
Ο খ) দেনাদার খতিয়ান
Ο গ) পাওনাদার খতিয়ান
Ο ঘ) সাধারন খতিয়ান
সঠিক উত্তর: (ঘ)

২৩. সময়ের শেষ তারিখের উদ্বৃত্ত পরবর্তী সময়ের ১ম তারিখে লেখা হয়-
i. ব্যালেন্স B/D নামে
ii. ব্যালেন্স C/D নামে
iii. ব্যালেন্স B/I নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২৪. হিসাবের ডেবিট দিকের যোগফল, ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে- প্রকাশ করবে?
Ο ক) ডেবিট উদ্বৃত্ত
Ο খ) ক্রেডিট উদ্বৃত
Ο গ) সম্পদ
Ο ঘ) খরচ
সঠিক উত্তর: (ক)

২৫. ডেবিট উদ্বৃত্ত হ্রাস পায় যদি উক্ত হিসাবকে-
Ο ক) ক্রেডিট করা হয়
Ο খ) ডেবিট করা হয়
Ο গ) ডেবিট-ক্রেডিট করা হয়
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

২৬. কোনো খতিয়ান হিসাবের ক্রেডিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে কোনটি লেখা হবে?
Ο ক) ডেবিট হিসাব
Ο খ) সংশ্লিষ্ট হিসাবের নাম
Ο গ) ডেবিট হিসাবখাতের নাম
Ο ঘ) ক্রেডিট হিসাবখাতের নাম
সঠিক উত্তর: (গ)

২৭. চলমান জের ছকে উদ্বৃত্ত/জের ঘরটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ৫ ভাগে
Ο খ) ৪ ভাগে
Ο গ) ৩ ভাগে
Ο ঘ) ২ ভাগে
সঠিক উত্তর: (ঘ)

২৮. জাবেদা পৃষ্ঠার সাহায্যে সম্ভব হয়-
i. লেনদেনের উৎস সম্পর্কে জানা
ii. সমস্যা বা ভুল হলে তার কারণ অনুসন্ধান
iii. লেনদেন সম্পর্কে চুড়ান্ত ধারণা লাভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)

২৯. ডেবিট ব্যালেন্স বলতে কী বোঝ?
Ο ক) ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি
Ο খ) ডেবিট দিকের যোগফল
Ο গ) ক্রেডিট দিকের যোগফল
Ο ঘ) দুদিকের যোগফল
সঠিক উত্তর: (ক)

৩০. নিচের ছকটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? ডেটর .......হিসাব ক্রেডিটর

তারিখবিবরণজা.পৃ.টাকাতারিখবিবরণজা.পৃ.টাকা
Ο ক) জাবেদায়
Ο খ) খতিয়ানে
Ο গ) রেওয়ামিলে
Ο ঘ) আর্থিক বিবরণীতে
সঠিক উত্তর: (খ)

৩১. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হল-
i. ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়
ii. হিসাবের ভুলত্রুটি ধরা ও তা সংশোধন করা
iii. হিসাবের স্থায়ী সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. হিসাবের পাকা বই কোনটি?
Ο ক) জাবেদা বই
Ο খ) বিক্রয় বই
Ο গ) নগদান বই
Ο ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (ঘ)

৩৩. বিশেষ জাবেদা হতে সহকারী খতিয়ানে পোস্টিং দেওয়া হয় কখন?
Ο ক) প্রতি ঘন্টায়
Ο খ) প্রতিদিন
Ο গ) প্রতি মাসে
Ο ঘ) প্রতি সপ্তাহে
সঠিক উত্তর: (খ)

৩৪. কোনটি প্রাথমিক বই নয়?
Ο ক) খতিয়ান
Ο খ) বিক্রয় বই
Ο গ) ক্রয় বই
Ο ঘ) প্রকৃত জাবেদা
সঠিক উত্তর: (ক)

৩৫. একটি ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয়-
Ο ক) জাবেদায়
Ο খ) নগদান বইতে
Ο গ) খতিয়ানে
Ο ঘ) আর্থিক বিবরণীতে
সঠিক উত্তর: (গ)

৩৬. খতিয়ান হতে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত কোনটিতে সহায়তা করে?
Ο ক) মালিকানাস্বত্ব নির্ণয়ে
Ο খ) বিশদ আয় বিবরণী প্রস্তুতে
Ο গ) গাণিতিক শুদ্ধতাা যাচাইয়ে
Ο ঘ) নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে
সঠিক উত্তর: (গ)

