এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৪: জীবনীশক্তি (১)

Web School BD
0
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৪: জীবনীশক্তি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
Ο ক) অ্যামাইনো এসিড
Ο খ) কিটোএসিড
Ο গ) এসিটিক এসিড
Ο ঘ) ফসফোরিক এসিড
সঠিক উত্তর: (খ)

২. Biological coin এর বাংলা কী?
Ο ক) জীব মুদ্রা
Ο খ) জৈব মুদ্রা
Ο গ) অজৈব মুদ্রা
Ο ঘ) শক্তি মুদ্রা
সঠিক উত্তর: (খ)

৩. উদ্ভিদকোষে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত হয় কোথায়?
Ο ক) নিউক্লিয়াসের কাছাকাছি
Ο খ) ক্লোরোপ্লাস্টের কাছাকাছি
Ο গ) কোষ প্রাচীরের কাছাকাছি
Ο ঘ) মাইটোকন্ড্রিয়ার কাছাকাছি
সঠিক উত্তর: (খ)

৪. শ্বসন কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)

৫. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ –
i. ক্লোরোফিল
ii. কার্বন ডাইঅক্সাইড
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬. সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
Ο ক) ৩টি
Ο খ) ৫টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)

৭. শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়?
Ο ক) মাইটোকন্ড্রিয়াতে
Ο খ) প্রোটোপ্লাজমে
Ο গ) গলজিবস্তু
Ο ঘ) কোষগহ্বর
সঠিক উত্তর: (ক)

৮. ক্রেবস চক্রের প্রথম পদার্থ হলো –
Ο ক) ATP
Ο খ) NAD
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) অ্যাসিটাইল-কো
সঠিক উত্তর: (গ)

৯. জৈব যৌগ কোনটি?
Ο ক) ATP
Ο খ) NAD2
Ο গ) NA2DP
Ο ঘ) NADPH2
সঠিক উত্তর: (ক)

১০. স্থলজ সবুজ উদ্ভিদ –
i. মূল দিয়ে পানি শোষণ করে
ii. বায়ু থেকে CO2 গ্রহণ করে
iii. পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. শ্বসনিক বস্তু কোনটি?
Ο ক) প্রোটিন
Ο খ) পানি
Ο গ) আলো
Ο ঘ) তাপ
সঠিক উত্তর: (ক)

১২. বিষাক্ত পদার্থ কোনটি?
Ο ক) নাইট্রোজেন
Ο খ) ক্লোরোফরম
Ο গ) অ্যামোনিয়া
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)

১৩. কিটোএসিড ভেঙে উৎপন্ন পদার্থ হলো –
Ο ক) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
Ο খ) ৩-ফসফোগ্লিসারিক এসিড
Ο গ) অক্সালো এসিড
Ο ঘ) ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট
সঠিক উত্তর: (খ)

১৪. NADPH এর পূর্ণরূপ কী?
Ο ক) অ্যাডেনিন ডাইফসফেট
Ο খ) অ্যাডেনিন ট্রাইফসফেট
Ο গ) নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট
Ο ঘ) নিকোটিমাইড অ্যাডিনিন ফসফেট
সঠিক উত্তর: (গ)

১৫. জীবনীশক্তি হল এমন একটি কৌশল যার মাধ্যমে জীব তার দেহে –
i. শক্তি উৎপাদন করে
ii. শক্তি ব্যবহার করে
iii. শক্তি নির্গমন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬. পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
Ο ক) ০.০৩%
Ο খ) ০.০০৩%
Ο গ) ০.৩০%
Ο ঘ) ০.০০২%
সঠিক উত্তর: (ক)

১৭. সালোকসংশ্লেষণ ভালো হয় আলোক বর্ণালির –
i. লাল আলোতে
ii. নীল আলোতে
iii. বেগুনি আলোতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. আলোর পরিমাণ বেড়ে গেলে পাতার কী ঘটে?
Ο ক) এনজাইম নষ্ট হয়
Ο খ) এনজাইম নতুন সৃষ্টি হয়
Ο গ) পানি উৎপন্ন হয়
Ο ঘ) তাপ উৎপন্ন হয়
সঠিক উত্তর: (ক)

১৯. ১ অণু NADH2 = ?
Ο ক) ২ অণু ATP
Ο খ) ২ অণু ATP
Ο গ) ৪ অণু ATP
Ο ঘ) ৫ অণু ATP
সঠিক উত্তর: (খ)

২০. সালোকসংশ্লেষণ ঘটে –
i. এগারিকাস
ii. শৈবাল
iii. ফার্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২১. পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে?
Ο ক) স্পঞ্জি প্যারানকাইমা
Ο খ) প্যালিসেড প্যারানকাইমা
Ο গ) জাইলেম টিস্যু
Ο ঘ) নিম্নত্বক
সঠিক উত্তর: (খ)

২২. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
Ο ক) উৎসেচক
Ο খ) আলো
Ο গ) পানি
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (ক)

২৩. জীবনী শক্তির ক্ষেত্রে বলা যায় –
i. ATP ও ADP নামক জৈব যৌগে আবদ্ধ
ii. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে
iii. বিজারণ পর্যায়ে শক্তি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. সালোকসংশ্লেণের সময় ADP কী গ্রহণ করে?
Ο ক) বিদ্যুৎ শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) সৌর শক্তি
Ο ঘ) তাপ শক্তি
সঠিক উত্তর: (গ)

২৫. C4 গতিপথের বৈশিষ্ট্য –
i. ৪ কার্বন-বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড তৈরি হয়
ii. ম্যালিক এসিড তৈরি করে
iii. বান্ডনশীথ ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে বাতাসে উপস্থিত –
i. ক্লোরোফরমের জন্য
ii. হাইড্রোজেন সালফাইডের জন্য
iii. মিথেন বা কোনো বিষাক্ত গ্যাসের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. কোন বিভাজনের প্রয়োজনীয় শক্তি আসে কোন প্রক্রিয়া হতে?
Ο ক) প্রস্বেদন
Ο খ) অভিস্রবণ
Ο গ) ব্যাপন
Ο ঘ) শ্বসন
সঠিক উত্তর: (ঘ)

২৮. কুইনাইন কী?
Ο ক) খাদ্য
Ο খ) যানবাহন
Ο গ) ঔষধ
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (গ)

২৯. নিচের কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ তৈরি করে?
Ο ক) CO2 ও 6H2O
Ο খ) CO2 ও 12H2O
Ο গ) 6CO2 ও 6H2O
Ο ঘ) 6CO2 ও 12H2O
সঠিক উত্তর: (ঘ)

৩০. জীবের শক্তি প্রয়োজন হতে পারে –
i. জৈব সংশ্লেষণে
ii. খাদ্য প্রস্তুত করতে
iii. পরিবহন ও বিপাকীয় কাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩১. ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?
Ο ক) প্রোটন
Ο খ) নিউট্রন
Ο গ) ফোটন
Ο ঘ) পজিট্রন
সঠিক উত্তর: (গ)

৩২. উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ?
Ο ক) নিউক্লিয়াস
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) রাইসোবোম
Ο ঘ) সাইটোপ্লাজম
সঠিক উত্তর: (খ)

৩৩. উদ্ভিদ প্রধানত কিসের সাহায্যে CO2 শোষণ করে?
Ο ক) কিউটিকল
Ο খ) লেন্টিসেল
Ο গ) গলজিবস্তু
Ο ঘ) স্ট্যোমাটা
সঠিক উত্তর: (ঘ)

