১৬ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান

১৬ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান
Bangladesh Public Service Commission or BPSC is monitoring the whole exam procedure. BCS preli question are actually based on MCQ. So all the student who attend the BCS preli exam have needed vast knowledge about MCQ question pattern. Total marks of BCS Preli exam is 200. Marks distribution is as follows: Bangle Language and Literature 35, English Language and Literature 35, Bangladesh Affairs 30, International Affairs 30. Here we give 10th to 35th BCS preli question step by step.
1. Which of the following sentence is a correct/
I forbade him from going
I forbade him to go
I forbade him to going
I forbade him not to go

2. Which of the following sentences is a correct proverb?
Fools rush in where angels fear to tread
Fools rush in where an angels fear to tread
A fools rushes in where an angels fears in tread
Fools rush in where the angels fear to tread

3. Which of the following sentences is corrcet?
Why you have done this?
Why did you have done this?
Why did you have done this?
Why you had done this?

4. Which of the following sentences is corrcet ?
That shirt which he bought is blue at colour
The shirt that which he bought is blue in colour
That shirt he bought is blue in colour
The shirt which he bought is blue in colour

5. The correct passive of ''Sheila was writing a letter ''is
A letter was writing by Sheila
A letter was writing by Sheila
A letter was being written by Sheila
A letter was written by Sheila

6. Which of the following sentence is correct ?
One of my friends are a lawyer
One of my friends is a lawye
One of my friends were a lawyer
One of my friends are a lawyer

7. The word ''Ecological''is related to_
atmosphere
pollusion
environment
demography

8. The synonym of ''Genesis''is
introduction
preface
beginning
foreword

9. The word ''Homogeneous''means
of the same kind
of the same place
of the same race
of the same race

10. The word''Imbibe''mean
to learn
to thing
to drink
to drink

11. Something which is obnoxious means that it is_
very dangerous
very pleasant
very ugly
very unpleasant

12. Apigrin is a person who undertakes a journey ot a_
a holy place
a mosque
a bazar
a new country

13. Shakespeare is known mostly for his_
poetry
novels
autobiography
plays

14. A person who writes about his own life writes_
a chronicle
a diary
an autobiography
a biography

15. In which century was the Victorian period?
17th century
18th century
19th century
20th century

16. The antonym of ''Indifference''is
ardour
compassion
anxiety
concern

17. three score is
thirty times
three hundred times
three times twenty
three times twenty

18. An ordinance is_
a book
a law
an arms factory
a news paper journal

19. A fantasy is _
an imaginary story
a funny film
a history record
a history record

20. Something that is ''Fresh'' is something_
recently printed or published
in fairly good condition
disrespectful
pleasant

21. জ্ঞান যেখানে সীমাবদ্ধ ,বুদ্ধি সেখানে আড়ষ্ট,মুক্তি সেখানে অসম্ভব এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
সওগত
মোহাম্মদ
সমকাল
শিখা

22. অবমূল্যয়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
শব্দ দুুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
শব্দ দুুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

23. কোন নগরীতে মোগল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
গৌড়
সোনারগাঁ
ঢাকা
হুগলি

24. যাচিরস্থায়ী নয় -
অস্থায়ী
ক্ষণিক
ক্ষণস্থায়ী
নশ্বর

25. Intellectual শব্দের বাংলা অর্থ -
বুদ্ধিমান
মননশীল
বুদ্ধিজীবী
মেধাবী

26. অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
নেতিবাচক
বিয়েঅগান্তক
নঞর্থক
অজানা

27. পথিক তুমি পথ হারাইয়াছ ।কথাটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুরের
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
মীর মশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

28. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কাজী নজরুল ইসলাম
আবুল কালাম ষামসুদ্দীন
খান মুহাম্মদ মঈনদদ্দিন
মোহাম্মদ নাসিরউদ্দিন

29. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল ?
মেয়নাদবধ কাব্য
দুর্গেশনন্দিনী
নীলদর্পন
অগ্নিবীনা

30. সমকাল পত্রিকার সম্পাদক কেছিলেন?
মোহাম্মদ আকরাম খাঁ
তফজ্জল হোসেন
মোহাম্মদ নাসির উদ্দিন
সিকদার আবু জাফর

31. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
গোলাম মোস্তফা
ফররুখ আহমদ
ভাই গিরীশচন্দ্র সেন
সুনীতিকুমার চট্রোপাধ্যায়

32. সাধু ভাষা ও চলতি ভাষার পার্থক্য
বাক্যেও সরলও জটিল রুপে
শব্দের রুপগত ভিন্নতায়
তৎসর ও অর্ধতৎসম শব্দের ব্যবহার
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপগত ভিন্নতায়

33. বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
১৯৫৫ খ্রিস্টাব্দে
১৯৩৫ খ্রিস্টাব্দে
১৯৫২ খ্রিস্টাব্দে
১৩৫২ খ্রিস্টাব্দে

34. মানুষেরমাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।এপঙক্তিটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুর ইসলাম
শেখফজলুল করিম
শামসুর রাহমান

35. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা
বাংলার মানুষের কথা
বাংলার ইতিহাসের কথা
বাংলার সংস্কৃতির কথা

36. রোতিণী চরিত্রটি কোন উপন্যাসের পাওয়া যায় ?
চরিত্রহীন
গৃহদাহ
কৃষ্ঞকান্তের উইল
বিষবৃক্ষ

37. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ?
বিষবৃক্ষ
গণদেবতা
আরণ্যক
ঘরে বাইরে

38. একুশে ফেব্রুয়ারি গ্রন্থেও সম্পাদক কে ছিলেন?
হাসান হাফিজুর রহমান
বেগম সুফিয়া কামাল
মুনীর চৌধুরী
আবুল হায়াত

39. কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
বারীন্দ্রকুমার ঘোষকে
রবীন্দ্রনাথ ঠাকুর
বারজাসুন্দরী দেবীকে
মুজাফফর আহমদকে

40. কোন নগরীতে মোগল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ?
গৌড়
সোনারগাঁ
ঢাকা
হুগলি

41. বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বও সংশোধনীর মাধ্যমে?
১০
১১
১২
১৩

42. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
জয়নুল আবেদিন
কামরুল হাসান
হাশেম খান
হামিদুর রহমান

43. সব কটি জানালা খুলে দাও না।-এর গীতিকার কে?
মরহুম আলতাফ মাহমুদ
মরহুম নজরুল ইসলম বাবু
ড.মনিরুজ্জামান মরহুম
ড.আবু হেনা মোস্তফা কামাল

44. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী ?
অ্যামেনিয়া
সুপার ফসফেট
টিএসপি
ইউরিয়া

45. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল ?
ইংরেজরা
ফরাসিরা
ওলন্দাজরা
পর্তুগিজরা

46. কর্কটক্রান্তি রেখা-
বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গেছে
বাংলাদেশের দক্ষিন সীমান্ত দিয়ে গেছে
বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে
বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে

47. জাতিসংঘের জনসংখ্যাসংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান?
সপ্তম
অষ্টম
নবম
দশম

48. অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত ?
চট্টগ্রাম
ঢাকা
মংলা
খুলনা

49. উপমহাদেশের সবশের্ষ গভর্নও জেনারেল কে ছিলেন ?
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড মাউন্ট
ব্যাটেন লর্ড ওয়াভেল

50. বাংলাদেশের লাগা উত্তওে অবস্থিত-
নেপাল ও ভুটান
পশ্চিম বঙ্গ ,মেঘালয় ওআসাম
পশ্চিমবঙ্গ ও কোচবিহার
পশ্চিমবঙ্গ ও আসাম

51. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
বরিশাল জেলায়
ফরিদপুর জেলায়
ঢাকা জেলায়
রাজশাহী জেলায়

52. চাকমা শরণাথীদের দ্ভিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১শে জুলাই,১৯৯৪তারিখেকতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ?
৩৮৭ জন
৩৭৫ জন
৩৫৭জন
৩৫৮জন

53. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু-
ভৈরবসেতু
হার্ডিজ্ঞ সেতু
ব্রক্ষপুত্র সেতু
তিস্তা

54. বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত?
১৮২৪কোটি টাকা
১৮৪২কোটি টাকা
১৮৭৬কোটি টাকা
১৮৬৭কোটি টাকা

55. ১৪ইডিসেম্বও,১৯৯৩তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলোসড়কের নামকরণ করা হয়?
৪টি
৫টি
৬টি
৭টি

56. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
শায়েস্তা খান
শাহ সুজা
টিপু সুলতান
ইসলাম খান

57. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
১৯০৬সালে
১৮৬৪সালে
১৯১৯সালে
১৮৪০সালে

58. বাংলাদেশে জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস করা হইয়াছিল?
১৯৯২সালে
১৯৯১সালে
১৯৯০সালে
১৯৯৩সালে

59. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিক যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
৪ঠাফেব্রুয়ারি,১৯৭২
২৪শে জানুয়ারি,১৯৭২
১৬ডিসেম্বর,১৯৭২
৪ঠা এপিল,১৯৭২

60. স্বাধীন বাংলাদেশকে ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
১৬ই মার্চ ,১৯৭২
১৬ইডিসেম্বর,১৯৭২
৪ঠা মার্চ ,১৯৭২
৪ঠা জুলাই,১৯৭৩

61. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষনা করেন?
৭জুন,১৯৯৪
১১জুন,১৯৯৪
১জুলাই,১৯৯৪
১২জুলাই,১৯৯৪

62. ১৯৬৫সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও সদস্য সংখ্যা কত ছিল?
১৫টি
১১টি
১০টি
৭টি

63. ১৯৯৪সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?
স্টইচকভ ও রোবোর্তো
সালেনকো ও ইর্ডেসন
সালেনকোও স্টইচকভ
আর্ডেসন ও রোবোর্তো

64. ১৯৯৩সালের হিসেম্বও অনদষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টএর নর্িাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে?
রাশিয়াস চয়েস
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
দ্যকমিউনিস্ট পার্টি

65. ডপএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাচিত জীবন ছেড়ে স্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন?
১১জুলাই,১৯৯৪
১২জুলাই,১৯৯৪
১৩জুলাই,১৯৯৪
১জুলাই,১৯৯৪

66. ওুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্যন্ট সরকার কবে শপথ গ্রহন করেন?
৮জুলাই,১৯৯৪
১৯জুলাই,১৯৯৪
২৪জুলাই,১৯৯৪
২৭জুলাই,১৯৯৪

67. Hubble Telescope এর ত্রুটি শংসোধনের জন্য নভোচারী গনকে মহাশূন্যে কোন নভোযানের প্রেরণ করা হয়েছিল?
Endeavour
challanger
Pathfinder
Apollo

68. গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন
৮জুলাই,১৯৯৪
৯জুলাই,১৯৯৪
১০জুলাই,১৯৯৪
১১জুলাই,১৯৯৪

69. Asia pacific Economic Co operation ফোরামের নভেম্বও, ১৯৯৩এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রদান অনুপত্থিত ছিলেন ?
মালয়েশিয়া
ফিলিপাইন
অস্ট্রেলিয়া
জাপান

70. ১৯৯৪এর নববষের্র দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?
নজিবুল্লাহ
আহমেদ শাহ মাসুদ
আবদুল রশীদ দোস্তাম
গুলবুদ্দীন হেকমতিয়া

71. ধূমকেতু সুমকার লেভী ৯এর প্রথম বঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে ?
১৫জুলাই,১৯৯৪
১৬জুলাই,১৯৯৪
১৭জুলাই,১৯৯৪
১৮জুলাই,১৯৯৪

72. ইয়াল্টা কনফারেল কবে অনুষ্ঠিত হয়?
১৯৪৭
১৯৪৫
১৯৬৩
১৯৪৩

73. NATO কবে প্রতিষ্ঠিত হয়?
১৯৫১সালের ৪মে
১৯৫০সালের ৪ফেব্রুয়ারি
১৯৪৯সালের ৪এপ্রিল
১৯৪৭সালের ৪আগস্ট

74. আর্ন্তজাতিক অর্থ তহবিল কবে হতে এ কার্যক্রম শুরু করে?
১৯৪৮সাল হতে
১৯৪৭ সাল হতে
১৯৪৬সাল হতে
১৯৪৫সাল হতে

75. ঊার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল ?
১৯৬১
১৯৬২
১৯৪৬
১৯৪৮

76. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
১৯১২সালে
১৯০৯সালে
১৯০৩সালে
১৯০৫ সালে

77. Straw vote বলতে কী বুঝায় ?
Poll based on random representations
Unofficial poll of public opinion
Manipulated elections
Yes -No vote