৩৭. হিসাব চক্রের ধাপ- i. বিশদ আয় বিবরণী ii. জাবেদা iii. খতিয়ান নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৮. হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন জের হয়?
i. ডেবিট জের
ii. ক্রেডিট জের
iii. উভয় জের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৩৯. ব্যবসায়ে খতিয়ানের গুরুত্ব বেশি কেন?
Ο ক) হিসাবের পাকা বই বলে
Ο খ) জাবেদা থেকে তৈরি হয় বলে
Ο গ) সংক্ষিপ্ত বই বলে
Ο ঘ) নির্ভরযোগ্য ও সঠিক তথ্য জান যায় বলে
সঠিক উত্তর: (ঘ)

৪০. খতিয়ান প্রস্তুতকরণের দ্বিতীয় ধাপ কোনটি?
Ο ক) পোস্টিং
Ο খ) উদ্বৃত্ত নির্ণয়
Ο গ) লিপিবদ্ধকরণ
Ο ঘ) শুদ্ধিকরণ
সঠিক উত্তর: (খ)

৪১. খতিয়ান বইতে ডেবিট দিকে বিবরণের ঘরে কী লিখতে হয়?
Ο ক) ডেবিট হিসাবটির নাম
Ο খ) ক্রেডিট হিসাবটির নাম
Ο গ) প্রতিষ্ঠানের নাম
Ο ঘ) মালিকের নাম
সঠিক উত্তর: (খ)

৪২. খতিয়ান হিসাবের কোন ধরনের বই?
Ο ক) প্রাথমিক
Ο খ) খসড়া
Ο গ) প্রধান বই
Ο ঘ) প্রাথমিক ও খসড়া
সঠিক উত্তর: (গ)

৪৩. হিসাবের ডেবিট দিকের যোগলফ যদি ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা কম হয় তখন কোন ব্যালেন্স হয়?
Ο ক) সমাপ্তি ব্যালেন্স
Ο খ) ডেবিট ব্যালেন্স
Ο গ) ক্রেডিট ব্যালেন্স
Ο ঘ) প্রারম্ভিক ব্যালেন্স
সঠিক উত্তর: (গ)

৪৪. ধারে মাল বিক্রি হলে সংশ্লিষ্ট লেনদেনটি কোন হিসাবখাতে লিপিবদ্ধ হবে?
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) দায়
Ο ঘ) আয়
সঠিক উত্তর: (খ)

৪৫. হিসাবের ডেবিট দিকের যোগফল, ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে প্রকাশ করবে?
Ο ক) ডেবিট উদ্বৃত্ত
Ο খ) ক্রেডিট উদ্বৃত্ত
Ο গ) সম্পদ
Ο ঘ) খরচ
সঠিক উত্তর: (ক)

৪৬. জের টানার আরেক নাম কী?
Ο ক) সমতাপ্রাপ্ত
Ο খ) সমতাহীন
Ο গ) অসমতাপ্রাপ্ত
Ο ঘ) ব্যালেন্সিং
সঠিক উত্তর: (ঘ)

৪৭. একটি ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়-
Ο ক) আর্থিক বিবরণী থেকে
Ο খ) খতিয়ান থেকে
Ο গ) নগদান বই থেকে
Ο ঘ) জাবেদা বই থেকে
সঠিক উত্তর: (খ)

৪৮. কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট পার্শে্বর যোগফলের পার্থক্যকে কী বলে?
Ο ক) উদ্বৃত্ত
Ο খ) ব্যয়
Ο গ) আয়
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (ক)

৪৯. কোনটিকে ক্রেন্দ্র করে হিসাবরক্ষণের যাবতীয় কার্য পরিচালিত হয়?
Ο ক) জাবেদা
Ο খ) খতিয়ান
Ο গ) নগদান
Ο ঘ) রেওয়ামিল
সঠিক উত্তর: (খ)

৫০. খতিয়ান হিসাবের চলমান জের ছক অন্য কী নামে পরিচিত?
Ο ক) সাতঘরা খতিয়ান ছক
Ο খ) খতিয়ান ছক
Ο গ) চারঘরা খতিয়ান ছক
Ο ঘ) বহুঘরা খতিয়ান ছক
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post