৩৪. সবাত শ্বসনে উৎপন্ন হয় –
i. CO2
ii. H2O
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পটাসিয়ামের ভূমিকা –
i. পটাসিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের পরিমাণ কমে যায়
ii. এ প্রক্রিয়ায় পটাসিয়াম অনুঘটক হিসাবে কাজ করে
iii. পাতার সংখ্যা বেশি হলে পটাসিয়াম কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬. শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি কীরূপে উদ্ভূত হয়?
Ο ক) তাপরূপে
Ο খ) আলোরূপে
Ο গ) বিদ্যুৎরূপে
Ο ঘ) পানিরূপে
সঠিক উত্তর: (ক)

৩৭. এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার সময় ক্যালভিন চক্র কত বার ঘুরে?
Ο ক) ৩ বার
Ο খ) ২ বার
Ο গ) ৬ বার
Ο ঘ) ৫ বার
সঠিক উত্তর: (গ)

৩৮. ক্যালভিন ও ব্যাশাম কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
Ο ক) ক্যামব্রিজ
Ο খ) অক্সফোর্ড
Ο গ) ক্যালিফোর্নিয়া
Ο ঘ) নিউক্যাসেল
সঠিক উত্তর: (গ)

৩৯. বিজ্ঞানী ব্লাকম্যান কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) সুইডেন
Ο খ) ইংল্যান্ড
Ο গ) আমেরিকা
Ο ঘ) হল্যান্ড
সঠিক উত্তর: (খ)

৪০. মুক্ত শক্তির বাহক কোনটি?
Ο ক) NAD
Ο খ) NAOP
Ο গ) ATP
Ο ঘ) NADPH
সঠিক উত্তর: (গ)

৪১. মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় –
i. গ্লাইকোলাইসিস
ii. ক্রেবস চক্র
iii. ইলেকট্রন প্রবাহতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪২. ক্রেবস চক্র কত সালে আবিষ্কার হয়?
Ο ক) ১৯৩৭ সালে
Ο খ) ১৯৩৫ সালে
Ο গ) ১৯৪০ সালে
Ο ঘ) ১৯৩০ সালে
সঠিক উত্তর: (ক)

৪৩. জারণ বিজারণ প্রক্রিয়ায় কি ঘটে?
Ο ক) H2O জারিত ও CO2 বিজারিত
Ο খ) CO2 জারিত ও H2O বিজারিত
Ο গ) H2O বিজারিত ও CO2 বিজারিত
Ο ঘ) CO2 জারিত ও H2O জারিত
সঠিক উত্তর: (ক)

৪৪. জীবের জীবন ধারণ বলতে বুঝায় –
i. চলন
ii. বৃদ্ধি
iii. জনন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৫. পাতার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
Ο ক) জাইলেম টিস্যু
Ο খ) মেসোফিল টিস্যু
Ο গ) ফ্লোয়েম টিস্যু
Ο ঘ) ক্ষরণকারী টিস্যু
সঠিক উত্তর: (খ)

৪৬. সালোকসংশ্লেষণের প্রভাবসমূহ কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)

৪৭. জীবকর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলকে কী বলে?
Ο ক) জৈব শক্তি
Ο খ) জীবনীশক্তি
Ο গ) শ্বসন
Ο ঘ) স্থিতি শক্তি
সঠিক উত্তর: (খ)

৪৮. আখ কী ধরনের উদ্ভিদ?
Ο ক) C2 উদ্ভিদ
Ο খ) C3 উদ্ভিদ
Ο গ) C4 উদ্ভিদ
Ο ঘ) C5 উদ্ভিদ
সঠিক উত্তর: (গ)

৪৯. ঈস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি ফাঁপা হয়?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) ব্যাপন
Ο গ) সবাত শ্বসন
Ο ঘ) অবাত শ্বসন
সঠিক উত্তর: (ঘ)

৫০. C4 গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হলো –
Ο ক) কিটোএসিড
Ο খ) অক্সালো এসিটিক এসিড
Ο গ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
Ο ঘ) ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Tags:

Post a Comment

0Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Post a Comment (0)