78. বি-৫২কী?
একবিশেষ ধরনের হেলিকপ্টার
একধরনের বোমারু বিমান
ভ’মি হতে শূন্যে নিক্ষেপণযোগ্যএকদরনের ক্ষেপনাস্ত্র
এক ধরনের যাত্রীবাহী বিমান

79. জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদষাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
২৪জুলাই,১৯৯৪
২৫জুলাই,১৯৯৪
২৬জুলাই,১৯৯৪
২৭জুলাই,১৯৯৪

80. আবহাওয়া৯০% আর্দ্রতা মানে কী?
বৃষ্টিপাতের সম্ভনা ৯০%
১০০ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাস্প
বাতাসেজলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
বাতাসের জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের৯০%

81. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরন
বোতাম টিপে ডায়াল করা
অপটিক্যাল ফাইবারের ব্যবহার
নতুন ধরনের মাইক্রোফোন

82. আধুনিক মুদ্রন ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারন -
কম্পিউটার
অফসেট পদ্ধতি
ফটো লিথোগ্রাফি
প্রসেস ক্যামেরা

83. পীট কয়লামাটির অনেক অনেক গভীওে থাকের বৈশিস্ট্য হলো –
মাটির অনেক অনেক গভীওে থাকে
ভিজাও নরম
পাহাড়ি এলাকায় পাওয়া যায়
দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

84. পানির জীব হয়েওবাতাসে নিঃশ্বাস নেয়-
পটকা মাছ
হাঙ্গর
শুশুক
জেলী ফিস

85. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নিগর্ত হয়?
মৃদু মঞ্জন রশ্মি
গামা রশ্মি
বিটা রশ্মি
কসমিক রশ্মি

86. বৃত্তের পরিধিও ব্যাসের অনুপাত -

২২/৭
২৫/৯
প্রায়৫

87. চাঁদে কোন শব্দ করলে শোনা যাবে না কেন?
চাঁেদ কোন জীবন নেই তাই
চাঁেদ পানি নেই তাই
চাঁেদ বায়ুমন্ডল নেই তাই
চাঁেদ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকষর্ণ জনিত ত্বরণঅপেক্ষা কম

88. ইাড়ির স্পন্দন প্রবাহিত হয়-
ধমনীর ভিতর দিয়ে
শিরার ভিতর দিয়ে
স্নায়ুর ভিতর দিয়ে
ল্যাকটিয়ালের ভিতর দিয়ে

89. উপক’লে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো –
প্রায় ৮ঘন্টা
প্রায় ১২ঘন্টা
প্রায় ২৪ঘন্টা
চাঁেদও তিথি অনুসারে ভিন্ন

90. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
২০৪৮
৫১২
১০২৪
৪৮

91. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩যোগ করলে যোগফল ২৪,৩৬এবং৪৮ দ্বারা বিভ্যাজ্য হবে?
৮৯
১৪১
২৪৮
১৭০

92. ৫০০টাকার ৪ বছরের সুদ এবং ৬০০টাকার ৫বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে,সুদেও হার কত?
৫%
৬%
১০%
১২%

93. দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে।প্রথম ব্যাক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে,দ্বিতীয় ব্যক্তি কাজটি একাকী কত দিনে করতে পারবে?
২০দিন
২২দিন
২৪দিন
২৬দিন

94. একজন দোকানদার ৭%ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল ।যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০%কম হতে এবং বিক্রয় মূল্য ৩১টাকা বেশি হত,তাহলে তার ২০%লাভ হত।দ্রব্যটির ক্রয়মূল্য কত?
১০০টাকা
২০০টাকা
৩০০টাকা
৪০০টাকা

95. a+b+c=9,a²+b²+c²=29 হলেab+bc+ca এর মানকত?
52
46
26
28

96. a²+b²-c²+2ab/a²-b²+c²+2ac=কত?
a+b+c
a+b-c/a-b+c
a+b-c/a-b+c
a+b-c/a+b+c

97. a:b=4:7এবং b:c=5:6 হলেa:b:c= কত?
4:7:6
20:35:24
20:35:42
24:35:30

98. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বনাম নাও হতে পারে?
দুই বাহু ও অর্ন্তভূক্ত কোণ
দুই কোন ও এক বাহু
তিন কোণ
তিন বাহু

99. চতুর্ভূজের চার কোণের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩হলে বৃহত্তম কোণের পরিধি হবে
100°
115°
135°
225°

Score =
Correct answers:

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post