Class Six 2nd Assignment Solution || ৬ষ্ঠ শ্রেনির ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান

Posted by: | Published: Sunday, November 08, 2020 | Categories:

Class Six 2nd Assignment Solution || ৬ষ্ঠ শ্রেনির ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

১। বিজ্ঞান কী?
২। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলাে কী কী হবে?
৩। তােমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সেমি, প্রস্থ ১৫ সেমি এবং উচ্চতা ১ সেমি. এরুপ ৫০টি বইয়ের আয়তন কত?
৪। আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ।
৫। | সাইকাস, সুপারি গাছ, মস, কাঠাঁল গাছ, সরিষা; ছকে উল্লিখিত উদ্ভিদগুলাে কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখ।

১। বিজ্ঞান কী?
ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান।

৩। তােমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সেমি, প্রস্থ ১৫ সেমি এবং উচ্চতা ১ সেমি. এরুপ ৫০টি বইয়ের আয়তন কত?

দেওয়া আছে,
বইয়ের দৈর্ঘ্য = ২০ সে.মি
বইয়ের প্রস্থ = ১৫ সে.মি
উচ্চতা = ১ সেমি.
:. বইয়ের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গুরুত্ব
= ২০ সে.মি × ১৫ সে.মি × ১ সে.মি
= ৩০০ ঘন সে.মি.
১ বইয়ের আয়তন ৩০০ ঘন সে.মি
:. ৫০ বইয়ের আয়তন (৩০০ × ৫০) ঘন সে.মি
= ১৫০০ ঘন সে.মি.

উত্তর: ১৫০০ ঘন সে.মি.

৪। আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ।
অ্যামিবা প্রোটিস্টা (চত্ড়ঃরংঃধ) রাজ্যের অন্তর্গত। কারণ এরা এককোষী।
মাশরুম (ইংরেজি: Mushroom) এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত।

প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য :
 এককোষী, আণুবীক্ষণিক প্রাণী।
 দ্বিবিভাজন বা বহুবিভাজন পদ্ধতিতে শুধুমাত্র অযৌন জনন সম্পন্ন করে।
 সাধারণত এককোষী দেহে একটিমাত্র নিউক্লিয়াস থাকে। ব্যতিক্রম: প্যারামিসিয়ামের দুটি নিউক্লিয়াস এবং ওপালিনাতে বহু নিউক্লিয়াস থাকে।
 বিশেষ গমনাঙ্গের সাহায্যে গমন করে। যেমন-- অ্যামিবার ক্ষণপদ, প্যারামিসিয়ামের সিলিয়া এবং ইউগ্লিনার ফ্ল্যাজেলা আছে।
 শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি দেখা যায়।
 সমগ্র দেহাবর্ণী দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় আদানপ্রদানের সাহায্যে শ্বসন প্রক্রিয়া চলে।
 দেহে বিভিন্ন প্রকার গহ্বর বা ভ্যাকুওল (vacuole) দেখা যায়। যেমন—১। খাদ্যগহ্বর, ২। রেচনগহ্বর, ৩। জলগহ্বর, ৪। সংকোচনশীল গহ্বর ইত্যাদি।
 সংকোচনশীল গহ্বরের সাহায্যে দেহের অতিরিক্ত জল দেহের বাইরে মুক্ত করে, অর্থাৎ দেহে জলের ভারসাম্য বজায় রাখে।
 প্রোটোপ্লাজমের বিভিন্ন অংশ বিভিন্ন কোষ অঙ্গাণু সৃষ্টি করে।
 দেহ গোলাকার, ডিম্বাকার অথবা কোনো কোনো ক্ষেত্রে অনিয়তাকার।
 বিভিন্ন প্রকারের পরজীবী প্রাণী।

ছত্রাক এর বৈশিষ্ট্য
 হ্যাপ্লয়েড স্পোর” দিয়ে ছত্রাক বংশ বিস্তার করে।
 এ তে এককোষী জননাঙ্গ।
 ছাত্রাকের জাইগোটে ...মায়োসিস হয়।
 কাইটিন দিয়ে কোষ প্রাচীর গঠিত।,



Next
This is the current newest page
Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon